নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

হে মানুষ, তুমি আসলে কে?

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৩৪



আজকাল অনেক'কেই দেখা যায় দম্ভ করে, সবাই'কে টাকা পয়সার গরম দেখিয়ে বলে বেড়ায় আমি অমুক বা তমুক ব্র্যান্ডের ছাড়া পোষাক পড়িই না। আমার একটা স্ট্যাটাস আছে না?
.
আচ্ছা এরা কি জানে?
.
কাফনের কাপড়ের কোন ব্র্যান্ডই থাকে না?
.
তখন কী কাপড় পরে মাটিয়ে চিরস্থায়ী হয়ে শুবে এরা?
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ "তিল পরিমাণ অহংকার যার অন্তরে আছে সে জান্নাতে প্রবেশ করবে না, আর তিল পরিমাণ ঈমান যার অন্তরে আছে সে দোজখে যাবে না"।
(সূত্রঃ জামে তিরমিযী, হাদীস ১৯৯৮)
.
মুতাররিফ ইবনে আবদুল্লাহ রাহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত এক বুযুর্গ। মুহাল্লাব নামক এক লোক তার পাশ দিয়ে রেশমি কাপড় পরে দম্ভভরে হেঁটে যাচ্ছিল। বুযুর্গ তাকে বললেনঃ
-এভাবে হাঁটছ কেন?
সে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়ঃ
-আপনি জানেন, আমি কে?
মুতাররিফ রাহিমাহুল্লাহ উত্তরে যা বলেছিলেন তা প্রতিটি মানুষের মনে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো।
তিনি বলেছিলেনঃ
"তোমার সূচনা পুঁতিগন্ধময় বীর্যে, সমাপ্তি গলিত লাশে আর এ দুইয়ের মাঝে তুমি এক বিষ্ঠাবাহী দেহ"।
(সূত্রঃ তাফসীরে কুরতুবী, সূরা মাআরিজের ৩৯ নম্বর আয়াতের তাফসীর দ্রষ্টব্য)
.
পৃথিবীর মানুষকে আল্লাহ বার বার সর্তক করে দিয়েছেন। অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন।
.
তবুও মানুষ ভুলে যায়ঃ
"প্রতিটা মানুষের জীবনের সূচনা পুঁতিগন্ধময় বীর্যে, সমাপ্তি গলিত লাশে আর এ দুয়ের মাঝে তারা শুধুই এক বিষ্ঠাবাহী দেহ"

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২১

মন্তব্য ৬৭ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



বেহেশতে কি কোন ধরণের ইউনিফর্ম দেয়া হবে?

২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯

নীল আকাশ বলেছেন: খুব শিঘ্রই জানবেন আপনি। মানুষের জীবন আর কতটুকু? বেশি দিন অপেক্ষা করতে হবে না।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০২

নীল আকাশ বলেছেন: বেহেশতের ইউনিফর্ম দিয়ে কি খাট্টা রাঁধবেন আপনি? তারচেয়ে অপজিট'টার খোঁজ নিন।
প্রিপারেশন নিয়ে রাখতে পারবেন। আর আমি খোঁজ নিতে বলেছি অপজিটের। এটাই আপনার কপালে আছে।

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: ক্ষণস্থায়ী দুনিয়ায় আমাদের জীবনও সাময়িক । তাইত গায়ক গেয়েছেন -

"এই পৃথিবী যেমন আছে,তেমনি ঠিক রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে হবে রে মন, চলে যেতে হবে" ।


মানুষের জীবন শুরু অসহায় অবস্থায় ,মাঝে কিছু দিন রুপ-যৌবন-শৌর্য-বীর্যের বাহাদুরী বা বড়াই।শেষ জীবনে আবার সেই অসহায় অবস্থা । এতে মানুষের জন্য রয়েছে নিদর্শন। যাতে মানুষ সাবধান হয়।

কিন্তু আমরা মানুষ দুনিয়ার মায়ায় এবং লোভে পড়ে সবকিছুই ভুলে দুনিয়ায় মশগুল হয়ে থাকি। এ বড়ই আফসোশের বিষয়।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০৯

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর একটা মন্তব্যের জন্য ধন্যবাদ।
মানুষের জীবনের সূচনা এবং পরিশেষ দুইটাই খুব অসহায় অবস্থায় হয়।
জীবনের রুপ-যৌবন-শৌর্য-বীর্যের বাহাদুরী সব খুব স্বল্প সময়ের জন্য। হুট করে মনে হয় সবই তুচ্ছ, নগন্য।
নফসের ঢোকায় পরে মানুষ সরল রাস্তা থেকে বার বার দূরে সরে যায়।
শুভ কামনা।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


মানুষকে নিজেদের সংস্কৃতির সাথে মিল রেখে, মানুষের শেষ কৃত্য সঠিকভাবে করে থাকে ইউরোপ ও আমেরিকা মহাদেশের মানুষজন; কারণ, তারা জানে যে, মানুষ মাটির নীচে যাওয়ার আগের দৃশ্যটা সৎকারে উপস্হিত মানুষের কাছে সঠিক হওয়া সংস্কৃতির অংশ।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৩

