নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ মিল মহব্বত

২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:০৭



গতবছর রাহাতের হুট করেই করোনা হলো। ডাক্তারের কথা মতো করোনা টেস্ট করে দেখে রেজাল্ট পজেটিভ। সাবধানতার জন্য রাহাত ওর বউয়েরও করোনা টেস্ট করলো। কিন্তু আশ্চর্যের বিষয় ওর বৌ’য়ের রেজাল্ট আসলো নেগেটিভ।

হোম আইসোলেশন এবং রাহাতের কোয়ারেন্টাইনের পর্ব শেষ হওয়া উপলক্ষে রাহাতের বাসায় এক পারিবারিক পার্টি দেয়া হলো। সেই পার্টিতে রাহাতের বাসায় করোনার এই অভিনব কান্ড দেখে রাহাতের শ্বশুরবাড়ির দিকের আত্মীয়, ওর বৌ শান্তার চাচাত ভাই, রহমত সাহেব সবার সামনেই ওকে ডেকে নিয়ে বললোঃ
- মনে হয় নিজের বৌয়ের সাথে তোমার মিল মহব্বত কম, না হলে শান্তার কীভাবে নেগেটিভ রেজাল্ট আসলো?
রাহাতের মুখের ডগায় অনেক কথা চলে আসলেও অসীম ধৈর্যের সাথে নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। সবার সামনে এই প্রশ্নের কোন উত্তর দিলো না। কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে ড্রয়িংরুম থেকে অন্যরুমে চলে গেলো।

আজ প্রায় একবছর হয়ে গেছে। কিছুক্ষণ আগে শান্তা এসে রাহাতকে জানালো ওদের সেই আত্মীয়, রহমত ভাইয়েরও করোনা ধরা পরেছে। টেস্টে পজেটিভ রেজাল্ট এসেছে। রাহাত বেশ আগ্রহ নিয়ে উনার বাসার বাকিদের কন্ডিশন এখন কেমন জানতে চাইলো। শান্তা কিছুতেই বিস্তারিতভাবে বলতে চাইছে না৷ বৌয়ের এইরকম লুকোচুরি দেখে রাহাতও হাল ছেড়ে দিলো না। বেশ কিছুক্ষণ খোঁচাখুঁচির পর অবশেষে আসল ঘটনা উদ্ধার হলো। রাহাতের বৌ, শান্তা মুখ বেশ কালো করে অন্যদিকে তাকিয়ে বললোঃ
- ভাইয়ার বাসার বাকিদের অবস্থা ভালো, ভাবী রেজাল্টও নেগেটিভ এসেছে। কিন্তু...
শেষে কিন্তু শুনে রাহাতের আগ্রহ অনেকগূণ বেড়ে গেলো। ঘটনা কী?

শান্তা কিছুতেই আর কিছু বলে না। রাহাতও শান্তার পিছু ছাড়ে না। জিজ্ঞেস করতে করতে ত্যক্ত করে ফেলার পর শান্তা ধৈর্য হারিয়ে প্রায় ফিসফিস করে বললোঃ
- খবরদার আর কাউকে বলবে না। বললে কিন্তু তোমার খবর আছে। ভাইয়ার বাসার কাজের বুয়ার করোনা টেস্টের রেজাল্ট পজেটিভ এসেছে। বাসায় কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল দেখে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল ভাবী।

রাহাত হাসিমুখে বৌকে জিজ্ঞেস করলোঃ
- কাজের বুয়ার করোনা টেস্টের সাথে কি প্রেগ্ন্যান্সির টেস্টও করেছিল?
শান্তা মুখ আরো গম্ভীর করে রাহাতের সামনে থেকে চলে গেলো।

গত তিনদিন ধরে শান্তা রাহাতের সাথে ঠিকমতো কথা বলছে না।
রাহাতও হাল ছাড়েনি। মেয়েদের পেটে নতুন কোন কথা চাপা থাকে না, পেটের ভিতরে ক্রমাগত বুদবুদ করতে থাকে। নিজের বৌকে রাহাত বেশ ভালোভাবেই চেনে। বেশি অস্থির হবার কোন দরকার নেই।

রাহাত এখন সঠিক সময় এবং সূবর্ণ সুযোগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
রহমত ভাইয়ের হোম আইসোলেশন এবং কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলেই রাহাত নিজ দায়িত্বে উনার বাসায় যেয়ে মিল মহব্বতের আসল সংগা উদাহরণ সহ শিখিয়ে দিয়ে আসবে।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২২

মন্তব্য ৩০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৯

ইসিয়াক বলেছেন: হা হা হা.......

২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৮

নীল আকাশ বলেছেন: এই দেশের মানুষের খুব বাজে একটা অভ্যাস নিয়ে লিখেছি। তবে অবশ্যই মজা করে।
প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:১৩

মরুর ধুলি বলেছেন: ধারণা করে কথা বলা আমাদের আত্নার বড় রোগ। আল্লাহ আমাদের হেফাজত করুন জিহ্বার ব্যবহার এবং এসকল রোগের বিস্তার থেকে।

২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৯

নীল আকাশ বলেছেন: খুব খারাপ অভ্যাস এটা। বেশিরভাগ সময়ে এটা মারাত্মক সমস্যা সৃষ্টি করে।
পড়ার জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 'মেয়েদের পেটে নতুন কোন কথা চাপা থাকে না' এই কথাটা মানতে পারলাম না নীল ভাউ। এটা আপেক্ষিক মত।

রাহাতের এমন রিয়েক্ট কাম্য নয়। অন্তত অন্য কাউকে নিজের মাধ্যমে অপানিত হতে দেখা খুবই খারাপ চরিত্রের লক্ষণ। যাই হোক, গল্প ভালো হয়েছে।

