নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

এক জীবনে বেশী কিছু আশা করা ভুল! ১

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪১



নিউইয়র্ক-এ সম্প্রতি একটা শো-রুম চালু হয়েছে। যেটার নাম হলো "Husband ফর Sale!

এখানে বিভিন্ন ধরনের পুরুষরা রয়েছেন, মেয়েরা এখান থেকে নিজের পছন্দ অনুযায়ী পতি পছন্দ করে বাসায় নিয়ে যেতে পারবে..
সেখানের নিয়ম হলো--
১) যে কোন মহিলা সেখানে একবারই মাত্র প্রবেশাধিকার পাবেন।
২) এখানে ৬ টি ফ্লোর আছে এবং মহিলারা যে কোন ফ্লোর থেকে নিজের পতি নির্বাচন করতে পারেন।
তবে ২য় ফ্লোর অতিক্রম করে ৩য় ফ্লোরে গিয়ে যদি পতি পছন্দ না হয়, তাহলে ঐ মহিলা তার উপরের ফ্লোরে যেতে পারেন, কিন্তু যে ফ্লোর তিনি ইতিমধ্যে অতিক্রম করে চলে গেছেন সেখান থেকে আর পতি নির্বাচন করতে পারবেন না। তার মানে হলো, উপরের ফ্লোরের পতি পছন্দ না হলে পুনরায় নিচের ফ্লোরে এসে পতি পছন্দ করা যাবে না।

এক মহিলা গেছেন নিজের জন্য পতি পছন্দ করতে গিয়ে দেখলেন....
১ম ফ্লোরে লেখা আছে-- এখানের পুরুষরা চাকুরীজীবী ও তারা ঈশ্বরে বিশ্বাসী।
মহিলাটি তারপর দ্বিতীয় ফ্লোরে গেলেন.....
২য় ফ্লোরে লেখা আছে-- এখানের পুরুষরা চাকুরিজীবি, ঈশ্বর বিশ্বাসী ও শিশু প্রেমিক।
মহিলাটি ধীরে ধীরে ৩য় ফ্লোরের দিকে অগ্রসর হলেন...
৩য় ফ্লোরে লেখা আছে- এখানের পুরুষরা চাকুরিজীবি, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক ও খুব রুপবান।
মহিলাটি আরেকটু ভালো পতি নির্বাচনের আশায় ৪র্থ ফ্লোরে গেলেন...
৪র্থ ফ্লোরে লেখা রয়েছে-- এখানের পুরুষরা চাকুরিজীবি, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রুপবান এবং তারা স্ত্রীকে গৃহ কর্মে সাহায্য করতেও আগ্রহী।
যতই উপরের দিকে যাচ্ছেন গুণধর পতিদের সন্ধান মিলছে দেখে উচ্ছ্বসিত হয়ে মহিলা ৫ম ফ্লোরের দিকে পা বাড়ালেন ...
৫ম ফ্লোরে লেখা রয়েছে --
এখানের পুরুষরা চাকুরিজীবি, ঈশ্বর বিশ্বাসী, শিশু প্রেমিক, রুপবান, তারা স্ত্রীকে গৃহ কর্মে সাহায্য করতেও আগ্রহী আর তারা খুব রোমান্টিক ভাবনার পুরুষ।
এখানেই মহিলাটির শেষ গন্তব্য হওয়া উচিত ছিল,
কিন্তু তবু তিনি ৬ নং ফ্লোরে গেলেন আরো গুণধর পতির সন্ধানের আশায়।
৬ নং ফ্লোরে লেখা রয়েছে-- "দু:খিত আপনি এখানের ৪৩৬৩০১২৩ নম্বর visitor. আপনার মতো যারা নিজের জন্য পতি নির্বাচনের বাসনা নিয়ে এখানে এসেছিলেন, কিন্তু দু:খিত এখানে নির্বাচন করার মত কোন পুরুষ নেই। এই ফ্লোরটা আমাদের শো-রুমের কোন অঙ্গ নয়। এই ফ্লোরটা রাখা হয়েছে শুধু এটা প্রমান করার জন্য যে মেয়েদের সন্তুষ্ট করাটা কতবড় একটা অসম্ভব সেটা প্রকাশ করার জন্য!

