নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আশাহত বালকের আত্মকথা!!

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২২



একদা করিয়াছিলাম পণ ছোটবেলায় মনে
সুখি হইতে হইবে আমায় এই জীবনে,
বড় উচ্চাশায় করিলেন ভর্তি স্কুলেতে পিতা
ফি বছর রেজাল্ট দেখে বুঝিলেন সবই বৃথা।

বিদ্যা অর্জন নিতান্তই কঠিন শক্ত মর্ম তাহার,
অবশেষে উপলব্ধি করিলাম এ নহে কর্ম আমার।

পিতার বকুনি আর অবিরত মাতৃ তিরষ্কারে
পড়িল বেজায় ফোস্কা আমার দেহ অন্তরে,
প্রতিক্লাস পার করিতে সবার লাগে একবছর
বিধাতার কল্যানে আমার লাগে তিন বছর।

ফেল পাশের অথৈ সাগরে করিলাম ফাইভ পাশ,
ছোটবোন আমার বড়ই মেধাবী ততদিনে মেট্রিক পাশ।

কালোমুখ খানি করিয়া কালো ঘুরিয়া বেড়াই পথেঘাটে
লোকমুখে শুনি অতিশয় ঠাশা গোবর আমারই ঘটে!
লজ্জাশরম চিনি না আমি ছিল না কখনও মনে
লজ্জা হইল নারীর ভূষন মুখস্ত করেছিলাম প্রাণপণে!

এমন করিয়া বছর ঘুরিয়া অবশেষে পড়িলাম যৌবনে,
যৌবনের তরে নানা রঙ লাগে মিঠামিঠা এই মনে!

পাশের বাসার রীনা আপু আর পাশের পাড়ার ফুলি
এমন করিয়া জাগিয়া উঠিল হৃদয়ে প্রেমের কলি,
প্রেমের খেলায় তথাপি আমি রইলাম আনলাকি
টাঙ্কি মারতে বড়ই ওস্তাদ তাতে নেই কোন ফাঁকি!

প্রত্যেক মাসে নতুন প্রেমে সহসাই পড়ি আমি,
এত ভালোবাসা হৃদয়ে কেন সাড়া দেয় না তুমি!

বিদ্যাবুদ্ধি শিকায় উঠিল রেজাল্ট গেল জলে
নারী হৃদয়ে কঠিন গিট্টু শুধু বাঁকা পথে চলে,
চেহারা সুরত খারাপ হইলেও বাপের আছে টাকা
প্রেমই জীবন প্রেমই মরণ, নারী ছাড়া মন ফাঁকা!

যৌবন আমার বিরহে কাটে পাইলাম না কোন সাড়া,
প্রতি প্রণয়ে গিট্টু লাগে পার হয় না ফাঁড়া!

ভরা যৌবনে একলা থেকে শেষ সময়ে বিয়ে
বৌ আসিল আমার ঘরে মাথায় টিকলী দিয়ে,
বাসর ঘরে ঢুকিলাম আমি মনে অনেক আশা নিয়ে
বৌ যদি হয় মনের মতো করিব না আর বিয়ে।

বৌয়ের রূপের বাহার দেখিয়া মাথাই গেল ঘুরে,
দেশান্তরী হইলাম আমি প্রেমের আশা ছেড়ে!

লেখার সময়কালঃ ৩১-০৮-১৯৯৮

কাজী ফাতেমা আপু’র কবিতা তুই তো ছেলে অপরাধী....... পড়ার পর সহসাই মনে পড়িলো কোন এক প্রাগৈতিহাসিক আমলে কবিতা নামক এই চীজখানা প্রসব করিয়াছিলাম। হার্ডকপি আগেই ছিল, আজকে সফটকপি পোস্ট করিলাম আর উৎর্সগ তাই কাজী ফাতেমা আপু’কেই!

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই, ২০১৯

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২৭

নজসু বলেছেন:




বুকিং। :-B

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩০

নীল আকাশ বলেছেন: প্রথম মন্তব্য করার জন্য খুব করে ধন্যবাদ নিবেন।
শুভ কামনা রইল।

২| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৬

পবিত্র হোসাইন বলেছেন: বাহ্ বাহ্ ! দারুন
মোহ মোহ

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৯

নীল আকাশ বলেছেন: বেশ আগে লিখেছিলাম যখন ভার্সিটতে পড়তাম।
ধন্যবাদ পড়ার জন্য।

৩| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৬

ইসিয়াক বলেছেন: অনেক ভালো।ধন্যবাদ

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২০

নীল আকাশ বলেছেন: পড়ার এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৪| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হাসতে হাসতে মরি
‍"পাশের বাসার রীনা আপু আর পাশের পাড়ার ফুলি
এমন করিয়া জাগিয়া উঠিল হৃদয়ে প্রেমের কলি,
প্রেমের খেলায় তথাপি আমি রইলাম আনলাকি
টাঙ্কি মারতে বড়ই ওস্তাদ তাতে নেই কোন ফাঁকি!"


