নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমি একবার তোমার....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮



আমি একবার তোমার কাছে আসতে চাই,
তোমার চোখের কাজল কালো দিঘীতে
.....আমি আজীবন ডুব সাতার কাটতে চাই!

আমি একবার তোমার চুলের সুঘ্রান নিতে চাই,
তোমার চুলের মাতাল করা সুবাসে
..........আমি একদম পাগল হয়ে যেতে চাই!

আমি একবার তোমার অধর স্পর্শ করতে চাই,
তোমার উষ্ণ ঠোঁটের সিঞ্জনে
.......আমি একেবারে ফতুর হয়ে যেতে চাই!

আমি একবার তোমাকে কাছে পেতে চাই,
তোমার প্রেমের উষ্ণ শিহরনে, প্রতিটা মুহূর্তে
......আমি নতুন করে আবার বেঁচে থাকতে চাই!

আমি তোমাকে একবার ভালোবাসতে চাই,
তোমার প্রেমের অতৃপ্ত সরোবরে, ছোট্ট আমার জীবনটা
……..আমি তোমাকে নিয়েই কাটিয়ে দিতে চাই!


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, ফেব্রুয়ারি, ২০১৯

মন্তব্য ২১ টি রেটিং +৭/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১২

নীলপরি বলেছেন: মেঘছায়া দিনে খুব সুন্দর আশার কবিতা লিখেছেন । ভালো লাগলো । ++
টাইপো -মুহুর্ত< মুূহূর্ত

শুভকামনা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৩

নীল আকাশ বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন আপু। বানান ভুলটা ধরিয়ে দেবার অসংখ্য ধন্যবাদ রইল। ঠিক করে দিয়েছি।
সবসময় ভালো থাকবেন, শুভ কামনা রইল!

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই,

বরাবরের মতই সুন্দর সাবলীল মায়াবী মনের আকুতি । কবিতায় ভাললাগা রেখে গেলাম ।++

প্রথম লাইনে,

" আমি একবার তোমার কাছে যেতে চাই " হবে কিনা একটু ভাবতে বলল।
সকালে পরীক্ষামূলকভাবে দেখছিলাম লগইন হয় কিনা। দেখলাম স্বাভাবিকভাবেই হলো । লগ ইন ও লগ আউট করলাম । কিন্তু তখনই আপনার পোস্ট দেখে আবার কমেন্টে করতে চলে আসা ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: শুভ কামনা দাদা,
আপনি মনে হয় ভুলে গেছেন এটা কোন জায়গায় ছিল??
মিষ্টি প্রেমের প্রোপজাল দেয়ার জন্যই এটা লেখা হয়েছিল পরিণয় গল্পে। নাহিদ নাবিলার জন্য একটা চিঠি লিখে (নাবিলার খালার কাছে রেখে দেয়) প্রেমের প্রস্তাব দেয়। এটা সেখানেই ছিল। কবিতাটা অনেক আগেই লিখে ফেলেছিলাম। পোস্ট দিব দিব করে দেয়া হচ্ছিল না। আজকে দিলাম। কি যে দারুন দারুন সব কবিতা লিখেছিলাম ঐ গল্পটা জন্য। :`>

যদি প্রোপজাল হিসেবে ধরেন, তাহলে কাছে আসতে চাই আমার কাছে বেশি প্রেমময় লাগছে ;) এটা এক ধরনের পারমিশন চাওয়া প্রেমিকার কাছে......

আপনার স্কুলের ম্যাডামের প্রেম কাহিনীর কি হলো? বানী চিরন্তনী - ভালোবাসা নিয়ে কিছু কথা!!! নামে এত বড় একটা প্রেমের বিষদ ব্যাখ্যা দিলাম। যা লাগবে নিয়ে যান এখান থেকে! তাও এবার কিন্তু ম্যাডামের সাথে রসঘন প্রেমের পর্ব চাই! X((

ধন্যবাদ রইল আপনার জন্য!

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

মুক্তা নীল বলেছেন:
নীলআকাশ ভাই,খুব স্বচ্ছ ও নিখাঁদ ভালোবাসার বহিঃপ্রকাশ।

তোমার প্রেমের অতৃপ্ত সরোবরে, ছোট্ট আমার জীবনটা
……আমি তোমাকে নিয়েই কাটিয়ে দিতে চাই!

এরপর আর বলার কিছুই থাকেনা,দারুণ কবিতা।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

নীল আকাশ বলেছেন: হুম, ভালোবাসার বহি:প্রকাশ কত সুন্দর হতে পারে সেটা বুঝানোর জন্য এটা লেখা!
আপু, আপনার শারীরিক অবস্থা কেমন এখন? আগের চেয়ে কি সুস্থ হয়েছেন? সৃস্টিকর্তা যেন আপনাকে দ্রুতই সুস্থ করে দিন সেই কামনা রইল!
ধন্যবাদ।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১

রাজীব নুর বলেছেন: সারা জীবন ভালোবাসুন। একবার কেন?

