নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
১।
জনৈক ব্যক্তি সরকারী চাকুরীতে আবেদন করার জন্য নিউজপেপারে প্রকাশিত নিয়মগুলি পড়ার পর জানতে পারলেন যে, তার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার। বাসা থেকে একটু দূরেই একজন শীর্ষস্থানীয় সরকারী আমলা থাকেন।
পরেরদিন বিকালবেলা উনি উনার সব কাগজপত্র নিয়ে ঐ সরকারী আমলার বাসায় গেলেন চারিত্রিক সার্টিফিকেট আনার জন্য।
বেশ কিছুক্ষন কলিং বেল দেবার পর বাসার দাড়োয়ান দরজা খুললে উনি জানতে চাইলেন-
জনৈক: ডিসি সাহেব বাসায় আছেন?
দাড়োয়ান: কেন?
জনৈক : আমার একটা চারিত্রিক সার্টিফিকেট দরকার।
দাড়োয়ান: তিন মাস পরে আসেন, উনি সম্প্রতি একটা নারীঘটিত মামলায় ছয় মাসের জেলে আছেন। তিনমাস পরে উনি ছাড়া পাবেন। তখন আসলেই আপনাকে চারিত্রিক সার্টিফিকেট যোগাড় করে দেয়া যাবে।
২।
একদিন এক কৃষকের বাড়িতে তল্লাশি করতে গেলেন এক পুলিশের গোয়েন্দা। সহজ-সরল কৃষককে ধমক দিয়ে-
গোয়েন্দা: সরে দাঁড়াও, আজ তোমার বাড়িতে তল্লাশি করব!
কৃষক: তল্লাশি করতে চান, করুন স্যার। কিন্তু দয়া করে ভুলেও বাড়ির উত্তর দিকের কোনাটাতে যাবেন না।
গোয়েন্দা কৃষকের নাকের ডগায় পরিচয়পত্রটা ঝুলিয়ে-
গোয়েন্দা: এটা চেন? এখানে আমার নাম লেখা আছে! এটা দেখলে যে কেউ ভয়ে কুঁকড়ে যায়! আর তুমি কিনা আমার কাজে বাধা দিতে চাও?
ধমক খেয়ে আর কিছু বললেন না কৃষক।
কিছুক্ষণ পরই দেখা গেল উত্তর দিকের মাঠ থেকে গোয়েন্দা চিৎকার করে দৌড়াচ্ছেন-
গোয়েন্দা: বাঁচাও! আমাকে বাঁচাও।
কৃষক ছুটে গিয়ে দেখলেন একটা জবরদস্ত ষাঁড় গোয়েন্দাকে তাড়া করছে।
দূর থেকে কৃষক বললেন, ‘স্যার, ওকে আপনার পরিচয়পত্রটা দেখান!’
সবাইকে ধন্যবাদ ও শুভকামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আগস্ট ২০১৯
২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৫
নীল আকাশ বলেছেন: সবকিছু কি বলে দিতে হয়!!!
২| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৭
ইসিয়াক বলেছেন: ++্
২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১০
নীল আকাশ বলেছেন: দেশ একেবারে উচ্ছন্নে যাচ্ছে রে ভাই!
৩| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
পোষ্টটার "সর্বস্বত্ব সংরক্ষিত" করে ভালো কাজ করেছেন; এগুলো কেহ লন্ডন টাইমস, ওয়াশিংটন পোষ্ট ইত্যাদিতে বিক্রয় করে দিতে পারে!
২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩০
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
আপনি না সব জায়গায় সবাইকে উপদেশ দিয়ে বেড়ান পোস্টে বিষয়বস্তুর উপর মন্তব্য করতে!
আপনি নিজে কি করলেন, বলুন?
২টা লেখার কোনটাই সাধারন লেখা নয়, ভাল করে পড়ুন। শুধু শুধু আমি কোন পোস্ট দেই না।
আমি কি বুঝাতে চেয়েছি সেটা ভাবুন। নিজের লেখা দেখেই স্বত্ত্ব দিয়েছি।
ছবি কিংবা বিষয়বস্তু কোনটাই বর্তমানে দেশে যা চলছে তার প্রিপ্রেক্ষত বুঝাচ্ছে না?
