নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

দেশে গনতান্ত্রিক নির্বাচনে জেতার পদ্ধতির দলীয় প্রশিক্ষণ!

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৪



গত ১৪ ফেব্রুয়ারি আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হাসান কাদির গণুর সমর্থনে আয়োজিত এক শ্রমিক সমাবেশে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন কিছু বক্তব্য দেন। দেলোয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তাঁর এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার আলমডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই সমাবেশ হয়। এই সমাবেশে দেলোয়ার হোসেন উপস্থিত সবাইকে কিভাবে ভোট আদায় করে নির্বাচনে জিততে হয় তার অভিনব পদ্ধতি শিখিয়ে দিয়েছেনঃ
-ভোট করার কায়দা আছে, অনেক কায়দা আছে। ভোট আগে থাকতি কইরে ফেলতি হবে। স্যান্টারে (কেন্দ্রে) যায়ে ভোট হবে না।’

দলীয় নেতা–কর্মীদের তিনি ভোট করার সেই ‘কায়দা’ও শিখিয়ে দিয়েছেন। নেতা–কর্মীদের উদ্দেশে তিনি বলেছেনঃ
-টুক করে ভোটের আগের রাত্রি গলির মদ্যি বুলে আসতি হবে, তুই বাড়ির মদ্যিতি নড়বিনে। নড়লি তোর খবর আছে, এবং তুই হচ্চে রাজাকার, তুই হচ্চে জামাত।

১ মিনিট ৫৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেলোয়ার হোসেনের বক্তব্যের সময় অনুষ্ঠানমঞ্চে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইয়াকুব আলী এবং আলমডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াদ হোসেনও উপস্থিত ছিলেন। ওই শ্রমিক সমাবেশে আঞ্চলিক ভাষায় দেওয়া বক্তব্যে দেলোয়ার হোসেনকে বলতে শোনা যায়ঃ
-এটা বিএনপির লোক, এটা জামায়াতের লোক। আমি ওই লোককে ব্যারিকেড দিয়ে ভোট আটকে দেব। আমরা নৌকাকে ভোট দিয়ে দেব। তাহলে কী হবে জানেন? বিএনপি-জামায়াতের যারা, ভোট দিতে যাতি পাইরল না, আমাদের যে ৫০০ ভোট, ৫০০ ভোটই থেকে গেল। ভোটে অনেক কৌশল আছে। কৌশলগতভাবে আগালে বিপুল ভোটে জয়ী হবেন।

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান মেয়র হাসান কাদির (নৌকা), জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক মেয়র মীর মহিউদ্দিন (ধানের শীষ) ও জেলা জাসদের (ইনু) সভাপতি সবেদ আলী (মোবাইল ফোন)। বক্তিতার একপর্যায়ে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীর ভোট ঠেকাতে কৌশলও শিখিয়ে দেন দেলোয়ার। তিনি বলেনঃ
-আমরা এখানে পরিশ্রম করছি কিসির জন্যি? ভোটের জন্যি। এই ভোটগুলো কীভাবে বাড়ির কাছে আটকে দেব? গলির মদ্যি জামাত-বিএনপি। টুক করে ভোটের আগের রাত্রি গলির মদ্যি বুলে আসতি হবে, তুই বাড়ির মদ্যিতি নড়বিনে। নড়লি তোর খবর আছে। এবং তুই হচ্ছে রাজাকার, তুই হচ্চে জামাত। ভোট করার কায়দা আছে, অনেক কায়দা আছে। ভোট আগে থাকতি কইরে ফেলতি হবে। স্যান্টারে যায়ে ভোট হবে না।

যারা মনে করছেন এটাই প্রথম তাদের জন্য আরেকটা দিলাম।
গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কালকিনি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম পাঙ্গাসিয়া এলাকায় উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বেলাল হোসেন সরদার। তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং আওয়ামী লীগের প্রার্থী এস এম হানিফের সমর্থক হিসেবে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে নিয়োজিত আছেন। এই বক্তব্যের একটি অংশে তিনি বলেনঃ
-এখানে যারা নৌকার বিরুদ্ধে ভোট করেন, আপনাদের কাছে অনুরোধ রেখে গেলাম, আগামী দুই দিনের ভেতর যদি আপনারা পরিবর্তন হয়ে নৌকা মার্কায় নির্বাচন করেন দেশের স্বার্থে, ভালোভাবে থাকতে পারবেন। আর নচেত ঘরে ঘুমানোর কোনো সুযোগ নাই।

দেশে এত দারুন ভোট নেয়ার পদ্ধতি অবশ্য নতুন কিছু নয়।
রাতের বেলা ভোট নিয়ে, ব্যালট বাক্স গায়েব করে দিয়ে নির্বাচনে জিতে যাওয়া একটা রাজনৈতিক দলের কাছে জনগন এরচেয়ে ভাল আর কি বা আশা করতে পারে?

