নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কবি!

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮



দিন শেষে মেয়েরা তার প্রেমিকের কাছেই ফিরে যায়
ব্যর্থ পুরুষরা কবি হয়ে আকাশের বুকে কবিতা লেখে,
হয়তো রাতে বালতি দিয়ে জোছনা ধরে, কিংবা
বিছানার চাদর দিয়ে অব্যক্ত স্বপ্নগুলিকে বাঁধে।

হারিয়ে ফেলা প্রেমিকার সিঁথির মাঝে
খুঁজে ফেরে চতুর্দশপদী কবিতা,
ছন্দের জাদুকর হয়ে উঠে
হঠাৎ, ব্যাকরণহীন পুরুষ।

নিকষ কালো নিঃসঙ্গতা যেন
আশ্রয় পায় বিমূর্ত পদ্যে,
কিংবা কিংবদন্তি রঙতুলি তে
এঁকে ফেলে এক জলজ্যান্ত পোট্রেইট!

কাঁধে ঝোলান চটের ব্যাগে উঁকি দেয়
হাতে লেখা কিছু অসম্পুর্ন কবিতা,
অধোয়া পাঞ্জাবীতে লাগে না
কখনোও লিপষ্টিকের দাগ।

অটোগ্রাফের সময় বই মেলায় আলতো হাতের ছোঁয়া
কবির বুকে ঝড় তুলে অনবদ্য শিহরণ,
কাঁচের চুড়ির রিন ঝিন হয়ে উঠে
বিটোভেনের সপ্তম সিমফোনী।

কিন্তু, মেলা শেষে মেয়েরা প্রেমিকের কাছেই ফিরে যায়
দিবা স্বপ্নে বিভোর কবি ছন্দপতন হয় গদ্যে,
ছেড়া মশারি বেধে রাখতে পারে না সুপ্ত কামনা
নির্ঘুম রাত কাটে নিষ্পাপ প্রেমের অসহ্য ভালোবাসায়।

পটভুমিঃ গতকাল আমার এক লেখা নিয়ে ব্যাপক লজ্জা পেয়েছি। পদাতিক ভাই সুনীলের কবিতা নিয়ে এসেছেন। অর্ধেক বেলা সামুতে আসিনি লজ্জায়। :`> নতুন লেখা পড়ার লোভে লজ্জার রেশ কাটিয়ে যেই না সামু ওপেন করলাম, রাকু ভাই দেখি বেসম্ভব এক নাম বলে ডাকলেন। উল্টা পাল্টা কয়েক লাইন লিখে সামুতে দেই দেখে কি আমাকে কবি বলবেন? সাথে সাথে সামু থেকে পালালাম। :`> মাথা থেকে কিছুতেই এই নাম বের করতে পারছি না। কি করি? শেষমেষ এই ভোজন অযোগ্য আবার উল্টা পালটা কিছু লাইন, তাও আবার কবি কে নিয়ে। :

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮

মন্তব্য ৫৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩০

রঞ্জন রয় বলেছেন:

কবিরা ব্যর্থতার স্বীকার হয় বলেই কবিতার জন্ম হয়।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

নীল আকাশ বলেছেন: কবিরা ভালোবাসতে পারে দেখেই পৃথিবী এখনও এত সুন্দর!
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা কিন্তু মন্দ হয়নি। আমার কাছে ভাল লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

নীল আকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

সাইদুল আরেফিন মুন্না বলেছেন: ছেকা শব্দটা যেন কবিতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

নীল আকাশ বলেছেন: বিরহ হচ্ছে কবিদের জন্য ক্যাটালিস্ট।
প্রথম আমার ব্লগে আসার জন্য & মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। প্রানবন্ত।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

নীল আকাশ বলেছেন: কি সুন্দর মন্তব্য! আহ মনটা ভরে গেল। কি দিব ভাই আপনাকে?
নিন, আমার নিজের হাতে ফুটান গোলাপ নিন ।

৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

নীল আকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: পাব্লিক কবিতায় ট্রাজেডি পছন্দ করে। আর কবিদের দুঃখ ব্যথা কবিতাদেরও অনন্য রূপ দান করে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১

নীল আকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি কি জানেন আমার ভালো নাম ও যুনাইদ!

৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২১

বাকপ্রবাস বলেছেন: সবাই কবি নয়, কবি লিখে কেউ কেউ

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

নীল আকাশ বলেছেন: আর কেউ কেউ আমার মতো ও প্রলাপ বকে!
বাকপ্রবাস ভাই, ভালো আছেন?