ধন্যবাদ।
৪| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন:
ভিডিও নীল আকাশ ভাই,
বিষয় নিয়ে ভেবে গুরুগম্ভীর হতে চাইনা। আপাতদৃষ্টিতে মজা পেয়েছি হাহাহা....
২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০০
নীল আকাশ বলেছেন: আমিও মুগ্ধ। ২৪ মিনিটের ভিডিওতে যে ম্নতব্যগুলি এসেছে সেইগুলিকি পড়েছেন?
৫| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
আমার কাছে পোষ্ট থেকে বড় বিষয় মনে হয়েছে, "সর্বস্বত্ব সংরক্ষিত"।
২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
নীল আকাশ বলেছেন: ঠিক আছে, পরিবর্তন করে দিলাম। এবার খুশি হয়েছেন?
সরকার কা ম্যাল গড়িয়া মে ঢাল!
আপনার প্রাণপ্রিয় নেত্রীর সাগরেদ রা সারা দেশে যা করে বেড়াচ্ছে তাতে আপনি খুশি তো?
৬| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। চমৎকার কৌতুক।
ধন্যবাদ নীল আকাশ।
২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
নীল আকাশ বলেছেন: ভাবুন একবার কাদের কাছ থেকে আমরা এই সার্টিফিকেট নেই!
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
নীল আকাশ বলেছেন: এইদেশে সবই সুন্দর। শুধু মানুষজন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।
ধন্যবাদ।
৮| ২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
আপনার ছবির বক্তব্যের জবাবে:
বাংগালী হলেন বীরের জাতি, এঁদের বীরত্বের কাহিনী আছে, যুদ্ধ জয়ের ইতিহাস আছে; আপনি হয়তো পরাজিতদের অংশ, সেজন্য বীরত্ব ও বিক্রম দেখেননি।
২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৯
নীল আকাশ বলেছেন: দেশে একদিন অবশ্যই সময় আসবে, তখন সবাই ষাড় হয়ে আওয়ামী লীগের এইসব বীর পুরুষদের যাবতীয় কুকর্মের আর অপকর্মের জবাব আদায় করবে। সেদিন কোন পরিচয় পত্রই কাজ করবে না।
ধন্যবাদ।
৯| ২৭ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২০
আরোগ্য বলেছেন: প্রিয় কাহিনীর জন্য আফসোস আর দ্বিতীয়টা উপযুক্ত শিক্ষা।
২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪২
নীল আকাশ বলেছেন: আরোগ্য ভাই,
এই সব তুচ্ছ ঘটনা। আফসোস করে কোন লাভ নেই। দেশ রসাতলে অনেক আগেই চলে গেছে।
দেশে একদিন অবশ্যই সময় আসবে, তখন সবাই ষাড় হয়ে এই সব আওয়ামী লীগের অপকর্মের জবাব আদায় করবে। সেদিন কোন পরিচয় পত্রই কাজ করবে না।
ধন্যবাদ।
১০| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: চরিত্রহীনরা চারিত্রিক সনদপত্র দেয়- সমাজটাই উচ্ছন্নে গেছে।
২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:২৯
নীল আকাশ বলেছেন: দু:খের বিষয় হলো এটা ছাড়া কোন উপায়ও নেই।
সমাজটাই আসলেই উচ্ছন্নে গেছে।
ধন্যবাদ।
১১| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৬
রাজীব নুর বলেছেন: ডিসি সাহেবের ভিডিওটা সবাই দেখলো। আমি এখনও দেখলাম না। !!
২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৩১
নীল আকাশ বলেছেন: বলেন কি আপনি?
আপনার আর চাদগাজীর প্রাণপ্রিয় নেত্রীর সুযোগ্য সৈনিকের এত দারুন ভিডিও দেখেন নি এখন?
২৪ মিনিটের টা দেখবেন। আশা করি বুঝবেন দেশ এখন কিভাবে চলছে!!