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "নিজের আয়নাতে মুখ দেখলে শুধু এটা না আরো অনেক কিছুই মনে হয়। আয়নার পরিবর্তে কমোডের পানি ব্যবহার করতে পারেন। যদি কিছু উন্নতি হয়! "

-আমি আপনার মত নিকৃষ্ট ব্লগার আর দেখিনি।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

নীল আকাশ বলেছেন: এটাও আয়নায় দেখার ফলাফল। এই জন্যই চেঞ্জ করে আরেকটা ব্যবহার করতে বলেছিলাম।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " বেহেশতের ইউনিফর্ম দিয়ে কি খাট্টা রাঁধবেন আপনি? তারচেয়ে অপজিট'টার খোঁজ নিন। প্রিপারেশন নিয়ে রাখতে পারবেন। আর আমি খোঁজ নিতে বলেছি অপজিটের। এটাই আপনার কপালে আছে। "

-আপনার কথাবার্তা খুবই নীচু মানের ।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি এত নীচুমানের কথা বলে কিভাবে সমাজে আছেন?

৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১১

চাঁদগাজী বলেছেন:



প্রতিটি জাতি মানুষকে তাদের সংস্কৃতি অনুসারে শেষযকৃত্য করে থাকেন; ইউরোপ ও মআেরিকার মানুষজন মৃত্যুর আগে নিজের পছন্দ মতো অনেক কিছু ঠিক করে যেতে পারেন, যা আমাদের মতো গরীব দেশে সম্ভব হয় না; সেগুলো জেনে আপনি এমন সব কিছু লেখেন, যা বিশ্রী শোনায়।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

নীল আকাশ বলেছেন: অনেক আগে একটা প্রবাদ পড়েছিলামঃ "ছাই নাই কুকুরের বাঘাপাল"।
যার যেটা মানায় না সেটা নিয়ে হাউকাউ করা ঠিকও না।
ইউরোপ ও আমেরিকার লোকজন হচ্ছে খ্রীষ্টান। এদের শবদেহ সতকারের নিয়ম ভিন্ন।
আপনার কি ধারণা টাকা পয়সা কম থেকে বাংলাদেশের মুসলিমরা এভাবে দাফন কাফন করে?
আপনাকে গন্ডমূর্খ বললেও খুব কম বলা হয়! এত নিচু স্তরের জ্ঞান নিয়ে রাতে ঘুমান কিভাবে?

৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২১

চাঁদগাজী বলেছেন:



আমি যেভাবে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, আপনি শিক্ষিত মানুষের স্তরে পড়েন না।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৬

নীল আকাশ বলেছেন: জী, অশিক্ষিত।
তবে আপনার মতো শিক্ষিত মূর্খের চেয়ে অশিক্ষিত থাকাও উত্তম।

৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭

চাঁদগাজী বলেছেন:



১০ নং কমেন্টে টাইপো:


*আপনি কখন আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, আপনি শিক্ষিত মানুষের স্তরে পড়েন না।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৫

নীল আকাশ বলেছেন: ১০ নং কমেন্টে টাইপো:
আমি আপনাকে আগেও বলেছি কমেন্টে টাইপো না, আপনার সামুতে পুরো ব্লগীয় লাইফটা টাইপো।

১০| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৮

সাসুম বলেছেন: যে ফ্লুইড থেকে এত মহান একটা মানব সন্তান বড় হয়েছে তাকে পূতিগন্ধ যুক্ত বলার কারন কি? এর চেয়ে পবিত্র তো কোন কিছুই হতে পারেনা!

যাই হোক, মুতাররিফ সাহেব এর তাফসির পছন্দ হল না :/ মানব জন্মের সুতিকাগার কে অপবিত্র বলা অপছন্দ :/ এর চেয়ে পবিত্র কিছু হতে পারেনা।

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২১

নীল আকাশ বলেছেন: কুরআন শরীফের এই আয়াত আপনি পড়েছেন? অর্থ সহ? নীচে পড়ুনঃ
کَلَّا ؕ اِنَّا خَلَقۡنٰہُمۡ مِّمَّا یَعۡلَمُوۡنَ ﴿۳۹﴾
অর্থাৎ, مَاءٍ مَهِيْنٍ (তুচ্ছ বীর্যবিন্দু) হতে। এটাই যখন প্রকৃত ব্যাপার, তখন অহংকার করা কি মানুষের শোভা পায়? যে অহংকারের কারণেই সে আল্লাহ ও তাঁর রসূলকে মিথ্যা ভাবে।(সূত্রঃ তাফসীরে আহসানুল বায়ান)