ফুলি বলে ওরে ছেলে, রিনা বলে খারা
বাউন্ডুলে পোলা রে তুই, করবো গেরাম ছাড়া,
প্রেম বিলাতে আসিস কাছে, শিক্ষা দীক্ষা গোল্লায়
ভাবছিস বুঝি বাসবো ভালো, পড়বো তোর প্রেম পাল্লায়...
বাউন্ডুলে পোলারে তুই করবো গেরাম ছাড়া।।

বিচার দেবো তোর বাপেরে, আমার বাপরে চিনস?
বলবো হেঁটে গাঁয়ের লোকে- আমার জন্য লিপস্টিক কিনস;
লজ্জা পাবি মুখ লুকাবি, মন পাবি না কারো, হবি পাগলপাড়া
বাউন্ডুলে পোলারে তুই করবো গেরাম ছাড়া।।


দারুন হয়েছে কবিতাখানি
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। উৎসর্গে নাম দেখে হ্যাপী হইছি খুব;

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২২

নীল আকাশ বলেছেন: আপনার জন্যই পোস্ট করেছিলাম। আপনার ভাল লেগেছে মানে হলো উৎর্সগটা কাজে লেগেছে। মন্তব্যের স্তবকটাও দারুন হয়েছে।
নিরন্তর শুভ কামনা রইল।

৫| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: ২৯ নম্বর লাইনে শব্দ ছুটে গেছে।

আশাহত বালকের আত্নকথা মন্দ লাগেনি। :)

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩০

নীল আকাশ বলেছেন: সাধে আমি বলি ব্লগের একমাত্র জেনুইন কবি হলেন আপনি!
শব্দটা আসলেও কিভাবে যেন বাদ পড়ে গিয়েছিল। মন থেকে কৃতজ্ঞতা রইল ভুল ধরিয়ে দেবার জন্য।
অনন্তর শুভ কামনা রইল!

৬| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:১৭

জুন বলেছেন: হা হা হা দারুন কবিতা নীল আকাশ, পড়ে মজা লাগলো অনেক :)
তবে আপনার ব্যাক্তি জীবনে এমনটি না ঘটুকে সেই দোয়া থাকলো ।
+

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৩৩

নীল আকাশ বলেছেন: ফাতেমা আপু একজন দুষ্টু ছেলের কথা বলেছিলেন তার কবিতায়! এটা তো সেই দুষ্টু আত্মকাহিনী!
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ রইল আপু।

৭| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫০

ঢাবিয়ান বলেছেন: হাসতে হাসতে শেষ। দেশান্তরী হয়ে কোথায় গেল তাই ভাবছি B:-/

১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২৪

নীল আকাশ বলেছেন: মজা করার জন্যই লিখেছিলাম। আপনার ভাল লেগেছে দেকগে খুশি হলাম।
শুভ কামনা রইল।

৮| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা এবং কাজী ফাতেমা আপাকে ধন্যবাদ।

১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

নীল আকাশ বলেছেন: পড়ার এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ রাজীব ভাই।

৯| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

আরোগ্য বলেছেন: এক্কেবারে ফাটিয়ে বোনাই। হেব্বি জোস।
ছবি আপুর উত্তরেও বেশ ঝাঁজ আছে।

১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

নীল আকাশ বলেছেন: দুষ্টামি করে লিখেছিলাম। কয়েকদিন আগে হাতে লেখা অনেক কিছু উদ্ধার করেছি। আস্ত একটা উপ্ন্যাস সহ অনেকগুলি দারুন দারুন কবিতা। ভাবছি মাঝে মাঝে এইগুলি টাইপ করে পোস্ট দেব।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। ফাতেমা আপু খুব ভাল কবিতা লিখেন।

