নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ সুন্দরী আমি, হার্টথ্রব মডেল হতে চাই! - ১

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১



শরীরে কি পাপ হে, বিশুদ্ধতাবাদী?
কাচুলীর উপর আঁচল সরালেই হব প্রগলভা।
পীনোন্নত বুকের খাঁজে প্রলুব্ধ
করব কত রথী মহা রথী।
স্লিভলেস ব্লাউজে উদ্দেলিত বাহু
টেনে আনব কত কামনা রত পুরুষ কে।
র‍্যাম্পে হাঁটা নগ্ন পদ যুগল, আলোড়ন
তুলব কত কামুক লম্পটের বুকে।

মেদহীন নগ্ন তলপেটের অগভীর গর্তে
সাতার কাটাব কত নাম না জানা প্রেমিক কে।
আমার শরীরের দৈনিক মূল্য প্রকাশে
রমরমা পত্রিকা হয়ে যাবে ট্যাবলয়েড।
সৃষ্টিশীল লাইভ ভিডিও তৈরী করে
আনব আচমকা ভার্চুয়াল সুনামি।
লাইক আর কমেন্টে ভরে দেব
ফেসবুকের প্রতিটা পেজ।
ইন্সটাগ্রামে আমার গোপিনীবল্লভ পোজে
নিদ্রাহীন রাত কাটাবে কত শত যুবক।

হে সুন্দরী নারী, মডেল হতে যেয়ে
আধুনিকা হবার প্রয়োজনে,
রেখেছ কি কোন চেষ্টার ত্রুটি?
অষ্টভার্যা দেহ পসারনীর
সহজ লভ্য শরীরের প্রতিটা বাঁক
উচ্চাশার সিড়িতে তড়তড়িয়ে উঠি।

অথচ, দিন শেষে ফিরে আস তুমি
ব্যর্থ জীবন আর শ্রান্ত দেহমনে,
দলিত মথিত ছিন্ন ব্যবহৃত দেহ
ঘষা মাজা কর নতুন প্রয়োজনের আহবানে।

হায়, বেলা শেষে তোমার মূল্য
কতটুকু হে সুন্দরী মডেল?
শ্বাপদের হিংস্র দংশনের দাগ
তুমি হয়তো লুকাবে পুরু মেকাপে,
কিন্তু দগদগে সেই বিবেকের যাতনা
কখনো কি মুছে যাবে?

উৎসর্গঃ বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতা-২০১৮


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর, ২০১৮


মন্তব্য ৭০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মেদহীন নগ্ন তলপেটের অগভীর গর্তে
সাতার কাটাব কত নাম না জানা প্রেমিক কে।

সবাই সাতার কাটতে জানেনা
................................................................
প্রেমের জন্য ++

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯

নীল আকাশ বলেছেন: সাতার কাটতে শিখুন, না হলে তো অগভীর গর্তে পরে হারিয়ে যাবেন! ;)

২| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫

সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

শুভবাদী রোদ বলেছেন: বেশ। সাম্প্রতিক ঘটে যাওয়া প্রতিযোগিতার আলোকে বেশ। রতি মহারতি হবে না, রথী মহারথী বোধহয় লিখতে চেয়েছিলেন।
কিছু শব্দ একটু সেকেলে লেগেছে, যেমন, কভু। আদারউয়াইস, ওকে।

০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। মোবাইলে টাইপ করার সময় রথী মহারথী ভুল হয়ে গেছে । ঠিক করে দিয়েছি। দারুন, এরকম পাঠকই চাই আমি!

৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪

আবু হাসান লাবলু বলেছেন: জীবন্ত কবিতা বাস্তবিক ভাবনা
আমরা কি এর শেষ খুজে পাবো না?

