নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
স্বার্থের প্রয়োজনে-
বেঁচে থাকার সুতীব্র আকুতিতে
কতইনা ছল চাতুরির আশ্রয় নিতে হয়!
অগোছালো জীবন বার বার সাজালেও,
স্বার্থের ঘুঁণেপোকা ঠিকই টের পেয়ে যায়।
গুঁড়ো করে দিয়ে যায় সব কেটেকুটে,
কিংবা করে দেয় সব আবার এলোমেলো।
স্বার্থের প্রয়োজনে-
খুব কাছের মানুষও
কিভাবে যেন বাঁকা চোখে তাকায়
চোখে জ্বলে সেই স্বার্থপরতার আগুন।
সেই চোখে রাখতে পারি না চোখ
পুড়ে ছাড়খার হয়ে যায় হৃদয়।
নির্বাক হয়ে দেখি চারপাশে উড়ে বেড়ায়
স্বার্থের লাল নীল প্রজাপতিরা।
স্বার্থের প্রয়োজনে-
সাদা হয় কালো, কালো হয় সাদা।
প্রয়োজন ফুরালে রংধনুর সাত রংও
মাঝে মাঝে ফ্যাকাসে মনে হয়।
যে ভালোবাসা শুধুই অন্যায় আবদার করে যায়,
টিকে থাকে সেটা শুধুই সুতার আগায়।
ফুঁ দিলেই উড়ে যায় যদি আবেগ,
সেটার অস্তিত্ব আসলে কোন কালেই ছিল না!
স্বার্থের প্রয়োজনে ভাঙ্গি আমরা অনায়েসে আড়ি,
স্বার্থ ফুরালেই স্বপ্নের ডানায় সুদূরে দেই পাড়ি।
উৎর্সগ: ব্লগে আমার নি:স্বার্থ বন্ধু পদাতিক চৌধুরিকে Click This Link ব্লগে লেখালেখি শুরু করার পর থেকে আজ পর্যন্ত যিনি ছায়ার মতো আমার সাথে ছিলেন সব সময়! যার মন্তব্য ছাড়া আমার পোস্টগুলিকে অসম্পুর্ণ মনে হয়!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারি, ২০১৯
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন প্রিয় কাওসার ভাই,
আজকে আমার লেখায় আমার সবচেয়ে প্রিয় প্রবন্ধকারের মন্তব্য পেয়ে কি যে খুশি লাগছে! প্রিয় ভাই, বাবা আর মা ছাড়া এই নিশ্বর পৃথিবীতে সব সম্পর্কগুলো স্বার্থ সংশ্লিষ্ট। হঠাৎ করেই মনে হলো আর তাই এটা নিয়ে লিখে ফেললাম।
আপনি যখন বললেন ভালো হয়েছে আর কি লাগে আমার!
মন থেকে ধন্যবাদ আর শুভ কামনা রইল!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে জানাই এই অধমকে উৎসর্গ করার জন্য অত্যন্ত লজ্জিত । আপাতত কথা বলার মতো শক্তি না থাকায় পালালাম ....
২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭
নীল আকাশ বলেছেন: প্রিয় দাদা,
আমি অনেক দিন থেকেই ব্যতিক্রম ধর্মী একটা লেখা খুঁজছিলাম আপনাকে উৎর্সগ করার জন্য! এটা লেখার পর মনে হলো এটা চেয়ে ভালো কিছু আর হতে পারে না। আপনি আমার পরম নি:স্বার্থ বন্ধু। আপনি তো জানেনই আমি সবসময় অকপটে কথা বলি। তাই স্পস্ট বলেই দিয়েছি আপনার মন্তব্য ছাড়া আমার লেখা অসম্পুর্ণ থাকে..........
সবসময় যেন আপনাকে আমার লেখায় পাই!