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

জুনায়েদ বি রাহমান বলেছেন: মাত্র জানলাম। আপত্তি না থাকলে আসেন - কোলাকোলি করি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

নীল আকাশ বলেছেন: অবশ্যি। সামু তে প্রথম ডিজিটাল কোলাকোলি। আসুন শুভ কাজে দেরী করতে নেই।

৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

বাকপ্রবাস বলেছেন: কবিতা লেখে কেউ কেউ হবে

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: তাইতো দেখছি আজকাল। :P

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন:

ভালো থাকবেন যুনাইদ ভাই।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ । আমার সাথে থাকবেন সব সময়।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

কাওসার চৌধুরী বলেছেন:



কবিতাটি ভাল লেগেছে; সুখপাঠ্য +++

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

নীল আকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। আর সুখপাঠ্য +++ এর জন্য কৃতগ্গতা।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

রাকু হাসান বলেছেন: আমি বলবো পদাতিক ভাইয়া আরও নানান বিখ্যাত কবি কবিতার প্রসঙ্গ আনুক । আমিও উল্টাপাল্টা কিছু বলে ফেলি বারবার ;)
তার বিনিময়ে কবির এমন কবিতা পাই । :-B । আপনি অনেক অনেক ভালো কবিতা লিখেন সেটা বলার অপেক্ষা রাখে না । যে এত অল্প সময়ে এত সুন্দর কবিতা লিখতে পারে ,সে একটু সময় নিয়ে ভেবে যদি লিখে তাহলে কেমন লিখবে সেটাই ভাবছি 8-|

শব্দের গাঁথুনিতে প্রত্যকটি ইমেজ ফুটিয়ে তুলেছেন যা ভালো একটি কবিতার দাবি রাখে । আমি কিন্তু তিনবার পড়লাম । অনেক ভালো লিখেন । পরিশেষে বলিতে চাই
দিনশেষে ব্লগাররা তাঁর সামুর কাছেই ফিরে যাই :P যেমন টা আপনি এসেছেন :) । আসবেনও সেই প্রত্যাশা বারবার ।
ব্লগবাড়িতে মন্তব্য করেছি । আশাকরি দেখবেন । :#)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০০

নীল আকাশ বলেছেন: দেরী করে মন্তব্য করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। লেখকের লেখার জন্য অনুপ্রেরনা হচ্ছে ক্যাটালিস্ট। কিন্তু আপনি আমাকে বা আমার লেখা নিয়ে যা বলেন তাতে একটা বিখ্যাত প্রবাদ পরিবর্তন করতে হবে। শিগগিরি লজ্জা আমার ভূষন হয়ে যাবে! যদিও নারী নই।

দিনশেষে ব্লগাররা তাঁর সামুর কাছেই ফিরে যাই :P যেমন টা আপনি এসেছেন :) এখানেই তো দিন শেষে ফিরে আসবো । এটাই তো আমার লেখার ঘর। পদাতিক ভাই কে যা বলেছি সেটা আপনাকেও বললাম - জানি না কতটুকু পারি তবে লেখার সময় আমার আন্তরিকতার কোন ত্রুটি থাকে না এটা বলতে পারি। আমার পাশে থাকবেন সব সময়।

কবিতা আপাতত বাদ। গল্প লেখায় মন দিয়েছি । দারুন একটা সিরিজ লিখছি। এটা সম্ভবত আমার সেরা লেখা হবে..জানি না তবে পাঠক রাই বলতে পারবে........শবনম নামে লেখা গুলি পড়ে দেখার আমন্ত্রন দিয়ে গেলাম। এর মাঝে টুক টাক লেখা দিব পড়ে দেখবেন। আমার মূল্যায়ন চাই। এটাই আপনার কাছে আমার প্রত্যাশা.....।

আপনার জন্য আর আপনার পরিবারের সবার জন্যও রইল শুভকামনা ও ভালোবাসা।

১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

মাহমুদুর রহমান বলেছেন: দিন শেষে মেয়েরা তার প্রেমিকের কাছেই ফিরে যায়
ব্যর্থ পুরুষরা কবি হয়ে আকাশের বুকে কবিতা লেখে,
হয়তো রাতে বালতি দিয়ে জোছনা ধরে, কিংবা
বিছানার চাদর দিয়ে অব্যক্ত স্বপ্ন গুলিকে বাধে।

