নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত হয়েছে গোয়েন্দা থ্রীলার উপন্যাসঃ নমানুষ

১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৫৫



আমাদের চারপাশের চলমান সমাজ নিয়ে আমি লিখি বহুদিন ধরেই। আমার বেশিরভাগ লেখাই এই ধরনের টপিক নিয়ে লেখা।

একুশে বইমেলা ২০২২ উপলক্ষে এবার আমার দ্বিতীয় উপন্যাস নমানুষ ছাপা হয়েছে শব্দ শিল্প প্রকাশনী থেকে। নমানুষ উপন্যাসের বেশিরভাগ ঘটনা বাস্তব জীবন থেকে নেয়া এবং দৈনিক পত্রিকায় ছাপা ঘটনাগুলির ছায়া অবলম্বনে লেখা। সমাজের অসংগতি, ত্রুটি এবং অপরাধগুলি তুলে ধরার আপ্রাণ চেষ্টা করা হয়েছে এই উপন্যাসের পাতায় পাতায়।

ফাহরীন, সাজিদ, ফিরোজ, সোমা, রিতু, মুনা, জিশান, শবনম আমাদের চারপাশেই আছে। সচেতন দৃষ্টিতে তাকালেই এদের'কে আমাদের সমাজের আনাচে কানাচে দেখতে পাওয়া যাবে। জিশানের মতো অপরাধীরা কারো সহায়তা না পেলে সমাজের এত স্তরে উঠে আসতে পারতো না। বিচার বাণী নিরবেই কাঁদে - এটা সত্য বলে আমাদের এখনো ধরে নিতে হয়।

ইচ্ছে করলেই প্রচলিত গতানুগতিক টপিক, সস্তা প্রেম কাহিনী, বস্তা পঁচা বাংলা সিনেমার প্লট লেখা যেতো। শুনেছি এইসব জনরার পাঠক পাঠিকাও বেশি, তাই চাহিদাও বেশি। তবুও কেন যেন আমি ভিন্ন পথে লিখে যাচ্ছি। যতদিন পারি লিখে যাবো।

আমাদের কাউকে না কাউকে কলম তুলে নিতেই হতো এইসব সামাজিক অসংগতি, ভ্রষ্টাচার, নোংরামি এবং আইনের ফাঁক ফোকরগুলি তুলে ধরার জন্য।

বিশ্বাস করুন, কোন সমাজ একদিনে নষ্ট হয় না, হবার কথাও না।

নষ্ট হবার সুযোগ না দিলে আমাদের সমাজটাও এভাবে নষ্ট হতো না এভাবে।

বর্তমানে আমাদের চারপাশের সমাজ কতটা নোংরা অবস্থানে গিয়েছে সেটা অনেকেই কল্পনা করতে পারবেন না।

আমাদের সবাইকে সচেতন হতে হবে, সামাজিক জীবনের প্রতিটা ক্ষেত্রে এইসব অসংগতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সত্য প্রকাশে কখনো ভয় পাওয়া চলবে না।


এই উপন্যাস লেখার সময় যিনি সবচেয়ে বেশি সাহায্য করেছেন তার নাম আমি উল্লেখ না করলে এই বড়ভাইকে অসম্মান করা হবে। আমি সকৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধেয় ব্লগার ঠাকুর মাহমুদ ভাইকে স্মরণ করছি।

কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমার উপন্যাসের অসাধারণ একটা প্রচ্ছদ তৈরি করে দেয়ার জন্য জাদিদ ভাইকে।