এটা একটা সংগ্রহ করা কৌতুক, অন্য কোন কিছু ভেবে বসবেন না ;) ........

উৎসর্গঃ আর্কিওপটেরিক্স ভাই, উনি আমাকে একটা কৌতুক নিয়ে পোষ্ট দিতে অনুরোধ করেছিলেন। কাছের মানুষ অনুরোধ করলে কি সেটা ফেলে দেয়া যায়......

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, নভেম্বর, ২০১৮

মন্তব্য ৭৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

হাবিব বলেছেন:




ছবিটিতে তীর চিহ্নিত লেখার প্রতিটি অদ্যাক্ষর মিলে যা হয়
তা কি আপনার নজরে এসেছে? B-) :P

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

নীল আকাশ বলেছেন: সব কিছু সব সময় বুঝতে হয়না। ওটা হিডেন সিক্রেট!

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

আরোহী আশা বলেছেন: মিছা কথা............ আংশিক সত্য

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নীল আকাশ বলেছেন: জগতটা বড়ই রহস্যময়, কোনটা যা সত্য আর কোনটা যে মিছা বুঝা বড় দায়!

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

ঝিগাতলা বলেছেন: ভালো লাগলো............

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

নীল আকাশ বলেছেন: স্বাগতম আমার ব্লগে, পড়ার জন্য ধন্যবাদ।

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গল্প হলেও গল্প নয়।


# ৬ নং ফ্লোরে লেখা রয়েছে-- "দু:খিত আপনি এখানের ৪৩৬৩০১২৩ নম্বর visitor.
নাম্বারটা মারাত্মত বেশী হয়ে গিয়েছে। :P

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নীল আকাশ বলেছেন: সারা পৃথিবীর প্রাপ্ত বয়স্কা নারীদের সংখ্যা যদি জানেন বলুন, এডিট করে সেটাই বসিয়ে দেই!

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: :) :) :)

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

নীল আকাশ বলেছেন: স্বাগতম আমার ব্লগে, পড়ার জন্য ধন্যবাদ।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

আরোগ্য বলেছেন: অতি লোভে তাঁতি নষ্ট।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নীল আকাশ বলেছেন: জগতটা বড়ই রহস্যময়, কেন যে সবাই তাঁতি শেষমেষ নস্ট করে.....

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!

তবে ১ম মন্তব্যকারীর নজরে অনেক কিছুই আসে দেখা যায়।
হা হা হা......................!!

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নীল আকাশ বলেছেন: সাধে কি উনি স্যার হয়েছেন?

৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

বনসাই বলেছেন: হাবিব স্যারকে স্যালুট, জায়গা মতো হাত দিয়েছেন।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

নীল আকাশ বলেছেন: সব জায়গায় সব সময় হাত দিতে হয় না, ওটা হিডেন সিক্রেট!

৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা ! মজা পেলাম =p~ যদি আরও একটু ভালো কিছু পাওয়া যায় এই আশায় তো আরও একটু ঘুরে দেখতেই পারি :P

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

নীল আকাশ বলেছেন: এই জন্যই তো এই অবস্থা আমাদের!

১০| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

জোছনাস্নাত রাত্রি বলেছেন: আসলেই কি মেয়েদের সন্তুষ্ট করা অসম্ভব??আর পুরুষরা কি অল্পতেই তুষ্ট?? প্রশ্ন কিন্তু থেকেই যায়।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

নীল আকাশ বলেছেন: সব প্রশ্নের উত্তর হয় না। শুনেছি স্বয়ং বিধাতাও নাকি মেয়েদের.........