অসাধারন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৪

নীল আকাশ বলেছেন: যা বললেন ভাই, ভাবছি আরো কিছু উল্টা পাল্টা লিখে দেখবো নাকি? অনুপ্রেরণার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীলআকা৩৯ ভাই,

সঙ্গত কারনে আমাকে কবিতার শেষে টানায় গতপোস্টে উত্তর দিয়ে এসেছি। তবে আজকের প্রসঙ্গে বলবো, কবির কল্পনার অনুভবে বিমুগ্ধতা রইল। ভাইরাকুর সঙ্গে সহমত যে আপনার চিন্তাশক্তির ছন্দম নৃত্য ঝরে পড়ুক ব্লগের পাতায় পাতায়। ++

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

নীল আকাশ বলেছেন: দেরী করে মন্তব্য করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। লেখকের লেখার জন্য অনুপ্রেরনা হচ্ছে ক্যাটালিস্ট। আপনি যেই মন্তব্যটা করেছেন সেটা পড়ার পর কিযে ভালো লাগছে সেটা আমি লিখে শেষ করতে পারবো না। তার উপর পদাতিক চৌধুরি ভাই বলেছেন! আবার ভাব টা হটাৎ মাথায় আসলো সাথে সাথে মোবাইল নিয়ে বসে গেলাম। সঠিক সময়ে সঠিক শব্দ খুজে পাওয়া আর তা জায়গা মতো ব্যবহার করে আসলেও কঠিন। জানি না কতটুকু পারি তবে লেখার সময় আমার আন্তরিকতার কোন ত্রুটি থাকে না এটা বলতে পারি। আমার পাশে থাকবেন সব সময়।

আপনার জন্য আর আপনার পরিবারের সবার জন্যও রইল শুভকামনা ও ভালোবাসা।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সুন্দর কবিতা ++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

নীল আকাশ বলেছেন: প্রথমেই সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। সময় নিয়ে অফিসে মন্তব্য করতে বসলাম। মোবাইলে মন্তব্য করতে ভালো লাগে না। আপনার পুরো নামের একবারে শেষ নাম টা আমার কাছে খুবই আপন, একসময় খুব কাছের একজনকে এই আমি এই নামে ডাকতাম। ওরও আপনার মতো তিন অক্ষরে নাম ছিল। এখন এত দূরে যে আর ডাকা হয় না। অনেক দিন পরে এই নাম টা দেখে পুরনো অনেক স্মৃতি মনে পরে যাচ্ছে। কালকে রাতে এই নাম টা দেখে হটাৎ একটা গল্পের একটা প্লট মাথায় আসল। আমার ব্লগে নিয়মিত লেখা পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম।

১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

আহমেদ জী এস বলেছেন: নীলআকা৩৯ ,



কেন , খারাপ কি লিখেছেন আপনি ? চিত্রকল্প ভালো ।
লিখতে লিখতেই একদিন দেখবেন , হাত খুলেছে বেশ ।

শুভেচ্ছা সহ ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুপ্রেরণাদায়ক একটা মন্তব্য করেছেন।

একটা নতুন গল্প দিলাম। কেমন লাগলো জানাবেন?

আমার ব্লগে নিয়মিত লেখা পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম।


আপনার জন্য আর আপনার পরিবারের সবার জন্যও রইল শুভকামনা ও ভালোবাসা।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১

ভ্রমরের ডানা বলেছেন:



কবিদের আসল প্রেমিকা কবিতা। যোনী সর্বস্ব প্রেমিকার রতিকলা হতে মোলায়েম কবিতার সান্নিধ্য কজন ছুঁয়েছে বলুন?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

নীল আকাশ বলেছেন: ভাই, আমার ব্লগে ফিরে আসার জন্য ধন্যবাদ।

একটা কবিতা হলো বাধ ভাংগা আবেগের বহিঃপ্রকাশ। আজকাল ভালোবাসা আর প্রেম যোনী সর্বস্ব প্রেমিকার রতিকলা ছাড়া আর কিছুই না। একদম পরিপুর্ন ভাবে ঠিক কথা বলেছেন।

আজকালকার ভালোবাসায় কবিতা আসবে কোথা থেকে? আসবে তো অডিও, ভিডিও আর ইন্টারনেট রিলিজ!

আসল প্রেম ভালোবাসা দেশ ছেড়ে অনেক আগেই পালিয়েছে............

