নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অবহেলা

৩১ শে মে, ২০২০ সকাল ১০:৪২



আমাকে অবহেলা করো?
দিনের পর দিন, অকারণেই?
সবকিছুরই শোধ তুলবো আমি।

শুধু একবার বিয়েটা হয়ে যাক-
তোমার হাত আমার হাতের সাথে বেঁধে নেবো
পাগুলি জড়িয়ে নেবো আমার পায়ের সাথে
চড়কির মতো ঘুরে বেড়াবো তোমার সাথে
দিক থেকে বেদিকে, যতদূরেই যাও!

শুধু একবার বিয়েটা হয়ে যাক-
তোমাকে নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াবো সারাদেশ
টেকনাফ থেকে তেঁতুলিয়া।
তোমাকে খোঁপায় বেঁধে নিয়ে
বর্ষার প্রতিটা আষাঢ়ী বৃষ্টিতেই ভিজবো।

শুধু একবার বিয়েটা হয়ে যাক-
সব দেনাপাওনাই মিটিয়ে দেবো আমি
তোমার বুকে দুমাদুম কিল দিয়ে,
গুনে গুনে আমি দেবো না, তবে
বেশ বাড়তিই হবে কম হবে না বৈকি।

শুধু একবার বিয়েটা হয়ে যাক-
তোমাকে বানাবো পোষ মানানো
উড়ন্ত দুষ্টু প্রজাপতি, কিংবা
হৃদয়ে বয়ে যাওয়া উচ্ছ্বল প্রণয়ের নদী।

শুধু একবার বিয়েটা হয়ে যাক-
তোমার মিষ্টি আলোতে হবো আমি
পাটে বসা কনে, হৃদয়মোহিনী,
তোমার দুরন্ত মনে আমি হবো
উচ্ছলা, চপলা, চঞ্চলা, মায়াবীনি।

রামধনু থেকে রঙ নিয়ে একপোঁচে সহসাই
তোমার সাদাকালো জীবনটা করে দেবো সাতরঙা!


প্রেক্ষাপটঃ
আনকোড়া একটা উপন্যাসের জন্য কিছু কবিতা লিখতে নিতান্তই বাধ্য হচ্ছি। কবিতা সবসময়ই মাথার এন্টিনার উপর দিয়ে যায়। অথচ এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রই একজন নবীনা কবিতা লেখিকা। যার ফলে কিছু কবিতা না লিখলেই নয়! সমস্যা হলো কবিতাগুলি হতে হবে কিছুটা এ্যামচারিশ। সদ্য প্রেমে পড়া নবীনা লেখিকা তার প্রেমিক’কে পটানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু প্রেমিক মহাশয় পাত্তাই দিচ্ছে না।অগত্যা মনের যত ক্ষোভ কবিতার ছন্দ / অছন্দের ঘুর্ণাবর্তেই…

এই উপন্যাসের বেশ কিছু লেখা ধাপে ধাপে এখানে দেয়া হবে সম্মানিত পাঠকদের মূল্যায়নের জন্য। ভালো না লাগলে অবশ্যই জানিয়ে দেবার অনুরোধ রেখে গেলাম। কাটা/ঘষা/মাজা সব কিছুই চলবে পাঠকের অনুরোধে!

@ জোছনাময়ীঃ মহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ, ২০২০

সবাইকে ধন্যবাদ ও শুভকামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মে ২০২০

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২০ সকাল ১১:৪৫

রাকু হাসান বলেছেন:

শুভকামনা করছি আপনার উপন্যাসের জন্য। মনে হচ্ছে লেখার পূর্ব প্রস্তুতি ভালো চলছে। সফল হোক জোছনাময়ী । নামটি সুন্দর লাগছে। সদ্য প্রেমিক-প্রেমিকার জন্য কবিতা ভালো হয়েছে। এ বিষয়ে স্ডাডি করতে গিয়ে নিশ্চয় সেই সেই সময়টাতে ফিরে যাচ্ছেন ;) । সাবেক গার্ল ফ্রেন্ড থাকলে অভিজ্ঞতা শেয়ার করে নিতে পারেন --হাহাহা । কেমন আছেন ? অনেক দিন পর

৩১ শে মে, ২০২০ দুপুর ১২:০৫

নীল আকাশ বলেছেন: রাকু ভাই,
কতদিন পরে আপনাকে পেলাম। কেমন আছেন প্রিয় ভাই?
নাম দেয়ার সময়ে এবার বেশ কঠোরতা বজায় রেখেছি। গতবারের বইয়ের নাম নিয়ে চাদ্গাজী যেন কান্ড করেছিল সেটা ভুলি কিভাবে? আল্লাহই জানে এবারের'টা নিয়ে উনি কি বলেন?
আসলে এটা প্রেমের লেখার চাইতেও মনসত্ত্বিক লেখা। প্রেমিকা এবং স্ত্রীর মাঝে দোলাচলে পরা এক যুবকের টানাপোড়েনের কাহিনী। একদিকে পরিবার সংসার আরেকদিকে নিজের হৃদয় আবেগের ঝড়। কোন দিকে যাবে এই যুবক?
ভালো থাকুন ভাই, নিরাপদে সব সময়।

২| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:২০

চাঁদগাজী বলেছেন:



শুভকামনা রলো আগামী বইয়ের জন্য।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩৬

নীল আকাশ বলেছেন: নিরন্তর শুভ কামনা রইলো আপনার জন্য।
শুধুমাত্র আপনার জন্যই দুইমাস ধরে এই নাম খুঁজে বের করেছি। পছন্দ হবার জন্য ধন্যবাদ।
আপনার জন্যও শুভ কামনা রইলো।

৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: গ্রেট।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩৬

নীল আকাশ বলেছেন: আপনার জন্যও শুভকামনা রেখে গেলাম।

৪| ৩১ শে মে, ২০২০ দুপুর ১২:৫১

রাকু হাসান বলেছেন:

গতবারের বইয়ের নাম নিয়ে চাদ্গাজী যেন কান্ড করেছিল সেটা ভুলি কিভাবে? আল্লাহই জানে এবারের'টা নিয়ে উনি কি বলেন?-- উনি তো শুভকামনা জানিয়ে গেলাম । এই নাম যে কারও পছন্দ হওয়ার কথা। একে মার্জিত তারপর সুন্দর ,অর্থবহ । নামটি পড়লেই একজন মেয়ের ছবি ভেসে উঠে । দেখি আপনার লেখায় সেটা কেমন। আপনি বোধহয় মনসত্ত্বিক বিষয় নিয়ে লিখতে পছন্দ করেন । কিছু লেখায় সেটা দেখছি। ভালো আছি ভাই। আপনি কেমন আছেন ? ভুলি নাই ,ভুলি কেমনে ? :) ভালোবাসা থাকবে অব্যশই :)

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৪০

নীল আকাশ বলেছেন: আমার লেখা নিয়ে আপনার ধারণা দেখি শতভাগ সঠিক!
মানবিক বিষয়, মনসত্তাত্ত্বিক বিষয় বা সাইকোলজিক্যাল টপিকগুলি আমার খুব প্রিয় সাবজেক্ট। আমি এই বিষয়গুলি নিয়ে লিখতে সাচ্ছন্দ্য বোধ করি।
লেখাটা ধাপে ধাপে দেবো। অগ্রীম পড়ার আমন্ত্রণ দিয়ে গেলাম।
ধন্যবাদ প্রিয় ভাই।

৫| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:০৫

এম এ হানিফ বলেছেন: সুন্দর। আশা করি কবিতা উপন্যাসটিকে আরো সুন্দর করবে।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৪১

নীল আকাশ বলেছেন: নিরন্তর শুভেচ্ছা আপনাকে।
লেখাটা ধাপে ধাপে দেবো। অগ্রীম পড়ার আমন্ত্রণ দিয়ে গেলাম।

৬| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৩০

নেওয়াজ আলি বলেছেন: ভালোই হয়েছে।

৩১ শে মে, ২০২০ দুপুর ১:৪৮

নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা রইলো।

৭| ৩১ শে মে, ২০২০ দুপুর ২:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন:


নীল আকাশ ভাই,
আপনার অনুপস্থিতে আপনার খোঁজ করেছি মাহে রামাদানে তারাবীহর নামাজের রাকাত নিয়ে প্রতিষ্ঠিত সুন্নাত আপনার পোস্টে।

সাদাকালো একঘেয়ে জীবনকে সাতরঙা করার ক্ষমতা সবাই পারেন না, সবার সেই সাহস ক্ষমতাও নেই, আর যারা এ কাজটি পারেন তারা অবস্যই বীর। কবিতায় নীল আকাশের মতো ভালোবাসা রইলো। +++



৩১ শে মে, ২০২০ বিকাল ৩:১৩

নীল আকাশ বলেছেন: সুপ্রিয় বড় ভাই,
এই আবেগ, এই ভালোবাসা শুধুমাত্র নিজের ছোট ভাইয়ের জন্যই থাকা সম্ভব। আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম।
এই ঋণ আমি শুধিবো কেমনে?