১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

করুণাধারা বলেছেন: এই ৪৩৬৩০১২৩ জন মহিলা যদি একসাথে শোরুমের সামনে জমায়েত হয়ে অবস্থান ধর্মঘট করে, তবে তাদের হটায় সাধ্য কার!! নেক্সট স্টেপ- প্রত্যেক ফ্লোর অনুসন্ধান। দেখা যাবে, কোন ফ্লোরেই কোন পুরুষ নেই; পুরো ব্যাপারটা রসিকতা এবং প্রতারণা। তখন শোরুম ওয়ালারা মহিলাদের হয়রানি করার দায়ে ক্ষতিপূরণ দিতে বাধ্য হত...........

এই বিপুল সংখ্যক মহিলাদের একজনও যদি আমার সাথে যোগাযোগ করতো, তবে এই বুদ্ধিটা দিয়ে দিতে পারতাম! সমস্যা হচ্ছে, কেউই স্বীকার করবে না যে, সে ওখানে গিয়েছিল............ :D

চমৎকার বিনোদন-পোস্ট, নীল আকাশ!

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

নীল আকাশ বলেছেন: কারন আপু, কেউ নিজেরটা নিয়ে সন্তুস্ট না। কোন মেয়ের কাছেই তার হ্যাজবেন্ড পারফেক্ট না। যত চেস্টাই করুক না বেচারা, বউ এর কাছে পাশ মার্ক তুলতেই খবর হয়ে যায়...

১২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: BIG.... ;)

মজা পেলাম...

এই মেয়েগুলোও না.... B-))

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নীল আকাশ বলেছেন: এই পোষ্ট আপনার জন্য দেয়া। আমার পুরানো একটা পোষ্টে আমাকে কৌতুক নিয়ে একটা পোষ্ট দিতে অনুরোধ করেছিলেন। আপনার নামের বানান ভুলে গিয়েছিলান (যা কঠিন) দেখে উৎসর্গে লিখতে পারিনি। এখন পেয়েছি, তুলে দিচ্ছি।
শুভ কামনা রইল!

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু B-))

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

নীল আকাশ বলেছেন: You are always welcome!

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: দাঁতের যন্ত্রণা যখন শুরু হয় তখন মনে হয়না কারো সঙ্গে কথা বলি। তখন কেউ ভালো কথা বললেও রাগে শরীর জ্বলে যায়। দুপ করে রাগে জ্বলে ওঠে মাথা।
আসলে দোষ আমার না, আপনারও না। দোষ হল গিয়ে দাঁতের।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

নীল আকাশ বলেছেন: একদম শানে নযুল বলে দিয়েছেন, রাজীব ভাই।

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১১ নং কমেন্টকারী কি মেয়ে?

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

নীল আকাশ বলেছেন: হায় হায়, আপনি করুণাধারা আপু কে চেনেন না! উনি তো সামু ব্লগের আমার খুবই পছন্দের আপু। খুবই চমৎকার লেখেন। একবার পড়লেই আপনি উনার লেখার ভক্ত হয়ে যাবেন।
ধন্যবাদ।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:



এই জন্য ই বলে বেশি লোভ ভাল না ।

এবার হলো তো ।

হাহাহাহাহা :D :D :D B-) B-)

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:২০

নীল আকাশ বলেছেন: জগতটা বড়ই রহস্যময়, কেন যে সবাই লোভের তাঁতি শেষমেষ নস্ট করে.....

