নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতা এবং কবির ব্যর্থ আক্ষেপ

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৫



আজকাল কবিতারা কেমন যেন হয়ে গেছে
জোর করে লেখার জন্য বসলেই,
পালিয়ে দূরে চলে যায়, হারিয়ে যায় দূর থেকে দূরান্তে।
.
অনেক কষ্টে খুঁজে বের করে ধরে এনে দেখি
ততক্ষণে ভুলে গেছি কী লিখতে চেয়েছি!
.
দাঁত বের করে কবিতারা বিদ্রুপ-হাসি দিয়ে বলে,
আর লিখতে দেবো না কবিতা কোন কবি'কে!
.
কী হবে কবিতা লিখে ব্যর্থ এই জীবনের আবহে?
.
জোছনার মায়ামাখা চাঁদ কি উঠে ঘোর অমাবস্যায়?
চারপাশে লাশের মিছিল, শোকাবহ আবেগ,
জুলুম, নির্যাতন, পাশবিকতার আস্ফালন,
ভ্রষ্ট মানুষদের ক্রমাগত নোংরামীর মাঝে কি
কবিতা আনতে পারবে মন ভালো করার কোন ঔষুধ?
.
স্রষ্টার অমোঘ নিয়তির জাঁতাকলে আজ
সমাজ, সংসার, জাগতিক, সবকিছু থমকে গেছে,
হারিয়ে যাচ্ছে অতি পরিচিতজনও!
হৃদয়ের আঙ্গুলের ফাঁক গলে হারিয়ে যাচ্ছে
চেনাজানা সব স্মৃতিরাও বিস্মৃতির অতলে!
.
কিছু আবেগ নিয়ে চাইলেও লিখে ফেলা যায় না
কিছু সম্পর্ক চাইলেও শেষ করে দেয়া যায় না,
খুব চেনা মানুষটাও হুট করে চলে গেলে
সম্পর্কের বোঝাটা যেভাবে রয়ে যায় আজীবন,
অসমাপ্ত কিংবা না লিখতে পারা কবিতার মাত্রা,
ছন্দ আর অছন্দের শব্দচয়নের কারুকাজ
কবির হৃদয়েও ঝড় তুলে যায় অবিরত কিংবা নিরন্তর।
.
তবুও না লিখতে পারা সেই ব্যর্থতার গ্লানি নিয়েই
আমার মতো কবিরাও হারিয়ে যাবে অন্তরালে।

ছবির সূত্রঃ ইন্টারনেট
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, এপ্রিল ২০২১


মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: মোটামোটি হয়েছে।

২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯

নীল আকাশ বলেছেন: মোটামোটি ধন্যবাদ।

২| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

শোভন শামস বলেছেন: লিখে যান, কাছে আসবে

২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৩

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

৩| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মোটামোটি ধন্যবাদ।

পুরো ধন্যবাদ দিতেও কৃপনতা?

২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৪

নীল আকাশ বলেছেন: হা হা হা।

৪| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৩

কাওসার চৌধুরী বলেছেন:



কবির স্বভাবত কবি।
কবি যা ভাবেন, যে চোখে পৃথিবী দেখেন তাই ছন্দে প্রকাশ করেন। কবিতা লিখলে মনে প্রশান্তি মিলে। আপনি কবি, কবিতা আসবে। হয়তো মনোজগতে কোন দুরভাবনায় কল্পনার জগতটি একটু এলোমেলো হয়ে গেছে। কবিতাই কবির জীবনসংসার। কবিতা পালিয়ে যাওয়ার সুযোগ নেই।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৮

নীল আকাশ বলেছেন: কিছুদিন ধরেই চারপাশের এবং সামাজিক অবস্থা আমার মতো বহু লেখক লেখিকাদের মনোজগতে অনেক পরিবর্তন এনেছে।
আমার পরিচিত অনেকেই এখন লেখালিখি বন্ধ করে রেখেছে। একজন সৃষ্টিশীল মানুষের কন্ঠরোধ করে রাখা হলে তার চিন্তাচেতনাও সীমাবদ্ধতা চলে আসে। এই কবিতায় এই সীমাবদ্ধতার কথাই তুলে ধরতে চেয়েছি।
শুভ কামনা নিরন্তর।

৫| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৫৭

ওমেরা বলেছেন: কিছু সম্পর্ক চাইলেও শেষ করে দেয়া যায় না,
খুব চেনা মানুষটাও হুট করে চলে গেলে
সম্পর্কের বোঝাটা যেভাবে রয়ে যায় আজীবন,