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৭

নীল আকাশ বলেছেন: মানসিকতার পরিবর্তন না করলে কি ভাবে পাবো? দিন শেষে এদের পরিনতি কি হয়ে ভেবে দেখেছেন? কতটা নিঃস্ব হয়ে এরা শেষ জীবন পার করে খেয়াল করেছেন!
পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! যেমন ভাবনা।

গৃহে না আবার অশান্তি বাঁধে। ♥♥


শুভকামনা রইল।


০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

নীল আকাশ বলেছেন: দাদা বাসায় দেখাতে সাহস পাইনি এখনও! ;)
শুভকামনা রইল।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

অগ্নিবেশ বলেছেন: আর পাঁচটা পেশার মতো, মডেলিং একটা পেশা, এমনকি বেশ্যাবৃত্তিও একটা পুরোনো পেশা। দুই পেশাতেই দক্ষতা দেখাতে পারলে অনেক রোজগার করা যায়, তা দিয়ে সংসারের ভরনপোষন ছাড়াও মোটা অর্থ জমা করা যায় শেষ বয়সের জন্য। বাংলাদেশের পতিতারা ন্যায্য মূল্য পায়না, পুলিশ, দালাল, বাড়ির মালিক সব খেয়ে যায়। এজন্য এদের উন্নতি হয়না।তাই শেষ বয়সে কাঁদতে হয়। এটা বাংলাদেশে অনান্য পেশার ক্ষেত্রেও খাটে। মালিকেরা শ্রমিকদের ন্যায্য মূল্য দেয় না। তাই বেলা শেষে তোমার মূল্য কি? এসব সেন্টুকথা কবিতাতে মানায়, গদ্য লিখলে বলতাম এই সব শরীর খাটিয়ে যারা রোজগার করে তাদের ন্যায্যমূল্য পাওয়ার জন্য কিছু লিখুন।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৪

নীল আকাশ বলেছেন: বেশ কিছু লেখা এসেছে এদের কি নিয়ে, আমি আমার মনের ভাবনা গুলি কে শুধু তুলে ধরলাম। ব্লগে এই ধরনের সামাজিক অসংগতি নিয়ে লেখা গুলি মাঝে মাঝে আমিই লেখার চেষ্টা করি।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

সাগর শরীফ বলেছেন: মডেলিং জগতে না গেলে সে কি আধুনিকা নয় ? এরা আসলে অতি আধুনিকা হবার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টার কোন ত্রুটি রাখে নাই।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

নীল আকাশ বলেছেন: এরা নিজেদের মানষিকতার পরিবর্তন না করলে কি আমরা কি করব? দিন শেষে এদের পরিনতি কি হয়ে ভেবে দেখেছেন?
ধন্যবাদ।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

বাকপ্রবাস বলেছেন: সুন্দরী প্রতিযোগীতা আমার কাছে লম্পটদের কাজকারবার মনে হয়।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

নীল আকাশ বলেছেন: ভাই, আমি আপনার সাথে সম্পুর্ন একমত। সুন্দরী প্রতিযোগীতার নামে লম্পট রা তাদের ভোগের পন্য খুজে খুজে বের করে.........

৯| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

বিজন রয় বলেছেন: সবকিছুর পিছনে একটি কারণ থাকে, সেই কারণটি খোঁজা আমাদের জরুরী।

কিন্তু যে সুন্দরী মডেল হতে চায় সে তো কবির দৃষ্টিতে নিজেকে ভাববে না।
তার সুখ যে সেখানেই।

অতএব যাকে যেখানে মানায়।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

নীল আকাশ বলেছেন: কারন দাদা খুব সোজা, সবাই জানে। সিড়ি যেখানে, সেখানে তারা লিফটে উঠতে চায়, তার জন্য যা প্রয়োজন দিয়ে দেবে, চাইবার আগেই।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৫

হাবিব বলেছেন: সুন্দরী প্রতিযোগিতার একজনকে প্রশ্ন করা হলো
প্রশ্নকর্তাঃ আপনি কি হাবিয়া নামক জায়গা চিনেন?
সুন্দরী প্রতিযোগিঃ নাম শুনে তো মনে হচ্ছে খুব সুন্দর একটি জায়গা। খুব সম্ভবত আশুলিয়া কিংবা দিয়াবাড়ীর মতো কোন প্লেস হবে।
প্রশ্নকর্তাঃ আপনি কি সেখানে থাকতে চান?
সুন্দরী প্রতিযোগিঃ হ্যাঁ অবশ্যই।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৮

নীল আকাশ বলেছেন: ভালোই বলেছেন। গ্রুমিং এর নামে কাপড় খোলা শেখালে এর চেয়ে ভালো আর কি বলবে বলুন?
সাথে থাকার জন্য ধন্যবাদ।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩

রাকু হাসান বলেছেন:

নীল ভাই ! কবিতা পড়লাম । মডেল হতে গেলেই যে এমনটা হবে বা হয় সেটাই পুরো পুরি সব সময় বিশ্বাসী আমি না । হ্যাঁ কিছু ক্ষেত্রে কবিতার মত বাস্তবতা আছে । তবে কি জানেন আমরা মনে হয় এগুলোকে বন্ধ বা কমিয়ে দিতে পারবো না । ফ্যাশন হয়ে গেছে । পশ্চিমাদের সংস্কৃতি প্রাচ্যের ইসলামী রাষ্ট্রগুলোও খিলছে । তবে কিছু মানুষ এই সবে সব সময় সরব । যেমনটা আপনার কবিতাও দেখলাম । তবে কথা হলো পদাতিক ভাই সুন্দর বলেছেন ;) :P +

০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

নীল আকাশ বলেছেন: রাকু ভাই, এই অল্প কয়েক টা মেয়ে মডেলিং এর নামে শরীর বিক্রি করে এই ভাবে বেঁচে থাকতে চায়। সিড়ি যেখানে, সেখানে তারা লিফটে উঠতে চায়, তার জন্য যা প্রয়োজন দিয়ে দেবে, চাইবার আগেই। গ্রুমিং এর নামে কাপড় খোলা শেখালে এর চেয়ে ভালো আর কি করবে বলুন? বেহায়াপনা শেষ একটা সীমা থাকা উচিত।

ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ।

ফিরে আসার জন্য মানে? আমি কোথায় গিয়েছিলাম।?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১০

নীল আকাশ বলেছেন: মাঝে মাঝে যে আমাকে ভুলে যান সেজন্য বলেছিলাম।

মজার একটা ব্যাপার একটা শেয়ার করি।
এই কবিতা টা কিন্তু অনেক কেই পড়তে দেখেছি মন্তব্য করছেন কম, মনে হয় বিষয়বস্তু পছন্দ হয় নি। মেয়েদের কে পন্য হিসেবে দেখা আর দিন শেষে এদের ইন্টারনেটে ছবি/ভিডিও দেখে উত্তেজিত হওয়া আমাদের সহজাত বিষয় হয়ে গেছে। এই মেয়েদের আর দোষ কি?

ভালো থাকবেন, সব সময়।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৬

তারেক ফাহিম বলেছেন: সুন্দরি প্রতিযোগিতা মানে বেহায়াপনা :(

আমি বরাবরেই এটিকে আড় চোখে দেখছি।


এগুলো সহজে বন্ধ হবে না যতদিন না মানসিকতা পরিবর্তন হয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৬

নীল আকাশ বলেছেন: ফাহিম ভাই, আপনি জানেন, আমি সব সময় এই সব বিষয় নিয়েই লিখি। আর কাউকে তো দেখি না, একা সমাজের বিরুদ্ধে কত দিন যুদ্ধ করে যাব? এই সব লেখার জন্য আমার কোন লেখা নির্বাচিত পোষ্টে দেয়া হয় না। সবাই যদি সোচ্চার না হই মানসিকতার কিভাবে পরিবর্তন হবে বলুন?

ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন।
যত দিন পারি আমি এই রকমই লিখে যাব।
ধন্যবাদ।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯

অবহেলিত মানুষ বলেছেন: চোখ ধাঁধানো আলোর রমরমায় আমরা অন্ধকার টা দেখতে পাই না।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৮

নীল আকাশ বলেছেন: ভাই, চোখ ধাঁধানো আলোর রমরমায় অন্ধকার টা সবার সামনে তুলে ধরার জন্যই তো এই লেখা!
আর কাউকে তো দেখি না, একা সমাজের বিরুদ্ধে কত দিন যুদ্ধ করে যাব? জানি না।
এই সব লেখার জন্য আমার কোন লেখা নির্বাচিত পোষ্টে দেয়া হয় না।

ভালো থাকবেন, আর আমার পাশে থাকবেন।
যত দিন পারি আমি এই রকমই লিখে যাব।
ধন্যবাদ।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:



