নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ একেই বলে বাঁশডলা!

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮



গত ছয় মাসে ধরে আমার মনটা সবসময়ই খারাপ থাকে। একটা মেয়ে কতটুকু সহ্য করতে পারে আমি জানিনা তবে আমি সম্ভবত আমার সহ্যের একদম শেষ সীমানায় চলে গিয়েছিলাম। নিজের চোখের সামনে নিজের বিএফ কে নিজের সবচেয়ে কাছের বান্ধবীর সাথে এ্যাফিয়ার করতে দেখলে কোন মেয়ের পক্ষে সেটা সহ্য করা সম্ভব? যখন বদমায়েস এক্স বিএফটা আবার ফোন দিয়ে বলে, সে কত ভালো জিএফ পেয়েছে, কত মজা ওরা ডেটিং এ যেয়ে করে! মাঝে মাঝে আবার ফোন করে জিজ্ঞেস করতো আমি কেমন আছি? দিন কাল কেমন যাচ্ছে? দাঁতে দাঁত চেপে সব সহ্য করতাম শুধু ওর কন্ঠটা শোনার জন্য! ও যখন এসব বলতো আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। কিন্তু কখনো এক্স বিএফ বা বান্ধবী কাউকে বুঝতে দিতাম না। সব কষ্ট মনের মধ্যে পাথর চাপা দিতাম!

সেদিন বেইমান বান্ধবী হঠাৎ ফোন দিয়ে যখন বলল ওর বিয়ে, শুনেই সাথে সাথে চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছিল। আরেকটু হলে কান্নাকাটি শুরুই করে দিয়েছিলাম, থেমে গেলাম যখন শুনলাম বর নাকি কানাডিয়ান ইমিগ্রান্ট ইঞ্জিনিয়ার। বু্য়েট পাস। অনেকদিন পর মনটা খুশিতে লাফ দিয়ে উঠল। বান্ধবী আমাকে আর ওর সদ্য এক্স বিএফ দুইজনকেই বিয়েতে দাওয়াত দিয়েছে। বিয়েতে আসবো কিনা জানতে চাইলো?

যাব না মানে? কি বলল এটা আমাকে? আমিই তো প্রথম যাবো। খুশিতে আমার সবগুলি দাঁত স্কেলিং করলে যা রকম চকচক করে, সেই রকম করছে। আহ, অবশেষে আল্লাহ আমার দিকে তাকিয়েছে! দুই সপ্তাহ আগে এক্স বিএফ ফোন দিয়ে বলেছে, আমার বান্ধবীকে বিয়ে করে আমাকে নাকি দেখিয়ে দিবে জীবনে কিভাবে সুখী হতে হয়! সুখ, শালা? এবার বুঝবি সুখ কাকে বলে?

আজকে গায়ে হলুদের অনুষ্ঠানে এক্স এর গফ কে আমি নিজের হাতে মনের মতো করে সাজিয়ে, একসাথে নাচ-গান করে সেই ভিডিও নিজ দায়িত্বে এক্স কে পাঠিয়ে দিয়েছি। তারপর ফোন করে আবার কনফার্ম করেছি, সেটা পেয়েছি কিনা!

শালা, এইবার বুঝ, ছাইড়া গেলে কেমন লাগে?

পরশু দিন বিয়ে। তিন মাস টিউশনি করে যে টাকাটা জমিয়ে ছিলাম, সেটা দিয়ে প্রফেশনাল ক্যামেরা ম্যান ভাড়া করেছি ছবি তোলা আর ভিডিও করার জন্য। বাসর ঘরের ছবি তোলার সময় আমি নিজে দাঁড়িয়ে থেকে সব লোকেশন আর পজিশন দিব। ঠিক করেছি এবারের ছবি আর ভিডিওর ডিভিডি টা নিজের হাতেই এক্স কে দিয়ে আসবো।

বুঝবি এবার, একেই বলে বাঁশডলা!

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর, ২০১৮

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: ম্যাওপ্যাও পোষ্ট।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

নীল আকাশ বলেছেন: ম্যাওপ্যাও sms এ ম্যাওপ্যাও পোষ্ট। এর চেয়ে বেশী কি চান!

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

বাঁশডলা গল্পে যেমন তেমন পটভূমিতেইতে বেশি মনে হচ্ছে ;)
=p~ =p~ =p~

+++

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

নীল আকাশ বলেছেন: যথারিতি Experiment টা চালাচ্ছি। অনু গল্প আগে লিখি নি। just try করলাম কেমন হয়?

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

শামচুল হক বলেছেন: বাঁশডলা মন্দ না, নিজের টিউশনির তিনমাসের টাকা যায় যাক, তারপরেও ভিডিও করে এক্স ফ্রেন্ডের কলিজায় আগুন জ্বালানোর মধ্যেও মহা আনন্দ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

নীল আকাশ বলেছেন: সে আর বলতে রে ভাই! ব্যাপক আনন্দ! ;)

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় নীলাকাশভাই,

প্রতিমন্তব্য না দেওয়াটা আপনার ব্যক্তিগত ইচ্ছা - অনিচ্ছার উপর নির্ভরশীল। তবে কমেন্টদাতা হিসাবে আপনার আগের দুটি পোস্টের প্রতিমন্তব্য পেলে আজ হয়তো মনখুলে কমেন্ট করতে পারতাম।

