নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

নষ্ট সমাজ ব্যবস্থা ১০ঃ পোটেনশিয়াল রেপিস্টে সারা দেশ ভরে গেছে এখন!

১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৩২

এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে একটা মেয়ে। তার নাম না হয় গোপণই থাক।

সেই রিট নিয়ে আগামী প্রজন্মের ছেলেদের কিছু মন্তব্য দিলাম নীচে!

কি ভয়ংকর অসুস্থ্য একটা প্রজন্ম আমরা ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি এই দেশে!

ভাবতেই গা শিউরে উঠছে। ভাষাগুলি পড়লে মুখে বমি চলে আসে। মেয়েটা এদেরই সহপাঠী।

দূর থেকেই এই ভাষায় কথা বলছে, সামনে পেলে কি করতো ভেবে দেখুন?

আইন সংস্কার করে হয়তো একদিন দেশের সব ধর্ষকের ফাঁসি দিতে পারবেন।

কিন্তু এমন বিকৃত মানসিকতার ছেলেগুলিই তো বড় হয়ে রেপিস্ট হবে। যেখানে সু্যোগ পাবে সেখানেই ধর্ষন করে বেড়াবে!

এত এত পোটেনশিয়াল রেপিস্ট আছে এই দেশে ভাবতেও অবাক লাগে!

এদের বাবা মাও কি জানে কি ধরণের নরপশুদের এরা জন্ম দিয়েছে?

ফেসবুকে প্রোফাইল পিকের কোন রং কি এদের রূচির পরিবর্তন করতে পারবে?

ফেসবুকে প্রোফাইল পিক সাদা/কালো/লাল/নীল না করে আগে নিজের ঘরে ছেলে সন্তানদের সুশিক্ষা দিন। এটাই সবচেয়ে দরকার এখন।



সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর ২০২০

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪০

চাঁদগাজী বলেছেন:



জ্বি, সারা দেশ রেপিষ্টে ভরে গেছে! ১৮ কোটী রেপিষ্ট বাস করেন বাংলাদেশে! লেখার টপিক একটা পেয়ে গেছেন!

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১০

নীল আকাশ বলেছেন: সারা দেশে ধর্ষন এত ব্যাপক হারে বাড়ার কারণ এইসব পোটেনশিয়াল রেপিস্ট'রাই। সুযোগ পেলেই এরা রেপিস্টে পরিনত হয়।

২| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৩

আমিন রবিন বলেছেন: ভাই পুলিশের কোন ডিপার্টমেন্ট এই জিনিসগুলো ডিল করে? তাদের কাছে এই পোস্টটা পাঠাইতাম। কুকুরগুলোকে টিকা দেয়া দরকার। নাহলে কয়েকদিনের মধ্যেই কামড়াতে শুরু করবে।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১

নীল আকাশ বলেছেন: লাভ নাই ভাই।
নিজের দলের পোলাপাইন ধর্ষনের উৎসব করে বেড়াচ্ছে। সেটাই ধরে না। আর এইসব নিয়ে মাথা ঘামাবে।

৩| ১০ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: ছোট্র একটা দেশ।
১৮ কোটি মানুষ। অনেক সমস্যা এবং অনেক অপরাধ তো থাকবেই। বর্তমান সরকার দেশের মানুষকে ভালো রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজেই সাময়িক সমস্যা গুলোর জন্য অস্থির হওয়া যাবে না। পৃথিবীর সব দেশেই- খুন, ধর্ষণ, চুরী ছিনতাই বা দুর্নীতি হয়। বরং অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এই সব খুব কম হয়। ক্রিকেট খেলার সময়, সারা দেশের মানুষ বাংলাদেশ দলকে সাপোর্ট করে। ১৮ কোটি মানুষ এক হয়ে যায়। ঠিক এইভাবে আমাদের সুখে বা দুঃখে এক হয়ে থাকতে হবে। তাহলেই দেশ খুব দ্রুত এগিয়ে যাবে। স্বপ্ন দেখুন এবং আশাবাদী হোন। জয় বাংলা।

১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

নীল আকাশ বলেছেন: বেশ কিছু জায়গায় ধর্ষন শেষ করে এই জয় বাংলা স্লোগান দিতে দিতেই ধর্ষকরা চলে গেছে।

৪| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

আহা রুবন বলেছেন: প্রযুক্তির সহজলভ্যতার সুযোগে বানর হাতে খন্তা পেয়ে গিয়েছে।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫

নীল আকাশ বলেছেন: এদের সবাইকে যদি প্রকাশ্য পশ্চাতদেশে একশো করে দোররা মারা যেত!