সহী হাদিস গ্রন্থে দেয়া আছেঃ
বুশ্‌র ইবনে জাহহাস আল-কুরাশী বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
فَمَالِ الَّذِيْنَ كَفَرُوْا قِبَلَكَ مُهْطِعِيْنَ ٭ عَنِ الْيَمِيْنَ وَعَنِ الشِّمَالِ عِزِيْنَ ٭ أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ * كَلَّا ۖ إِنَّا خَلَقْنَاهُم مِّمَّا يَعْلَمُونَ
এ আয়াত তেলাওয়াত করলেন, তারপর তার হাতের তালুতে থুথু ফেলে বললেন, আল্লাহ্ বলেন, হে আদম সন্তান ! কিভাবে তুমি আমাকে অপারগ করবে? অথচ তোমাকে আমি এর (থুথুর) মত বস্তু থেকে সৃষ্টি করেছি। তারপর যখন তোমাকে সামঞ্জস্যপূর্ণ ও সুন্দর অবয়ব দান করে সৃষ্টি করেছি তখন তুমি দুটি দামী মূল্যবান চাদরে নিজেকে জড়িয়ে যমীনের উপর এমনভাবে চলাফেরা করেছ যে, যমীন কম্পিত হয়েছে, তারপর তুমি সম্পদ জমা করেছ, তা থেকে দিতে নিষেধ করেছ। শেষ পর্যন্ত যখন প্রাণ কণ্ঠাগত হয়েছে তখন বল, আমি দান-সদকা করব ! তখন কি আর সদকার সময় বাকী আছে? ! [ইবনে মাজহ: ২৭০৭, মুস্তাদরাকে হাকিমঃ ২/৫০২]

আপনি পছন্দ করা, না করার কে? আপনার ইসলামের জ্ঞান তো বিশাল মনে হচ্ছে?
তাফসীরবিদ, হাদিস লেখক এদের চেয়েও ইসলাম বেশি বুঝেন দেখি?
লেখাপড়া কোথায় করেছেন? কয়টা তাফসীর পড়েছেন কুরআন শরীফের?

১১| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: অহংকার করা থেকে আল্লাহ আমাদের হিফাজত করুন। আমিন

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৩

নীল আকাশ বলেছেন: ছুম্মা আমীন।
আমাদের নবী সাল্লালাহু আলাইহিস ওয়াসাল্লাম আমাদের অহংকার করা থেকে দূরে থাকার জন্য অনেকবার নির্দেশ দিয়েছেন।
শুভ কামনা।

১২| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৭

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: শিরোনাম - আমার শেষ বিদায়।
কলমে - সৈয়দ মহঃ ইসমাঈল।

আমি এক কাপড়েই চলে যাবো,
হবে সেই দিনই শেষ বিদায়।
সেই দিন থেকে আর কোনও দিন,
থাকবে না ফেরার আর উপায়।

তখন কাঁদবে যত আত্মীয় স্বজন,
বহু কাঁদবে নিকট প্রিয়জন।
মোর এই কথাটাই যখন স্মরণ হয়,
তখন কেঁদে উঠে মোর মন।
একদিন শেষ বিদায় তো সবার হবে,
তাতে নেই কোনও সন্দিহান।
যেভাবে পূর্বপুরুষেরা নিয়েছেন বিদায়,
তাদের শুধুই রয়ে গেছে সম্মান।

তাই তো শেষ বিদায়ের জন্য মোদের,
সব রকম প্রস্তুতি নেওয়া চায়।
যেটা মোদের জীবদ্দশায় করতে হবে,
সব রকম সম্মানের কাজ ভাই।

জীবনে ঐদিন লাগেজ ছাড়াই হতে হবে,
পরিধানে এক কাপড়ে শেষ বিদায়।
তারপর খবরা-খবর আর থাকবে নাকো,
পৃথিবীর জীবনের এটাই শেষ অধ্যায়।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২০

নীল আকাশ বলেছেন: পড়ার পর মন বিষাদে পূর্ণ হয়ে গেল। আমরা কয়জন এই নিদারূন সত্য অনুধাবন করি?

১৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমরা দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছি। তাই মৃত্যু চিন্তা বিচলিত করেনা।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

নীল আকাশ বলেছেন: নফসের ধোঁকায় পরে দুনিয়াবী চিন্তায় এরা পার্থিব দুনিয়ার মোহে অন্ধ হয়ে যায়।
এরা ভুলে যায় কাফনের কাপড়ের কোন পকেট থাকে না।
শুভ কামনা।

১৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এক বিন্দু অহংকার থাকলে সে বেহেস্তে যেতে পারবে না --- অহংকার পতনের মূল ---

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭

নীল আকাশ বলেছেন: অহংকার অবশ্যই পতনের মূল।
এই অহংকারের জন্যই শয়তান বেহেস্ত থেকে, ফেরেস্তাদের সর্দারে অবস্থান থেকে বহিষ্কৃত হয়েছিল।
এইজন্যই আমাদের বারবার এই অহংকারের ব্যাপারে সর্তক থাকতে বলা হয়েছে।
ধন্যবাদ।

১৫| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৩

পদ্মপুকুর বলেছেন: যে নিরহংকারের বার্তা নিয়ে আপনার এই পোস্ট, পোস্টপরবর্তী প্রতিমন্তব্যে তার ব্যত্যয় ঘটছে। অনেক মন্তব্যে নিশ্চুপ থাকাটাই কি শক্তিশালী জবাব নয়?

