নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে গল্প প্রতিযোগিতা - আপডেট

২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১২



গল্প প্রতিযোগিতা নিয়ে আমার আগের পোস্টে বেশ ভালো সাড়া পাওয়া গেছে। অনেকেই এগিয়ে এসেছেন এবং কিছু কিছু মূল্যবান মন্তব্য করেছেন। বিশেষ করে শ্রদ্ধেয় ব্লগার খায়রুল আহসান ভাই, ব্লগার সাড়ে চুয়াত্তর ভাই, ব্লগার কবিতা পড়ার প্রহর, ব্লগার মাইদুল সরকার, শ্রদ্ধেয় ব্লগার গল্পকার অপু তানভীর ভাইয়ের সাজেশনগুলি খুব ভাল লেগেছে।

বিভিন্ন মতামতগুলি যদি এক জায়গায় নিয়ে আসি তাহলে যা পাওয়া যাচ্ছে-
১) ব্লগ থেকে আনুষ্ঠানিকভাবে এই মুহুর্তে কোন ধরনের প্রতিযোগিতা আয়োজন করার সম্ভবনা নেই। তবে যদি সব কিছু স্বাভাবিক থাকে তাহলে আগামী ব্লগ দিবস উপলক্ষে একটি আয়োজন করা হবে। ব্লগের মডারেটর এটা কনফার্ম করেছেন।
২) স্পনসরশীপ নিয়ে কেউ এগিয়ে আসেনি। তাই প্রতিযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে হলে পুরষ্কারের ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দিতে হবে।
৩) ছোট গল্পের ব্যাপারে এবং শব্দ সংখ্যায় সীমার ব্যাপারে সবাই বলেছেন। ব্লগ ডে ম্যাগাজিনে ছিল ১৫০০ শব্দ। আমিও সেটার সাথে একমত। আমার প্রস্তাবিত শব্দ সংখ্যা ১৫০০ (+/-১০০)। গল্পকাররা নিজেই পোস্টে শব্দ সংখ্যা উল্লেখ করে দেবেন। তবে হেডিং, নাম, কোন সূত্র ইত্যাদি এই সীমার মাঝে পরবে না।
৪) প্রতিযোগিতার ব্যাপ্তিকাল তিন সপ্তাহ হতে পারে। চর্তুথ সপ্তাহে এর ফলাফল ঘোষনা করা হবে।
৫) বিচারক আপাতত বাইরে থেকে আনার দরকার নেই। ব্লগ থেকেই যারা গল্প লিখেন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার শর্তে তাদের তিনজনকে মনোনীত করা যেতে পারে, তাদের অনুমতিসাপেক্ষে। ভলেন্টারি এগিয়ে আসতে হবে। আমার একার পক্ষকে এত বড় কাজ করা সম্ভব হবে না।
৬) প্রথমবার আয়োজনের জন্য গল্পের টপিক/জনরা/বিষয় উন্মুক্ত রাখা হবে।


বাকি বিষয়গুলি তিনজন বিচারক নির্বাচিত হবার পর তারাই ঠিক করবেন। আমার সাথে অন্ততঃ দুইজন বিচারক লাগবে। তিনজন পেলে আমি প্যানেল থেকে সরে দাঁড়াবো।

*** যেহেতু পুরষ্কারে কোন স্পন্সর পাওয়া যায়নি, প্রথম যিনি হবেন তাকে আমার পক্ষ থেকে একটা উপন্যাস কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। তবুও এই প্রতিযোগিতা শুরু হোক। ইনশা আল্লাহ জমজমাট হলে স্পন্সররা এগিয়ে আসবেন পরের প্রতিযোগিতাগুলিতে।

আমার প্রাণের সামুকে প্রাণবন্ত এবং আনন্দমুখ অবস্থায় দেখতে চাই।

এই গল্পের প্রতিযোগিতা নিয়েই হোক সেটার শুভ সূচনা…………………

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, সেপ্টেম্বর ২০২১

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০০

সাগর শরীফ বলেছেন: আনুষ্ঠানিক একটা ঘোষণার অপেক্ষায় আছি।

০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৮

নীল আকাশ বলেছেন: ব্লগারদের আগ্রহ কম। এটা বাদ দিয়ে দিয়েছি।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০২

ঢুকিচেপা বলেছেন: পয়েন্ট নম্বর ১: সম্মানিত মডারেটরের আশ্বাস অনুযায়ী প্রতিযোগিতা শুরু হলে আবার উৎসব-উৎসব ভাব চলে আসবে।
পয়েন্ট নম্বর ২: পুরষ্কার হিসাবে আমি ৩টা বই দিব (সামুর সম্মানিত ব্লগাদের প্রকাশিত বই)।
পয়েন্ট নম্বর ৫: “ভলেন্টারি এগিয়ে আসতে হবে।”
আমি দরখাস্ত দিয়ে রাখলাম।
“প্রথমবার আয়োজনের জন্য গল্পের টপিক/জনরা/বিষয় উন্মুক্ত রাখা হবে।”
আমার ব্যক্তিগত অভিমত, টপিক যদি ঠিক করা না হয় তাহলে বিচার করতে অসুবিধা হবে। যেমন- উন্মুক্ত রান্নার আয়োজন করলে কেউ আলু ভর্তা ভাত, কেউ চাইনিজ আবার কেউ কেউ মাঞ্জা মামার সিংগারা, কামাল অথবা বোবার বিরিয়ানী রান্না করবে তখন কি হবে ?