মন থেকে ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন:
প্রিয় নীল আকাশভাই,
প্রিয় কাওসারভাই এর সঙ্গে সহমত পোষণ করে বলছি বাবা- মা ছাড়া এত বড় পৃথিবীতে সবার ক্ষেত্রে স্বার্থ সম্পর্কগুলি ধ্রুব সত্য বলে আমার বিশ্বাস । কবিতার প্রতি পরোতে পরোতে আমরা তারই সুন্দর কাব্যিক রূপ পেলাম। ঠিকই তো নির্বাক হয়ে স্বার্থরা খুঁজে বেড়ায় লাল - নীল প্রজাপতি হয়ে। আমাদের গায়ে যখন সে প্রজাপতি বসে ,আমরা তখন তার রূপে মুগ্ধ হই আর তখনই সে আমাদেরকে বোকা বানিয়ে উড়ে যায় নিরাপদ দূরত্বে অন্য ফুলের মধু খেতে। হাপুস নয়নে আমরা তখন নিজের বোকামির জন্য বিলাপ করি। অবশ্য এই বিলাপই যে আমাদের শেষ সান্ত্বনা । কবিতায় প্লাস ++++
বিমুগ্ধ ভালোবাসা ও শুভকামনা প্রিয় নীল আকাশভাইকে।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা দাদা,
আসলে একমাত্র বাবা আর মা ছাড়া এই নশ্বর পৃথিবীতে কেউ স্বার্থ ছাড়া নয়। চরম সত্য হলেও এটাই বাস্তবতা।
আমি এই পৃথিবীর সবচেয়ে নির্মম সত্যটাই তুলে ধরতে চেয়েছি মাত্র!
চমৎকার মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯
স্রাঞ্জি সে বলেছেন: শুভ সায়াহ্ন......
নীল আকাশ ভাই কবিতাটি অনেক ভাল লাগলো। আচ্ছা সব লাইন ইটালিক করে দিলে কেমন হয়। তবে শেষ দুইটা লাইন খুব ভাল লাগছে। ____আসলেই সবাই স্বার্থের জন্য কি না করতে পারে। অসাধ্য সাধন করতেও সম্ভব হয়ে যায় স্বার্থের জন্য। যাক একটা কথা আমি মনে করি কি আমরা সবাই প্রয়োজনে স্বার্থটা দেখি।
আমার চোখে একটা টাইপো ধরা পড়ছে ভাইয়া।
ঘুঁনপোকা < ঘুণপোকা হবে।
আর তৃতীয় প্যারার শেষ লাইনে সেটার হলে লাইনটা সুন্দর দেখায়।
অনিঃশেষ শুভকামনা।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
চমৎকার মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ।
ভুল দুইটাই ঠিক করে দিয়েছি। ধরিয়ে দেবার জন্য আবারও ধন্যবাদ।
শুভ কামনা রইল!
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
হাবিব বলেছেন:
দম ফুরালে ঘোর আঁধারে
মানব জীবন থাকবে পরে
কি আর হবে স্বার্থ খুঁজে?
কবিতায় ++++
২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
নীল আকাশ বলেছেন: ছোট্ট এই জীবনে কত কিছুই না চাওয়া পাওয়া
স্বার্থের কষাঘাতে কত না বিবাদ
সবশেষ হবে সাড়ে তিন হাত মাটিতে
তখন বুঝবে জীবনটা কিভাবে হলো বরবাদ!
শুভ সন্ধ্যা প্রিয় কবি ভাই,
চমৎকার মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
প্রামানিক বলেছেন: অনেক ভালো লাগল কবিতা। ধন্যবাদ
২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা ভাই,
চমৎকার মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
জোছনাস্নাত রাত্রি বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ।
২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
নীল আকাশ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: পদাদিক দাদা একজন সহজ সরল ভালো মানুষ।
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
নীল আকাশ বলেছেন: একদম ঠিক বলেছেন আপনি। এইজন্যই আমি উনাকে নিঃস্বার্থ বন্ধু বলেছি।
পড়ার জন্য ধন্যবাদ।
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: পদাতিক দাদা একজন সহজ সরল ভালো মানুষ।
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০
নীল আকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
ল বলেছেন: মুষ্টিমেয় কিছু মুখ ছাড়া নিঃস্বার্থ কেউ নেই
নিদারুণ স্বার্থ এ নশ্বর পৃথিবীকে কঠিন করে তুলেছে ---
কখনো বিষন্ন বিকাল কিংবা উদাস আকাশে আত্মাহারা আমি
স্পর্শের সুখে কাতর হয়ে খুজি বিনা সুদে ভালোবাসা
যা নিখাঁদ আন্তরিকতায় ভরপুর মহামতি আর স্বাচ্ছা
সত্যিকারের কেউ একজন মানুষ বিলিয়ে দিবে অকৃত্রিম ভালোবাসা।
কবিতায় মুগ্ধতা নীল আকাশ ভাই।
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী প্রিয় লতিফ ভাই,
আমার মতে এই পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া যায় শুধুই বাবা আর মার কাছ থেকে। আর এটাই হচ্ছে আদি আর অকৃত্রিম নিঃস্বার্থ ভালোবাসা।
এখনকার ভালোবাসা সহজলভ্য কারন তাতে স্বার্থ খুব করে জড়িয়ে থাকে।
চমৎকার মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ। ছোট অনু কবিতাটা বেশ ভালো হয়েছে, এটাকে বড় করে ফেলুন!