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

নীল আকাশ বলেছেন: অবশ্যই ভাই। একদম ঠিক বলেছেন। তবে একবার প্রথম কাছে আসার পারমিশনটা পেয়ে নেই!!!
ধন্যবাদ পড়ার জন্য!

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২১

হাবিব বলেছেন:



শীতের শেষে বসন্ত নতুন সাজে
কোকিলের গান চারিদিকে বাজে
কত রঙ চারিদিকে!
তোমাকে না পেলে
সব কিছু হয়ে যাবে ফিকে।

০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১২:০৯

নীল আকাশ বলেছেন: তোমাকে ছাড়া সব হয়ে যাবে ফিকে
হৃদয়ের অন্ত:স্থলে মুর্হুমুহ আর্তনাদ করে
ফিরবে না পাওয়ার সব হাহাকার,
জীবনের সববসন্ত ছেয়ে যাবে
বেদনার হীম শীতল বহমান স্রোতে
অস্তিত্ব খুঁজে ফেরে তোমাকেই বারাবার!

কবিতার প্রতি-মন্তব্য কবিতা দিয়েই দিতে হয়, সেজন্য দেরী করলাম আমি!
ধন্যবাদ প্রিয় কবি, শুভ কামনা রইল!

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেগেছে :)

০২ রা মার্চ, ২০১৯ সকাল ১০:৩৪

নীল আকাশ বলেছেন: প্রেমের এত গদগদ লাইন আপনার ভালো না লাগলে তো সর্বনাশ! :P
ব্লগ এখন প্রায় মৃত অবস্থা! আসতেই ইচ্ছে করে না.....
এত কম পাঠক থাকলে ভালো লাগে বলুন?
ধন্যবাদ।

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

আরোহী আশা বলেছেন: সুন্দর কবিতা

০২ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৪৩

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য!
শুভ কামনা রইল!

৮| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ১:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা,
আশা তার একমাত্র ভেলা।

Let time say.....

০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১১:৫৮

নীল আকাশ বলেছেন: কিন্তু জব্বার কাগু যে খেলা দেখাচ্ছেন তাতে আশা তো মাঝে মাঝেি নিরাশার মধ্যে দোল খাচ্ছে!
কি করব বলুন?
ধন্যবাদ।

৯| ০২ রা মার্চ, ২০১৯ রাত ৯:৩১

বলেছেন: আমি তোমাকে একবার ভালোবতে চাই- একান্ত নিজস্ব তোমাকে ,
একবার আপন করে চাই- আমার মতো করে স্বস্তির নিঃশ্বাসে
এ আমার প্রেমের ঋণ ---
শুদ্ধ করো ওগো প্রেয়সী বাজাও কামনার বীণ।

আমি তোমার কাজল চোখে রাখতে চাই আমার দুটি চোখ
দৃষ্টিতে ভেজাবো তোমার চোখের গহীনবন্দরে
উঞ্চতায় ভরবে মরুদ্দান এই হৃদয়ের সুখ।



ধন্যবাদ নিরন্তর প্রিয় ভাই।

ভালোলাগা কবিতায় -- ডুব সাতার কাটতে চাই -- একটু দেখে নিবেন।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৪

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী প্রিয় লতিফ ভাই,
ব্লগের সমস্যার জন্য বেশ কয়েকদিন ঢুকতে পারিনি। আর সেজন্য আপনার মন্তব্যটাও পড়তে পারি নি। দেরী করে প্রতিমন্তব্য করার জন্য লজ্জিত।
এই কবিতাটা আমার পরিণয় গল্পের নাবিলাকে লেখা নাহিদের চিঠির সাথে ছিল। এবার আলাদা করে পোস্ট দিলাম।
ব্লগের অবস্থা দেখে তো ভাই মন খুব খারাপ হয়ে যাচ্ছে....
এটা কোন কথা হলো বলুন? মৃতপ্রায় অবস্থা এখন!
ভালো থাকুন ভাই, সব সময়।
শুভ কামনা রইল!

১০| ০৭ ই মার্চ, ২০১৯ দুপুর ১:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন ব্লগে ঢুকতে না পেরে মনটা খারাপ ছিল।

আপনি ঢুকার ব্যবস্থা করে দিলেন।

ধন্যবাদ ও শুভকামনা।
অনেক দিন ব্লগে ঢুকতে না পেরে মনটা খারাপ ছিল।

আপনি ঢুকার ব্যবস্থা করে দিলেন।

ধন্যবাদ ও শুভকামনা।

০৮ ই মার্চ, ২০১৯ রাত ১২:১০

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
যাক ঢুকতে পেরেছেন তাহলে!
আমাকে আগে বলেন নি কেন? আগেই ব্যবস্থা করে দিতাম।
আমি আপনাকে যেই লিংকগুলি দিয়েছে সেইগুলি নিয়ে একটা সাহায্যকারী পোষ্ট দিয়ে দেন। বাকী সবার উপকার হবে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১১| ১৪ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২০

স্বপ্নডানা১২৩ বলেছেন: আবেগ অনেক, ছন্দময়তা কম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.