তবে দেশের মানুষের জন্য দারুন সুখবর আছে!

একটা বিদেশি বেয়াড়া টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের রিটের শুনানি হবে আজ সকাল ১১টায়। মঙ্গলবার বিকালে হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। রিটে বাংলাদেশ নিয়ে প্রচারিত ‘**************’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব ধরণের মিডিয়া থেকে সরানোর নির্দেশনাও চাওয়া হয়েছে।

পায়ে ব্যথা হলে তার চিকিতসা না করে পা কেটে ফেলার এই অভিনব পদ্ধতি আবিষ্কারের জন্য সংশ্লীট সবাইকে আবারো অভিনন্দন।


আশা করছি খুব শিঘ্রই দেশের সুপোষ্য সংবাদপত্র এবং বশ মানা মিডিয়া ছাড়া আর কোন কিছু দেখা বা শোনা যাবে না।
এবং আমাদেরকেও এইসব দারুন দারুন বক্তিতা নিয়ে আর কোন পোস্ট দিতেও হবে না।

লেখার সূত্রঃ
আজকের প্রথম আলো পত্রিকা, ১০-০২-২০২১ ("আগের রাতে ভোটারদের আটকানোর ‘কায়দা’ শেখালেন আ.লীগ নেতা
প্রতিনিধি", প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৯: ১৭)

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, ফেব্রুয়ারী ২০২১

মন্তব্য ৩৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,





আশ্চর্য্য হওয়ার কিছু নেই ।
"ফর মি - বাই মি -অব মি"র এই সব পেয়েছির গনতন্ত্রে এমনটাই হওয়ার কথা।
এখনও নির্বোধ জনগণ কেন যে " ভোট ভোট" করে বুঝিনা ....

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮

নীল আকাশ বলেছেন: সেটাই। অযথাই ভোটাধিকার চেয়ে চেয়ে অরণ্যে রোদন করার কোন মানে হয় না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২২

নীল আকাশ বলেছেন: "ফর মি - বাই মি -অব মি"
অসাধারণ বলেছেন। একদলীয় মূল মন্ত্র!

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:০৬

খায়রুল আহসান বলেছেন: এ আঁধারের শেষ কোথায়, কিভাবে হবে, কে জানে!

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

নীল আকাশ বলেছেন: আমরা সবাই মিলে যতদিন নিজেরা নিজেদের অধিকার নিয়ে সচেতন না হবো, ততদিন কোন পরিবর্তন হবে না।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৬

জুল ভার্ন বলেছেন: আশ্চর্য হওয়ার কিছু নেই- এভাবেই গত একযুগ ধরে চলে আসছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯

নীল আকাশ বলেছেন: অথচ এরাই মিডিয়াতে দাবী করে দেশে নাকি জনগনের ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে। ভণ্ডামীর একটা সীমা থাকা উচিত।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানেতো আমি কোন সমস্যা দেখছি।সমস্যা হতো এই সকল অপকর্মে যদি প্রশাসন অংশ নিত।
তুই জামাতের লোক বললে যদি সে ভোট দিতে না যায় তবে দোষের কি।ভোটে পাশ করে আসতে সামাজিক একটা শক্তি লাগে,সেই শক্তি যদি না থাকে তার ভোটে দাঁড়ানোই ঠিক হয় নাই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৫

নীল আকাশ বলেছেন: খুব ভালো মন্তব্য দিয়েছেন।
ধরুন, আপনার বাসায় বড় একটা ডাকাতের দল ঢুকে মারধোর করে সব কিছু লুটপাট করে নিয়ে গেল, আপনি বাধা দিতে পারছেন কারণ আপনি একা, আপনার শক্তি নেই ঠেকানোর। যেহেতু আপনার শক্তি নেই, আপনার বাসা বানিয়ে থাকারও কোন অধিকার নেই। যার যার ঠেকানোর শক্তি নেই তাদের সবাইকেই ছিন্নমূল হয়ে থাকতে হবে।
অভিনব এই পদ্ধতি আবিষ্কারের জন্য আপনাকে ধন্যবাদ।
এইসব লুটেরা দস্যূরা যে দেশে সংখ্যা লঘু না আপনাদের মতো লোকজনের মন্তব্য পড়লেই সেটা বুঝা যায়।
কারো নাম যদি ভোটার তালিকায় থাকে, কেন তারা ভোট দিতে পারবে না সেটা এখানে জানিয়ে যাবেন, যদি সত সাহস থাকে।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৭