১০| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
কি আর বলবো এক কথায় দারুন
লিখেছেন । বিয়ের রাত্রেই বউ ভালো না হলে আরেকটা বিয়ের চিন্তা---বিশেষ জাতির আসল রূপ ।
খুবই মজা পেয়েছি কবিতাটিতে পরে। ভালোলাগা, মুগ্ধতা
ভীষণ হাসি সবই জানালাম এই কবিতাটিতে ।
ভালোবাসার প্রিয় আপুকে উৎসর্গ করা আরো ভালোলাগা
ছবি আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৮:০২

নীল আকাশ বলেছেন: ভার্সিটিতে থাকতে কেবল লেখালিখি শুরু করেছিলাম। এটা তখনকার লেখা। মাথায় যে কত রকমের কু বুদ্ধি ঘুরে বেড়ায়!
পড়ার জন্য ধন্যবাদ।

১১| ১৮ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই,
লম্বা মন্তব্য করে লাভ নাই তাই টুটাকাটা মন্তব্য হচ্ছে গিয়ে, কবিতায় ফাটাইয়া ফেলছেন। শেষে আসিয়া দেখিলাম, যৌবনদীপ্ত আপনি প্রেমে উৎসর্গ হইয়া চন্দ্রের মত চামকাইতেছেন। কবিতায় আপনার যে কর্ম কাহিনী তুলে ধরেছেন সেটাই বা কয়জন পারে। আশা করি এই কালে আসিয়াও আপনার রূপের জৌলুস কমে নাই। চোমকাইতেই থাকুক..

প্লাস+++

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৮:১১

নীল আকাশ বলেছেন: আপনি তাহলে অবশেষে ব্লগে আবার নিয়মিত হয়েছেন! যাক দেখেও ভাল লাগলো!
এটা তো আমার কাহিনী নয়, একজন দুষ্ট ছেলের! বেচারা প্রেমের ছ্যাকা খেতে খেতে নিজের জীবন
নিয়েই ত্যাক্ত।
আমার রূপের যৌলুস সারা জীবনই ছিল আছে এবং থাকবে। ঈর্ষান্বিত হবেন না কিন্তু!
অনেকদিন পরে আপনাকে পেয়ে আসলেই খুব ভাল লাগছে!
আপনার প্রিয়ত্মার খবর কি?

১২| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৩৭

বলেছেন: হা হা হা
১৯৯৮ সালে প্রসব করিযাছিলেন আমি তো ভাবিলুৃম ইহা মনে হয় আমাদের ডাঃ লুতফুর রহমান লিখিয়াছেন।।।
অনেক ঠাসা নুননে খাসা কবিতাখানি পড়িয়া শান্তি পাইলুম বলিয়া মনে হলো।।।

আপনি তো সব কাজের উস্তাদ হইয়া গেছেন।।।

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৮:০৬

নীল আকাশ বলেছেন: ফাতেমা আপুর দুস্টছেলের প্রতি অভিযোগ দেখে মনে পড়ল অভিযোগ শুধু মেয়ে নয় ছেলেরাও করে!
অতীতকালে লেখা এক বিশাল কাব্য ভান্ডার আবিষ্কার করেছি কয়েকদিন আগে। আস্ত একট উপ্ন্যাসও পেয়েছি। ভাবছি
টাইপ করে ব্লগে পোস্ট দেব!
ধন্যবাদ।

১৩| ১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৮:০৮

বলেছেন: উপন্যাস!!!
দেন দেন তো কি নাম?

১৯ শে জুলাই, ২০১৯ সকাল ৮:১৪

নীল আকাশ বলেছেন: আরে দূর, ভার্সিটিতে আমার এক ফ্রেন্ডের লাইফ স্টোরি! চোখের সামনে দেখে লিখেইফেলেছিলাম। আ্যামেচার লেখা। পোস্ট দিয়ে গেলে অনেক কাটাছেড়া করতে হবে! সময় লাগে এটাকে এখন পড়ার উপযোগী করতে!
আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ।

১৪| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই,

বিলম্বিত আগমনের জন্য দুঃখিত। কবিতাটি এক কথায় চমৎকার হয়েছে। একেবারে ছাত্রাবস্থা থেকেই আপনি সুন্দর ভাবে তুলে ধরেছেন। ++++
উৎসর্গ ভালো লাগা। ‌

