নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

পোড়া কপাল!

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৫৪



আজকাল মানুষের জীবনে ফেসবুক যেন অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে। এই সময়ে এটা ব্যবহার করেন না এই রকম লোকের সংখ্যা খুবই অপ্রতুল! বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন প্রয়োজনে ফেসবুক ব্যবহার করেন। ফেসবুকে পাওয়া যায় বিভিন্ন ধরনের বন্ধুত্বের হাতছানি। অনেকসময় জীবনের নিঃসঙ্গতা আর একাকীত্ব কাটাতে অনেকেই যার যা প্রয়োজন সেখান থেকেই বেঁচে থাকার আশ্রয় বেছে নেন। ঠিক এরকমই হঠাৎ করেই বরেলিতে এক যুবক ও যুবতীর আলাপ হয় ফেসবুকে। সে তো এখন অহরহই এখানে সেখানে হচ্ছে। বরেলিতেও তাই হয়েছে। খুঁজতে খুঁজতেই জুটে যায় মনের মত এক বন্ধু যা তারা প্রত্যেকেই এতদিন ধরে খুব করে খুঁজে ফিরছিলেন। দুজনেই খুলেছিলেন ফেক আইডি, দিয়েছিলেন ফেক ছবি আর ফেক এ্যাড্রেস। প্রথমে সাধারন কথা, বিভিন্ন আলাপ, সেই আলাপ ক্রমশ ঘনিয়েছে রসালো কথাবার্তায়। ফেসবুক থেকে সেটা শেষেমেষ গড়াল ম্যাসেঞ্জারেও। সেখানেও অবারিত ভাবে এসেছে শরীর, মন, একাকীত্ব, নিঃসঙ্গতা এবং আর যা যা এই সব ওয়ান-টু-ওয়ান চ্যাটের ক্ষেত্রে হয় তার প্রায় সবকিছুই!

বেশ কিছুদিন ধরে অন্তরঙ্গ চ্যাট করার পরে দুইজনই কিভাবে কিভাবে যেন একে অন্যের গভীর প্রেমে পড়ে গেল। এর পরে যা হয় তাই হলো? দূরত্ব কি আর আর প্রেম ভালবাসা ঠেকাতে পারে? দুইজনেই মনস্থির করেন, জল এবেলা অবেলা করে অনেকদুর গড়িয়েছে! এইবারে দুইজনের দেখা করতেই হবে! শরীর মন সব ছুটছে পাগলা ঘোড়ার মতো! আটকাবে সেই সাধ্য কার?

তবে আটকাল নিয়তি। আর কি বা বলা যেতে পারে?
দেখা হবার সাথে সাথেই দু’জনের প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা!
এ কি দেখছেন দুইজন আর কাকে দেখছেন চোখের সামনে?
মুখোমুখি দাঁড়িয়ে স্বামী / স্ত্রী। ফেসবুকে দুইজনই ফেক প্রোফাইল খুলেছিলেন।

আর দুইজনই জানিয়েছিলেন “অ্যান-ম্যারিড”।

পুলিশ পর্যন্ত বিষয়টি গড়িয়েছে। কি বলছে পুলিশ জানতে ইচ্ছে করছে? যে অফিসারের তত্ত্বাবধানে বিষয়টি রয়েছে, মুচকি হেসে তিনি জানালেনঃ ‘‘ফেসবুকে তো আজকাল এমন বন্ধুত্ব হরহামেশাই হয়। কিন্তু কপাল একমাত্র পোড়া হলেই এরকম পরিণতি হতে পারে।’’

স্বনির্বদ্ধ সর্তকীরনঃ সামাজিক যোগাযোগের মাধ্যমে কাকে, কি, কখন, বলছেন বা বলে এসেছেন সেই ব্যাপারে এখনই সর্তক হউন, অন্তত বড়সড় কোন ঘটনা ঘটার আগেই! ভুলে যাবেন না কিন্তু, ঘটনা যে কোন সময় দুর্ঘটনাও হয়ে যেতে পারে.......................


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই ২০১৯

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৫

ইসিয়াক বলেছেন: অনেক মজা পেলাম ।এক মিনিট একটু হেসে নেই ।
হিহিহিহিহিহি

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৯

নীল আকাশ বলেছেন: জীবনে মানুষকে কত বিব্রতকর অবস্থায় পড়তে হয় তার নমুনা দিলাম। শুভ রাত্রী।

২| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৪

নজসু বলেছেন:




ফেসবুক মানেই ৯৯.৯৯% মিথ্যাচার।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩১

নীল আকাশ বলেছেন: আর আমাদের দেশের মানুষ এটাকেই মনেপ্রানে বিশ্বাস করে কল্লা কেটে ব্যবসা করতে চায়!
কি বিচিত্র সেলুকাস!