আপনার কবিতা লেখার হাত দারুন। চমৎকার লিখেছেন। ভাল লাগলো। +++

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

নীল আকাশ বলেছেন: প্রচন্ডরকম ক্ষিপ্ত হয়ে এই কবিতা লিখেছি। দিন দিন মেয়েদের এই নগ্ন পন্য বানানোর অশুভ প্রতিযোগিতার তীব্র প্রতিবাদ জানাতেই এই লেখা। আপনি জানেন, আমি সব সময় এই সব বিষয় নিয়েই লিখি। আর কাউকে তো দেখি না, একা সমাজের বিরুদ্ধে কত দিন যুদ্ধ করে যাব? এই সব লেখার জন্য আমার কোন লেখা নির্বাচিত পোষ্টে দেয়া হয় না। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যা ভালো মনে করি সেটাই সারা জীবন লিখে যাব।
ধন্যবাদ, আমার লেখা পড়ার জন্য।
শুভ কামনা রইল।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

ব্লু হোয়েল বলেছেন: নেংটা বাবার কাছে অনেকেই দোয়ার জন্য যায়
নেংটা বাবা তার দোয়ার ভান্ডার মুক্ত রাখে ।
যিনি প্রতিযোগিতায় নিজের সৌন্দর্য্য প্রদর্শন করছেন
তিনার আর নেংটা বাবার মধ্যে দারুণ মিল রয়েছে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

নীল আকাশ বলেছেন: কারন বাই প্রফেশন দুই জনই নেংটা। পুরো কাপড় না খুললে এদের আদতে কোন দাম নেই!
ধন্যবাদ, আমার লেখা পড়ার জন্য।
শুভ কামনা রইল।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

স্রাঞ্জি সে বলেছেন:

নীল ভাই আপনি চট্টগ্রামের নাকি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯

নীল আকাশ বলেছেন: জী ভাই, আনোয়ারায় থাকা হয়। জন্মও চট্টগ্রামে। আপনি?

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:
হনদিন পালকি চর গেলে অনল্লাই দেহা গরা পরিব। =p~

আই হরিয়ার অনে দরিলন। :P

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

নীল আকাশ বলেছেন: আঞ্চলিক ভাষাটা পুরাপুরি রপ্ত করতে পারি নি। এমনি তে দিনাজপুরের। বাবা ড্রাইডকে চাকরি করতেন সে সুবাদে জন্ম এখানে। আমার বাচ্চাদের জন্মও এখানে। আমি এখানেই চাকরি করি একটা সার কারখানায়। পারকী বিচে আসলে আপনাকে নক করে আসব। খুব ভালো লাগল জেনে।

কিযে ভালো লাগছে, খুব করে ধন্যবাদ নিবেন, প্রিয়।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৩

নজসু বলেছেন: শরীর দেখানোর মধ্যে আদতে কি কোন সুন্দরত্ব আছে?
সত্যি তো।
দারুণ সত্য কথন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

নীল আকাশ বলেছেন: এরা বেহায়া, চরম বেহায়া। আমাদের সমাজ টাকে এই সব বেহায়ারাই ধংশ করে দিচ্ছে।

সত্যি তো। দারুণ সত্য কথন। - একদম ঠিক বলেছেন। অনেকেরই এই কথা গুলি শুনতে ভালো লাগে নি।
ধন্যবাদ।

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৭

এ.এস বাশার বলেছেন: ভাবনা ভালো ,,,, কবিতায় সত্যতা প্রকাশ।
প্রীতি ও শুভেচ্ছা.....

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৬

নীল আকাশ বলেছেন: দিন দিন মেয়েদের এই নগ্ন পন্য বানানোর অশুভ প্রতিযোগিতার তীব্র প্রতিবাদ জানাতেই এই লেখা।
আপনার জন্যও রইল শুভ কামনা।

২২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: পিচ্চি পিচ্চি ছেলেরা এখন মডেলের দালালী করে, নাটক বিজ্ঞাপণে তারা লাইটম্যান, টি বয় ।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬

নীল আকাশ বলেছেন: বড় ভাই, দেশে চলে এসেছেন? কেমন আছেন?
দেশে এই সব কুৎসিত সুন্দরী প্রতিযোগিতা দেখে মেজাজ ঠিক রাখতে পারি নি, বহি:প্রকাশ এই কবিতা।
শুভ কামনা রইল!

