নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
প্রেমিকার অতৃপ্ত প্রেমের আহবানে-
সব কিশোরই হয়ে উঠত কামনা মদির বলিষ্ঠ যুবক
কোথাও থাকত না কোন হৃদয় পোড়া ঘ্রান!
অবুঝ স্বপ্নগুলিকে আঁকতো সবাই যথেচ্ছা
না পাওয়াগুলিকে উড়িয়ে দিতো সহজলভ্যতার তুড়িতে
হৃদয়ের রঙতুলি নিয়ে খেলত সবাই দিবানিশী
নিকোটিনের চেনা গন্ধ হারিয়ে যেত প্রেমের অচেনা ঘ্রানে
নিয়ন আলোর ক্ষণিকে প্রতিনিয়ত যৌবন খুঁজে ফিরত সুখ!
প্রেয়সীর অতৃপ্ত প্রেমের আহবানে-
সব পুরুষই হয়ে উঠত প্রেমের সাগরে দুঃসাহসী নাবিক!
প্রতিনিয়ত আবিষ্কার করত প্রণয়ের গুপ্তসব আকাঙ্ক্ষা।
তপ্ত হৃদয়ের মরুভূমিতেও নামাতো অপ্রয়োজনেও কামনার বৃষ্টি
সন্ধ্যাবেলার গল্পগুলো মেতে উঠত না আর চা'য়ের ধোঁয়ায়
পৌরুষত্বের ক্রমাগত তাড়নায় বিবেক হারিয়ে যেত অবিশ্বাসের দোলাচলে!
হে অম্নান কুসুম, হৃদয়ের তপ্ত অতৃপ্তিকে
শান্ত করো প্রণয়ের স্নিগ্ধ আবেশে
অচেনা ক্ষুধার ক্রমাগত আস্ফালন
রুখো তুমি রুখো,
পুরুষের কামনা চেতনাকে বাহুডোরে বাধো
ভালোবাস, ভালোবাসতে শেখাও
প্রণয়ের বরফ গলা জলে তুমি
ধুয়ে মুছে দাও সব অতৃপ্তি আর হাহাকার!
সূত্রঃ শিখা আপুর একটা এই কবিতাটা পড়ার পর সেখানেই কিছুটা লিখে এসেছিলাম। বাকিটা শেষ করে রেখে দিয়েছিলাম। এখন উনি ব্লগে অনিয়মিত। তাই অনেকদিন অপেক্ষা করার পর পোস্ট দিয়ে দিলাম।
আহ্বান
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জুলাই ২০২০
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২০
নীল আকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় আপু।
এবং পড়ার জন্য কৃতজ্ঞতা রইলো।
২| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: চমৎকার হয়েছে কবিতা। সত্যি যদি এমনতর হত, সারা পৃথিবী জুড়ে সফল সকল প্রেমিক পুরুষ; তবে যুগে যুগে দেবদাসদের দেখা কিভাবে মিলত? B#
কেমন আছেন ভ্রাতা? আশা করি ভাল। ভাল থাকুন সবসময়।
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৬
নীল আকাশ বলেছেন: এটা কে? ভুল দেখছি না তো?
আহা, কত দিন পরে আপনাকে পেলাম।
ব্লগে পরিচিত প্রিয় মুখগুলি কিভাবে কিভাবে যেন আস্ত আস্তে হারিয়ে যাচ্ছে। আজকাল প্রিয় মুখগুলি দেখি না তাই আর নিয়মিত ব্লগেও আসায় হয় না।
আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এবং করোনার কারণে বন্দী জীবন কাটাচ্ছি।
ইনশা আল্লাহ আপনিও ভালো এবংং নিরাপদে আছেন।
আপনার দুর্দান্ত প্রবন্ধগুলি খুব মিস করি।
শিখা আপুর কবিতার রির্ভাস থীমে লিখেছি এটা। মেয়েরা চাইলে বিরান মরুভুমিও স্বর্গউদ্যান হয়ে যে উঠতে পারে সেটা বলেছি। মেয়েদের শুধু শারীরিক কামনা নয় ভালোবাসার উষ্ণ প্রসবনে আহবানে প্রেমিকদের ডাকতে বলেছি।
ভালো থাকুন প্রিয় ভাই৷ সুস্থ এবং নিরাপদে থাকুন।
৩| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৩
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৭
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই। ভালো থাকুন, সব সময়।
৪| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮
নীল আকাশ বলেছেন: দারুন মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রেখে গেলাম প্রিয় ভাই।
৫| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৬
নেওয়াজ আলি বলেছেন:
ধুয়ে মুছে দাও সব অতৃপ্তি আর হাহাকার হে প্রেয়সী হে প্রেমিক পুরুষ।
২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৭
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
৬| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
পড়ে তো ইসলামী হালাল পদ্য বলে মনে হলো না। আবু জেহেলের পদ্যের অনুসরণ?
২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৬
নীল আকাশ বলেছেন: আপনার জ্ঞানের বহর দেখে আমি তো আরেকটু হলেই... পড়ে যাচ্ছিলাম।
আবু জেহেল কে? ইম্পোর্ট করা এলসোশিয়ান টাইপের কিছু নাকি?
ইসলামী হালাল পদ্যের কনসেপ্ট কার আবিস্কার? আপ্নার?