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ডরে এখনও ওনার ব্লগ লিংকে ক্লিক করি নাই। যদি প্যাদানী দেয় :(

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

নীল আকাশ বলেছেন: ভয় পাবেন না। উনি খুব চমৎকার একজন আপু। উনার লেখাগুলি একবার পড়ে দেখেন। ভালো লাগবে।
ধন্যবাদ।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

জোছনাস্নাত রাত্রি বলেছেন: কেউ নিজেরটা নিয়ে সন্তুস্ট না। কোন মেয়ের কাছেই তার হ্যাজবেন্ড পারফেক্ট না। যত চেস্টাই করুক না বেচারা, বউ এর কাছে পাশ মার্ক তুলতেই খবর হয়ে যায়...
কোন ছেলেকে কি তার নিজের বউকে নিয়ে সন্তুষ্ট থাকে বা তার কাছে তার বউ কি পারফেক্ট??? তার উত্তর লেখক নিজের অজান্তেই দিয়ে দিয়েছেন।তাইতো নিজের ঘরে রূপবতী, গুনবতী বউ থাকতেও অন্য নারীর প্রশংসায় পঞ্চমুখ হয় অনেক পতিদেবরা।এক্ষেত্রে পতিদের কি বলা যায়???এক তরফা মেয়েদের দোষ দেয়া ঠিক না।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

নীল আকাশ বলেছেন: ওরে বাপরে বাপ! :P এর উত্তর দিতে গেলে তো আস্ত একটা পোষ্ট হয়ে যাবে.......
নদীর এপার বলে ছাড়িয়ে নিশ্বাস, ঐ পাড়েতে সকল সুখ আমার বিশ্বাস.....।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৪

নজসু বলেছেন:




মাথা চক্কর দিচ্ছে ভাই। :D

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৫

নীল আকাশ বলেছেন: দুনিয়াতে নিজেরটা নিয়ে কেউ সুখী নয়। এসব দেখলে তো মাথা ঘুরবেই, মাথায় পানি ঢেলেও লাভ নেই!

২০| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,



বেড়ে একটা সংগ্রহ তুলে এনে মেয়েদের তুলোধূনা করে ছেড়েছেন!
করুণাধারা আপুকে যা বলে এসেছেন- " কেউ নিজেরটা নিয়ে সন্তুস্ট না। কোন মেয়ের কাছেই তার হ্যাজবেন্ড পারফেক্ট না। যত চেস্টাই করুক না বেচারা, বউ এর কাছে পাশ মার্ক তুলতেই খবর হয়ে যায়..." তাতেও কি পার পাবেন?
করুণাধারার কাছে যদি দেশের লাখখানেক মেয়েও গিয়ে যোগাযোগ করে তবে আপনার কম্ম সাবাড়! :(( তবে তাতে আর একটা কাজ হতে পারে, আপনার বাসার সামনে নিউইয়র্কের দোকানের মতো একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিতে পারেন
"ওয়াইফ ফর সেল" :P :-P =p~

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

নীল আকাশ বলেছেন: আহমেদ জী এস ভাই, দারুন মন্তব্যের জন্য ধন্যবাদ। যেই হারে এই পোষ্টে নারীবাদীদের আক্রমন হচ্ছে আমি ভয়ে মরি মরি, মনে হয় আমার নেক্সট পোষ্টে আর পাঠিকা পাওয়া যাবে না......
করুণাধারা আপুকে যা বলে এসেছি সেটাই হলো আমাদের বাস্তবতা, তাই সাহস নিয়ে লিখে দিলাম পেলাম, বুকে হাত দিয়ে কয়জন বিবাহিত পুরুষ বলতে পারবে যে ১০০% ভূল কথা বলেছি?
করুণাধারার কাছে যদি দেশের লাখখানেক মেয়েও গিয়ে যোগাযোগ করে তবে আপনার কম্ম সাবাড়! :(( তবে তাতে আর একটা কাজ হতে পারে, আপনার বাসার সামনে নিউইয়র্কের দোকানের মতো একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিতে পারেন
"ওয়াইফ ফর সেল"
- আপুকে দোকানে রেখে বাথরুমের কথা বলে ভেগে ছেড়া দ্বীপে ১ মাস বেড়িয়ে আসব....। ;)
শুভ কামনা রইল!

২১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভাল কৌতুক...

