নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে লগ ইন করার জন্য সাহায্য চাই!

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৭

ব্লগে আগে অফিসের ডেস্কটপ কম্পিউটার থেকে লগ ইন করতে পারতাম। আই এস পি থেকে ব্লগ বন্ধ করে দেয়ার পর এখন আর ঢুকতে পারছিনা।

প্রক্সি দিয়ে ঢুকলেও সম্ভবত জাভা রান করে না সেজন্য মন্তব্য গুলি দেখায় না। অনেক গুলি প্রক্সি ট্রাই করেছি। কোনই লাভ হয় না।

টর ইন্সটল করেছিলাম, সম্ভবত ইনিশিয়ালাজ হয় না। অফিস সারভার ফিল্টার করে মনে হচ্ছে

অপেরাতে ভিপিএন ও ট্রাই করেছিলাম, কাজ করে না।

মোবাইলে ব্লগে কাজ করতে খুব কষ্ট হয়।

এক্ষেত্রে কোন সলিউশন কারও জানা থাকলে আমাকে দয়া করে জানান। খুব বিপদে আছি। ব্লগেই ঢুকতে পারছি না আর পোস্টও দিতে পারছি না।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৯

হাসান রাজু বলেছেন: Betternet ট্রাই করে দেখেছেন। ক্রোম ইউজ করলে এক্সটেনশন হিসেবেও পাবেন।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২৩

নীল আকাশ বলেছেন: ভাই,
এটাও কাজ করে না। একটু আগে ট্রাই করেছি। এডমিন না হলে ইন্সটল করতে দেয়া না। গুগল এক্সটেনশন কাজ করে না।
ধন্যবাদ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪০

তারেক_মাহমুদ বলেছেন: মোবাইলে অবশ্য ওপেরা দিয়ে সহজেই লগইন করা যাচ্ছে। মনে হচ্ছে সামুর আর মুক্তি নেই।

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২০

নীল আকাশ বলেছেন: ঠিক বলেছেন ভাই। মহা বিপদে আছি।
ধন্যবাদ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫২

জুন বলেছেন: বিভিন্ন অফিসে এসব কিছু কিছু সার্ভার বন্ধ রাখে বলে জানি।

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৮

নীল আকাশ বলেছেন: আমি পড়েছি বড় বিপদে। কি করব বুঝতে পারছি না।
ধন্যবাদ।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১২

বাংলার মেলা বলেছেন: আপনি ক্রোমের এক্সটেনশন হিসেবে কিছু ভিপিএন পাওয়া যায় - সেগুলো ট্রাই করুন, ভালো ফল পাবেন আশা করি।

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৯

নীল আকাশ বলেছেন: ভিপিএন আমার অফিসের সার্ভারের ফিল্টারে ব্লকড হয়ে যায়। কোন লাভ হয় না। আমি চেস্টা করে দেখেছি।
ধন্যবাদ।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি কিন্তু এখনও টর দিয়েই কাজ চালাচ্ছি।

কি বিপদ ? দেখুন কেউ ভাল কোন উপায় বলতে পারে কিনা ?

ভাল থাকুন।

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২১

নীল আকাশ বলেছেন: টরের বুদ্ধিতো আমিই দিয়েছিলাম কিন্তু এটা আমার অফিসে কাজ করে না।
কপাল খারাপ আমার।
ধন্যবাদ।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৪

বলেছেন: আশাকরি কোন একটা উপায় পেয়ে যাবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে সদয় হয়ে ব্লগটি রাহুমুক্ত করার ব্যবস্হা করবেন।


ভালো থাকুন।

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৪

নীল আকাশ বলেছেন: দেখি কি করা যায় এই ব্যাপারে!!
ধন্যবাদ।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ৩০ সেকেন্ডে মজিলায় একটা এডঅন্স এড করে নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে।
লিঙ্কটা এখানে দেয়া সমীচীন হবে কিনা বুঝতেছিনা !!