৩| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকাশ ভাই,

হাহাহাহাহা.... পুলিশ অফিসারের আইডিটাও কি ফেক ছিল?
যতদূর জানি ভদ্রলোকের নাম ছিল শুভ দারোগা। কি ভুল বললাম না তো?
আর সামনে যে প্রত্যক্ষদর্শী ছিলেন, নিজের উপস্থিতকে অবশ্য অস্বীকার করতে পারি না। হাহাহাহাহা.....

শুভকামনা জানবেন।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৩

নীল আকাশ বলেছেন: এটা শুভ ছিল না তবে তার চেয়েও কম কিসের?
শুভ নিরন্তর প্রেম কাহিনী আসছে! চোখ খোলা রাখুন!

৪| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৬

রাজীব নুর বলেছেন: বিনোদন।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৪

নীল আকাশ বলেছেন: জী ভাই, পরিপূর্ণ বিনোদন! ফেসবুক কি জিনিস বুঝার জন্য দিয়েছি!

৫| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:১০

বলেছেন: আহ...............প্রেম আমার.........

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৫

নীল আকাশ বলেছেন: সত্য ঘটনা এটা। এখন ডির্ভস কেস চলছে এদের!

৬| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:২২

মা.হাসান বলেছেন: পোড়া কপাল, আমার ফেসবুক নাই :(
ওনাদের প্রেম জন্ম-জন্মান্তরের, বাস্তব জীবন এবং ভার্চুয়াল জগত- কোথাও একে অপরকে ছেড়ে থাকতে পারবে না।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩৬

নীল আকাশ বলেছেন: ফেসবুক নাই তাই বাইচা গেছেন! তয় ম্যাসেঞ্জার থাকলে যোগাযোগ করা যেত আপনার সাথে!
জী ছেড়ে থস্কতে পারবে। এখন ডির্ভোস কেস চলছে। সত্য ঘটনা এটা

৭| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহা হাইসা লই আগে

আল্লাহ সবাইকে হেফাজত করুন

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১০

নীল আকাশ বলেছেন: বিনোদন ইজ এভ্রি হয়ার আপু।
আর এদের মনে হয় আর হেফাজত করা সম্ভব না।
ধন্যবাদ।

৮| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৩

বিষন্ন পথিক বলেছেন: জীবন থেকে নেওয়া? :P

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১১

নীল আকাশ বলেছেন: জী ভাই। সত্য এবং বাস্তব ঘটনা। গুগলে সার্চ দিন। পেয়ে যাবেন। আমি শুধু একটু সুন্দর করে লিখে দিয়েছি।
ধন্যবাদ।

৯| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



আনমেরিড কাপোল!!
হে পরওয়ার দিগার; আমারে এমন বিব্রতকর সময়ের মুখোমুখি করো না। একটু চালাক চতুর করে দাও। মুই টাকা, পইসা, গাড়ি, বাড়ি কিছুই চাই না। শুধু পেরেম, ফেইকবুক পেরেম চাই। একখান খাটি পেরেম!

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:১৪

নীল আকাশ বলেছেন: কেয়ামতের আগে আরও কত কিছু দেখবেন?
হপায় তো শুরু! মজা নিন মজা!
বিনোদন ইজ ইন এভ্রি হয়ার।
একটা যোগার করে ফেলুন। না পারলে বলুন, আপনার হয়ে ফেবুতে এ্যাড দেই।
ব্যাপক বিনোদন হবে।

১০| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৯

তারেক ফাহিম বলেছেন: মজা পেলুম।



০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৭

নীল আকাশ বলেছেন: তারেক ভাই মজা আমিও পেয়েছি তবে এদের উচিত শাস্তি হয়েছে। এরকমই হওয়া উচিত ছিল।
ভাল থাকুন ভাই সব সময়।

১১| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

আরোগ্য বলেছেন: বোনাই আমার বিপদের আশঙ্কা নাই কারণ আমার ফেইসবুক নাই। হা হা হা

০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৩

নীল আকাশ বলেছেন: ভাই,
আমাদের সবার নিজেকে সামলিয়ে চলা উচিত। দিন-দুনিয়া দিন দিন ভাল মানুষের জন্য কঠিন হয়ে যাচ্ছে বেঁচে থাকার জন্য।
পড়ার জন্য ধন্যবাদ।

১২| ০২ রা আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৭

ইসিয়াক বলেছেন: প্রিয় বই এর মত আপনার লেখাগুলো বারবার পড়তে ভালো লাগে।
আবার ও পড়লাম ।
ধন্যবাদ

০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৬

নীল আকাশ বলেছেন: ফিরে আসার জন্য ধন্যবাদ। এই কয়েকদিন অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম। এখন একটু ফ্রী হয়েছি।
আপনার মন্তব্য হৃদয় ছুয়ে গেল।
ধন্যবাদ।

১৩| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:০৭

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
আমার আপনা ভাই পোস্ট দিছে আর আমি এতো দেরিতে আসলাম ? এরকম একটা ঘটনাআমিও কার কাছে যেন শুনেছিলাম ।পারিবারিক বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে অনেকে এই অনৈতিক সম্পর্কের সমাপ্তি একটা পরিবারের অনেকগুলো
মানুষকে শেষ করে দেয় । খুব ভালো লিখেছেন।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১০:২৩