শীতের মাসে উৎসব অন্যরকম আনন্দ।

০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৯

নীল আকাশ বলেছেন: সেটাই, ব্লগ থেকেই করা হোক এটা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: গল্পের বিষয় নির্দিষ্ট করার দরকার নেই। শব্দের সংখ্যা ৩ হাজার করা হোক।

০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৪:০০

নীল আকাশ বলেছেন: গল্পের বিষয় নির্দিষ্ট করার দরকার নেই। - সহমত।
শব্দের সংখ্যা ৩ হাজার করা হোক। - অনেক বড় হয়ে যাবে লেখা। সবাই কি মনোযোগ দিয়ে পড়বে?
বিচারকদের অনেক কষ্ট হবে এই কাজে।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৪৩

অধীতি বলেছেন: এখানে অনেক ভালমানের গল্পকার আছেন পাশাপাশি ভালমানের সমালোচকও আছেন। বিচারক এখান থেকে নেয়াটাই ভাল মনে করি। আশাকরি ভাল কিছু গল্প পাবো এবং বুদ হয়ে পড়বো।

০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১

নীল আকাশ বলেছেন: কিছুদিন পরেই ব্লগ থেকে নাকি এটা করা হবে। অপেক্ষা করুন।
অবশ্যই ভালো ভালো লেখা পাবেন।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: ছবি প্রতিযোগিতা হয়ে গেলো। এখন হোক গল্প প্রতিযোগিতা।

০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৪:০১

নীল আকাশ বলেছেন: স হ ম ত।
ধন্যবাদ আপনাকে।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৮

ওমেরা বলেছেন: এটা যেহেতু ব্লগপ্লাটফর্ম তাই ব্লগ কর্তৃপক্ষ উদ্দোগ না নিলে আমার মনে হয় না খুব একটা জমবে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:১৫

নীল আকাশ বলেছেন: ভালো বলেছেন। তাও চেষ্টা করেছিলাম ছোট করে কিছু করা যায় কিনা?
ব্লগারদের আগ্রহ নেই।
তাই এই প্রজেক্ট আমিও ঝেড়ে ফেলেছি।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৫

হাবিব বলেছেন: সাথে আছি

০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৫

নীল আকাশ বলেছেন: লাভ নেই। ব্লগারদের আগ্রহ নেই। আমি এটা বাদ দিয়ে দিয়েছি।

৮| ১৩ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



অপু তানবীর আমাকে কমেন্ট ব্যান করে রেখেছে; উনার পোষ্টে গিয়ে আমাকে ভন্ড ডাকছেন!
আপনার গল্প প্রতিযোগীতার এই অবস্হা কেন?

১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৯

নীল আকাশ বলেছেন: আপনি অপরকে যা করতে বলেন সেটা নিজে পালন করেন না তাই।
গল্প প্রতিযোগীতার এই অবস্হার জণ্য ব্লগারদের অনাগ্রহ দায়ী। সবাই না চাইলে আমার পক্ষে একা এটা চালানো সম্ভব না।

৯| ১৩ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: সামুকে "প্রাণবন্ত এবং আনন্দমুখর" অবস্থায় ফিরিয়ে আনার এ অসামান্য উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ। জোয়ার না আসতেই সে উদ্যোগে ভাটা পড়ে গেল বলে দুঃখিত। তবে আমি এখনও মনে করি, দু'তিন জন স্পনসরসহ ব্লগ কর্তৃপক্ষ এগিয়ে এলে এখনও এ উদ্যোগ বাস্তবায়ন সম্ভব। ছবি প্রতিযোগিতার সফল বাস্তবায়ন দেখার পর আমি এ ব্যাপারে আশাবাদী হয়ে রইলাম। বলাই বাহুল্য, ছবি প্রতিযোগিতাটি অন্ততঃ কিছুকাল এ ব্লগটিকে সত্যিই "প্রাণবন্ত এবং আনন্দমুখর" করে রেখেছিল।

২৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৩

নীল আকাশ বলেছেন: অনেক দেরি করে ফিওরমাল। এই প্রতিযোগিতা নিয়ে অনেক আশা করেছিলাম কিন্তু ব্লগে সবার মাঝে আগ্রহ খুব কম পেলাম।
আমার পক্ষ এটা একা করা কিছুতেই সম্ভব ছিল না। মাত্র দুই বা তিন জন এগিয়ে এলেই হতো। যেহেতু ব্লগ নিজেই করবে বলে জানিয়েছে আমরা বরং এখন আরো কিছুদিন অপেক্ষা করি।
খুব সুন্দর একটা মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। আমি খুব লজ্জিত।
ধন্যবাদ।

১০| ১৪ ই অক্টোবর, ২০২১ রাত ১২:৪৯

চাঁদগাজী বলেছেন:



আপনি যখন ১ জন ব্লগারকে (আমাকে ) ভন্ড ডাকার মতো জ্ঞানী, তখন লোকজন আপনার গল্প প্রতিযোগীতায় অংশ নেয়ার সম্ভাবনা আছে?

২৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০০

নীল আকাশ বলেছেন: আপনার মতো উচ্চ শূণ্য জ্ঞানপাপীদের ব্লগে কোন দরকার নেই। সামু এখন অনেক ভালো আছে আপ্নাই চলে যাবার পরে।

১১| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিযোগিতা হলে ভালো হতো ব্লগটা জমত বেশ।

২৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১০

নীল আকাশ বলেছেন: চেষ্টা করেছিলাম কিন্তু সবার মাঝে আগ্রহ কম। দূঃখিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.