পরো কবিতাটাই সুন্দর এটুকু একটু বেশী সুন্দর।

২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৫

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
হুম, এই লাইনগুলি স্পেশাল ছিল। যা লিখেছি সেটা আসলেই সত্য।

৬| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: কিছু আবেগ নিয়ে চাইলেও লিখে ফেলা যায় না
কিছু সম্পর্ক চাইলেও শেষ করে দেয়া যায় না,
খুব চেনা মানুষটাও হুট করে চলে গেলে
সম্পর্কের বোঝাটা যেভাবে রয়ে যায় আজীবন,
অসমাপ্ত কিংবা না লিখতে পারা কবিতার মাত্রা,
ছন্দ আর অছন্দের শব্দচয়নের কারুকাজ
কবির হৃদয়েও ঝড় তুলে যায় অবিরত কিংবা নিরন্তর।



সত্যি মনের আঙিনায় আজ ভীষন আগোছালো; এমনই ক্রান্তিকাল! আপেক্ষ রয়ে যায় মনে।
লেখায় ভালোলাগা।

২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৩

নীল আকাশ বলেছেন: কিছুই ভালো লাগে না। কাহাতক দিনের পর দিন ঘরের ভিতরের এভাবে আবদ্ধ হয়ে থাকা যায়?
মাঝে মাঝে মনে হয় লেখালিখি ছেড়ে দেবো।
বিশ্রি দিন কাটছে।

৭| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৬

রানার ব্লগ বলেছেন: কবিতা কে জোর করবেন না, ওকে ছেড়ে দিন মুক্ত হাওয়ায়, দেখবেন সে আপনার জন্য আবেগের সমুদ্র নিয়ে আসবে, সবাই ধোকা দিতে পারে কবিতা দেয় না।

২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৯

নীল আকাশ বলেছেন: আপনাকে মাহে রামাদানের শুভেচ্ছা।

৮| ২৬ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৬

রানার ব্লগ বলেছেন: কবিতা কে জোর করবেন না, ওকে ছেড়ে দিন মুক্ত হাওয়ায়, দেখবেন সে আপনার জন্য আবেগের সমুদ্র নিয়ে আসবে, সবাই ধোকা দিতে পারে কবিতা দেয় না।

২৬ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৯

নীল আকাশ বলেছেন: এই কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
খুব সুন্দর একটা মন্তব্য করেছেন। আসলেই তাই। জোর করে যাই হোক কবিতা লিখা যায় না।
আপনাকে মাহে রামাদানের শুভেচ্ছা।

৯| ০৩ রা মে, ২০২১ রাত ৮:৩৬

খায়রুল আহসান বলেছেন: চারিদিকে নৈরাজ্য দেখেও কবিদের হতাশ হতে নেই, আক্ষেপ করতে নেই। কবির কলম নীরবে হলেও আশাহতদের পথ দেখিয়ে যায়, আশান্বিত করে যায়।

'না লিখতে পারার সেই ব্যর্থতার গ্লানি (?)' নিয়েও তো আপনি বেশ সুন্দর একটি পূর্ণাঙ্গ কবিতাই রচনা করে গেলেন, কবিরা এভাবেই কাজ করে যায়।

"কবিতাই কবির জীবনসংসার। কবিতা পালিয়ে যাওয়ার সুযোগ নেই" - কাওসার চৌধুরী এর এ কথাটা ভাল লেগেছে।

০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:৪৬

নীল আকাশ বলেছেন: ইদানিং কবিতা কেন প্রায় সবধরনের লেখা নিয়েই বেশ অনিহা এসে যাচ্ছে। ব্লগেও বেশ অনিয়মিত।
চোখের সামনে এত এত মানুষের জীবনের উলট পালট দেখে, মৃত্যুর সংবাদ শুনে ভালো বিচলিত আমি।
আমি নিজেকে আসলে কবি ভাবতে লজ্জা পাই। লেখাপড়ার জন্য ধন্যবাদ।

১০| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৪:২২

হাবিব বলেছেন: কবিরা যা লিখে তাই কবিতা। কবিতা কবির সত্ত্বার সাথে মিশে থাকে।

০৯ ই জুন, ২০২১ সকাল ১১:২২

নীল আকাশ বলেছেন: দারুন মন্তব্য। একজন কবির পারফেক্ট উপলব্ধি।
তবে কবির লেখা পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে। এটা আপনার চেয়ে ভালো আর কেউই জানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.