আমার ব্লগে নিয়মিত লেখা পড়ার অনুরোধ রইল।
ধন্যবাদ আপনাকে।

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

ডার্ক ম্যান বলেছেন: বাঙালি রমণীরা প্রেম করার জন্য কবিকে বেছে নেয়
আর বিয়ে করার জন্য শিল্পপতিকে বেছে নেয় ।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

নীল আকাশ বলেছেন: লাইনটা আরেকটু টিউন করে দেই
বাঙালি রমণীরা ছলা কলা করার জন্য কবিকে বেছে নেয়
আর বিয়ে করার জন্য শিল্পপতিকে বেছে নেয় ।

আমার অনেক পুরান কবিতা পড়লেন আজ......।
কি খবর? ভালো আছেন?
শুভ কামনা রইল!

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

ডার্ক ম্যান বলেছেন: চলছে কোন মতন। আপনি তো দেখি হেবি মুডে আছেন

২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

নীল আকাশ বলেছেন: এই চলছে আর কি, হাতে সময় থাকলে ব্লগে থাকার চেস্ট করি।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

বলেছেন: শৈল্পিক সুন্দর ভাব বিন্যাসে লেখা কাব্য

শুভেচ্ছা কবি।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল লতিফ ভাই,
পদাতিক দা আমাকে ক্ষেপানোর জন্য রাগ করে লিখেছিলাম। একটানে লিখেছিলাম, বউ পড়ে বলল ভালোই তো হয়েছে।
তাই পোষ্টে দিলাম।
আপনার পছন্দের মিষ্টি মিষ্টি হাসি দিয়ে কবিতাটা শেষ করেছি কালকে। পোষ্ট দিয়ে দিব।
ধন্যবাদ আর শুভ কামনা রইল।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১

বলেছেন: আপনি দারুণ রসালো হাজবেন্ড।


শুভ হোক দাম্পত্য জীবন।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২২

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই,
আমার প্রত্যেকটা লেখা পোষ্ট দেবার আগে ফাইনাল প্রুফ করে দেয় আমার বউ। ও না বলা পর্যন্ত আমি কোন লেখা পোষ্ট দেই না।
নিজের ভুল সব সময় চোখে পড়ে না........।
ধন্যবাদ আর শুভ কামনা রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০

নীল আকাশ বলেছেন: জী খুব ভালো বলেছেন।
দোয়া করবেন যেন সারা জীবন খুব ভালো দাম্পত্য জীবন কাটাতে পারি।
She makes may life complete!
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

২২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪১

স্রাঞ্জি সে বলেছেন:


অনবদ্য কবির কবিতা কবি। আমার প্রায় কথা উপরে বলা হয়ে গেছে। তাই আর ওদিকে পা মাড়াচ্ছি না।

তয় কিছু কি না বলে যাবো। তা তো হয়না। ভুলটা হিলেও ধরে দিয়ে যায়।
ব্যাকরন < ব্যাকরণ। জলজান্ত < জলজ্যান্ত।

সপ্তম ভাল লাগা জানিয়ে গেলাম......

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমার অনেক আগের একটা কবিতা। তবে এটা আমার অন্যতম সেরা!
অনবদ্য কবির কবিতা কবি। আমার প্রায় কথা উপরে বলা হয়ে গেছে। তাই আর ওদিকে পা মাড়াচ্ছি না। হুম, সব কবিদের মনের কথাই এখানে বলে দিয়েছি........
বানান গুলি ঠিক করে দিয়েছি। আর ভুল ধরে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যখনই আমার লেখায় কোন ভুল চোখে পড়বে কষ্ট করে বলে দিবেন। খুব খুশি হব!
আমার এর পরেও আরও কয়েকটা দুর্দান্ত কবিতা আছে, সেগুলি পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: স্বপ্নগুলিকে হবে...
বাঁধে হবে
ব্যাকরণ হবে....
বিটোফেন বা বিটোভেন....

আচ্ছা অন্য কারো চোখে এগুলো ধরা পড়ে নি B:-)

check this


তাহলে কবিতা কবির ব্যার্থতা B-))

০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমার এটা আমার অন্যতম সেরা কবিতা! পদাতিক দা আমাকে ক্ষেপানোর জন্য রাগ করে লিখেছিলাম। একটানে লিখেছিলাম এটা।

বানান গুলি ঠিক করে দিয়েছি। আর ভুল ধরে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যখনই আমার লেখায় কোন ভুল চোখে পড়বে কষ্ট করে বলে দিবেন। আমি আপনাকে সম্মানের সাথে আমার সব লেখার অফিসিয়াল প্রুফ রিডার ঘোষনা করলাম। আপনি আমাকে কত যে সাহায্য করেছেন সেটা বলে আমি শেষ করতে পারবো না......ইস, আমি যেই দিন থেকে লেখা শুরু করেছিলাম তখন থেকে যদি আপনি থাকতেন! :`>