নমানুষ পৃষ্ঠা ৮৪ থেকে ৮৫ পর্যন্ত ব্লগের পাঠকদের জন্য তুলে দিলাম পড়ার জন্যঃ
------------------------------------------------------------------------------------------------------
-শুভ, কোন মেয়ে পরকীয়া করলে, যেই ছেলের সাথে করবে তার শাস্তি হবে। কিন্তু মেয়েকে নাকি আইনে কোন শাস্তি দেয়া যায় না, সত্যি নাকি?
-শবনম, পরকীয়া আইনের দৃষ্টিতে ব্যাভিচার। যদি কোন ব্যক্তি অপরকোন ব্যক্তির বিবাহিতা স্ত্রীর সাথে এমনভাবে যৌন সম্পর্ক করে যা ধর্ষন নয়, তাহলে ঐ ব্যাক্তি ব্যাভিচার করেছে। এক্ষেত্রে এইদেশের আইনে ব্যাভিচারের কারণে ছেলের শাস্তি হবে কিন্তু মেয়ের কোনই শাস্তি হবে না।
-কি বলছো তুমি? একই অপরাধে একজনের শাস্তি হবে আর আরেকজনের কিছুই হবে না? এটা কেমন কথা?
-অবিশ্বাস্য হলেও এটাই সত্য! কারন দেশের প্রচলিত আইন ১৮৬০ সালে প্রণীত দন্ডবিধির ৪৯৭ ও ৪৯৮ ধারায় বলা হয়েছে – ‘যদি কোন ব্যক্তি অন্য ব্যক্তির স্ত্রী বা যাকে সে অপর কোন লোকের স্ত্রী হিসেবে জানে বা অনুরূপ বিশ্বাস করার কারণ রয়েছে এমন কোন ব্যক্তির স্ত্রীর সাথে উক্ত স্ত্রীলোকের স্বামীর সম্মতি বা সমর্থন ব্যতিরেকে এরূপ যৌন সম্পর্ক স্থাপন করা যাহা নারী ধর্ষনের সামিল নহে, সে ব্যক্তি ব্যাভিচারের অপরাধে দোষী এবং উক্ত অপরাধে কোন মেয়াদের কারাদন্ড যাহা পাঁচ বছরের অধিক নহে বা জরিমানা বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে। অনুরূপক্ষেত্রে স্ত্রীলোকটি উক্ত দুষ্কর্মের সহায়তাকারীনি হিসেবে দন্ডিত হবে না’।
-জঘন্য বিষয় হলো, ব্যাভিচারের অপরাধে নারীকে কখনই দোষী করা যাবে না, ব্যাভিচারে স্ত্রীলোকের স্বামী মামলা করতে পারবে পুরুষ ব্যাভিচারীর বিরুদ্ধে, ব্যাভিচারের অপরাধ সংগঠনে যদি নারীর সহায়তা বা প্রলুব্ধকরণ বা অপরাধের মাত্রা বেশি থাকলেও উক্ত ব্যাভিচারীনি স্ত্রীলোকের বিরুদ্ধে কোনরূপ আইনগত পদক্ষেপ নেয়া যাবে না। ভয়াবহ বিষয় হলো, স্বামীর সম্মতি থাকলে এই ব্যাভিচারকে আইনগতভাবে অপরাধ হিসেবেও গণ্য করা হবে না।
-ওমা! কী বলছো এসব তুমি? এতো দেখি মেয়েদেরকে দিব্যি প্রলুব্ধ করা হচ্ছে আকাম কুকাম করার জন্য!
-অথচ দেশে সংবিধানের অনুচ্ছেদ ২৭তে আইনের দৃষ্টিতে রাষ্টের সকল নাগরিক সমান এবং আইনের আশ্রয় লাভের ক্ষেত্রে সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। অনুচ্ছেদ ২৮ এ বলা হয়েছে, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারীপুরুষভেদ বা জন্মস্থানের কারণে রাষ্ট্র কোন নাগরিকের প্রতি বৈষম্য প্রদর্শন করবে না।
-বাহ, কী চমৎকার আইন! এইজন্যই তো দেশে এখন এইসব জঘন্য অপরাধ দিন দিন আশংকাজনক হারে বেড়ে যাচ্ছে………

উপন্যাসঃ নমানুষ
একুশে বইমেলা ২০২২, শব্দ শিল্প প্রকাশনী
কপিরাইট @ Mohiuddin Mohammad Zunaid

মন্তব্য ৩৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:০৭

অধীতি বলেছেন: শুভকামনা।

১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২১

নীল আকাশ বলেছেন: প্রথম মন্তব্য এবং শুভ কামনার জন্য অশেষ ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



প্রিয় নীল আকাশ ভাই,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছি - আপনার ভালোবাসা প্রকাশে, আপনার ঋণ প্রকাশে, আপনার কৃতজ্ঞতায় আমিও আপনার প্রতি কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হয়েছি।

আপনার “নমানুষ” বইটির জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।


১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২৯

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমার এই উপন্যাসের পাতায় পাতায় আপনার দেয়া সাজেশন ফলো করেছি। অনেকটাই গাইড লাইনেস মতো। ইউথ ইন লিমিটের মাঝে। বেশিরভাগ মানুষ পুলিশের মাঝে নেগেটিভ দিক দেখলেও, আমি এদের মাঝে পজেটিভ দিক দেখতে চাই। চাই এরা একদিন দেশ গড়ার কাজে এগিয়ে আসবে। একটা প্রফেশ্যনে সবাই খারাপ হতে পারে না। নিশ্চয় এদের মাঝে শুভ, রাহা্‌ত, মারুফের মতো ভালো ভালো পুলিশ অফিসার আছেন যারা ন্যায়ের জন্য, সত্যের জন্য মাথা নত করেন না।
আধীর আগ্রহে আমি এইসব ভালো ভালো পুলিশ অফিসারের অপেক্ষায় আছি।
শুভ কামনা নিরন্তর।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ কামনা রইল।