শুভ কামনা রইল!
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
করুণাধারা বলেছেন: চমৎকার কথামালা; কয়েকবার পড়লাম। সত্যিই, সমস্ত আবেগ ভালোবাসার পিছনেই কোন না কোন স্বার্থ আছে.......... অ্যারিস্টটলের এই বাণীটা জানা ছিল না, ভালো লাগলো জেনে।
চমৎকার কবিতায় ++++++
২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী প্রিয় আপু,
স্বার্থপরতা আমাদের জীবনের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে আছে। আমরা স্বীকার করি আর না করি, এটাই হচ্ছে চরম আর পরম সত্য আর নিষ্ঠুর বাস্তবতা। অ্যারিস্টটলের এই বাণীটা আমারও জানা ছিল না, আজকেই ইন্টারনেটে পেয়েছি। আমার লেখার থীমের সাথে মিলে যায়, তাই দিলাম এখানে!
পড়ার আর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা রইল!
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার কবিতা......
সবাই স্বার্থপর নয়.....
এ পৃথিবী নিঃস্বার্থভাবে আমাদের আগলে রাখে....
যেমনটা রাখে নীড় পাখিকে.......
পিতামাতা সন্তানকে..... সারাজীবন......
নিঃস্বার্থ ভালোবাসায় শরীর নেই......
প্রিয়জনের জন্য শুভাকাঙ্খাই মূখ্য........
এ্যান্ড্রয়েডে লেখার সমস্যা সমাধান হয়েছে??????
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
নীল আকাশ বলেছেন: শুভ সকাল আর্কিওপটেরিক্স ভাই,
এ্যান্ড্রয়েডে লেখার সমস্যা সমাধান করেছি। এখন মোবাইলে এমএস ওয়ার্ড ইন্সটল করে ওয়ান ড্রাইভে একাউন্ট তৈরি করে লগ-ইন করে রেখেছি। ব্যাস সব সমস্য শেষ! অভ্র কিবোর্ডে খুবই অভ্যস্ত হয়ে পড়েছি। না তাকিয়েই টাইপ করতে পারি। এখন আর চেন্জ করতে চাচ্ছি না।
সবাই একই ধরনের টপিকে উপর কবিতা লেখে। ভাবলাম অন্যরকম একটা টপিকে লিখলে কেমন হয়? আসলেও আমাদের জীবনের সব প্রয়োজন আর সম্পর্ক কেন যেন ঘুরে ফিরে স্বার্থ সংশ্লিটঠয়। স্বার্থপরতা আমাদের জীবনের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে আছে। আমরা স্বীকার করি আর না করি, এটাই হচ্ছে চরম আর পরম সত্য আর নিষ্ঠুর বাস্তবতা। শুধুই পিতা মাতার কথা আলাদা। আর প্রকৃতি সব সময়র নি:স্বার্থপর হয়!
পৃথিবী নিঃস্বার্থভাবে আমাদের আগলে - স হ ম ত
প্রিয়জনের জন্য শুভাকাঙ্খাই মূখ্য - স হ ম ত
নিঃস্বার্থ ভালোবাসায় শরীর নেই - স হ ম ত
চমৎকার এবং বিস্তারিত একটা মন্তব্য করার জন্য মন থেকে ধন্যবাদ নিবেন। আপনার পরীকে সেই রকম সুন্দর বানাচ্ছি। প্রায় লেখা শেষ হয়ে এসছে........
ধন্যবাদ ও আপনার জন্য শুভ কামনা রইল!
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !
কিছুটা স্বার্থপরতা আসলে থেকে ই যায়।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৭
নীল আকাশ বলেছেন: শুভ সকাল আপু,
স্বার্থপরতা থেকে মুক্ত হওয়া সম্ভব না। স্বার্থপরতা আমাদের জীবনের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে আছে। আমরা স্বীকার করি আর না করি, এটাই হচ্ছে চরম আর পরম সত্য আর নিষ্ঠুর বাস্তবতা।
পড়ার আর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা রইল!