৫| ১০ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,




জঘন্য।
এই দেশটাকে নিয়ে আশা করার কিছুই নেই। যারা আশাবাদী তারা না জেনেই আশাবাদ ব্যক্ত করেন। নতুন প্রজন্মের এই সব মানসিকতা দেখলে তাদের এই আশাবাদী হিপোক্রেসী কোথায় যাওয়া উচিৎ জানিনে।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫২

নীল আকাশ বলেছেন: গুরু জী,
আমি অনেক আগেই এই দেশ নিয়ে ভালো কোন কিছুর আশা ছেড়ে দিয়েছি।
এই জাতী একজন শতভাগ হিপোক্রেসিতে ডুবে থাকে।
নোংরামী সবার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে।

৬| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘৃনা হয় এ্ইসব জারজ সন্তানদের কথা শুনলে
এদের জন্ম কোথায় তার হিসাব নাইবা করলাম
তবে এদের পিতামাতা সভ্যজগতের মানুষ নয়।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৪

নীল আকাশ বলেছেন: এইসব জারজ সন্তানগুলি খোজ নিয়ে দেখা যাবে আরেক জারজ সন্তানদের বাচ্চা।
সমাজ যখন ধংশ হয়ে যায় তখন এইরকম আরো অনেক কিছু দেখা যায়।

৭| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:২১

নেওয়াজ আলি বলেছেন: ভালো খারাপ নিয়ে দেশ। সবাই খারাপ চলে দুনিয়া চলতো না

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৩

নীল আকাশ বলেছেন: ভালো আর কিছু আর অবশিষ্ট নেই। সব কিছু লেখন নষ্টদের দখলে চলে গেছে।

৮| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩০

আমি সাজিদ বলেছেন: জঘন্য

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫০

নীল আকাশ বলেছেন: জঘন্য খুব নগন্য ভাষা এদের মন্তব্যগুলির তুলনায়।

৯| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১০

ঢাবিয়ান বলেছেন: কিসের গ্রপ এটা? স্ক্রীনশটগুলো ছেলেগুলোর পিতামাতার কাছে পাঠানো দরকার।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮

নীল আকাশ বলেছেন: কি হবে দিয়ে? দেশে গন ধর্ষনেরই কোন বিচার হয় না!
নোয়াখালীর সেই গন ধর্ষনের নায়ক এখন জামিন পেয়ে বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে।

১০| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩২

করুণাধারা বলেছেন: লিঙ্ক দিতে পারছিনা, কিন্তু একটা খবরে দেখেছি গতবছর ফেল করা সাড়ে তিন লাখ ছাত্র এই ব্যবস্থায় পাশ করবে।

১৮/১৯ বছরের ছেলেদের এই মনোবৃত্তি দেখে ধিক্কার দেবার ভাষা হারিয়ে ফেলেছি।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০১

নীল আকাশ বলেছেন: দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধংশ করে দেয়ার এক সুগভীর ষড়যন্ত্র চলছে।
এইবার নাকি বুয়েট'কে ধরা হবে সবার মতো এডমিশনের জন্য।
মরার আগে আর কত কিছু এই দেশে দেখে যেতে হবে ভাবছি এখন!

১১| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি গতকাল এসব নিয়ে একজনের পোষ্টে মন্তব্যে বলেছিলাম -

"রাজনীতি বাদ দিয়ে আগে নিজের বাসায় দেখেন।
ধর্ষক তৈরির কারখানা তো বাসায়, পরিবারের ভেতরই"।

দু দিন আগে পরীক্ষা বাতিল নিয়ে এক মেয়ে ইন্টার পরীক্ষার্থির প্রতিমন্ত্যবে বয় সহপাঠিদের মন্তব্যের স্ক্রিনশট দিয়ে।
কিন্তু আমার মন্তব্যে কোন সমর্থন নেই হালে পানি নাই, কারো কোন বিকার নেই।

এখন আপনি জনপ্রীয় মানুষ, আপনার কথায় যদি কারো হুশ হয়।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০০

নীল আকাশ বলেছেন: হাসান ভাই,
আপনার সেই মন্তব্য আমি দেখেছি। কেউ সেটা ভালো ভাবে খেয়াল করেনি।।
তাই মনে হলো বিষয়টা নিয়ে আরো বিস্তারিতভাবে কাউকে লেখা উচিৎ।
এদের গ্রুপে আলোচনার ধরণ দেখে আমি তাজ্জব বনে গেছি।
এত ছোট ছোট বাচ্চাদের মুখে এত নোংরা ভাষা?
দেশের আগামী প্রজন্ম মোটামুটি নষ্ট হয়ে গেছে কনফার্ম!