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

নীল আকাশ বলেছেন: আপনাকে চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

২২| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! একেবারে ফেলনা কথা নয়। মেয়েদের সন্তুষ্ট করা সবসময় সম্ভব হয় না। কৌতুক হলেও চিন্তার খোরাক আছে।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

নীল আকাশ বলেছেন: ঠিক বলেছেন, এর অন্তর্নিহিত তাৎপর্য অনেক ব্যাপক। আপনি চিন্তায় পরেছেন দেখে আমিও তো চিন্তায় পড়ে গেলাম ;)

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাবিব স্যার দুষ্টু ভারি..... :P

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮

নীল আকাশ বলেছেন: ভারী দুস্ট, যেখানে সেখানে হিডেন সিক্রেট ওপেন করে দেয়¡

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

বলেছেন: হাবিব স্যার যেমন নাম তেমন তার চোখ --

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

নীল আকাশ বলেছেন: ঠিক বলেছেন, কিছু যে গোপন রাখব সেই উপায়ও নেই!

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্ট ভাল লেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

নীল আকাশ বলেছেন: যা আপনি তাহলে নারীবাদীদের দলে নন! ;) ধন্যবাদ পড়ার জন্য।

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কে জানে অদূর ভবিষ্যতে হয়তো এমন হবে অনলাইনে স্বামী/স্ত্রী বিক্রি হবে।

জোকস ভাল লেগেছে।

ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

নীল আকাশ বলেছেন: খুব একটা ভূল কিছু বলেন নি। ৮/৯ বছর আগে কি অনলাইনে কুরবানীর গরু কেনার কথা চিন্তা করতে পেরেছিলেন?

তবে মেয়েদের অনলাইনে জামাই কেনার ব্যাপারে আমার সুতীব্র সন্দেহ আছে। :P কোন দিনও যদি এইসব ওয়েবসাইট এই দেশে খুলে, এখানে যেয়ে মেয়েরা সার্চ অপশনে গিয়ে যে যে ক্রায়টিরিয়া দিয়ে সার্চ দিবে তাতে সাথে সাথে সফ্টওয়ার তো দুরের কথা পুরো ওয়েবসাইট ক্রাস করে যাবে সারা জীবনের মতো ;)
শুভ কামনা রইল!

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

তারেক ফাহিম বলেছেন: কৌতুকে ভালোলাগা ।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

নীল আকাশ বলেছেন: জী, জীবনে মাঝে মাঝে আনন্দ আর রসেরও দরকার!
শুভ কামনা রইল!

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ! বিনোদন ,হাহাহা।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

নীল আকাশ বলেছেন: জীবনে মাঝে মাঝে আনন্দ আর ফুর্তিরও দরকার! বড়ই রস কষ হীন হয়ে যাচ্ছে জীবনটা........।
শুভ কামনা রইল!

২৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

জোছনাস্নাত রাত্রি বলেছেন: ওরে বাপরে বাপ! :P এর উত্তর দিতে গেলে তো আস্ত একটা পোষ্ট হয়ে যাবে.......[/

তাহলে তো ভালোই হবে আরও একটা লেখার সৃষ্টি হবে।

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

নীল আকাশ বলেছেন: এই বিষয়ে নো মোর লেখালেখি............. :P

৩০| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উপরের ফ্লোরের পতি পছন্দ না হলে পুনরায় নিচের ফ্লোরে এসে পতি পছন্দ করা যাবে না।
..................................................... এরকম একটা কথিত হাদীস আছে যে, আমাদের নবীজি
বেহেস্ত - দোজগ পরিদর্শনের সময় লক্ষ্য করলেন যে, একস্হানে অনেক নারী জমায়েত আছেন,
তিনি কারন জানতে চাইলে বলা হলো যে, এরা সবাই জাহান্নামী; কারন কি ?
এরা কখনোই তাদের স্বামীর প্রতি সন্তষ্ট থাকতনা,
স্বামীর নিকট প্রতিদিন তাদের চাহিদার অপূর্ণতা নিয়ে হা হুতাস করত ।
...............................................................................................................................