আপনার লেখা নিয়ে মন্তব্যটা পড়ে মন ভরে গেল। এইবারের লেখাটা অন্য বিষয় নিয়ে লিখছি।
অগ্রীম পড়ার আমন্ত্রণ দিয়ে গেলাম।
ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

৮| ৩১ শে মে, ২০২০ দুপুর ২:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন: নীল আকাশ ভাই,
অনুগ্রহ করে ৭ নং মন্তব্যটি মুছে দিন সেখানে বানানগত ভুল আছে। ধন্যবাদ।

৩১ শে মে, ২০২০ বিকাল ৩:১৬

নীল আকাশ বলেছেন: ফিরে আসার জন্য আবারো ধন্যবাদ। ঠিক করে দিয়েছি।

৯| ৩১ শে মে, ২০২০ বিকাল ৩:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




নীল আকাশ ভাই, ভালোবাসার ঋণ ভালোবাসা দিয়ে পূরণ করতে হয়। আপনার ভালোবাসাপূর্ণ মন্তব্যে আমি কৃতজ্ঞ। আপনার প্রতিটি লেখা পোস্ট আমি পড়ি। আগামীতেও পড়বো ইনশাল্লাহ। শুভ কামনা রইলো।

০১ লা জুন, ২০২০ রাত ১২:১০

নীল আকাশ বলেছেন: আপনার মতো কিছু খুব কাছের মানুষের জন্যই বার বার এখানেই ফিরে আসি।
আপনার মতো পাঠক আছে দেখেই নতুন কিছু লিখতে ইচ্ছে করে সব সময়।
শুভ রাত্রী এবং আপনার জন্য শুভ কামনা রইলো।

১০| ৩১ শে মে, ২০২০ বিকাল ৩:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: ফুটনোটে প্রেক্ষাপট উল্লেখ করায় বুঝতে সুবিধা হয়েছে। কবিতা জবর হয়েছে। উপন্যাসটিও ভালোই হবে আশাকরি।‌‌‌‌‌‌‌‌‌ অগ্রিম শুভেচ্ছা আপনার নয়া সৃষ্টির প্রতি।
পোস্টে চতুর্থ লাইক।

শুভকামনা প্রিয় নীল আকাশ ভাইকে।

০১ লা জুন, ২০২০ রাত ১২:১৩

নীল আকাশ বলেছেন: ব্যস্ততার মাঝেও অল্প অল্প করে লিখছি। কেমন হচ্ছে ঠিক বুঝতে পারছি না। কিছু কিছু অংশ তাই প্রকাশের আগেই আমার পাঠকদের সাথে শেয়ার করবো ভাবছি।
আপনার জন্য শুভ কামনা রইলো।

১১| ৩১ শে মে, ২০২০ বিকাল ৫:৩০

ইসিয়াক বলেছেন: ফাটাফাটি প্রেমের কবিতা।
উপন্যাসটিও ফাটাফাটি হবে আশা করি।
কবির জীবন নাকি কবিতা :P জানতে আগ্রহী ,কেমন ছিলো কবির জীবন।
শুভকামনা রইলো প্রিয় নীল আকাশ ভাইয়া।
#জোছনাময়ী নামটা খুব সুন্দর।

০১ লা জুন, ২০২০ রাত ১২:২৪

নীল আকাশ বলেছেন: বুয়েটে আমার ব্যাচের এক বন্ধুর বাস্তব জীবন থেকে বেশ কিছু অংশ লেখা হয়েছ। রিয়ালিস্টিক বানানোর জন্য। এই বন্ধু জানলে আমার মাথা ফাটিয়ে দেবে।
আরো কয়েকটা কবিতা লিখেছি। ধাপে ধাপে দেবো।
পড়ার আমন্ত্রণ দিয়ে গেলাম অগ্রীম।

১২| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৮

শের শায়রী বলেছেন: ম্যালা দিন পর প্রিয় ভাইকে পেলাম, তাও কবিতা নিয়ে তাও কবিতার নায়িকার কারনে। কবিতা আমারও আপনার মত এ্যান্টেনার ওপর দিয়ে যায়। জোছনাময়ীর জন্য শুভকামনা প্রিয় ভাই।

০১ লা জুন, ২০২০ রাত ১২:২১

নীল আকাশ বলেছেন: বহুত ফ্যাসাদে আছি এই নবীনা কবিতা লেখিকা কে নিয়ে। কবিতা আমি বেশ ভয় পাই অথচ এখন একগাদা কবিতাই লিখতে হবে।
সাবধানে এবং নিরাপদে থাকুন সুপ্রিয় ভাই।

১৩| ৩১ শে মে, ২০২০ রাত ১১:৪৫

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই,
কেমন আছেন ? অনেকদিন পরে লেখা পেলাম ।
ব্লগে ইদানিং আমার খুব কম আসা হচ্ছে । কবিতাটি
অনেক সুন্দর হয়েছে কিন্তু প্রতি মন্তব্য পড়ে বুঝতে পারলাম
একটি উপন্যাস পেতে যাচ্ছি ।
দিন দিন অনেকেরই বান্ধবীদের সংখ্যা বেড়েই চলছে এবং
এরা ঝড়ের বেগে এসে ঝড়ের মত সবকিছু এলোমেলো
করে দিয়ে যায় । আর আপনি উপন্যাসে কী করেন
সেটা দেখার অপেক্ষায় রইলাম ।
ভালো থাকুন এবং অনেক ধন্যবাদ।