২৩| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতা কম অগ্নিগোলা বেশি....



ঝলসে দিয়েছেন কবি! চমৎকার শব্দ চয়ন!

২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৫

নীল আকাশ বলেছেন: ঝলসে দিয়েছেন কবি! চমৎকার শব্দ চয়ন! - ঝলসে দেবার জন্যি তো লিখেছি। এই সব নষ্টামি আর ভন্ডামির একটা শেষ থাকা উচিত!

২৪| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

অতীন্দ্রিয়া বলেছেন: নারী নিজেরেই নিজে পন্য করে তোলে..আমরা হাতে তালি দেই..আহা কি সুখ!

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

নীল আকাশ বলেছেন: এই অল্প কয়েক টা মেয়ে মডেলিং এর নামে শরীর বিক্রি করে এই ভাবে বেঁচে থাকতে চায়। সিড়ি যেখানে, সেখানে তারা লিফটে উঠতে চায়, তার জন্য যা প্রয়োজন দিয়ে দেবে, চাইবার আগেই। গ্রুমিং এর নামে কাপড় খোলা শেখালে এর চেয়ে ভালো আর কি করবে বলুন? ভুলে যায় সব কিছুর যেমন একটা এক্সপায়ার ডেট থাকে তেমনি এদের বেহায়াপনা এক সময় শেষ হয়ে যাবে, রয়ে যাবে এদের ঘৃনিত একটা নোংরা জীবনের ব্যর্থ ইতিহাস!

আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!

২৫| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৮

শাহাদাত নিরব বলেছেন: ওরা বলছে এটা তাদের প্রতিভা
আমি বলছি এটা তাদের বেহায়াপনা।

২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

নীল আকাশ বলেছেন: শাহাদাত নিরব ভাই, সব কিছুর যেমন একটা এক্সপায়ার ডেট থাকে তেমনি এদের বেহায়াপনা এক সময় শেষ হয়ে যাবে, রয়ে যাবে এদের ঘৃনিত একটা নোংরা জীবনের ব্যর্থ ইতিহাস!

আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

এস এম ইসমাঈল বলেছেন:
মডেল কন্যারা
খ্যাতির মোহে নিজদের করে তোলে পণ্য,
মেলে ধরে শরীরটা সকলের জন্য
এরা অতি আধুনিকা
ভান করে যেন নেকা
নিয়নের আলোতে সব ফকফকা
জীবনের মোক্ষ, শুধুই টাকা।
আমি বলি এসব আর কিছু না,
আদি রসের আধুনিক উপস্থাপনা
নতুন বোতলে পুরনো মদের চালান
এরা লেবেলধারী মাল্টিন্যাশনাল,
সবটাই মার্কেটিং এর কামাল
আদত ব্যাপার হলো, এরা আরিচার মাল
মুক্ত বাজারে নতুন নামে হয়েছে উম্মুক্ত
কি দারুণ উম্মত্ততায়, গুলে খেয়েছে এরা
সব লাজ শরমের মাথা,
নতুন যুগের লেবেলধারী গণিকা।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬

নীল আকাশ বলেছেন: অগ্নিগোলা দিয়ে ঝলসে দিয়েছেন ইসমাঈল ভাই। যাক আমার মনের মতো আরেকজন কে পেলাম। যদি এটা পোষ্ট না দিয়ে থাকেন আজকে এক্ষনি পোষ্ট দিন।

২৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১২

এস এম ইসমাঈল বলেছেন:
মডেল কন্যারা
খ্যাতির মোহে নিজদের করে তোলে পণ্য,
মেলে ধরে শরীরটা সকলের জন্য
এরা অতি আধুনিকা
ভান করে যেন নেকা
নিয়নের আলোতে সব ফকফকা
জীবনের মোক্ষ, শুধুই টাকা।
আমি বলি এসব আর কিছু না,
আদি রসের আধুনিক উপস্থাপনা
নতুন বোতলে পুরনো মদের চালান
এরা লেবেলধারী মাল্টিন্যাশনাল,
সবটাই মার্কেটিং এর কামাল
আদত ব্যাপার হলো, এরা আরিচার মাল
মুক্ত বাজারে নতুন নামে হয়েছে উম্মুক্ত
কি দারুণ উম্মত্ততায়, গুলে খেয়েছে এরা
সব লাজ শরমের মাথা,
নতুন যুগের লেবেলধারী গণিকা।

২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৭

নীল আকাশ বলেছেন: আমার চেয়েও আপনার টা ভালো হয়েছে.......