সব কবিদের মনের গোপন গোমরের কথা ফাঁস করে দিয়েছি তো, সেটা পড়েই সবাই কাত! বানান ভুল ধুক ধুক বুকে নিয়ে আর চোখে পড়েনি! ;)

আমার এর পরেও আরও কয়েকটা দুর্দান্ত কবিতা আছে, সেগুলি পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম।
বিশেষ করে এটা পড়ে আসুন কবিতা - কেউ কোনদিন খোঁজ নেয়নি আমার Click This Link
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিগণ এমনই ;)

সময় পেলে অবশ্যই দেখবো :)

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৪

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
সামুতে নোটিফিকেশন নিয়ে আসলেও খুবই সমস্যা আছে। হুট করে এখানে আসায়, আপনার এই মন্তব্যটা চোখে পড়ল। সবর্নাশ, কি লজ্জা লাগে বলুন? সেই কবে আপনি মন্তব্য করেছিলেন আর কবে আমি এর উত্তর দিচ্ছি! এটা কিছু হলো!
ব্লগের কবিদের কান্ডকারখানা ফাঁস করে দেয়ার জন্যই তো এই কবিতা লিখেছি।
শুভ কামনা রইল!

২৫| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১০

মা.হাসান বলেছেন: করুণাধারা আপার পোস্টে রেখে আসা লিংক থেকে আসলাম, এমনিতে আসার বান্দা আমি না।

ব্যর্থ পুরুষরা কবিতা লিখে বলেছেন, যেহেতু আপনি প্রেমে সফল, কাজেই আপনি কবি না এমন যুক্তি হয়তো আপনি দেবেন।

আমি বলবো ফেইলিওর ইজ দা পিলার অফ সাকসেস।

আপনার সাফল্যের পিছে কত যে ব্যর্থতার পিলার আছে ভাবি কি জানেন?

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৮

নীল আকাশ বলেছেন: একজন চরম সাকসেসফুল পুরুষের কাছে জীবনে সুখী থাকার মন্ত্র জানতে চাওয়া হয়েছিল। উনি স্মীত হেসে বলেছিলেনঃ
-শত প্রলোভনেও বিয়ের পর নিজের স্ত্রীকে ফেলে আসা জীবনের রোমান্টিক কিছু বলবে না। আর কিছু লাগবে না। ঘর ঠিক হ্যায় তো জীবন হিট।
পুরুষরা ব্যর্থ দেখেই আবার শুরু করতে পারে। জীবনে নিয়ে রিস্ক নিতে পারে। কিন্তু মেয়েরা জীবনে রিস্ক নেয়া পছন্দ করে না।
সেজন্য মেয়েরা প্রেম করে বেকার ছেলেদের সাথে আর বিয়ে করে মধ্যবয়স্ক টাকাওয়ালা পুরুষদের।
ধন্যবাদ।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইডা তো পড়েছি, মন্তব্যও করেছি। তবুও আসলাম যখন, আরো কিছু কইয়া যাই।

মিতা, কবিরা আকাশে ঘাস কাটে
সমুদ্রের ঘোড়া পালন করে

আকাশে ঘাস কাটা, স্মুমুদ্রে ঘোড়া পালন কিম্বা বালতিতে জোছনা ভরে প্রেমিকাকে খোশ করার ফন্দি জেনেও কবিরা ব্যার্থ। কবিদের ব্যর্থতাই প্রমাণ করে দুনিয়ার বর্তমান মানুষগুলো কতটা যান্ত্রিক, কতটা বাস্তববাদী।
সামনে কবিদের কি হাল হবে, উপরওয়ালাই ভালো জানেন!

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০০

নীল আকাশ বলেছেন: আজও কবিরা আছে বলেই সাহিত্য নিয়ে নতুন রচনা সৃষ্টি হয়, শব্দের খেলা চলে, আবেগের নতুন সিড়ি তৈরি হয়।
কবিরা ভালোবাসতে পারে দেখেই তৈরি করে নতুন এক শাহনামা, নূরে জেহান কিংবা শবনম।
এই চরম যান্ত্রিক আর নিষ্ঠুর বাস্তববাদী জীবনেও শুধু কবিরাই এনে দিতে পারে এক মুঠো আবেগের স্বস্তি!
আবার পড়ার জন্য খুব করে ধন্যবাদ নিবেন মিতা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.