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২২

নীল আকাশ বলেছেন: আরে দুর লিটন ভাই। কে কি দেখবে। ব্লগে ঢুকাই বড় কষ্ট এখন। পারলে লিংকটা দিন।
একবার চেস্টা করে দেখি।
ধন্যবাদ।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৫

হাবিব বলেছেন:




গুগল ক্রোমের সর্ববামে থাকা Apps লেখায় ক্লিক করুন, তারপর Chrome Web store -এ যান। একটি সার্চবার দেখতে পাবেন। সেখানে unlimited vpn লিখে সার্চ করুন। প্রথম যে vpn পাবেন তার পাশে Add to Chrome ক্লিক করে vpn কানেক্ট করে নিন। আশা করি কাজ হবে।

মোবাইল থেকে puffin ব্রাওজার ব্যবহার করে ডেক্সটপ মোডে ব্লগিং করতে পারেন। কাজ না হলে how to add vpn in chrome লিখে ইউটিউব কিংবা গুগল থকেে শিখতে পারেন। শুভ ব্লগিং

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৪

নীল আকাশ বলেছেন: হাবিব ভাই,
vpn অফিস সার্ভারে ব্লক করা। কোন লাভ হয় নি।
ধন্যবাদ।

৯| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:২১

নীল আকাশ বলেছেন: সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি পারফেক্ট সলিউশন খুঁজছিলাম। এবার পেয়ে গেছি।
যারা এর নাম জানেন না তাদের জন্য দিলাম psiphon3।
এটা সব কিছুই বাইপাস করতে পারে।
এক কথায় অসাধারন। এটা থেকেই এখন মন্তব্য করছি।
সবাইকে মন থেকে শুভ কামনা করছি।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩১

ডার্ক ম্যান বলেছেন: বস কেমন আছেন।
আমি অবশ্য সহজেই ঢুকতে পারি।

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৭

নীল আকাশ বলেছেন: আপনার কপাল!!
দেশে কে আমরাই বেচে থেকেও মরে আছি।
ধন্যবাদ।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৬

মাহমুদুর রহমান বলেছেন: ক্লিক দিস লিংক।

যদি লাইফটাইম ভিপিএন ব্যাবহার করতে চান তাহলে এই ভিডীওটা মনোযোগ দিয়ে দেখুন এবং সেভাবে কাজ করুন যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে তাহলে অন্যকোন ভিপিএন এর আশা করি প্রয়োজন পড়বে না আপনার।

১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৮

নীল আকাশ বলেছেন: ভিপিএন আমার অফিসের সারভারের ফিলটারে ব্লকড হয়ে যায়। কোন লাভ হয় না। তারপরও আপনারটা দেখব সময় করে।
ধন্যবাদ।

১২| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: ভিপিএন আমার অফিসের সারভারের ফিলটারে ব্লকড হয়ে যায়। কোন লাভ হয় না। তারপরও আপনারটা দেখব সময় করে।
ধন্যবাদ।


আপনি উন্ডোজ ডিফেন্ডার অফ করে দেখুন কাজ ঠিকই করবে।

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩২

নীল আকাশ বলেছেন: এই মাত্র উন্ডোজ ডিফেন্ডার অফ করে দেখলাম। কোন কাজ হয় না।
ধন্যবাদ।

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৯

অজ্ঞ বালক বলেছেন: যাক, আরেকটা জিনিস জানা গেল। সাইফোন। চালাইয়া দেখতে হইব। আমার অবশ্য টরই ভরসা।

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

নীল আকাশ বলেছেন: এটা খুব ফাস্ট। আমি এখন এটাই ব্যবহার করছি। আপনাকেও দেখতে বলছি।
ধন্যবাদ।

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: এই সমস্যা কেটে যাবে অচিরেই।

১৮ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:০১

নীল আকাশ বলেছেন: ভাই আমিও সেটাই চাই অতি দ্রুত।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.