২৮| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৯

এস এম ইসমাঈল বলেছেন: প্রিয় ভাই, এটা লিখেছি তোমার অনুপ্রেরণায়।
তাইতো তোমায় ভরিয়ে দিলেম অনেক অনেক শুভেচ্ছায়

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬

নীল আকাশ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা রইল! আপনার কাছেও এরকম দারুন দারুন কবিতা চাই!

২৯| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৫

এস এম ইসমাঈল বলেছেন: আধুনিকা নারী আমি, সবার স্বপ্ন রাণী
স্বল্প বসনা মডেল কন্যাদের রোল মডেল আমি
ছেলেরা নেশায় চুর চুর, আমার পিছনে করে ঘুর ঘুর
স্বপ্ন দেখে আমায় পাবার, জানিনা আমি কার,
কন্ঠ লগ্না হবো এবার? ইচ্ছে হলে হতে পারো তুমি
আমার স্বপ্নের রাজকুমার
তোমায় ফেরাবো না আমি করছি অঙ্গীকার ।।

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

নীল আকাশ বলেছেন: দারুন হয়েছে! বলেছিলাম না আপনার কবিতা লেখার হাত ভালো। থামবেন না। আরো ভালো ভালো লেখা চাই।

৩০| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

এস এম ইসমাঈল বলেছেন: উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য কৃতজ্ঞ।
আজকে আরো ১০ টা কবিতা পোষ্ট দিয়েছি, আমার ব্লগে একবার ঘুরে আসার দাওয়াত রইলো।

অনেক অনেক শুভ কামনা,
আপনার হয়েছে পাওনা,
সেই খুশীতে পার্টি হবে,
আমার ব্লগ বাড়ীতে,
ঠিক সময়ে চলে আসুন
আমার বাড়ীর দাওয়াতে,
কী চান খেতে?
শক্ত-নরম ঠান্ডা-গরম
আছে অনেক ব্যবস্থা
আপনি এলে, সবাই মিলে
দেয়া যাবে আড্ডা
এসে পড়ো তুমি কিন্তু
লক্ষী আমার ভাইটা।

উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য কৃতজ্ঞ।
অনেক অনেক শুভ কামনা,
আপনার হয়েছে পাওনা,
সেই খুশীতে পার্টি হবে,
আমার ব্লগ বাড়ীতে,
ঠিক সময়ে চলে আসুন
আমার বাড়ীর দাওয়াতে,
কী চান খেতে?
শক্ত-নরম ঠান্ডা-গরম
আছে অনেক ব্যবস্থা
আপনি এলে, সবাই মিলে
দেয়া যাবে আড্ডা
এসে পড়ো তুমি কিন্তু
লক্ষী আমার ভাইটা।
আজকে আরো ১০ টা কবিতা পোষ্ট দিয়েছি, আমার ব্লগে একবার ঘুরে আসার দাওয়াত রইলো।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৮

নীল আকাশ বলেছেন: আপনার সব লেখা প্রায় পড়ে এসেছ.......ধন্যবাদ দাওয়াত দেবার জন্য!

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম B-))

২৭ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

নীল আকাশ বলেছেন: সবার পড়ার জন্যই তো দিয়েছি। এই সব নষ্টামি আর ভন্ডামির একটা শেষ থাকা উচিত!

৩২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১

বলেছেন: মেদহীন নগ্ন তলপেটের অগভীর গর্তে
সাতার কাটাব কত নাম না জানা প্রেমিক কে।[/si





দারুন ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৩

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
লতিফ ভাই আমার মতো একজন পুরানো পাপীর সব লেখা পড়ছেন?
এই লেখাটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে লিখেছি। তখন দেশে সুন্দরী প্রতিযোগিতা হচ্ছিল। মাথায় আগুন চেপে গিয়েছিল। যার ফলে ভাষাও ঠিক এই ধরনের আগুনের গোলা হয়েছে.......
কবিতাটা কেমন লাগল? আমি এমনিতেই খুব কম কবিতা লিখি।
পারলে আমার কবি কবিতাটা Click This Link পড়ে দেখবেন। আমার অন্যতম সেরা কবিতা এটা (আমার মতে!)।
শুভ কামনা রইল!