পারলে ব্লগে এইসব কনসেপ্ট বিতরন না করে সময় নষ্ট না করে নেত্রী'কে দিয়ে আসুন।
বেশ কিছুদিন হলো নতুন কোন কাহিনী শুনা যাচ্ছে না দেশে!
৭| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৭
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ কবি ভাই।
৮| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২১
জোছনাস্নাত রাত্রি বলেছেন: কবিতা ভাল লেগেছে।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪
নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৯| ২৯ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩০
মিরোরডডল বলেছেন:
পড়তে ভালো লেগেছে । শেষ প্যারাটা খুব সুন্দর ।
আর কি ভালো লেগেছে বলবো ?
ছবিটা , কি সুন্দর বেলী ফুলের মালা !
মেয়েটার নখে কোনও আর্টিফিশিয়াল কটকটে রং নেই ।
খুব ন্যাচারাল, তাই ভালো লাগলো ।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৮
নীল আকাশ বলেছেন: কবিতার থীমের সাথে মানিয়ে এই ছবিটা নিয়েছি।
ভালোবাসা প্রনয় আবেগ অনুভূতি এইসবগুলি হলো প্রাকৃতিক।
জোর করে এইসব সৃষ্টির চেষ্টা করা হলে এইগুলি আর হৃদয় স্পর্শ করতে পারবে না।
যেকোন ন্যাচারাল জিনিস সুন্দর লাগে।
মনোমুগ্ধকর একটা মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
ঈদের শুভেচ্ছা রেখে গেলাম।
১০| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬
ইসিয়াক বলেছেন: মিষ্টি একটা কবিতা।
৩০ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৪
নীল আকাশ বলেছেন: প্রিয় কবি ভাই, ধন্যবাদ।
১১| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৩
মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই,
অনেকদিন পরে কবিতা নিয়ে তাই না ?
নর-নারীর পবিত্র প্রেম শাশ্বত, একমাত্র ভালোবাসা দিয়েই
নোংরা ও কুপ্রবৃত্তি জয় করা সম্ভব । কবিতার শেষের
প্যারাগুলো ভালো লেগেছে ।
আপনি লিঙ্ক দেওয়ায় শিখা আপার কবিতাটি আজ আবার পড়লাম । আর দ্বিতীয় প্রতিমন্তব্যে বললেন ,
ব্লগে পরিচিত প্রিয় মুখগুলি কিভাবে কিভাবে যেন আস্ত আস্তে হারিয়ে যাচ্ছে ---হ্যাঁ এই কথাটি আমারও মনে হচ্ছে।
অনেকদিন পর আপনার একটি সুন্দর কবিতা পড়লাম।
কোন গল্পের সিরিজ লিখছেন কি?
ভালো থাকুন আর শুভেচ্ছা।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৭
নীল আকাশ বলেছেন: সামুর নোটিফিকেশন সমস্যা ভয়াবহ। আমি এই পোস্টের লাস্ট অনেকগুলি মন্তব্যের কোন ইনফোই পাইনি।
দেরি করে উত্তর দেয়ার জন্য লজ্জিত।
পুরো ব্যাপারটা হলো দৃষ্টিভঙ্গি। আপনি কোন দৃষ্টিতে দেখতে চান। উনি এক ভাবে দেখেছেন আর আমি অন্যভাবে।
আমার কাছে নর-নারীর পবিত্র প্রেম শাশ্বত, সুন্দর এবং পবিত্র। আমি সেজন্য এইভাবেই রির্ভাস থীমে লিখেছি এটা।
মেয়েরা চাইলেই বিরান মরুভুমিও স্বর্গউদ্যান হয়ে যে উঠতে পারে।
মেয়েদের শুধু শারীরিক কামনা নয় ভালোবাসার উষ্ণ প্রসবনে আহবানে পুরুষকে ডাকতে বলেছি।
ভালো থাকুন প্রিয় আপু। সুস্থ এবং নিরাপদে থাকুন।
১২| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০৮
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১১
নীল আকাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৩| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪
তারেক ফাহিম বলেছেন: কবিতা পাঠে ভালোলাগা।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০
নীল আকাশ বলেছেন: সামুর নোটিফিকেশন সমস্যা ভয়াবহ। আমি এই পোস্টের লাস্ট অনেকগুলি মন্তব্যের কোন ইনফোই পাইনি।
লেখা পড়ার অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন ভাই।
১৪| ৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৬
মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা ! ভালো লেগেছে ।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৩
নীল আকাশ বলেছেন: কবিতা সম্রাজ্ঞীর যখন ভালো লেগেছে তখন আর কিছু দরকার নেই।
সামুর নোটিফিকেশন সমস্যার জন্য আমি এই পোস্টের লাস্ট অনেকগুলি মন্তব্যের কোন ইনফোই পাইনি।
দুঃখিত দেরি করে উত্তর দেয়ার জন্য।
ভালো থাকুন আপু, সব সময়।
১৫| ০১ লা আগস্ট, ২০২০ বিকাল ৪:০২
ইসিয়াক বলেছেন: ঈদের শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক প্রিয় ভাইয়া।
০১ লা অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০
নীল আকাশ বলেছেন: সামুর নোটিফিকেশন সমস্যা ভয়াবহ। আমি এই পোস্টের লাস্ট অনেকগুলি মন্তব্যের কোন ইনফোই পাইনি।
দেরি করে হলেও আপনাকে ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ভালো লেগেছে ভাইয়া
সুন্দর জবাব