স্যরি পোস্ট সম্পর্কে কিছু লিখতে পারলাম না।

শুভেচ্ছা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০

নীল আকাশ বলেছেন: বড় ভাই, পদাতিক চৌধুরি, কি লজ্জায় আমাকে ফেলে দিলেন? সকাল থেকে অফিসে এসে ৫ সেকেন্ড ডেস্কে বসতে পারিনি। maintenance এর job করি । চাকরী আগে তাইনা ? তাছাড়া আপনি আমার ব্লগের সব চেয়ে কাছের মানুষ। ছোট খাট মন্তব্য কি আপনাকে করা যায়? কি লজ্জা লাগছে! সত্যই কথা হলো আপনার জন্যই আমার এই গল্প লেখা শুরু হয়েছে। আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। কোন কারনে মনে দু্‌ঃখ দিয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করে দিবেন।

স্যরি পোস্ট সম্পর্কে কিছু লিখতে পারলাম না। - এই কথা বলবেন না, আমি লেখালেখি ছেড়ে দেব! দয়া করে আবার এসে মন্তব্য করুন। আমি চাতক পাাখির মতো আপনার মন্তব্যের জন্য অপেক্ষায় থাকি। সব সময় আমার পাশে থাকবেন, প্লীজ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

সনেট কবি বলেছেন: বেশ

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ কষ্ট করে এসে পড়ার জন্য।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

এ.এস বাশার বলেছেন: ক্ষমা মহত্ত্বের পরিচয়.....



বিদ্রঃ গল্পের চরিত্রের সাথে এই মন্তব্যের কোন রকম মিল নেই। তবে কারো ব্যক্তি জবিনের সাথে মিলে গেলে মন্তব্যকারী দায়ী নহে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

নীল আকাশ বলেছেন: ক্ষমা সব সময় আর সব জায়গায় করা যায় না রে ভাই। কলিজা ছিড়ে যায়!

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

এ.এস বাশার বলেছেন: জীবন বানানটা টাইপো মিসটেক....কষ্ট করে পড়ে নিবেন..এই মন্তব্যটি মুছে ফেলবেন দয়া করে....

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

নীল আকাশ বলেছেন: কোথায় আপনার এই মন্তব্য খুজে পেলাম না তো?

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

বাকপ্রবাস বলেছেন: বাসর রাতের ভিডিও থাকলে দিতে পারেন। সেটা দেখলে রাজিব ভাই এর সাথে সূর মিলিয়ে বলবনা ম্যাওপ্যাও পোষ্ট।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

নীল আকাশ বলেছেন: বাকপ্রবাস ভাই এত পরে আসলেন? বাসর রাতের ভিডিও তো you tube আছে? কত দেখবেন?

রাজীব নুর বলেছেন: ম্যাওপ্যাও পোষ্ট। সেটা নিয়ে আমি কিছু মনে করেনি। ম্যাওপ্যাও sms এ ম্যাওপ্যাও পোষ্ট।
এর চেয়ে বেশী কি চান!

একটা মাত্র 4 line এর একটা sms কে গল্পে পরিবর্তন করা যায় নাকি সেটা experiment করেছি, আর কিছু না।
ভালো থাকবেন, শুভ কামনা রইল।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০০

কাওসার চৌধুরী বলেছেন:



আমার বাসার প্রাইম মিনিস্টার এসব এক্সক্লুসিভ পেজের মেম্বার। ফেইসবুক আর ন্যাংটা পীর বাবাদের এতো এতো দাপটের মূলে কিন্তু এই প্রাইম মিনিস্টাররা। এটা একটা জাতীয় সমস্যা এখন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

নীল আকাশ বলেছেন: কাওসার চৌধুরী আবার এসেছেন! কি যে ভালো লাগছে দেখে.......
এইসব পেজে কি যে লেখে পড়লে মাথা ঘুরতে থাকে........রসময় গু........ও...ফেইল।
ভয়াবহ সব লেখা, সাধে আমাকে রেগুলার পড়তে দেয় না! চান্সে থাকি কখন পড়া যায় ;)
বাংলাদেশে ফেসবুক চলেই তো মেয়েদের জন্য, আবার কি?

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহাহা
না খেয়ে ,শুধু ফেসবুক পেজে দেখেই লিখে ফেললেন এমন সুন্দর বাঁশডলার গল্প !!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

নীল আকাশ বলেছেন: গল্প পড়েছেন ভালো কথা খবরদার পটভূমিটা কিন্তু পড়বেন না। ;) কে জানে, দেখা যাবে আপনি আবার ঐ গ্রুপের মেমবার! :(( আমার বাসার প্রাইম মিনিস্টার কাছে নালিশ চলে গেছে আর আমি এইসব এক্সকুসিভ পেজগুলি আর দেখতে পারবো না! আহা, পুরো লাইফ টা হেল হয়ে যাবে! :P

সকাল সকাল আমার ব্লগে চলে আসলেন কি দিয়ে যে আপ্যায়ন করবো, বড়ই লজ্জায় ফেলে দিলেন দেখি?

প্রথম বার আমার ব্লগে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সব সময় আমার সব লেখায় আপনাকে পাশে পাবো।
শুভ কামনা রইল।






১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: গতকাল পোস্টটি না পড়ে মন্তব্য করেছিলাম। আজ পড়লাম। ছ্যাঁকা খাওয়া পোস্ট বেশ লাগলো। হা হা হা। ♥♥♥♥♥

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০

নীল আকাশ বলেছেন: মনটা যে কি খুশি লাগছে আবার আপনাকে দেখে! বার বার মনে হচ্ছিল আমার ব্লগে কি যেন নেই। আপনি ছাড়া আমার ব্লগটাই যেন অসম্পুর্ন। ধন্যবাদ পদাতিক ভাই। আপনি আমার অনুপ্রেরণা।

মাত্র একটা মাত্র 4 line এর একটা sms কে গল্পে পরিবর্তন করা যায় নাকি সেটা experiment করেছি। সবার লেখা মন্তব্য পড়ে তো ভালোই লাগছে। আরো এসব experiment করবো নাকি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.