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৫

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই। উপন্যাসটা পড়ার আমন্ত্রণ রেখে গেলাম।
শুভ রাত্রি।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৪

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: বন্ধু আমি একটা রিভিউ লিখে পোস্ট দিয়েছিলাম ব্লগে তোমার উপন্যাস নিয়ে। এটা কি প্রকাশিত হয়েছে? আমি বুঝতে পারিনি?
থ্রীলার উপন্যাসঃ নমানুষ এর রিভিউ

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৯

নীল আকাশ বলেছেন: দেখে এসেছি। সব ঠিক আছে তো!

৫| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: শুভ কামনা ভাই।

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৪

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভ রাত্রি।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৭

নতুন নকিব বলেছেন:



শুভকামনা আপনার জন্য। আপনার সৃষ্টিশীলতা সবার মনে স্থান করে নিক। +

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৪

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার জন্যও শুভকামনা রইল।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৩

নীল আকাশ বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইল। শুভ রাত্রি।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:০১

শেরজা তপন বলেছেন: অবশ্যই আন্তরিক শুভকামনা রইল।
সামু'র সব রথী মহারথীরা আপনার পাশে ছিল জেনে আগ্রহ জন্মালো আরো বেশী মেলা থেকে সরাসরি বইটা কেনার ব্যাপারে।

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১৩

নীল আকাশ বলেছেন: আপনার জন্য শুভকামনা। জাদিদ ভাই শুধু আমার এই উপন্যাস ন‌মানুষ না, আমার আগের প্রথম উপন্যাস শবনম এর প্রচ্ছদ ও একে দিয়েছিলেন।‌
ন‌মানুষ পড়ার আমন্ত্রণ দিলাম।
https://www.rokomari.com/book/223461/nomanush
একুশে বইমেলা যদি না হয় তাহলে রকমারীর এই লিংক থেকেও সংগ্রহ করতে পারবেন।

৯| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:১৪

জুন বলেছেন: শুভকামনা ও সাথে অভিনন্দন নীল আকাশ। এবার কি বইমেলা হবে?

১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৮

নীল আকাশ বলেছেন: আপনার জন্য শুভকামনা জুনাপু। দেশে ওমিক্রনের যে অবস্থা বইমেলা আদৌ হবে কিনা এখনো নিশ্চিত না। অবস্থা খারাপের দিকে গেলে বইমেলা না হওয়ার সম্ভাবনাই বেশি।
নমানুষ পড়ার আমন্ত্রণ রেখে গেলাম। শুভরাত্রি।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২০

আখেনাটেন বলেছেন: বাহ....চমৎকার......দেখতে দেখতে দুটো উপন্যাসের মালিক হয়ে গেলেন....।

আমি মনে করেছিলাম হাবিজাবি লেখা নিয়ে কিছু একটা বই বের করার এবার...। কিন্তু লেখার মানের কারণে পিছে গিয়েছি...এ আমার কম্ম নয়....। :(

শুভকামনা আপনার বইয়ের জন্য.....

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৮

নীল আকাশ বলেছেন: আঙুলে ব্যথা পাবার কারনে ঠিকমতো টাইপ করতে পারছি না। আসতে এইজন্য দেরী হলো।
আসলে এই বইমেলায় আমার তিনটা উপন্যাস বের হবার কথা। মাত্র একটা প্রকাশ হয়েছে। সবগুলি প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছে। সম্ভবত কুহক থেকে আমার তৃতীয় ভৌতিক উপন্যাস 'কলুষ' বের হচ্ছে শীঘ্রই।
আপনার জন্যও শুভ কামনা নিরন্তর।

১১| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪৪

নেওয়াজ আলি বলেছেন: মেলা হতে কিনবো আশা করেছিি

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ৯:২২

নীল আকাশ বলেছেন: ইনশা আল্লাহ।
শুভ কামনা।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: শুভকামনা ও অভিনন্দন প্রিয় নীল আকাশ ভাই।

১৬ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৪

নীল আকাশ বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৪

শায়মা বলেছেন: অনেক শুভকামনা ভাইয়া।

এ বইটাও অনেক সফল হোক। :)

১৯ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৯

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। পড়ার আমন্ত্রন দিলাম।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২০