পড়ার জন্য ধন্যবাদ।
১২| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০২
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ভিডিওতে ডিসি কোন ফৌজদারি অপরাধ করে নি। যা হয়েছে সম্মতিতে। (নৈতিকতার প্রশ্ন আলাদা, ক্ষমতা পেলে সব বাঙালীই রাজা হয়ে ওঠে]
অার অনিয়ম দুর্নীতি হয়েছে, হচ্ছে, হবে....
২নম্বর টা গল্পেই মানায়, ক্ষমতাসীনদের গুতো দেবার মত বাস্তবে কোন ষাড় নেই। হতাশ।
২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪১
নীল আকাশ বলেছেন: ভাই,
ভিডিওতে ডিসি কোন ফৌজদারি অপরাধ করে নি। যা হয়েছে সম্মতিতে। (নৈতিকতার প্রশ্ন আলাদা, ক্ষমতা পেলে সব বাঙালীই রাজা হয়ে ওঠে]
উনি অবশ্যই কোন ফৌজদারী অপরাধ করেন নি, উনি করেছেন নৈতিকতা বিরোধী অপরাধ। নিজের স্ত্রীর সাথে বেঈমানী এবং সরকারী ক্ষমতার অপব্যবহার। আর জাতী হিসেবে আমরা আসলেও খারাপ।
২নম্বর টা গল্পেই মানায়, ক্ষমতাসীনদের গুতো দেবার মত বাস্তবে কোন ষাড় নেই। হতাশ।
দেশে একদিন অবশ্যই সময় আসবে, তখন সবাই ষাড় হয়ে এই সব আওয়ামী লীগের অপকর্মের জবাব আদায় করবে। সেদিন কোন পরিচয় পত্রই কাজ করবে না।
ধন্যবাদ এবং শুভ সকাল।
১৩| ২৭ শে আগস্ট, ২০১৯ রাত ১০:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান থেকে এম্পি মন্ত্রী.... প্রায় সবাই দুর্নীতিবাজ। লক্ষ করলে দেখে থাকবেন, মহল্লার ছাত্র কমিটির নেতা নির্বাচনে দুর্নীতি। যুব নেতা নির্বাচনে দুর্নীতি। এম্পি মন্ত্রী তথা জনপ্রতিনিধি নির্বাচনেও দুর্নীতি বিদ্যমান। ন্যায়, সত্য ও সুন্দর কিছুরই মূল্য নেই।
দুর্নীতিবাজদের মাধ্যমে প্রশাসনে ঢুকা আমলা, কামলারাও দুর্নীতিবাজ; চরিত্রহীন হবে এটাই স্বাভাবিক।
দুই নংটা পড়ে আনন্দ পেয়েছি।
২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৭
নীল আকাশ বলেছেন: ভাই,
এটাই তো স্বাভাবিক, তাইনা? মাথাই যখন নষ্ট তখন বাকিগুলি বাদ যাবে কেন?
এসেছে পিছনের দরজা দিয়ে, দেশে জনগনের মৌলিক ভোটাধিকার বিলুপ্ত করে লির্লজ্জ বেহায়ার মতো জোর করে
পার্শ্ববর্তী একটা দেশের সাহায্য নিয়ে ক্ষমতা দখল করে রেখেছে। আর এর বিনিময়ে নাম মাত্র মুল্যে সারা দেশই
বিক্রি করে দিচ্ছে।
এই দেশে এখন বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান থেকে এম্পি মন্ত্রী.... প্রায় সবাই দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের মাধ্যমে প্রশাসনে ঢুকা আমলা, কামলারাও দুর্নীতিবাজ; চরিত্রহীন হবে এটাই স্বাভাবিক। কারন গোড়াতেই দুর্নীতির আসল আখড়া।
দুই নাম্বারটা পড়ে আনন্দ পেয়েছেন? কিন্তু এটা একদিন এই দেশে আবার ঘটবে। দেশে একদিন অবশ্যই সময় আসবে, তখন দেশে জনগন সবাই ষাড় হয়ে এই সব আওয়ামী লীগের অপকর্মের জবাব আদায় করবে। সেদিন কোন পরিচয় পত্রই কাজ করবে না।
শুভ সকাল এবং আন্তরিক ধন্যবাদ রইল।
১৪| ২৮ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৬
ল বলেছেন: ১ নাং টাতে এতে সমস্যা কি???