৩৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩

সোহানী বলেছেন: অসাধারন। প্রতিটা লাইন যেন এক একটি আর্তনাদ।...........

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১

নীল আকাশ বলেছেন: আপু,
এই লেখাটা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে লিখেছি দেশে এই সব কুৎসিত সুন্দরী প্রতিযোগিতা দেখে। মাথায় আগুন চেপে গিয়েছিল। ধৈর্য্যের শেষ সীমায় নিয়ে গিয়েছিল। মেজাজও ঠিক রাখতে পারি নি, তারই বহি:প্রকাশ এই কবিতা।

এই অল্প কয়েকটা মেয়ে মডেলিং এর নামে শরীর বিক্রি করে এইভাবে বেঁচে থাকতে চায়। সিড়ি যেখানে প্রয়োজন, সেখানে তারা লিফটে উঠতে চায়, তার জন্য যা প্রয়োজন দিয়ে দেবে, চাইবার আগেই। গ্রুমিং এর নামে কাপড় খোলা শেখালে এর চেয়ে ভালো আর কি করবে বলুন? এই মেয়েগুলি অতীত ভুলে যায়, ভুলে যায় সব কিছুর যেমন একটা এক্সপায়ার ডেট থাকে তেমনি এদের বেহায়াপনা এক সময় শেষ হয়ে যাবে, রয়ে যাবে এদের ঘৃনিত একটা নোংরা জীবনের ব্যর্থ ইতিহাস!
এই মেয়েগুলি কিছুদিন পরে দেখবেন নেশা ছাড়া বাঁচতেও পারে না........।
কি চরম ঘৃনিত আর জঘন্য এদের জীবন!
ধন্যবাদ আর শুভ কামনা রইল, আপু!

৩৪| ১৬ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অসাধারণ প্রকাশ !!

২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫২

নীল আকাশ বলেছেন: এদের যদি বোধদয় হতো তাহলে আমি আরও বেশি খুশি হতাম।
পড়ার এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

৩৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শেষ স্তবকের কথাগুলো তো সুন্দরী হার্টথ্রব মডেলরা মোটেই স্মরণে রাখতে চায় না!
৪ নং প্রতিমন্তব্য প্রসঙ্গেঃ
শব্দটা মানসিকতা হবে, "মানুষিকতা" নয়। শব্দটির মূল মানস, মানুষ নয়। ১৪ নং মন্তব্যে তারেক ফাহিম শব্দটি সঠিক বানানে ব্যবহার করেছেন।
১০, ১৫, ২৩ ও ২৪ নং মন্তব্যে যথাক্রমে হাবিব স্যার, অবহেলিত মানুষ, ভ্রমরের ডানা এবং অতীন্দ্রিয়া কিছু চমৎকার কথা বলেছেন। +

২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
অফিসে কাজের চাপে দেরি হয়ে গেল এখানে ফিরে আসতে, লজ্জিত।
আমরা সবাই একটা বৃহত্তর সমাজে বাস করি। এই সব মেয়েরা আসলে আমাদের সমাজের দুষ্টক্ষত। এরা বাইরে যা প্রদর্শন করে, শো-অফ করে বেড়ায় সেগুলি দেখে বাকি মেয়েরা এই নোংরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে। এটা এমন একটা জায়গা যেখানে ঢুকলে সর্বশান্ত হয়েই বের হয়ে আসতে হয় মেয়েদের। এরা বুঝে কিন্তু অনেক দেরি করে বুঝে। তখন আর কিছুই করার থাকে না।
এই সব নোংরা কাজে প্রতিবাদ হতেই হবে। কাউকে না কাউকে এইসব নিয়ে বলতেই হবে। যতদিন এদের প্রতি সুতীব্র ঘৃণা আমার থাকবে ততদিন আমি এদের বিরুদ্ধে লিখেই যাবো। দরকার পরলে একা একাই যুদ্ধ করে যাবো। এটা আমার এথিক্সের প্রতি আমার আনুগত্য।
পড়ার এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.