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭

নীল আকাশ বলেছেন: যাক, সময় হলো তাহলে আপনার? আমার পোষ্ট গুলিতে আপনার এরকম একটা ছবি না হলে পরিপূর্ন হয় না।
ছবিটা জোস, এত দারুন দারুন ছবি আপনি পান কোথা থেকে....
ঊপরে মাইদুল ভাই কে উত্তর দিয়েছি, কষ্ট করে পড়ে দেখুন।
শুভ কামনা রইল।

৩১| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

কাওসার চৌধুরী বলেছেন:



৪,৩৬,৩০,১২৩ তম ভিজিটর!!
প্রিয় নীল আকাশ ভাই, পড়তে পড়তে মনে হচ্ছিল হয়তো সত্য ঘটনা অবলম্বনে লিখেছেন! কিন্তু না, শেষমেশ ধাক্কা খেলাম। আসলে মানুষের চাওয়ার কোন শেষ নেই। এটা দাম্পত্য জীবনের বেলায়ও দেখা যায়। এজন্য সব কিছু পাওয়ার পরও অনেক সময় পরকীয়া করতে দেখা যায়। এটা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে দেখা যায়। আসলে সুখ বিষয়টি আপেক্ষিক। আর মানুষের মনও প্রতিনিয়ত পরিবর্তন হয়। এজন্য দীর্ঘদিন সংসার করার পর অনেকের মধ্যেই বনিবনা না হওয়া কিংবা ভাল লাগার বিষয়টি কমে যায়। ফলে বিশ্বাসে গিট্টু আলগা হয়ে পড়ে।

চমৎকার এ কৌতুকের জন্য ধন্যবাদ আপনাকে।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

নীল আকাশ বলেছেন: কাওসার ভাই আপনি এত দারুন একটা মন্তব্য করেছেন যে মোবাইল থেকে উত্তর দিতে ইচ্ছে করল না। আমি আপনার মন্তব্য গতকালকেই পড়েছি। আমি এটা নিয়ে বিস্তারিত বলতে চাই-

আসলেই মানুষের চাওয়ার শেষ কো্থায়? আদৌ কি কোন শেষ আছে? আসলে জীবন যতদিন আছে ততদিন কিছু না কিছু চাওয়া আর পাওয়া থাকবেই। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সব চাওয়া শেষ হলে তারপর কি হতো? সব চাওয়া শেষ হওয়ার পর, এই জীবনের কোন মূল্যই আর থাকতো না। কারন একটা চাওয়াকে পাওয়ার পর, আরেকটার দিকে ছুটে চলাইতো জীবন। সব চাওয়া পূর্ন হয়না বলেই মৃত্যু আমাদের এতো কষ্টের হয়, অপূর্ণতা থেকে যায়। আর মৃত্যু এতো কষ্টের বলেই জীবন এতো সুন্দর আর মূল্যবান।

সব সময় সব মানুষের মধ্যেই এক ধরনের অতৃপ্তি কাজ করে, ‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস...’। সত্যিকারের সুখের সন্ধান পাওয়া সত্যি কঠিন। কবি-সাহিত্যিকরা সুখের অনেক সন্ধান করেছেন। ‘সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল...’, ‘এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়...’, ‘সুখ তুমি কী বড় জানতে ইচ্ছা করে...’। কবি-সাহিত্যিকদের মধ্যেই যখন এত হাহাকার, তখন আমাদের মতো আমজনতার পক্ষে সুখের সন্ধানে চাওয়া পাওয়া তো থাকবেই........

কিন্তু সুখের বাস্তবতা আর সুখের কল্পনা একরকম নয়। বাস্তবতার সঙ্গে পারসেপশনের অনেক ফারাক। এই জীবনে চাওয়া আর পাওয়ার তফাত থেকেই মানুষ নিজেকে সুখী আর অসুখী মনে করে। কেউ অল্পতেই তুস্ট হয়ে আর কেউ কেউ জীবনে সব কিছু পেয়েও সারা দিন হা হুতাশ করে যায়.......

