নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
একটা মজার অভিজ্ঞতা আজ শেয়ার করি আপনাদের সাথে।
ছোটবেলায় নানাবাড়ি ঘোড়াঘাটে গিয়েছি।
গ্রামের হাটবাজার নানাবাড়ি থেকে বেশ কিছুটা দূরে।
নানা আমাকে খালাতো ভাইয়ের সাথে বাজারে পাঠালেন দুধ কেনার জন্য।
বাজারের ভিতরে যেখানে দুধ বিক্রি করে সেখানে যেয়ে দেখি দুই সাড়ি লোক মাঝখানে প্রায় ৮ ফিট গ্যাপ দিয়ে বসে আছে দুধের কলসি, জগ হাতে নিয়ে।
আমি তো অবাক এদের মধ্যে কার কাছ থেকে কিনবো?
সাথের খালাতো ভাই বললেন, বামদিকের লোক ভেজাল সহ দুধ আর ডানদিকে লোক ভেজাল ছাড়া দুধ বিক্রি করে।
ভেজাল মানে টিউবওয়েলের পানি মেশায়!
দাম কয়েক টাকা কম। ভেজাল সহ দুধ সের পাঁচ টাকা। ভেজাল ছাড়া সাত টাকা।
আমি আমার জীবনে এত অবাক হয়নি মানুষের সততা দেখে।
ইচ্ছে করলেই সবাই ডানদিকে বসতে পারতো কিন্তু তা করেনি।
ছোটবেলায় অনেকবছর গ্রামের হাটবাজারে এই কান্ড দেখেছি।
আমি গ্রামে গেলেই এদের এই অনন্য সততার দৃশ্য দেখার জন্য প্রায় প্রতিদিনই দুধ কিনতে যেতাম।
কিন্তু এখন সব কিছু আমূল বদলে গিয়েছে।
মানুষের সততা আজ হারিয়ে গেছে সময়ের অতল গহবরে!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর ২০২০
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪২
নীল আকাশ বলেছেন: পাপাচার বেশি হয়ে গেলে আল্লাহ মানুষের ভিতর থেকে ভালো গুনগুলি তুলে দেন। আমাদের দেশের এখন তাই অচল অবস্থা।
প্রথম মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।
২| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সততা যে কী হারে নিচে নামছে, চারিদিকে চোখ বুলালেই দেখতে পাই। আল্লাহ আমাদের হেদায়েত দিন
সুন্দর পোস্ট
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৩
নীল আকাশ বলেছেন: আপু, মানুষের মাঝে এখন কোন সততাই নেই।
কপটতা ভণ্ডামী এবং স্বার্থপরতা সবাইকে গ্রাস করে ফেলেছে।
৩| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১১
মনিরা সুলতানা বলেছেন: সত্যি ই মজার অভিজ্ঞতা !
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৪
নীল আকাশ বলেছেন: কেমন আছেন আপনি?
অতীতের কিছু স্মৃতি নিয়ে মাঝে মাঝে লিখবো এখন।
এই স্মৃতিটা খুব সুন্দর ছিল। স্পষ্ট এখনও মনে আছে।
৪| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৫
আমি সাজিদ বলেছেন: এমন সামাজিক অস্থিরতার সময়ে কিভাবে টিকে থাকা উচিত বলে মনে করেন?
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৩
নীল আকাশ বলেছেন: যেভাবেই হোক ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারে কোন কম্প্রমাইজে যাবেন না।
এবং সন্দেহজনক জায়গাগুলি যথাসম্ভব এড়িয়ে চলুন।
ধন্যবাদ।
৫| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সততার সূচক অধোমুখী এখন। এটার ঊর্ধ্বমুখী হওয়ার কোনও শম্ভবনা দেখা যাচ্ছে না। প্রাইমারী স্কুলের পিইসি পরীক্ষার সময় শিশুদেরকে শিক্ষক বলছে তোমরা দেখ কিন্তু জায়গা থেকে উঠে যেয়ে বা অন্যের খাতা নিজের কাছে নিয়ে দেখবা না।
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৬
নীল আকাশ বলেছেন: আমাদের সমাজের এই চরম নৈতিক অবক্ষয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী হলো এই শিক্ষক'রা।
এরা নিজেরাই সত না বাচ্চাদের কি শিখাবে?