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
ল বলেছেন: ছোট অনু কবিতাটা বেশ ভালো হয়েছে, এটাকে বড় করে ফেলুন -----MY MENTOR
আপনি তো আমার বড় অনুপ্রেরণা
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৩
নীল আকাশ বলেছেন: কবিতা - কেউ কি দেবে আমায়?
কখনো বিষন্ন বিকেলে কিংবা উদাস আকাশে আত্মহারা আমি
স্পর্শ সুখে কাতর হয়ে খুঁজি বিনাসুদের ভালোবাসা
যা নিখাঁদ আন্তরিকতায় পরিপূর্ণ কিংবা প্রণয়ের শিহরণে স্বচ্ছ
কেউ কি দেবে আমায় সত্যিকারের অকৃত্রিম ভালোবাসা?
শুভ সকাল লতিফ ভাই,
নিন, হয়ে গেল দুর্দান্ত একটা কবিতার প্রথম স্তবক। বাকিটা আপনি শেষ করবেন! থীমটা খুব ভালো লেগেছে আমার সেই জন্যই বলেছি আপনাকে......।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯
সিগন্যাস বলেছেন: পদাতিক ভাইকে এতো সুন্দর কবিতা উৎসর্গ করার জন্য আপনাকে ধন্যবাদ। উনি খুবই ভালো একজন মানুষ। আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২
নীল আকাশ বলেছেন: শুভ সকাল ভাই,
উনি মানুষ হিসেবে খুব ভালো একজন ব্যক্তি। আমার সাথে উনার সম্পর্ক খুবই গভীর। নি:স্বার্থপর এই ব্লগারকে পছন্দ করে না এমন কাউকেই এই ব্লগে পাওয়া যাব না।
পড়ার আর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আশা করি সব সময় আপনাকে পাশে পাব।
আপনার জন্য শুভ কামনা রইল!
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় বিশাল নীল আকাশ মনের অধিকারী,
জানেনই তো মনে হয়,
পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না
যে আপনাকে ভালবাসে না! নীল আকাশকে ভালবাসে না
আমি বলতে পারি,
এখানে কোন স্বার্থ নেই।
সৃষ্টিকর্তার সৃষ্ট সৃষ্টিতে রয়েছে যেমন স্বার্থ
তেমনি সৃষ্টের সৃষ্টিকর্তার প্রতি ভালবাসার পেছনেও
রয়েছেও অনেক স্বার্থ।
৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭
নীল আকাশ বলেছেন: তাজুল ভাই,
যেই মন্তব্য করেছেন! অনেকক্ষন ধরে এটা নিয়ে চিন্তা করলাম।
সৃষ্টিকর্তার সৃষ্ট সৃষ্টিতে রয়েছে যেমন স্বার্থ, তেমনি সৃষ্টের সৃষ্টিকর্তার প্রতি ভালবাসার পেছনেও রয়েছেও অনেক স্বার্থ। - বাক্যটা আমার কাছে অন্তরমুখী আর মারফতী বলে মনে হলো। আসলেও আমাদের সৃষ্টি করা হয়েছে প্রতিনিয়ত সৃষ্টিকর্তার শুকুর গুজার করার জন্য আর প্রার্থনা করার জন্য। এটা তার স্বার্থ। আবার আমরা তাকে ভালোবাসি, কারন এর বিনিময়ে আমার তার কাছে অনন্তর পরকালে পুরষ্কার আশা করি। আর এটাতেও আমাদের স্বার্থ জড়িত। দারুন বলেছেন। চমৎকার, দুর্দান্ত। মুগ্ধ হয়ে গেলাম রে ভাই।
অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা মন্তব্য করার জন্য।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিতা ভাল হয়েছে।
৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য, প্রিয় তাজুল ভাই।
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধু এই নয় কবি
আকাশে চেয়ে বলি মাঝে মাঝে চিৎকারে
কোনবা স্বার্থে পাঠালে এ দুনিয়াতে
জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়েই বা কোন স্বার্থ!
তোমার প্রকাশ বাসনার স্বার্থেই যদি সব সৃজন
কেন দাও তবে কঠোর বিধির বিধান!
কবিতায় ভাললাগা
+++
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
দেরি করে মন্তব্য করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যতবার এসেছি প্রতি-মন্তব্য করার জন্য মুগ্ধ হয়ে বারবার আপনার মন্তব্যটাই পড়ে গেছি। আপনি নিশ্চয় শুনেছেন-
একটি গন্ধমের লাগিয়া
আল্লাহ বানাইলো এই দুনিয়া
আদম খাইলো আর হাওয়া খাইলো
আর ইবলিশ শয়তান তার আশা পুরাইলো!