তাই লেখাটি শেষ করতে চাই একটি গান দিয়েই, ‘সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না।’ - এখানে কপাল দায়ী নয়, দায়ী আমাদের অতৃপ্তি...........

চমৎকার একটা মন্তব্যে আপনি আমাকে বিমোহিত আর মুগ্ধ করে দিলেন। কোন প্রশংসাই এটার উপযুক্ত নয়.......
ভালো থাকবেন, সব সময় আর আপনার জন্য শুভ কামনা রইল।

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অতি লোভে তাঁতি নষ্ট আর কি..... :)
মজা লাগলো। শুভ কামনা রইলো।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫০

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য।
শুভ কামনা রইল!

৩৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:

অহরিত ভাই লাষ্ট গল্পটা মনে কি যে ভাল লাগলো বলে বুঝানো যাবেনা। আপনার নতুন গল্প কতটুক এগোলো।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

নীল আকাশ বলেছেন: আমি সাধে বলেছিলাম তার চেয়ে ভাল গল্পকার এই ব্লগে কেউ নেই। অথচ দেখুন উনার এই গল্প কয়জন পড়ল? ব্লগে ভাল লেখকের সাথে ভাল পাঠকের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। উনি আবার লেখা দেয় নাকি দেখেন?
নাবিলা কে নিয়ে লেখা ভালই এগুচ্ছে। আমি ধীরে ধীরে লিখি। পর পর নাবিলার ২ টা পর্ব আসবে।
ভাল থাকবেন এবং শুভ কামনা রইল!

৩৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

হাবিব বলেছেন: আমি নতুন কোন পোষ্ট করতে পারতেছি না....... you are banned from new post... লেখা আসতেছে। কোন নোটিশও নাই, নতুন মেইলও নাই....... কি করবো এখন?

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০

নীল আকাশ বলেছেন: ইমেইল করুন, একক্ষন, এইখানে, জানতে চান ঘটনা কি?
[email protected]

৩৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

স্রাঞ্জি সে বলেছেন:

আকাশ ভাই.... কেমন আছেন????

৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭

নীল আকাশ বলেছেন: চমৎকার এবং ভাল আছি। আপনি কেমন আছেন?

৩৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রকৃতিগতভাবেই নারীরা অসন্তুষ্ট। সৃষ্টিকর্তা এভাবেই তাদের সৃষ্টি করেছেন। এটা তাদের কোন নেতিবাচক দিক নয়।

০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২১

নীল আকাশ বলেছেন: তাদের এই মানসিক ব্যাপারটা কে নিয়ে তাদের হেয় করা হয় নি। এটা একটা কৌতুক। :`> শুধু মাত্র মজা করার জন্য এটা দেয়া হয়েছে। আমারই তো ভাই সংসার আছে? এত সাহস এখনও হয়নি! ;)
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগে এসে পড়ার জন্য।
শুভ কামনা রইল!

৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

নীলপরি বলেছেন: এটা সংগ্রহ করা সেটা বুঝেছি । কারণ আগেই একবার হোটাস্যাপে পেয়েছিলাম । তবে পড়তে মজা লাগলো । :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

নীল আকাশ বলেছেন: জীবনে মাঝে মাঝে আনন্দ আর ফুর্তিরও দরকার! বড়ই রস কষ হীন হয়ে যাচ্ছে জীবনটা........। এটা একটা কৌতুক। :`< শুধু মাত্র মজা করার জন্য এটা দেয়া হয়েছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগে এসে পড়ার জন্য।
শুভ কামনা রইল!ভ কামনা রইল!

৩৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৭

ইসিয়াক বলেছেন: এটাও খুবই মজার ......
ভালো লাগলো।

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

নীল আকাশ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগে এসে পুরাতন লেখা পড়ার জন্য।
শুভ কামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.