২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৪
নীল আকাশ বলেছেন: ল ভাই,
শুভ সকাল, অনেক দিন পরে ব্লগে আসলাম।
১ নাম্বারটাতে কোনই সমস্যা নেই। উনি অবশ্যই কোন ফৌজদারী অপরাধ করেন নি, উনি করেছেন নৈতিকতা বিরোধী অপরাধ। নিজের স্ত্রীর সাথে বেঈমানী এবং সরকারী ক্ষমতার অপব্যবহার।
ধন্যবাদ।
১৫| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৭:১৪
নাসির ইয়ামান বলেছেন: গল্প ভালো হয়েছে!
পরিবর্তনের যে উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে.।তার কোনো কাজে আসবে বলে মনে হয়না!
চারিত্রিক সার্টিফিকেটের কী প্রয়োজন।
আচ্ছা ধরুন অতীত জীবনে সে মার্ডার করেছে । এরপর নিজের পাপ বুঝতে পেরে,অনুতপ্ত হয়ে হয়ে নিজেকে শুধরে নিয়েছেন।অথচ আপনি তাকে হন্তারক হিসেবে চিহ্নিত করলেন।সরকারী চাকরি দিলেন না। (অথচ কোরানে 'কোনো পাপী পূর্বের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে সত্যের দিকে ফিরে আসলে,তাকে পাপী বলতে নিষেধ করা হয়েছে'
এদিকে আরেকজন চাকরিতে যোগ দেয়ার আগে কোনো অপরাধ করেনি।বা অপরাধ করলেও কালো তালিকাভুক্ত হয়নি।আপনি চারিত্রিক সনদ দিলেন (যদিও আপনি বেতনভোগী দুষ্কৃতিকারী) এরপর সে দুর্নীতিতে জড়িয়ে গেলে আপনি কী করবেন(? ) সাময়িক বরখাস্ত,প্রত্যাহার.।এগ্লা কোনোটাই তো উপযুক্ত শাস্তি নয়!
২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৪৭
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমি কি কোথাও বলেছি এইগুলি গল্প?
চারিত্রিক সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজন তবে এদের মত চরিত্রহীন লোকজনের কাছ থেকে না।
পরিবর্তনের যে উদ্দেশ্য নিয়ে লেখা হয়েছে.।তার কোনো কাজে আসবে বলে মনে হয়না!
দেশে একদিন অবশ্যই সময় আসবে, তখন সবাই ষাড় হয়ে এই সব আওয়ামী লীগের অপকর্মের জবাব আদায় করবে। সেদিন কোন পরিচয় পত্রই কাজ করবে না।
ধন্যবাদ।
১৬| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫৩
মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই,
লগইন করেই আপনার পোস্ট পেয়ে ভালো লাগছে।
আফসোস ও দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো মন্তব্য
করতে পারছিনা । সমসাময়িক বিষয় তুলে ধরার জন্য
ভাইকে অনেক ধন্যবাদ ।
২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬
নীল আকাশ বলেছেন: দুঃখ করা ছাড়া আমাদের এখন আর কিছুই করার নেই। দেশ একেবারেই উচ্ছন্নে গেছে।
তবে, দেশে একদিন অবশ্যই সময় আসবে, তখন সবাই ষাড় হয়ে এই সব আওয়ামী লীগের অপকর্মের জবাব আদায় করবে। সেদিন কোন পরিচয় পত্রই কাজ করবে না।
ধন্যবাদ।
১৭| ২৮ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:০১
নতুন নকিব বলেছেন:
আপনার কৌতুক ভালো লাগলো। +++
কিন্তু আমাদের সমাজে চারিত্রিক সার্টিফিকেটের যে সিস্টেম চালু রয়েছে তাতেই ঘাপলা। যে লোকের নিজেরই চরিত্রের ঠিক নেই, যে ব্যক্তি নিজেই আপাদমস্তক ভেজালে পরিপূর্ণ, অধিকাংশ ক্ষেত্রে তার কাছ থেকেই কি না নিতে হয় চারিত্রিক সনদ! হায় কপাল!