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১৮

নীল আকাশ বলেছেন: স হ ম ত।
মাঝে মাঝে ক্রমাগত অপ্রয়োজনীয় মন্তব্য দেখলে খুব বিরক্ত লাগে।
পোস্টের কোন কিছু না পড়েই একটার পর একটা মন্তব্য করে যাচ্ছে।
ইসলাম ধর্ম নিয়ে কোন কিছু দেখলেই এর গাত্রদাহ শুরু হয়ে যায়।
আমি প্রথমে প্রতি মন্তব্য করছিলাম না, তারপরও থামা নেই।
উপদেশের জন্য অসংখ্য ধন্যবাদ।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২০

রানার ব্লগ বলেছেন: আপনার আজকের লেখাটা পুরাটাই গলির মোল্লাদের মত হয়ে গেছে , যাদের কাজ মানূষকে ভয় দেখিয়ে মসজিদের নামে টাকা তোলা কিন্তু আসলে ভিক্ষাবৃত্তি । নিজের পকেট ভরা।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:২৯

নীল আকাশ বলেছেন: আপনি কি জানেন আমাদের নবী সাল্লালাহু আলাইহিস ওয়াসাল্লাম আমাদের কবর যিয়ারত কেন করতে বলেছেন?
মসজিদের নামে টাকা তোলা ভিক্ষাবৃত্তি নয়। মসজিদ হলে মানুষ জামাতে নামাজ পড়তে পারবে।
উনারা সাধারণ মানুষের জন্য কাজ করছেন, নিজের জন্য না। অথচ তাদেরকেই আমরা অকারণে কটাক্ষ করছি!
যাদের গলির মোল্লা বলে কটাক্ষ করছেন এরাই আমাদের মৃত্যুর পর জানাযা পড়ান, আল্লাহর কাছে পানাহ চান। নামাজের পর মুনাজাতে সবার গুনাহ মাফ করে দেয়ার জন্য কান্নাকাটি করেন।
কি নির্মম পরিহাস!

১৭| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

নতুন বলেছেন: স্টুপিড মানুষেরাই অহংকার করে।

যারা ভাব দেখানোর জন্য দামী ব্রান্ডের কাপড় পরে তারা মূর্খ।

ভালো কোয়ালিটার কাপড় পরাতে কোন সমস্যা নাই। শুধুই লোক দেখানোর জন্য দামী ব্রান্ডের কাপড় পড়া আসলে মূর্খতার লক্ষন।

বিল গেডস, মার্ক জাকারবার্গ বা ইলোন মাক্সের চেয়ে টাকা বেশি পয়সা সম্ভবত ঐ সব মানুষের নাই কিন্তু এরা দামী দামী ব্রান্ডের পেছনে ছুটে না। কারন মানুস এদের নামে, চেহারায় চেনে।

যারা হঠাত ধনী হয়ে উঠে তারা চায় তাদের টাকা আছে সেটা মানুষকে দেখাতে, তাই দামী ব্রান্ডের লোগো দেখিয়ে বেড়ায়।

এটা মূর্খতা ছাড়া কিছু না।

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৩

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। আমি পোস্টে এদেরকেই বুঝিয়েছি। এরাই অহংকার করে সবাইকে বলে বেড়ায়।
হারাম পথে টাকা উপার্জন করে হঠাত ধনী হওয়া এইসব মানুষজন আসলে জানেও না তারা কত বড় ভুল কাজ করছে!
শুভ কামনা।

১৮| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২

নেওয়াজ আলি বলেছেন: দরকারী মন্তব্যের উত্তর না দিয়ে অপ্রয়োজনীয় মন্তব্যের উত্তর দিয়ে চুপ হইলেন নাকি। আসলে আমরা কে কোথায় যাবো একদিন

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪১

নীল আকাশ বলেছেন: অফিস থেকে বাসায় ফিরে পারিবারিক ব্যস্ততার মাঝে জড়িয়ে পরেছিলাম।
আমি সবার মন্তব্যেরই উত্তর দেই। মাঝে মাঝে ব্যস্ততার জন্য কিছুটা দেরি হয়ে যায়।
মানুষ যদি জানতো তার হায়াত আসলে কতটা ছোট, তুচ্ছ, নগণ্য তাহলে বুঝতো কিভাবে অবহেলায় কতটা মূল্যবান সময় তারা নষ্ট করেছে।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যার ইমানও আছে অহংকারও আছে তার কি হবে?

২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০৫

নীল আকাশ বলেছেন: অহংকার থাকলে তার মাঝে প্রকৃত ঈমান থাকতে পারে না।
আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ যে মানবে না তার মাঝে প্রকৃত ঈমান থাকবে কিভাবে?