সৃস্টি জগতের সৃস্টি রহস্য বড়ই কুহেলিকা পুর্ণ! যতটুকু স্বার্থের মায়া রেখেছেন এই পৃথিবীর তরে, আর শয়তান কে রেখে দিয়েছেন মানুষকে পথভ্রস্ট করার জন্য, আদম সন্তানকে আসলে কতটুকু দায়ী করা যায় বলুন! যা সে নিজে সৃস্টি/চেয়ে আনেনি/ করেনি তার জন্য সে আসলে কতটুকু দায়ী!
অসম্ভব ভাললাগা রেখে গেলাম আপনার মন্তব্যে! গুরুজী, আমি সব সময়ই আপনার লেখার চরম ভক্ত!
পড়ার আর চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা রইল!
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০
অন্তরন্তর বলেছেন: সুন্দর কবিতা। প্রেমের কবিতা পড়তে পড়তে হাঁপিয়ে উঠেছি ভাই তাই ঝালের পর মিষ্টি বা মিষ্টির পর ঝাল ভাল লাগে।
এরিস্টটল এর যে লিখাটা দিয়েছেন তা আমি জানতাম না তবে আসলেই পুরোটা সত্যি এ পৃথিবীতে। স্বার্থ ছাড়া কিছু আছে বা কেউ আছে বলে আমার মনে হয় না।
ভৃগু ভাই যে মন্তব্য করেছেন সেই একই কথা আমারও যদিও আমি উনার মত লিখতে পারি না। শুভ কামনা।
৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯
নীল আকাশ বলেছেন: প্রথমেই স্বাগতম আমার ব্লগ বাড়িতে.......
সবাই একই ধরনের টপিকে উপর কবিতা লেখে। ভাবলাম অন্যরকম একটা টপিকে লিখলে কেমন হয়? আসলেও আমাদের জীবনের সব প্রয়োজন আর সম্পর্ক কেন যেন ঘুরে ফিরে স্বার্থ সংশ্লিটতায় এসে ঠেকে! স্বার্থপরতা আমাদের জীবনের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে আছে। আমরা স্বীকার করি আর না করি, এটাই হচ্ছে চরম আর পরম সত্য আর নিষ্ঠুর বাস্তবতা। শুধুই পিতা মাতার কথা আলাদা। আর প্রকৃতি সব সময়র নি:স্বার্থপর হয়!
বিদ্রোহী ভৃগু ভাই আমার শ্রধ্যেয় গুরুজন। উনার মন্তব্যের প্রতি উত্তর এখহন দেই নি। ভেবে দিতে হবে......
অ্যারিস্টটলের এই বাণীটা আমারও জানা ছিল না, গতকালকেই ইন্টারনেটে পেয়েছি। আমার লেখার থীমের সাথে মিলে যায়, তাই দিলাম এখানে!
পড়ার আর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা রইল!
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
আরোগ্য বলেছেন: সকলের তরে সকলে আমরা ,
প্রত্যেকে মোরা পরের তরে।
কথাটি আজ কেবল মরীচিকা।
আমার প্রিয় ভাইটিকে কবিতাটি উৎসর্গ করার জন্য বোনাইকে ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমার প্রিয় ভাইটিকে কবিতাটি উৎসর্গ করার জন্য বোনাইকে ধন্যবাদ। - পদাতিক দা'র সাথে আমার সম্পর্ক অনেক পুরানো আর আমরা দুই জন অনেক ক্লোজ। উনি আমার খুব ভালো একজন শুভাকাংখি।
বিদ্রোহী ভৃগুদা কবিতাটা পড়েন, উপরেই আছে, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না........
পড়ার আর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা রইল!
২১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩
নতুন নকিব বলেছেন:
সুন্দর লিখেছেন। অসংখ্য ধন্যবাদ।
পদাতিক চৌধুরি এই ব্লগের হৃদয়বান মানুষদের অন্যতম। তাকে নিবেদন করেছেন জেনে প্রীত। +++
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই, পড়ার এবং মন্তব্য করার জন্য।
পদাতিক চৌধুরি এই ব্লগের হৃদয়বান মানুষদের অন্যতম। - একদম ঠিক বলেছেন। তার মতন নি:স্বার্থ পরোপকারী ব্লগার এইখানে খুব কমই আছে.........।
জাহান্নাম নিয়ে পড়ছি এখন, ভাবছি এটা নিয়ে একটা পোস্ট দিব। যা শুরু করেছে সবাই, একটু ঐ দুনিয়ার কথা জানুক। এই নশ্বর দুনিয়ার মূল্য কতটুকু বুঝুক!