৬| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৬
রামিসা রোজা বলেছেন:
আপনার সততার অভিজ্ঞতার গল্পটি বেশ মজার।
এখানকার বাজারে গেলে বুঝা যায় বিক্রেতারা কত যে
বাটপারি করে । সুন্দর পোস্ট ।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৪
নীল আকাশ বলেছেন: আজকাল মানুষের মাঝে সততা উধাও হয়ে গেছে।
নৈতিকতা এতটাই নীচে নেমে গেছে যে এই জন্য এরা এখন আর লজ্জাও পায় না।
৭| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: পৃথিবী জন্মের পর আজ মানুষ সসবচেয়ে পিশাচ হয়েছে। এই যুগটা পিশাচের যুগ।
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৮
নীল আকাশ বলেছেন: স হ ম ত ভাই। মানুষ জন সব পিশাচের পর্যায়ে চলে যাচ্ছে।
৮| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৫
নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: দেশে ভালো মানুষের পরিমান দিন দিন দ্রুতই কমে যাচ্ছে।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৫
নীল আকাশ বলেছেন: একদম ঠিক কথা বলেছেন।
কেয়ামতের আগে এটাই ধীরে ধীরে ঘটতে থাকবে।
৯| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৭
জোছনাস্নাত রাত্রি বলেছেন: এইসব স্মৃতি এখন আর পাবেন না কোথাও খুজে।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৬
নীল আকাশ বলেছেন: প্রশ্নই উঠে না। দেখা তো দুরের কথা বললে মানুষ এখন বিশ্বাসও করে না।
১০| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১১
ঢাবিয়ান বলেছেন: মানূষের ওপর আমি বিশ্বাস হারাইনি । সৎ মানুষ এখনও আছেন কিন্ত তারা আজ বড় অসহায়।
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৮
নীল আকাশ বলেছেন: এরজন্য একমাত্র দায়ী হলো দেশের বিচারহীনতার দৃষ্টান্ত। ভালো মানুষরাও আজকাল ভয়ে নিজেকে লুকিয়ে রাখতে চায়।
খারাপ কাজের কোন প্রতিবাদ করতে চায় না।
১১| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২০
নেওয়াজ আলি বলেছেন: সব সততা রাতের ভোটের ভিতরে
১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৪৯
নীল আকাশ বলেছেন: রাষ্ট্রীয় প্রত্যক্ষ মদদ না থাকলে চরম নৈতিক অবক্ষয় এত তাড়াতাড়ি হতো না।
১২| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭
খায়রুল আহসান বলেছেন: অনেক ধন্যবাদ, গ্রাম-গঞ্জের তথাকথিত 'অশিক্ষিত' ব্যক্তিদের নিষ্কলুষ সততার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এখানে উপস্থাপন করার জন্য। পাতকী প্রাচুর্যের আধিক্য মানুষকে শ্রমবিমুখ করে তুলছে, সেই সাথে তাকে অসৎ, ফন্দিবাজ, কলহবাজ, মিথ্যাশ্রয়ী এবং স্বার্থপরে রূপান্তরিত করে নৈতিক অবক্ষয়ের একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছে। এ অবস্থা যে শুধু আমাদের দেশেই বিরাজ করছে, তা নয়। সমগ্র বিশ্বব্যাপী আজ নীতিহীনতার মহামারি চলছে, যার ব্যাপকতা করোনা ভাইরাস মহামারির চাইতেও বেশি। এখন হয়তো সময় এসেছে, বিশ্ব থেকে পুঁজিবাদকে হটিয়ে নতুন কোন মানবতাবাদী সমাজ ব্যবস্থা প্রবর্তনের।
আজ সকালে একটা ইংরেজী কবিতার সাইটে একজন বৃদ্ধ কবি'র একটা সুন্দর কবিতা পড়লাম। তিনি লিখেছেন, 'পৃথিবীটা আজ আর কবিতার মত নেই'। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে জন্ম নেয়া ৭৮ বছর বয়স্ক এ কবি পৃথিবীর বহু উল্থান পতন, ভালমন্দ অবস্থা দেখেছেন। পাঠকদের জন্য Shalom Freedman এর আমার ভাল লাগা এ কবিতাটি এখানে তুলে দিলামঃ
The Wold Is Not A Poem Anymore
By Shalom Freedman
The world is not a poem anymore
It is a mixed-up confusion of pain and sorrow
It is an endless inadequacy of constant aching
It is problems unsolved
And irrational answers accepted and loved-
It is fools parading instant wisdom
Over networks of distant communication
From hater to hater and ignoramus to ignoramus-
It is a mix-up of minds innocent in righteous anger
And wrong in their simple facts-
A world without true free speech in too many progressive places
The silencing of challenging other opinion
By crowd proclaimed single righteous ideological answers -
Not open and free and listening and searching for objective truth
A world of narrow- minded egalitarians of achievement
seeking to bring everyone to the lowest common denominator
Not a poem and not coherent prose either.