২০| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের নবী করিম সাঃ এর কিন্তু অহংকার ছিল।তিনি মুসলমানদের শ্রেষ্ট বলেছেন বিধর্মীদের প্রানী কুলের মধ্যে নিকৃষ্ট বলেছেন।এটা কি অহংকার নয়?এটা যদি অহংকার না হয় তবে অহংকার কাকে বলে।

২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৫

নীল আকাশ বলেছেন: আপনি ইসলাম ধর্ম নিয়ে আরো গভীরভাবে পড়াশুনা করুন।
যে ব্যক্তি মহান আল্লাহকে বেশি ভয় করে; মহান আল্লাহর দরবারে সেই মানুষের মর্যাদাও ততবেশি। আর মহান রাব্বুল আলামিনের কাছে যার মর্যাদা বেশি, দুনিয়া ও পরকালেও তার মর্যাদা বেশি। মহান আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা ও উৎকৃষ্টতার মাপকাঠি বংশ, গোত্র ও আভিজাত্য নয় বরং মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তাকওয়া বা পরহেজগারি।
মহান আল্লাহ তাআলার দৃষ্টিতে একটি মাত্র উপাদান রয়েছে। যা দ্বারা মানুষের মানুষের মান-মর্যাদা পরিমাপ করা যায়; মানুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। যে মাপকাঠি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন-
‘তোমাদের মধ্যে সে ব্যক্তিই আল্লাহর কাছে অধিক মর্যাদাবান; যে অধিক মুত্তাকি বা আল্লাহ ভিরু।’ (সুরা হুজরাত : আয়াত ১৩)
‘ধৈর্য ধারণ করো। শুভ পরিণাম মুত্তাকিদের জন্য।’ (সুরা হুদ : আয়াত ৪৯)

মহানবী সাল্লালাহু আলাহিস ওয়াসাল্লাম মুসলিমদের নিয়ে গর্ব করতেন কারণ তারা তার উম্মত সেজন্য।
অহংকার এবং গর্ব এক নয়।
ধন্যবাদ।

২১| ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪২

সোহানী বলেছেন: আসলে আগে যা বা ছিল কিন্তু এই ফেসবুক এসে সব কিছুকে খুব বেশী শোঅফে দিকে ঠেলে দিচ্ছে।

আমি অমুক ব্যান্ড ছাড়া পড়িনা, অমুক হোটেল ছাড়া খাই না, আমার এটা আছে/সেটা আছে.............। এতো এতো শো অফ!! কিন্তু যখন সত্যিকারে ভীতরে যাবেন তখন দেখবেন সব ফাঁকা। ........... যাদের সত্যিকারের আছে তারা দেখায় না। মূর্খরা এসব কাজ করে। কোন সত্যিকারের শিক্ষিতরা এসব নিয়ে ভাবে না।

কিন্তু দু:খের বিষয়, মানুষ এখন দিন দিন সেদিকেই ঝুঁকছে। কারন সত্যিকারের শিক্ষা যে কেউ নেয় না।

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৪

নীল আকাশ বলেছেন: বিশ্বাস করুন বা নাই করুন, ফেসবুকে কিছু মানুষের জন্য ভাওতাবাজীর জায়গা। বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রোভার্টরাই এখানে এক্টিভ থাকে বেশি। রিয়াল লাইফে দেখবেন পারফেক্ট ব্যাক বেঞ্চার।
মানুষের মাঝে এখন শো অফ করার টেন্ডেছি মারাত্মক বেড়ে গেছে।
সারাদিন ফেসবুকে যে বিভিন্ন ছবি পোস্ট করে তা মূল কারণ হলো শো অফ।
শিক্ষা মানুষের জীবন আলোকিত করলেও, আমি বেশ অবাক হই এইদেশের মানূষের এই অদ্ভুত আচরণ দেখে।
প্রকৃত শিক্ষার খুব অভাব এখন দেশে।
শুভ কামনা।

২২| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৮

মনিরা সুলতানা বলেছেন: এই কথা গুলো প্রতিবার নিঃশ্বাস নেবার সাথে সাথে মনে রাখতে হয়।
আফসোস আমরা প্রায়শই তা ভুলে যাই।

২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬

নীল আকাশ বলেছেন: জী একদম ঠিক বলেছেন।
এইজন্য সবাইকে মনে করিয়ে দিতেই এই পোস্ট লিখেছি।

২৩| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪৩

রামিসা রোজা বলেছেন:

"ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান"
------
এবং তোমরা তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?

কিসের যে এতো অহংকার করে মানুষ ....

২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৮

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন।
এতটা তুচ্ছ জীবন নিয়ে এত অহংকার করা মোটেও ঠিক না।
ভালো থাকুন, শুভ কামনা।

২৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৫১

রাজীব নুর বলেছেন: আমি স্বেচ্ছায় দোজকে যাবো।
চাদগাজীর মন্তব্য গুলোতে সহমত জ্ঞাপন করছি।

৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৩

নীল আকাশ বলেছেন: যেমন উস্তাদ তেমন তার সাগরেদ!

২৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:২৯

বলেছেন: প্রকৌশলি সাব কে সালাম ।

"যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না"
"Verily As for those who believed and did righteous deeds, certainly We shall not make to be lost the reward of anyone who does his (righteous) deeds in the most perfect manner.
সুরা কাহাফ, আয়াত -৩০

"আল্লাহর রহমত থেকে নিরাশ হতে নেই"



২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৪

নীল আকাশ বলেছেন: একদম ঠিক বলেছেন।
আল্লাহর রহমত থেকে কখনই নিরাশ হতে নেই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা প্রিয় ভাই।

২৬| ২৬ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৯

সাসুম বলেছেন: পদ্ম পুকুর বলেছেন: যে নিরহংকারের বার্তা নিয়ে আপনার এই পোস্ট, পোস্টপরবর্তী প্রতিমন্তব্যে তার ব্যত্যয় ঘটছে।

রানার ব্লগ বলেছেন: আপনার আজকের লেখাটা পুরাটাই গলির মোল্লাদের মত হয়ে গেছে , যাদের কাজ মানূষকে ভয় দেখিয়ে মসজিদের নামে টাকা তোলা কিন্তু আসলে ভিক্ষাবৃত্তি । নিজের পকেট ভরা।

ইব্রাহিমস্টাইন এর ছাত্রদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায়না।

২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:০৫

নীল আকাশ বলেছেন: কয়েকদিন আগে তো আপনি মনে হয় ব্লগে স্ত্রীদের ধর্ষন করার সমর্থন করে পোস্ট দিয়েছিলেন? সব ব্লগারেদের মন্তব্যগুলি পড়েছিলেন ঠিক মতো? প্রতি উত্তর না দিয়ে চোরের মতো পোস্ট ডিলিট করেছেন কেন?
যেই লেখা নিজে যাস্টিফাই করতে পারবেন না সেটা ব্লগে দেন কেন?

আপনার লেখার যেই মান তাতে ২ বছর ৫ মাস না, ১৫ বছরেও সেফ করা উচিত না।
ব্যাকবোনলেস ব্লগার'রাই নিজের লেখার কিছু সাহস নাই দেখে আরেকজনের'টা কোট করে আর পোস্টে প্রতি-উত্তর না দিয়ে পোস্ট ডিলিট করে পালায়।
আগে ব্লগার কাকে বলে শিখুন এবং জানুন।

২৭| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৫

ইসিয়াক বলেছেন:
অতি দর্পে হত লঙ্ক।

অহংকারের কারণে আজাজিল আজ শয়তান।

পোস্টে ভালো লাগা।

৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৪

নীল আকাশ বলেছেন: পোস্ট পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

২৮| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৭

নীল আকাশ ৩৯ বলেছেন: মৃত্যু কতটা ভয়ংকর যে মারা যায় সেই শুধু জানে।

৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২২

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২৯| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের হেদায়েত দিন আর অহংকার মুক্ত রাখুন

২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৬

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু।
আল্লাহ আমাদের সবাইকেই হেদায়েত দিন আর অহংকার মুক্ত রাখুন।
শুভ কামনা।

৩০| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:১২

সাসুম বলেছেন: লেখক বলেছেন: কয়েকদিন আগে তো আপনি মনে হয় ব্লগে স্ত্রীদের ধর্ষন করার সমর্থন করে পোস্ট দিয়েছিলেন? সব ব্লগারেদের মন্তব্যগুলি পড়েছিলেন ঠিক মতো? প্রতি উত্তর না দিয়ে চোরের মতো পোস্ট ডিলিট করেছেন কেন?
যেই লেখা নিজে যাস্টিফাই করতে পারবেন না সেটা ব্লগে দেন কেন?
আপনার লেখার যেই মান তাতে ২ বছর ৫ মাস না, ১৫ বছরেও সেফ করা উচিত না।
ব্যাকবোনলেস ব্লগার'রাই নিজের লেখার কিছু সাহস নাই দেখে আরেকজনের'টা কোট করে আর পোস্টে প্রতি-উত্তর না দিয়ে পোস্ট ডিলিট করে পালায়।
আগে ব্লগার কাকে বলে শিখুন এবং জানুন

যাই হোক, উপরের কোট করা পোস্ট ডিলিট দেই নাই, আপনাদের রিপোর্টে মডু এমনি ডিলিট করে দিছে :প

আমার ব্লগ, ব্লগার কি চেনাতে আইসেন না,

ব্লগ দিয়ে ইন্টারনেট চালিয়ে এত দূর বড় হয়েছি।

আপ্নে একটা আল্লামা চন্দ্রপুরী ! ইব্রাহিমস্টাইন । ড্রাগন মনোয়ার।

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২৬

নীল আকাশ বলেছেন: আপ্নি হচ্ছে একজন আপাদমস্তক মিথ্যুক ব্লগার। আড়াই বছর পর সেফ হবার পোস্টও তাহলে মডু ডিলিট করেছে?
যেইসব নির্বোধের মতো পোস্ট দেন রির্পোট তো করবেই। এখন ব্লগ থেকে যে বের করে দেয়া হয়নি এটাই আশ্চর্য্যের বিষয়!
১০ বছর ১১ মাস ব্লগীং করে একটা পোস্ট ব্লগে রাখার মতো যোগ্যতা নাই, আপনাকে ব্লগীং কি চেনাবো?
ব্লগ দিয়ে ইন্টারনেট চালিয়ে এত দূর বড় হয়েছি।
কোন পর্যায়ের জ্ঞান নিয়ে বড় হয়েছেন এইলাইন পড়লেই বুঝা যায়!
আগে ব্লগ কি ভালোমতো শিখে আসুন, তারপর আমার পোস্টে মন্তব্য করতে আসবেন।