মোল্লা সাদরা বলেছেন: আপোনার দাস্তায়ে সানি কেতাবাকারে প্রকাশের খবরে প্রীত হইলাম। বাংলাবাজারের মিজান পাবলিশার্সের দালানের পরবর্তী দালানে, দুইতলায় অফিস, ইহা সেই প্রকাশক শরীফ মিয়া নন কি? এই ভদ্রলোক তো কড়ি না ফেলিলে তেল মাখাইতে রাজি হন না। বা সোজা ভাষায় বলিলে, অন্তত ১০০ কপি কেতাব অগ্রিম খরিদ করিয়া না লইলে কেতাব প্রকাশে আগ্রহী হন না। দাস্তানগোদেরও এক পয়সা দেন না লাভের অংক হইতে। আপোনার উনার সঙ্গে মুয়ামালার অভিজ্ঞতা কীরূপ?

মঙ্গল হউক! :)

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৬

নীল আকাশ বলেছেন: শরিফ আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আমাদের দুইজনের মাঝে খুবই আন্তরিক সর্ম্পক।
ও আপনার পরিচিত হলে ওকে আমার পরিচয় দিবেন, আমি যুনাইদ, আমার ব্লগার নাম ও চিনে না।
ও পারসন টু পারসন ডিল করে।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সার্বিক সফলতা কামনা করি।

বাস্তবিক হওয়া অত্যন্ত জরুরি।

১৯ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৭

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬| ২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রকমারি তে অর্ডার করবো খুব শীঘ্রই ++++ :)

২০ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১

নীল আকাশ বলেছেন: আল-হামদুল্লিল্লাহ
কেমন লেগেছে জানাতে ভুল্বেন না।!!!

১৭| ২৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:২১

আমি তুমি আমরা বলেছেন: আপনার বইয়ের জন্য শুভকামনা। কিন্তু বাকি সব লেখকের লেখাই কি গতানুগতিক টপিক, সস্তা প্রেম কাহিনী আর বস্তাপচা বাংলা সিনেমার প্লট? নিজেকে বাদ দিয়ে অন্যান্য সব লেখকদের সম্পর্কে আপনার এরকম ধারণা আমাকে হতাশ করল। পারস্পরিক শ্রদ্ধাবোধ না অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।

৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩৭

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর একটা ভুল ধরিয়ে দিয়েছেন। এইভাবে লেখাটা অবশ্যই আমার বিরাট ভুল হয়েছে এবং এখনোই ঠিক দিচ্ছি। আমি কথাটা এভাবে প্রকাশ করতে চাইনি। আবার লাইনটা পড়ে দেখুন, পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার সাথে আমি পুরোপুরি একমত।
শুভ সকাল এবং শুভ কামনা।

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৫২

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
শুভ সকাল । কেমন আছেন ?
নমানুষ বইটা রকমারি থেকে যখন দিয়ে গেল, হাতে পেয়ে কি যে ভালো লাগছিলো বলে বুঝাতে পারব না ...
সর্বোপরি আমার ভাইয়ের লেখা বই বলে কথা তো ?

১০ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৭

নীল আকাশ বলেছেন: জী ভালো আছি। নিশ্চয় আল্লাহর রহমতে আপ্নিও অনেক ভালো আছেন।
বেশ কিছুদিন ধরে ব্লগে আপনাকে না পেয়ে ভাবলাম আপাতত বিশ্রামে আছেন এখন।

আমি যখন লিখতে বসি কিছু কিছু মানুষের কথা খুব করে মনে পড়ে! লেখালিখি শুরু করার পর থেকে আজ পর্যন্ত আপনি সহ কয়েকজন যেভাবে আমাকে ক্রমাগত উৎসাহ দিয়ে গেছেন সেটা প্রকাশের জন্য আসলে বাংলায় কোন শব্দই উপযুক্ত না।

ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না।
নিরন্তর কৃতজ্ঞতা রেখে গেলাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৪

মনিরা সুলতানা বলেছেন: বই তো এখন ই পাঠাক প্রিয়তা পেয়েছে, সবার ভালোবাসা পাক এই শুভ কামনা ।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৫৬

গেঁয়ো ভূত বলেছেন: "নমানুষ" পড়ার লোভ সামলাতে পারছি না,
অনলাইন এ অটোগ্রাফ সহ পাবার ব্যবস্থা আছে কি ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৮

নীল আকাশ বলেছেন: অটোগ্রাফ লাগলে আমি কুরিয়ার ক রে আপনাকে পাঠাবো
আমাকে মেসেজ দিন এখানে আপনার ঠিকানা সহ, আজকেই।
বিকালে বেলা পাঠিয়ে দেবো।
https://www.facebook.com/mohiuddin.zunaid/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.