(কবিতাটি ১২ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশিত)
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৬
নীল আকাশ বলেছেন: আমি কবিতাটা বঙ্গানুবাদ করার চেষ্টা করছি। এটা সাময়িক প্রতি মন্তব্য। আমি আবার ফিরে আসবো ।
১৩| ১৩ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৫
ভুয়া মফিজ বলেছেন: এটা কি শায়েস্তা খা'র আমলের গল্প?
১৪ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪০
নীল আকাশ বলেছেন: নারে ভাই। আমি তখন প্রাইমারাই স্কুলে পড়তাম। ৮৫ থেকে ৯০ এর মধ্যেকার ঘটনা।
১৪| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:০২
মা.হাসান বলেছেন: কবিতা সুন্দর হইয়াছে।
তবে বক্তব্যের সহিত কিঞ্চিত দ্বিমত পোষন করিতেছি। বান্দরের মতো মানুষও অনকরন প্রিয়। রোল মডেলদের বানর অনুকরন করে। এখন মানুষ অন্ধকার থাকিতে উঠিয়া তাহাজ্জুদ পড়ে, ফজর পড়ে এর পর কোরান পড়িয়া দিনের অন্যান্য কাজ শুরু করে।
এর পরেও ত্রুটি বিচ্যুতি থাকিলে হজ তো আছেই।
আমাদের দুই নেত্রি যেই পরিমান হজ করিয়াছেন তাহার সওয়াব জনগনের উপর বাটিয়া দিলে হিন্দু-মুসলমান-নাস্তিক সকলেই বেহেশতে চলিয়া যাইবার কথা।
মিছে দুশ্চিন্তা করিবেন না।
উন্নয়ন লইয়া কবিতা দেয়ার অনুরোধ থাকিলো।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১
নীল আকাশ বলেছেন: আমি ছড়া লিখলাম আর আপনি এটাকে কবিতা বলে চালিয়ে দিলেন?
একজন নেত্রী বড় কামেল লোক। তার দলের লোকজন তার ইবাদাতের ব্যাপারে নিয়মিতই সাক্ষ্য দেয়। হাতে তজবী থাকে, ইলেকশন আসলেই মাথায় কালো কাপড় উঠে। শুধু একটাই সমস্যা, সারা কুরআন শরীফের মাত্র একটা লাইন উনার পছন্দ, লাকুম দ্বীনিকুম..........
আপনার কথামতো মিছে দুশ্চিন্তা না করে উন্নয়ন নিয়ে কবিতা লেখার আপ্রাণ চেষ্টা করছি।
সমস্যা হচ্ছে উন্নয়ন এখন আকাশে উঠে গেছে আর দেখতে পাচ্ছি না। না দেখে কিভাবে যে লিখবো?