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

নীল আকাশ বলেছেন: একেবারে ছাত্রাবস্থা থেকেই আপনি সুন্দর ভাবে তুলে ধরেছেন। ++++ - এটাও কি সেই বিখ্যাত তৈল মর্দন??? :P
এটা তো আমার কাহিনী নয়, একজন দুষ্ট ছেলের! বেচারা প্রেমের ছ্যাকা খেতে খেতে নিজের জীবন
নিয়েই ত্যাক্ত।
ভার্সিটিতে থাকতে কেবল লেখালিখি শুরু করেছিলাম। এটা তখনকার লেখা। মাথায় যে কত রকমের কু-বুদ্ধি ঘুরে বেড়াত!
পড়ার জন্য ধন্যবাদ।

১৫| ১৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১২

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । ++
শুভকামনা

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৭

নীল আকাশ বলেছেন: প্রিয় আপু,
দেরী করে প্রতি মন্তব্য করার জন্য দূঃখিত।
পড়ার এবং সুন্দর একটা মম্তব্য করার জন্য ধন্যবাদ।

১৬| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: মজার কবিতাটি পড়ে চমৎকৃত হ'লাম। উৎসর্গটাও ভাল লেগেছে।

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৬

নীল আকাশ বলেছেন: দেরী করে প্রতি মন্তব্য করার জন্য দূঃখিত।
পড়ার এবং সুন্দর একটা মম্তব্য করার জন্য ধন্যবাদ।

১৭| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি তো ভাবছিলাম এটা আপনার জীবন বৃত্তান্ত ;)
আচ্ছা ব্লগের ঠিক কবে থেকে সমস্যা শুরু?

২২ শে জুলাই, ২০১৯ সকাল ৯:২৫

নীল আকাশ বলেছেন: আরে দুর ভাই! কি বলেন এসব? আমার চরিত্র আপনার প্রেয়সীর চরিত্রের মতো ধবধবে পরিষ্কার!
আমি ঠিক জানি না সমস্যা কবে থেকে শুরু, মনে হয় ফেব্রুয়ারী মাস থেকে।
ফিরে আবার আসার জন্য ধন্যবাদ।

১৮| ২৩ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় ভাই, আশা করছি ভালো আছেন।

ব্লগের ক্লান্তিকালে আপনার সাথে যে ব্যবহার হয়েছিল তা মোটেই কাম্য ছিল না। আমি জানতেও পারলাম না, এত কিছু হয়ে গেল।

ভিপিএন দিয়ে ব্লগে ঢুকতে ঝামেলা পোহাতে হত বিধায় ব্লগে তেমন একটা আসতে পারতাম না।

আপনার লিখাগুলো অনেক অনেক মিস করছি।

বিলম্ব মন্তব্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের মত গুনিদের ভুলে থাকা যায় না।

শুভকামনা সব সময়।

২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

নীল আকাশ বলেছেন: মাসাল্লাহ বেশ ভাল আছি।
বাগানে এখন ফুলের গাছের চেয়ে আগাছা বেশি আর মালী আজকাল আগাছাগুলিকেই সার আর পানি দেয় বেশি!!!
আমিও এখন ব্লগে বেশি সময় দিতে পারি না।
লেখা নিয়মিত দেয়ার চেস্টা করব। আপনি আমার একজন খুব ভাল পাঠক।
এত ব্যস্ততার পরও আমাকে মনে রাখা জন্য মন থেকে কৃতজ্ঞতা রইল।
ভাল থাকুন ভাই, সব সময়।

১৯| ২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


শিবির সাহিত্য!

২৪ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

নীল আকাশ বলেছেন: হুম, এর চেয়ে ভাল কিছু আপনার কাছ থেকে আমি আশাও করিনি।
নিয়মিত আয়নায় নিজেকে দেখার চেস্টা করুন! শিবির সাহিত্য খুজে পাবার সাথে সাথে আরো অনেক কিছুরই আসল কারনও বুঝতে পারবেন!

২০| ২৫ শে জুলাই, ২০১৯ রাত ৯:০০

তারেক ফাহিম বলেছেন: ব্লগার নীল আকাশ ভাই আর চাঁদগাজী ভাইর মধ্যে কে টম আর কে জেরী :P

মন্তব্য আর প্রতিত্ত্যর দেখে মনেহচ্ছিল কার্টুন চলছে :-B

২৬ শে জুলাই, ২০১৯ রাত ১২:০১

নীল আকাশ বলেছেন: ফাহিম ভাই,
আমি একেবারেই নিরহ টাইপের ব্লগার। কেউ না খোচাকে আমি কাউকে কিছু বলি না। আমার আগের গল্পে উনি আমাকে পর্ণ লেখক বলে এসেছেন। সুতরাং এটা উনার পাওনা!
ফিরে আসার জন্য আবারও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.