করুণাধারা বলেছেন: আমাদের কান বন্ধ কিংবা বিবেক অন্ধ নয়, আমরা সবাই সব জানি। কিন্তু আপনি সম্ভবত জানেন না যে, জলে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করে লাভ নেই। :(

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: জী জানি। খুব ভালোমতোই জানি। জানি দেখেই শত ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক শব্দ/বাক্য পোস্টে লিখতে পারিনি।
এখন দেশে গনতন্ত্রের সুমহান অগ্রযাত্রা হচ্ছে গনতন্ত্রের মানসকন্যার হাত ধরে............

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: কিচ্ছু করার নেই।
বোবা হয়ে থাকাই ভালো।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪

নীল আকাশ বলেছেন: জী ভাই। আপনাদের প্রানপ্রিয় সরকারও সেটাই চায়।
কি সুন্দর ডিজিটাল আইন বানিয়েছে।
আসুন একসাথে হাততালি দেই!

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৫

এম ডি মুসা বলেছেন: আমি স্বাধীনতা পক্ষে আছি। ওগো আমার সোনার বাংলা ,
যারা বাংলাদেশ পাকিস্তান করতে চেয়েছিল
তাদের পক্ষে নেই।
চিরদিন তোমার আকাশ তোমার বাতাস

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৪

নীল আকাশ বলেছেন: মনের আনন্দে সোনার বাংলার গান গান উচ্চস্বরে।
এইসব গান গাওয়া ছাড়া আর কিছু করার সম্ভব না এখন।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৬

নেওয়াজ আলি বলেছেন: দেশ তাদের তাই তারা দিনের ভোট রাতে করে ইভিএম শুধু তাদের প্রতীক তাও আবার তা দেখার জন্য গুন্ডা পাহারা দেয়

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

নীল আকাশ বলেছেন: ইভিএম হচ্ছে আরেকটা ভাওতাবাজী। ইভিএম এর কাছে যেতে পারবেন কিন্তু ভোট দেবে আরেকজন।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৭

নতুন বলেছেন: আমরা নামেই সভ্য হয়েছি। এখনো চর দখলের মতন আচরন রাজনিতিক দলের নেতাদের। :(

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩২

নীল আকাশ বলেছেন: রাজনৈতিকভাবে আমরা চরম অসভ্য একটা দেশ।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৭

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: ভোট আবার কাকে বলে? দেশে থাকতে দিয়েছে এটাই বেশি!

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২১

নীল আকাশ বলেছেন: ঠিক বলেছেন। ভয়ে তো ঠিকমতো পোস্টও দিতে পারি না। সেদিন ইউটিউবে শুনলাম ইসরাইল থেকে আড়িপাতার খান্ডা কিনেছে। বড় ডরে আছি রে ভাই!

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৮

ঢাবিয়ান বলেছেন: কি যে হাবিজাবি সব পোস্ট দ্যান। আপনারা ইঞ্জিনিয়ার মানুষ। ফাইল হাতে নিয়া বসবেন। কোটি টাকার বিনিময়ে ফাইল ছাড়বেন। এরপর ব্লগে বইসা সাইদিরে কোন কোন উল্লুকেরা চাঁদে দেখেছে তা নিয়ে গবেষনাধর্মী পোস্ট দিবেন , কানাডা আমেরিকার বেগমপাড়ায় বসবাসকারী সেলিব্রিটি ব্লগারদের মত জিয়াকে গাল দিয়ে পোস্ট দিবেন , আলজাজিরার সাথে জামাতের কানেকশন বের কইরা জ্ঞানগর্ভ লেখা লিখবেন। তা না উন্নয়নয়ের মহাসড়কে থাকা সিঙ্গাপুর , ফ্রান্সকে টেক্কা দেয়া এই দেশের সম্পর্কে আজগুবি লেখা লিখেন। আপনি ও করুধারার আপুকে নিয়ে ব্লগের নামিদামী ব্লগারদের তাই চিন্তার শেষ নাই। এই যুগেও এত আহাম্মক ইঞ্জিনিয়ারও হয়!!