১৫| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২২
করুণাধারা বলেছেন: মানুষের সততা আজ কোথায়? খুব কঠিন প্রশ্ন। এর উত্তর আমিও খুঁজছি।
১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২
নীল আকাশ বলেছেন: মানুষের সততা এখন হারিয়ে গেছে। খুঁজেও পাওয়া যায় না।
নৈতিকতা এবং সততা এখন আর মানুষের কাছে আশা করাও যায় না।
বাচ্চাদের যারা সততা শেখাতো তারও আজ সততা কি জানে না।
১৬| ১৩ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
আপনি দুধ বিক্রেতাদের যেই গল্প বললেন, ইহা সত্য হতে পারে?
আপনি নিজেই বলুন, গ্রামের লোক যদি জানতো যে, এসব লোক দুধে পানি দেয়, তাদেরকে দুধ বিক্রয় করতে দিতো, নাকি দুধ মাথায় ঢেল দিতো? আমি বহুবার দেখেছি দুধে পানি দেয়ায়, দুধ মাথায় ঢেলে দিয়েছে।
আপনার এই গল্প আপনার সম্পর্কে অনেক কিছু বলছে! এই গল্প সত্য নয়।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১১
নীল আকাশ বলেছেন: যাদের অর্থনৈতিক অবস্থা খারাপ তারা কম দামে হালকা পানি মেশানো দুধ কিনতো। পরিচিত লোকদের উপর এতটুকু বিশ্বাস ছিল যে খুব বেশি পানি মেশাবে না।
সবার অবস্থা সেই সময়ে ভালো ছিল না। ৮৫-৯০ এর দিকে টাকা পয়সার এত ছাড়াছড়িও ছিল না।
যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা আপনি অস্বীকার করলে আমার কি যায় আসে?
হূ আর ইউ? হু কেয়ারস ইউ?
১৭| ১৩ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা রূপ কথা।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১
নীল আকাশ বলেছেন: আমি নিজের চোখে দেখছি তবে ভাই এখন এটা রূপকথার মতোই লাগে।
১৮| ১৩ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৪২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ঐ সকল এলাকার মানুষ জন সরল এবং একটু বোকা।চালাক এলাকার লোক জনের এই ঘটনা বিশ্বাস করা একটু কঠিন।কিন্তু বর্তমানে এমন নেই।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৫
নীল আকাশ বলেছেন: আমাদের এলাকার লোকজন এমনিতেই সহজ সরল।
৯০ এর পরে নোয়াখালী এবং কুমিল্লার লোকজন যেয়ে বসতি বানিয়েছে। এখন টাউট বাটপারে ভরে গেছে।
১৯| ১৪ ই অক্টোবর, ২০২০ ভোর ৪:৫০
সোহানী বলেছেন: সততা???? সেইটা যেন কি জিনিস?? কোথায় কিনতে পাওয়া যায়???
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩
নীল আকাশ বলেছেন: এই দেশে এটা এখন দুস্প্রাপ্য জিনিস। জাদুঘরেরও পাবেন না।
পড়ার জন্য ধন্যবাদ।
২০| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:১৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সততার গুণ সবার থাকেনা।
সত্যি অন্যরকম এক দৃষ্টান্ত।
চাদগাজী-
যারা ঘটে যাওয়া ঘটনাকে গল্প বলে চালিয়ে দেয় তাদের জন্য দুঃখ হয়।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৭
নীল আকাশ বলেছেন: উনি কি বলে বেড়ায় সেটা উনি নিজেও জানে না।
পাগল ছাগলের কথায় আমি পাত্তা দেই না। আপনিও দেবেন না।
২১| ১৮ ই অক্টোবর, ২০২০ রাত ১:৩৬
সাহাদাত উদরাজী বলেছেন: এখন সততার দরকার নেই, যে পথেই হোক, টাকা আসুক।
১৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২
নীল আকাশ বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। ন্যায় নীতি মানূষ অনেক আগেই ভুলে গেছে।
©somewhere in net ltd.
১| ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নীল আকাশ ভাই মানুষের সততা, সভ্যতা বিবেক, বুদ্ধি
সব বস্তায় ভরে মাচার উপর তুলে রেখেছে আর সেখান
থেকে নিয়ে এসেছে বর্বরাত, অনৈতিকতা, অসাধুতা।
কবে যে এই বস্তার আবার বদল হবে আল্লাহ মালুম।