৩১| ২৬ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪০

রানার ব্লগ বলেছেন: আমি আপনার সাথে আংশিক দ্বিমত পোষণ করছি।

মসজিদের জন্য রাস্তায় সামিয়ানা খাটিয়ে, বাসের মধ্যে, পথের পাসে মাইক লাগিয়ে, টাকা তোলাটা আপনার কাছে যদি সঠিক মনে হয় আমার কিছুই বলার নাই, আমার নিজের অভিজ্ঞতা বলে আদ্য বদি কোন মসজিদের দেখা পেলাম না যার জন্য টাকা তোলা হলো। বাংলাদেশর মানুষ আর কিছু না পারে এলাকার মোড়ে মোড়ে মসজিদ ঠিকি বানাতে পারে, রাস্তার দুই পারে দুই মসজিদ কারন এই পারের লোক অন্য পারে যাবে না, কি হাস্যকর যুক্তি। তো মসজিদ বানাতে রাস্তায় টাকা তোলা লাগে না।

জানাজার কথা বললেন, আমার জানাজা আমার আত্মীয় স্বজনরা পড়াবে এর জন্য আলাদা করে কোন মোল্লা দরকার পরে না। জানাজার নামাজের সকল নিয়ম কানুন এবং সুরা দোয়া তারা জানে। মোল্লা দিয়ে পড়ালে এক্সট্রা পাওয়ার কাজ করবে এমন কোন হাদিস নাই। এমনকি নামাজের ইমামতি ও যে কেউ করতে পারে যদি সে প্রয়োজনীয় সুরা জানে এর জন্য টাইটেল পাস মাওলানা লাগে না। আল্লাহ কোরানকে আমাদের সামনে খুলে দিয়েছেন এটা বোঝার জন্য আলাদা মাওলানার প্রয়োজন বোধ করছি না কারন বিশ্ব এখন অনেক আগানো বিভিন্ন ভাষায় কোরান অনুবাদ হয়ে আছে। আমার কোরান আমি নিজে বুঝে নেব, না বুঝলে তাফসির পরে নিবো, মোল্লার কাছে যেতে হবে কোন যুক্তিতে।

বিয়ে পড়াতে কাজি লাগে, কাজি সরকারি ভাবে যেকোন মুসলমান হতে পারে, বিয়ের জন্য আলাদা কোন নিয়ম কানুন নাই, যে যার দেশের রিতি মত করে বিয়ে করে। কাজির কাজ রেজিষ্ট্রেশন করা।

ইসলাম ধর্ম জীবন পরিচালনায় সকল কার্যাদি কোরানে লেখা আছে, এটা সহজ করার জন্য হাদিস আছে এবং তাফসির আছে এটা কে ব্যখ্যা করার জন্য, আলাদা করে আমার কোন কাজ নাই মোল্লার সাথে।

এই মোল্লা গোষ্ঠী তাদের নিজেদের পেট চালানোর জন্য ধর্ম কে মানুষের সামনে ভয়ের বস্তু বানিয়ে ছেরেছে, তারা ভয় দিয়ে মানুষকে তাদের আয়ের উৎস বানায়। ধর্ম কোন ভয়ের বস্তু না।

** এই কমেন্টখানা রাগ বা ইর্ষা জনিত দোষে দুস্ট নায়। ব্যাক্তিগত ভাবে না নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

২৬ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

নীল আকাশ বলেছেন: না, ব্যক্তিগতভাবে নেই নি। সবার চিন্তাভাবনা এক হতে পারেও না।
যারা মসজিদের নামে দুনাম্বারি করে টাকা পয়সা তোলে তাদের কথা আলাদা। অসত কোন উদ্দেশ্য নিয়ে যারা মসজিদ বানায় তাদের কথাও আলাদা। আপনি ধর্মীয় বিষয় জানেন। নিয়ত সবচেয়ে প্রথম। আমি বলেছি যারা ভালো নিয়তে মসজিদ বানায় তারা। ধর্ম'কে ব্যবসা বানানো ইসলাম কোনকালেই সমর্থন করেনি, ভবিষ্যতেও করবে না। কেউ অন্যায় কাজ করলে সেটার জন্য ইসলাম কেন দায়ী হবে?