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৫

নীল আকাশ বলেছেন: আলজাজিরার সাথে জামাতের কানেকশন কিভাবে বের করা হয়েছে জানেন?
...........স্যাটেলাইট দিয়ে।
এই স্যাটেলাইট দিয়েই এরা আবিষ্কার করেছে সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক নাকি যুদ্ধই করেনি।
উন্নয়নের মহাসড়ক এখন আকাশ পথে পৃথিবী ছেড়ে আসমানের দিকে যাওয়া শুরু করেছে।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৬

মা.হাসান বলেছেন: ফর মি - বাই মি -অব মি --- ভালো জিনিস শেখা হলো, আহমেদ জী এস ভাই কে ধন্যবাদ।

আজীবন রাষ্ট্রপ্রধান থাকার বাকশালী বিধান ফিরাইয়া আনা দরকার। বাকি জনপ্রতিনিধিদের মনোনয়ন দিবেন রাষ্ট্রপ্রধান। তাইলে আর সমস্যা থাকে না। জয় বাকশাল।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩

নীল আকাশ বলেছেন: সাধে উনাকে আমি গুরুজী ডাকি?
পুতিনের মতো আইন দরকার দেশে। জয় বাকশাল।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুর্ভাগ্যজনক....

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৪

নীল আকাশ বলেছেন: মেরুদন্ড বিহীন জাতীর জন্য এটাই পারফেক্ট!

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৯

গোলাম মোস্তফা খোকন বলেছেন: "যখন কোন দেশের নাগরিকরা তার শাসক পরিবর্তন করার ক্ষমতা হারায়, তখন শাসকরাই দেশের নাগরিক বা জাতিকে পরিবর্তন করে ফেলে "
- অপেক্ষা করুন, আর কিছুদিন পর হয়ত এই আপনার কাছেই উপরোক্ত অনিয়মকেই স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক মনে হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৭

নীল আকাশ বলেছেন: পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটা স্বৈরাশাষকের অবসান কোনদিন সুখকর কিছু হয় নি। হবেও না।
আমার ব্লগ বাড়িতে সুস্বাগতম।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জী ভাই। আপনাদের প্রানপ্রিয় সরকারও সেটাই চায়।
কি সুন্দর ডিজিটাল আইন বানিয়েছে।
আসুন একসাথে হাততালি দেই!

দশ জন যেই দিকে আমিও সেই দিকে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫০

নীল আকাশ বলেছেন: বা স দ = বাংলাদেশ সুবিধাবাদী দল।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আমাদের করার কিছুই নেই আর :(

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৯

নীল আকাশ বলেছেন: সব কিছুর বিচার একদিন জনগন ঠিকই করবে। ফরাসী বিপ্লবের আগে ঐ রাজাও নিজেকে ধরা ছোয়ার বাইরের কিছু মনে করতেন।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৪

ভুয়া মফিজ বলেছেন: এসব নিয়ে ভাবনা মানে হলো সময়ের অপচয়। তবে মাঝে মধ্যে এই অপচয়ে মজাও আছে। ;)

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:৫৪

নীল আকাশ বলেছেন: আপনি যখন মন্তব্য করেছেন তখন কিছুটা ভাবনা করা গেলেও এখন ভাসুর নাম মুখে নেয়াই মহা পাপ।
কাকে কখন তুলে নিয়ে যেয়ে বৌয়ের সাথে ধর্ষনের কেঁসে ফাসিয়ে দেবে তার কোন ঠিক ঠিকানা নেই।
বাইরে আছে শান্তিতে আছেন।


১৮| ২১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১৭

অক্পটে বলেছেন: গণতন্ত্র ডিজিটাল হইসে। তাই এর প্রশিক্ষণও দরকার।
সব স্বৈরাচারেরইত পতন হয় শুনেছি, এটা একটু সময় নিচ্ছে।

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:৫৭

নীল আকাশ বলেছেন: এটাও নিবে। তবে যখন নিবে তখন পিছনের কাপড় ঢাকার লোকজনও হারিকে দিয়ে খুঁজে পাওয়া যাবে না।
বাকশাল যখন করেছিল, লাল বাহিনী, মু** বাহিনী করেছিল তখন এদের ধারণা ছিল এরা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে।
আফসুস! জানাজা দেয়ার লোকজনও ছিল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.