২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৪
নীল আকাশ বলেছেন: কিন্তু আমাদের সমাজে চারিত্রিক সার্টিফিকেটের যে সিস্টেম চালু রয়েছে তাতেই ঘাপলা। যে লোকের নিজেরই চরিত্রের ঠিক নেই, যে ব্যক্তি নিজেই আপাদমস্তক ভেজালে পরিপূর্ণ, অধিকাংশ ক্ষেত্রে তার কাছ থেকেই কি না নিতে হয় চারিত্রিক সনদ! হায় কপাল!
নকিব ভাই আমি ঠিক এটাই বুঝেতে চেয়েছে। এই দেশে এখন বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান থেকে এম্পি মন্ত্রী.... প্রায় সবাই দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের মাধ্যমে প্রশাসনে ঢুকা আমলা, কামলারাও দুর্নীতিবাজ; চরিত্রহীন হবে এটাই স্বাভাবিক। কারন গোড়াতেই দুর্নীতির আসল আখড়া।
১৮| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া
২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৩
নীল আকাশ বলেছেন: দেশে বাস্তবতা তুলে ধরার চেস্টা করেছি।
আপনি ভালো আছে আপু?
শুভ অপরাহ্ন।
১৯| ২৮ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ । তবে মনটা বেশ খারাপ হয়েছে
কবি কুহক ভাইয়ের মৃত্যু সংবাদ শুনলাম
০৩ রা অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫১
নীল আকাশ বলেছেন: দুঃখিত আপু,
নোটিফিকেশন সমস্যার জন্য উত্তর দিতে দেরি হয়ে গেল।
আমিও সেদিন পড়লাম। তবে উনাকে সাহায্য করার নামে কয়েকজন যা ব্লগে শুরু করে দিয়েছিল
সেটা দুঃখজনক। প্রতিটা পরিবারেরই আত্মস্মমান থাকে।
ধন্যবাদ।
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৪
মাহের ইসলাম বলেছেন: আমাদের এই চারিত্রিক সনদ আর সত্যায়িত করার সিস্টেম এই যুগে কতটা প্রযোজ্য, সেটা ভেবে দেখার সময় এসেছে।
আপনার দ্বিতীয় গল্পটায় বিনোদন বেশি ছিল।
শুভ কামনা রইল।
০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৭
নীল আকাশ বলেছেন: মাহের ভাই,
আমার ২টা অংশই রূপক। প্রথমটাতে আমি বুঝাতে চেয়েছি যে প্রচলত পদ্ধতিতে কত বড় গলদ আছে। এটাতে আসু পরিবর্ত্ন দরকার। আর ২য়টাতে বুঝতে চেয়েছি।খুব শীঘ্রই পাবলিক ক্ষেপে যাবে আর তখন কোন পরিচয়ই বাচাতে পারবে না।
আমার ব্লগে এসে পড়ার জন্য ধন্যবাদ।
২১| ২৯ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
খায়রুল আহসান বলেছেন: সরকারী চাকুরী লাভের জন্য জনপ্রতিনিধিদের কাছ থেকে সাধারণ নাগরিকদের চারিত্রিক সনদপত্র গ্রহণের ব্যাপারটাই আজ প্রহসনে পরিণত হয়েছে।
সমসাময়িক বিষয় নিয়ে পোস্ট লিখেছেন। পাঠকেরা সেটা সহজেই বুঝতে পেরেছে/পারবে।
পোস্টে প্লাস + +
০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯
নীল আকাশ বলেছেন: এই সব ভন্ড আর বাটপারদের কাছ থেকে নাগরিকদের চারিত্রিক সনদপত্র গ্রহন একধরনের হাস্যকর বিষয় এবং আমার কাছে খুবই অপমানজনক বিষয় বলে মনে হয়।
যাদের নিজেদেরই ঠিক নেই চরিত্রে তারা কিভাবে চারিত্রিক সনদপত্র প্রদান করবে বলুন?
খুব দ্রুত এই জঘন্য প্রথার অবলুপ্তি চাই।
সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৪
ইসিয়াক বলেছেন: ব্যক্তিটি কি জামাল পুরের ডিসি ?