১২| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: আসল কথা এই দেশে সুন্দর ভাবে বাঁচা যাবে না।

১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭

নীল আকাশ বলেছেন: দেশ এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এইখানে সুন্দর ভাবে বাচার প্রশ্নই উঠে না।

১৩| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: এদের সব কয়টাকে পাব্লিক প্লেসে পানিশমেন্ট দেয়া দরকার।

১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৭

নীল আকাশ বলেছেন: শতভাগ সহমত আপনার সাথে। সব কয়টাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেয়া দরকার।

১৪| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৭

জোছনাস্নাত রাত্রি বলেছেন: এদের বাবা মা কারা সেটা খোজ নিয়ে দেখা দরকার।

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ৮:২২

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এইসব জারজ সন্তানগুলি খোঁজ নিলে দেখা যাবে আরেক জারজ সন্তানদের বাচ্চা।
সমাজ যখন ধংশ হয়ে যায় তখন এইরকম আরো অনেক কিছু দেখা যায়।

১৫| ১১ ই অক্টোবর, ২০২০ রাত ৩:৫৭

সোহানী বলেছেন: ও মাই গড, এসব কি? কি ধরনের ভাষা! কোথায় যাচ্ছে আমাদের প্রজন্ম?? কি শিখছে?

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল আপু,
আমি নিজেও প্রথমে বিশ্বাস করতে পারি নি। হতম্ভব হয়ে আপনার মতো ভাবছিলাম এটা কোন প্রজন্ম?
এরাই আমাদের আগামী প্রজন্ম। ওয়েলকাম তো ফ্যাক্টচুয়াল রিয়ালিটি।
এরা ভবিষ্যতে রেপিস্ট হবে না, তো কারা হবে?

১৬| ১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ওরা কি আপনার ফ্রেন্ডলিস্টে আছে এখনো?

১১ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৩

নীল আকাশ বলেছেন: নারে ভাই। এরা আমার অনেক জুনিয়র।
এবার এদের সবাই এইচ এস সি পরীক্ষা দেবার কথা ছিল।
অটো প্রোমোশন এপেয়ে এরা সবাই পাশ করে ফেলেছে।

১৭| ১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই উদ্বেগের কথা।

১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

নীল আকাশ বলেছেন: উদ্বেগের চেয়ে হতাশা বেশি ভাই।
এরা যদি আমাদের আগামী প্রজন্ম হয় তাহলে ভবিষ্যতে কি কি হতে পারে চিন্তা করুন।
মাথা চক্কর দেয়া শুরু হয়ে যাবে।

১৮| ১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ বলেছে, তারা ধর্ষনের বিরুদ্ধে।

১২ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

নীল আকাশ বলেছেন: আমার জন্মের পর থেকে শোনা শ্রেষ্ঠ জোকস এটা!

১৯| ১১ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ফেবুর কল্যানে পোলাপানের আসল চেহারা সময় সময় বেরিয়ে আসে।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৩

নীল আকাশ বলেছেন: একদম ঠিক বলেছেন। না হলে আমরা এদের চরিত্র নিয়ে জানতেই পারতাম না।

২০| ১১ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

রামিসা রোজা বলেছেন:
কি বলবো কিছুই বুঝতে এই ছেলেমেয়েগুলোকে পরিবার
থেকে কিছুই শিক্ষা পায়নি ?কোথায় যায় কেমন মানুষদের
সাথে চলাফেরা করে কেমন বন্ধুদের সাথে বন্ধুত্ব
মা-বাবা কেউই কি কোন খোঁজ রাখেনি, আমি স্তম্ভিত ।

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৮

নীল আকাশ বলেছেন: এবার এদের সবাই এইচ এস সি পরীক্ষা দেবার কথা ছিল। অটো প্রোমোশন এপেয়ে এরা সবাই পাশ করে ফেলেছে।
ভার্সিটিতে যেয়ে এরা আরেক মানিক হবে। দেশের দশের মুখ উজ্জ্বল করবে!
এরা যেমন কুলাঙ্গার, খোঁজ নিয়ে দেখুন এদের বাবা মা এরাও কুলাঙ্গার। তাছাড়া এমন সন্তান জন্ম দেয়া এবং বড় করা সম্ভব না।

২১| ১২ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী জঘন্য মনমানসিকতা নিয়ে ওরা বড় হচ্ছে ;(

১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১৫

নীল আকাশ বলেছেন: ভেবে দেখুন এরা নিজের ক্লাসের মেয়েদের নিয়ে কি ধরণের বিকৃত চিন্তা ভাবনা করতে পারে?
এরা আমাদের দেশের ভবিষ্যত!

২২| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৩

সাহাদাত উদরাজী বলেছেন: সুস্থ্য চিন্তা যেন কেহই এখন আর করতে পারে না। অটো পাশ দিচ্ছে, ভাল কথা, আসলে এটা তো মন্দ ব্যাপার, অন্তত যারা অটোপাশ পাচ্ছে তাদের তো লজ্জা পাওয়া দরকার। নিদেন পক্ষে! অথচ উল্টা!

২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩৩

নীল আকাশ বলেছেন: এই, এইসব ছেলেপেলে লেখাপড়া শিখে কি করবে? এদের রূচিই তো বিকৃত।
অটো পাশ আর যেই পাশই হোক। এরা সুযোগ পেলেই যে কোণ সময় অঘটন ঘটাবে।
এই যে এভাবে পাশ করে গেল, দেখুন বিন্দু মাত্র লজ্জা শরম আছে এদের?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.