নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ শীতের আগমনে কার্তিক বন্দনা....

২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪৯


কার্তিকের আকাশে যেন মেঘের উঁকিঝুকি
সাদাকালো রুপালীর ফাঁকে নানা আঁকিবুঁকি,
রৌদ্র ছায়ায় নাচে হরেক ফড়িংয়ের দল
ভাব প্রকাশে দেখায় তারা নানান কৌশল।

বিহঙ্গ গায় প্রণয়ের গীত মনের দুঃখ সব ভুলে
সুরে মাতোয়ারা ময়ূর নাচে পূর্ণ পেখম খুলে,
ফুল ফোটে কামিনী আহা কী অপরূপা সুবাস
মাতাল গন্ধ প্রকৃতিতে মনোহর সুমিষ্ট প্রকাশ।

ফসলের মাঠ জুড়ে কাঁচা পাকা সোনালী ধান,
তাই দেখে কৃষাণ কৃষাণী হাসে খুলে মন প্রাণ,
ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসে ছেড়ে নিজ দেশ
বিমূর্ত নয়নাভিরাম চিত্র যেনো সমগ্র পরিবেশ।

ধীরে ধীরে শীতের আমেজ আসে চুপি চুপি পা'য়,
খোকা খুকু বুড়ো বুড়ি আহ্লাদে আগুন পোহায়,
অন্ধকার ভোরে খেজুরের রস যেন শীত উপহার
উঠানে আসা মিঠে কড়া রোদ যেন নয় ভুলিবার।

শীতের শুরুতেই লেগেছে বাড়ি বাড়ি নবান্নের ঢেউ
সেই খুশিতে ঝলমলে সব বাকি আর নেই কেউ,
বিলে ঝিলে পুকুরেতে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার
অচেনা পরদেশী পাখিরা আনন্দে কাঁটছে সাঁতার।

বেলা হতেই উধাও খোকা হাতে ঘুড়ি আর লাটাই
নাই যে অবসর খাবে বসে নাড়ু মিষ্টি কিংবা মিঠাই,
বেলা শেষে হিমেল হাওয়ায় ডুবে রবি পূব আকাশে
মুগ্ধতা ছড়ায় কোজাগরী পূর্ণিমা চাঁদ যেন প্রকাশে।

চারিদিকে ঝলমলে চকমকে কোথাও নেই আঁধার
অপার্থিব হাসিতে ভাসছে যেন সবুজ বন ও বাদাড়,
আন্দোলিত আবেগে মন চায় উড়ু উড়ু পাখি হতে
উদাত্ত আহবান এসো গাই গান এই কার্তিকের রাতে!

উৎসর্গঃ রফিকুল ইসলাম ইসিয়াক ভাইকে।


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, নভেম্বর ২০২০

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৮

রামিসা রোজা বলেছেন:

চারিদিকে কেমন যেন শীতের একটা সুন্দর আমেজ..
সুন্দর কবিতা নিয়ে এলেন অনেকদিন পরে ।
ভালো লাগলো কবিতা এবং ধন্যবাদ ।

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

নীল আকাশ বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আসলে শীতের আগমন উপলক্ষেই এই কবিতাটা লেখা হয়েছে।
কবিতা ভালো লাগার জন্য কৃতজ্ঞতা।

২| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০৯

নীল আকাশ বলেছেন: রাজীব ভাই,
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

৩| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০৫

নেওয়াজ আলি বলেছেন: সুনিপুণ লেখনশৈলী

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৭

নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা রেখে গেলাম আপনার জন্য।

৪| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৩

ওমেরা বলেছেন: কবিতায় শীতের আমেজ। দেশে কি শীত এসেছে?

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

নীল আকাশ বলেছেন: শীতের শুভেচ্ছা আপু। জী দেশে এখন শীত কেবলই আসা শুরু করেছে।

৫| ২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৫

ওমেরা বলেছেন: আপনি কি নীল মুক্তা আপুর কথা বলতে পারেন ? উনাকে অনেকদিন ধরে ব্লগে দেখছি না।

২৪ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪১

নীল আকাশ বলেছেন: না আপু। উনার ব্লগের বাইরের ঠিকানা বা যোগাযোগের কোন কিছু আমি জানি না।
আমি নিজেও বেশ কিছুদিন ব্লগে ছিলাম না।
আজকেই ফিরেছি। উনাকে পেলে আপনার কথা বলবো।

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৯

নীল আকাশ বলেছেন: আপু, আপনার কি ফেসবুক একাউন্ট আছে? আমার একটা উপন্যাস লেখার জন্য কিছু তথ্য সাহায্য দরকার।
আমার প্রোফাইলঃ Mohiuddin Mohammad Zunaid
সুইডেন সামাজিক ব্যবস্থা, উপসালা শহর, ফাইরিস নদী ইত্যাদি নিয়ে।
যদি সম্ভব হয় তাহলে জানাবেন প্লীজ।
শুভ কামনা।

৬| ২৪ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৩

নীল আকাশ বলেছেন: একজন কবির কাছে এই মন্তব্য পাওয়া অনেক বড় আমার কাছে।

৭| ২৪ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০২

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভ রাত্রী।

৮| ২৬ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। কার্তিকের জ্যোৎস্নার আলোয় খেজুরের রস বা নবান্নের উৎসবে মেতে ওঠার মতো মধুর মুহুর্তগুলো আমরা হিমেল বাতাসের আগমন কালেই পেয়ে থাকি। কার্তিক বন্দনা ভালো হয়েছে। বিলম্বিত আগমনের জন্য দুঃখিত।

পোস্টে লাইক।
নিরন্তর শুভেচ্ছা প্রিয় নীল আকাশ ভাইকে।

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:১০

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
সামুর নোটিফিকেশনের কান্ড দেখুন? আমি জানতাম না আপনি এখানে কোন মন্তব্য রেখে গেছেন?
খুব সুন্দর একটা মন্তব্যের জন্য কৃতজ্ঞতা এবং শুভ কামনা।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১:৫২

চাঁদগাজী বলেছেন:



পদ্য লিখতেই হবে? সুবিধে হয়নি

০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৮

নীল আকাশ বলেছেন: আপনি যদি কবিতা বুঝতেন তাহলে সারা পৃথিবী উদ্ধার হয়ে যেত!

১০| ০৯ ই জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার প্রকৃতি বন্দনা !!
ভালোলাগা।

১৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৩

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
কবিতা পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা আপু।
শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.