২২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
মুক্তা নীল বলেছেন: আপনার কবিতার একটি লাইনও মিথ্যে নয়, প্রতিটি লাইনে ঘৃনিত সত্য লুকিয়ে আছে ।
কিছু কিছু কবিতা যেন কবিতা না, মানুষের চাপা কষ্টটার নিরব প্রতিবাদের ভাষা ।
কবিতা ভালো লেগেছে । পদাতিক দা আর আপনার প্রতি রইলো আমার অন্তর থেকে ভালোলাগা।
অনেকদিন হয়েছে আপনি বড় গল্প লিখছেন না কেন? শুভ সকাল।
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল প্রিয় আপু,
সবাই একই ধরনের টপিকে উপর কবিতা লেখে। ভাবলাম অন্যরকম একটা টপিকে লিখলে কেমন হয়? তাই এবার একেবারেই অন্যরকম টপিক নিয়ে লিখলাম। স্বার্থ আসলে আমাদের জীবনে খুব করে মিশে আছে। ভালো করে খেয়াল করলে দেখবেন, আমাদের জীবনের সব প্রয়োজন আর সম্পর্ক কেন যেন ঘুরে ফিরে স্বার্থ সংশ্লিটতায় এসে ঠেকে! স্বার্থপরতা আমাদের জীবনের সাথে ওতোপ্রোত ভাবে জড়িয়ে আছে। আমরা স্বীকার করি আর না করি, এটাই হচ্ছে চরম আর পরম সত্য আর নিষ্ঠুর বাস্তবতা। শুধুই পিতা মাতার কথা আলাদা। আর প্রকৃতি সব সময়র নি:স্বার্থপর হয়!
পদাতিক দা'র সাথে আমার সম্পর্ক অনেক পুরানো আর আমরা দুই জন অনেক ক্লোজ। উনি আমার খুব ভালো একজন শুভাকাংখি।
অনেকদিন হয়েছে আপনি বড় গল্প লিখছেন না কেন? - লিখছি। ভৌতিক গল্প। দুর্দান্ত হবে আমি নিশ্চিত। ২ পর্বের হবে। ১ পর্ব লেখা শেষ।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্বার্থের পৃথিবীতে ভাল কেউ বাসেনা আজীবন................
পাশে কেউ থাকেনা ফুরিয়ে গেলে শেষ প্রয়োজন.............।
সুন্দর কথা বলেছেন স্বার্থ নিয়ে।
ভাল থাকুন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩
নীল আকাশ বলেছেন: ভাই, আপনি ফিরে এসেছেন? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার জন্য ভৌতিক গল্পটা লেখা শেষ। আপনার জন্য পোস্ট দিচ্ছিলাম না। তাহলে কালকেই ১ম পর্বটা দিব, ইনসাল্লাহ!
এই মাটির দুনিয়ায় আমার সবাই কোন না কোন ভাবে স্বার্থপর! শুধুই মা আর বাবা ছাড়া!
শুভ কামনা রইল!
২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমার জন্য অপেক্ষা করায় ধন্যবাদ ভাই।
আমি আজ থেকে ট্রেনিং এ আছি। বিকাল বা সন্ধ্যা ছাড়া ব্লগে ঢুকতে পারব না। আপনি পোস্ট দেন আমি আছি সময় মত পড়ে মন্তব্য করবো ।
ভাল থাকুন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৬
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
ঠিক আছে, আজকেই দিয়ে দিচ্ছি।
ধন্যবাদ।
২৫| ১৮ ই জুন, ২০২০ সকাল ১১:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর কবিতা
স্বার্থের কথা আর কী বলবো। এ জীবনে কত কিছু দেখছি
একমাত্র মা আর বাবা স্বার্থের উর্ধ্বে
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ!! বিষয়টি তো কখনো এবাবে চিন্তা করিনি? কবিতাটিও দারুণ হয়েছে। আসলে সম্পর্কগুলো স্বার্থ সংশ্লিষ্ট। শুধু বাবা-মা ছাড়া। কবিতায় প্লাস প্রিয় নীল আকাশ ভাই।