নীল আকাশ বলেছেন: আপু,
এটা কিন্তু সত্য ঘটনা। মানুষ কতটা অসভ্য আর মিথ্যুক হলে এইসব করতে পারে সেটাই দেখাতে চেয়েছি।
ভাল থাকুন সব সময়।
ধন্যবাদ।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ১:৩৮

জুন বলেছেন: =p~

০৪ ঠা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৪

নীল আকাশ বলেছেন: এদের উচিত শাস্তি হয়েছে। এরকমই হওয়া উচিত ছিল।
ধন্যবাদ আপু।

১৫| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ফেসবুক ব্যাধি

০৬ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪৩

নীল আকাশ বলেছেন: জী ভাই। আর এটা দিন দিন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ছে।

১৬| ০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন লেখা কবে পাবো ভাইয়া?

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০৯

নীল আকাশ বলেছেন: ব্লগে লেখা দেয়া আপাতত বন্ধ করে দিয়েছি।
ব্লগের সম্মানিত মডারেটর নিজেই পোস্ট দিয়ে বলে দিয়েছেন আমার লেখা মান সম্মত নয়। উনি ব্লগে মান সম্মত লেখকদের এবং ব্লগের একমাত্র ব্লগারের নাম বলে দিয়েছেন। এদের মধ্যে আমার নাম নেই। তাই এদের লেখা পড়ুন।

সুতরাং ঘরের খেয়েদেয়ে বনের মোষ তাড়ানোর কাজ বন্ধ করে দিয়েছি।

ধন্যবাদ।

১৭| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৭

ইসিয়াক বলেছেন:

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১১

নীল আকাশ বলেছেন: ব্লগে আসা আপতত বন্ধ রেখেছি দেখে আপনার মন্তব্য চোখে পড়েনি।
দেরীতে হলেও আপনার জন্যও ঈদ মোবারক রইল।
ধন্যবাদ।

১৮| ১২ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
ঈদ মোবারক। পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা ।

১৬ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১৩

নীল আকাশ বলেছেন: দুঃখিত আপু দেরি করে প্রতি মন্তব্য করার জন্য।
আপনার জন্যও ঈদ মোবারক। আপনার পরিবারের সবাইকেও ঈদের শুভেচ্ছা রইল।
ধন্যবাদ এবং শুভ রাত্রী।

১৯| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৫২

রাকু হাসান বলেছেন:


হাহাহা ভাগ্যিস স্বামী স্ত্রী ছিল । হুম এমন হওয়াই স্বাভাবিক । এসব নিয়ে সচেতন হওয়া উচিত । এত সময় পায় কোথায় মানুষগুলো ফেক আইডি খুলে তামাশা করতে । ঈদ কেমন কাটালেন ?
নীল ভাই কেমন আছেন । কয়েকদিন পর মনে হয় ব্লগে আপনাকে দেখছি । ভালো লাগছে । থাকবেন ব্লগে । উপস্থিতি থাকলে কি যেন একটা ভালো লাগা কাজ করে আমার । নিকগুলো দেখেও শান্তি লাগে যে ব্লগে আছে ।

২৩ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৭

নীল আকাশ বলেছেন: রাকু ভাই,
ব্লগে আসা একেবারেই কমিয়ে দিয়েছি। এই ব্লগে ভাল লেখকদের কোন দাম নেই। দুইদিনের চার পাচটা পোস্টে দেয়া ব্লগারদের পক্ষে সার্টিফিকেট দিয়ে পোস্ট দেয় হয়। বাকি সবার পোস্ট নাকি মান হীন। এই ধরনের মন্তব্যের পর লেখা দেয়াটা আসলে রুচির ব্যাপার। অনর্থক কুৎসিত ভাষায় যারা গালাগালি করে, যাকে এ বালছাল বলে ডাকে তারা নাকি ব্লগের আসল ব্লগার, এরাই ব্লগকে ধরে রেখেছে। এরপর কিভাবে আশা করেন ব্লগে আবার পোস্ট দিব। আমি লেখা দেয়া বন্ধ করে দিয়েছি। মাঝে মধ্যে এসে ঘুরে যাই। মান হীন পোস্ট দিয়ে কাউকে বিরক্ত করতে চাচ্ছি না।
ধন্যবাদ।

২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশ অনেক আগে পত্রিকায় এমন একটা নিউজ পড়েছি । ঘটনা ঘটেছিল সৌদিআরবে বা তার আশে পাশের দেশে।

হায় ফেসবুক!
তুমি কার দুঃখ, কার সুখ ?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৩

নীল আকাশ বলেছেন: না এবার ঘটনা টা ঘটেছিল সম্ভবত ভারতে। আকাম কুকাম এই দেশেই বেশি হয়। পরকীয়ার দিক থেকে ১ম নাম্বার দেশ এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.