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

নীল আকাশ বলেছেন: মুক্তা আপু, আছি মোটামুটি। এই বিপদের সময় যতটুকু ভালো থাকা যায়। আপনার অবস্থা কী?
আপনার মতো আমারও খুব কমই ব্লগে আসা হচ্ছে।
ইদানিং ফেবুতে একটা গ্রুপ খুলেছিলাম পরিচিত সবাইকে নিয়ে। কিন্তু আপনার নিক বা এড্রেস না জানার জন্য দাওয়াত দিতে পারি নি। ফেবুতে "শবনম সাহিত্য কেন্দ্র" নামে সার্চ দিলেই পাবেন আশা করি।

এই উপন্যাসের কাহিনী একটু জটিল। ছেলেটা একটা বাজে পরিস্থিতির জন্য বাধ্য হয় নিজের ৩ বছরের প্রেমিকা কে রেখে আরেকজন কে বিয়ে করতে। দেড় বছর পরে এই প্রেমিকা আবার ফিরে আসলে ছেলের অলরেডি সেটেলড দাম্পত্য জীবনে যে টানাপোড়েন শুরু হয়, তা নিয়েই কাহিনী লিখেছি। অগ্রীম দাওয়াত রইলো পড়ার।
নিরাপদে এবং ভালো থাকুন সব সময়।
শুভ সন্ধ্যা।

১৪| ০১ লা জুন, ২০২০ রাত ১২:০৫

জোছনাস্নাত রাত্রি বলেছেন: সুন্দর প্রেমের কবিতা।

০১ লা জুন, ২০২০ রাত ১২:১৪

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ পড়ার এবং মন্তব্য করার জন্য।

১৫| ০১ লা জুন, ২০২০ সকাল ৭:৪১

শোভন শামস বলেছেন: শুভকামনা করছি আপনার উপন্যাসের জন্য।

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪১

নীল আকাশ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য।

১৬| ০১ লা জুন, ২০২০ সকাল ১১:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেই নবীনা মনের ক্ষোভ কবতায় ঠিকই তুলে ধরেছে- একবার বিয়েটা হয়ে যাক....তার পর যত মজা দেখাবো...

চলুক কবিতা ও উপন্যাস।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৪

নীল আকাশ বলেছেন: মাইদুল ভাই লজ্জিত।
কিভাবে যেন এই মন্তব্য প্রতি উত্তর বাদ পরে গেল?
ভীষন লজ্জা লাগছে। নিজ গুনে ক্ষমা করে দেবেন।
লেখা আপাতত বন্ধ। নতুন রাজ কুমারিকে নিয়ে মহা ব্যস্ত। মেয়ে আরেকটু বড় হোক, আবার শুরু করবো।
শুভ কামনা রইলো।

১৭| ০১ লা জুন, ২০২০ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা রইলো নিরন্তর।

১৮| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগে আশা হয়না তেমন। এই কয়েক মাসে অনেক কিছুই মিস করেছি। তারমধ্যে এই অনন্য কবিতাটা।
ভালো লাগা জানবেন । নতুন বইয়ের জন্য শুভকামনা । চমৎকার একটা নাম।

১১ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ এটা পড়ার এবং খুব সুন্দর একটা মন্তব্য করার জন্য।

১৯| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য আপু।
কপালে টিপ কবিতার আগের পর্ব এটা।

২০| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:৪২

খায়রুল আহসান বলেছেন: উপন্যাসে কিছু কিছু কবিতাও থাকলে মন্দ হয় না। এতে উপন্যাসের আবেদন বাড়বে বই কমবে না।
উপন্যাসের নামটা সুন্দর হয়েছে, কবিতার শিরোনামটাও। এবং অবশ্যই কবিতাটাও।
কবিতায় ভাল লাগা + +।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:০৯

নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা রইলো।
আপনার মতো শ্রদ্ধেয় একজন সিনিয়র ব্লগারের কাছ থেকে এই মন্তব্য পেয়ে খুব খুশি হয়েছি।
জী, অনেকেই এখন উপন্যাসে নিজের কবিতা দেয়া শুরু করেছে। রিলিভেন্ট কবিতা হলে পড়তে বেশ ভালোই লাগে।
এই উপন্যাসের আরেকটা কবিতা, আমি আর ফাতেমা আপু দুইজন মিলে লিখেছিঃ
কবিতাঃ কপালে টিপ
উপন্যাসের নাম আমারো বেশ পছন্দ হয়েছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিরাপদে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.