জানাজা কিংবা বিয়ে যা যা বলেছে সবই ঠিক। কিন্তু একবার নিজেকে প্রশ্ন করুন তো, দেশের ঠিক কত পারছেন্ট এইসব দোয়া,নিয়ম কানুন, শুদ্ধভাবে সূরা পড়া জানে? আমি কেন আগে বলেছি তখন বুঝবেন।

ইসলাম ধর্ম জীবন পরিচালনায় সকল কার্যাদি কোরানে লেখা আছে, এটা সহজ করার জন্য হাদিস আছে এবং তাফসির আছে এটা কে ব্যখ্যা করার জন্য। এতাই তো নিয়ম। আল্লাহ নিজেই বলেছেন ইকরা, পড়। কিন্তু কতজন পড়ে এবং জানে বলুন দেখি? কাউকে শুদ্ধভাবে সালাম দেয়াও এখন শিখেনি!

ইসলাম'কে যারা ব্যবসা প্রতিষ্ঠানে পরিনত করেছে তারা এর উপযুক্ত শাস্তি পাবে।
বাস্তবতা নিয়ে সুন্দর একটা ম ন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

৩২| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:০২

স্প্যানকড বলেছেন: বেহেশতী দের ইউনিফর্ম আছে হাদিস কোরানে আছে তাদের গায়ে থাকবে রেশম এর পোষাক। বিজ্ঞান আর ধর্ম নিয়া ক্যাচাল সব খানেই আছে শুধু আমগো ধর্মে না। এহন মিরাজের রাত্রের ঘটনা যদি কেউ প্রমাণ চায় বা বৈজ্ঞানিক ব্যাখ্যা তাইলে তো ভেজাল। যদি বলেন নবী মুহাম্মাদ সাঃ স্পেসশীপ এ যাবার মতো পোষাক পড়েন নি তাইলে কেমনে কি! কিন্তু একজন মুসলিম প্রমাণ না চেয়েই বিশ্বাস করবে। ধর্ম হইল বিশ্বাস এর জায়গা থেকে জন্ম হয়। এত তর্কের কি আছে? আবার কোরানে বর্নিত সুলাইমান আঃ আর রানী বিলকিস এর আসন আনার ঘটনা দেখেন পুরা থিউরি অফ রিলেটিভিটি নয় কি! সব কিছু যুক্তি দিয়ে হয় না। মানুষ এর জ্ঞ্যান সীমিত তার দৃষ্টি শক্তি ও। সে চাইলেই অন্য ডাইমেনশনের বস্তু দেখতে পায় না। সো বেহুদা তর্ক কইরা ব্লগ গরম করা যায় কামের কাইজ কিছু না। ভালো থাকবেন।

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৭

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর মন্তব্য করেছেন। ধর্ম হচ্ছে পরিপূর্ণ বিশ্বাস।
একে প্রমাণ করতে গেলে কিংবা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গেলে সমস্যা। কারণ ধর্ম এদের উপর নির্ভর করে না।
তবে উপরে একজন যা করেছেন সেটা স্বেচ্ছায় করেছেন। ধর্মীয় কোন পোস্ট দেখলেই উনার গাত্রদাহ শুরু হয়ে যায়।
এটা নতুন কিছু না। এরা আগেও বহুবার এইকাজ করেছে। এইসব লোকজন আদতে মুনাফিকের সমতূল্য।
এরা নিজেদের মুসলিম পরিচয় দেয় কিন্তু অন্তরের ইসলামের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা পোষন করে।
এইসব মন্তব্য এদের মনের ভিতরের লুকিয়ে থাকা কুতসিত আচরনেরই বহিঃপ্রকাশ।
আমার ব্লগ বাড়িতে আপনাকে সুস্বাগতম। নিশ্চয়ই আপনার সাথে ব্লগীয় মিথস্ক্রীয়া নিয়মিতই হবে।
ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

৩৩| ২৭ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

জুল ভার্ন বলেছেন: প্রায় বছর খানেক পর ব্লগে ঢুকে আপনার অসাধারন সুন্দর একটা লেখা পড়লাম।
শুভ কামনা।

২৭ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪২

নীল আকাশ বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
উপরে নিশ্চয় নির্বোধটার আচরণ দেখেছেন? এ সবার সাথেই এই কাজ করে।
আর ইসলাম ধর্ম বিষয়ক পোস্ট হলে তো কথাই নেই, পোস্ট থেকে বের করতেই পারবেন না, যত অপমানই করুন।
পোস্টের ১২টা বাজিয়ে তারপর যাবে।

৩৪| ১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: অহঙ্কার মানুষের নেক আমলকে নিঃশেষ করে দেয়, যেমন করে প্রজ্জ্বলিত অগ্নি শুষ্ক কাষ্ঠখণ্ডকে পুড়ে ছাই করে দেয়। (হাদিসের কথা বলে জানি, কোন সনদ উল্লেখ করতে পারবো না।)

নিঃশব্দ অভিযাত্রী ১২ নং মন্তব্যে মানুষের শেষ বিদায়-ক্ষণের চিত্রটি সুন্দর করে এঁকেছেন।

পোস্টে দ্বাদশ প্লাস। + +



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.