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২১

নীল আকাশ বলেছেন: 'মেয়েদের পেটে নতুন কোন কথা চাপা থাকে না'
ভাউ এটা প্রায় সত্য কথা। অন্তত এইদেশের মেয়েদের বেলায় এটা প্রায় সব সময় দেখা যায়। তবে ব্যতিক্রম তো থাকেই।

কিছু কিছু সময়ে নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়।
ভালো থাকুন ভাই, অনেকদিন পরে আপনার সাথে কথা হলো।
শুভ কামনা নিরন্তর।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাহাত সাহেবের জন্য শুভেচ্ছা রইলো। রহমত সাহেবের সাথে কার মিল মহব্বত আছে ৭্+৭ = ফলাফল। তাতে করে সমাজের বাস্তব চিত্র উঠে আসবে।


২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২২

নীল আকাশ বলেছেন: লেখার মূল থীম আপনি ধরে ফেলেছেন। অভিনন্দন। সমাজেই এইসব লোকের আধিক্য এখন বেশি দেখা যায়।

৫| ২৫ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: আমরা সবাই অন্যের পিছনের ফুটো খুজতে ব্যস্ত থাকি অথচ আমাদেরও যে সমসংখ্যক ফুটো আছে , এটা ভূলে যাই বা মাথায়ই রাখতে চাইনা।

আবার , কারো কারো অভ্যাস আছে অন্যের ঘরের আগুনে (অন্যের বিপদের সময়ও কেন তার বিপদ হল খুজে বের করার
চেষ্টা ) আলু পুড়ে নেওয়ার । এও এক বাজে রকমের বদভ্যাস। এ দুটাই খারাপ অভ্যাস ।

আর এ যদি সত্যি ঘটনা হয়ে থাকে তবে নীল আকাশ ভাই , ঘটনা ভূলে রাহাত ভাইকে ক্ষমা করা দেওয়াই ভাল। কারন, সে অধম বলিয়া আমি কি উত্তম হবেনা। তবে এই ভেবে শংকিত হওয়া যায় , যদি বুয়া ম্যাডামের গর্ভাবস্থার পজেটিভ ফলাফল আসে তবে রাহাত সাহেবের সাহেবিয়ানা লুংগী খুলে অবস্থা কোথায় দাড়াবে তা ভেবে।

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৪২

নীল আকাশ বলেছেন: এটা এখন প্রায় জাতীয় অভ্যাসে পরিনত হয়েছে। কিছু কিছু মানুষের জন্য সাধারণ মানুষ সবার সামনে হূট করেই খুব বিব্রতকর অবস্থায় পরে যায়। এতা অবশ্যই বদ অভ্যাস। আমার লেখার মূল থীম এটাই।

কাউকে ক্ষমা করা দেওয়াই ভালো তবে সব সময় ছেড়ে দেয়া ঠিক না। কিছু মানুষের উচিত শিক্ষা হওয়া দরকার।
শুভ কামনা নিরন্তর।

৬| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:০৫

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ;) ;) ;)

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৩

নীল আকাশ বলেছেন: যাক মজা পেয়েছেন বুঝা যাচ্ছে।

৭| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: পরের গল্প সব সময় মজাদার।

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৪

নীল আকাশ বলেছেন: হুম, পরের পর্ব লিখলে আসলেই দারুন হতো।

৮| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৮

শায়মা বলেছেন: বেচারা..... :(

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৫

নীল আকাশ বলেছেন: বেচারা বইলেন না, এইসব লোক অযথাই সাধারণ মানুষজনকে বিব্রতকর অবস্থায় ফেলে।

৯| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: একটু বেশিই মিল মহব্বত দেখা যাচ্ছে :D

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬

নীল আকাশ বলেছেন: হুম, এই এইজন্য তো রাহাত প্রেগ্নেন্সি টেস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছে।
নমানুষ পড়া শেষ?
শুভ কামনা আপনার জন্য।

১০| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ২:১৮

নেওয়াজ আলি বলেছেন: আপনি ভালোই লিখেন। মজার লেখা

২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২০

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

১১| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। রহমত সাহেবের মিল-মহব্বতের নমুনা দেখে না হেসে পারা গেল না :) রাহাতকে খোঁচা দিতে তার বাঁধলো না, অথচ সে নিজেই কী ঘৃণ্য অপকর্ম করে যাচ্ছে! কিছু মানুষের জন্মগত খাসলতই হলো এরকম - নিজে পাপ করবে আর অন্যকে পাপ থেকে বিরত থাকার উপদেশ দিবে।

গল্প দারুণ হয়েছে যুনাইদ ভাই। সমাজের একটা ঘৃণ্য বাস্তবতা উঠে এসেছে গল্পে।

২৭ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
এখন দেশে এই রহমত সাহেবের মতো ভণ্ড মানুষজনকেই বেশি দেখবেন।
এরা নিজেরা নিয়ম মানে না কিন্তু অপর মানুষজনকে উপদেশে দেয়ার ব্যাবপারে বিন্দুমাত্র দ্বিধা করে না।
আমি চেষ্ট করেছি গল্পাকারে সমাজের প্রচলিত কুতসিত একৎ বদভ্যাস সবার সামনে তুলে ধরতে।
অপরের সমালোচনা করার আগে সবসময় নিজেকে আগে পরিশুদ্ধ করে নিতে হয়।
শুভ কামনা।

১২| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা বেচারা -২ হাহাহাহাহা

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৩

নীল আকাশ বলেছেন: কিছু মানুষের শিক্ষা হওয়া খুব দরকার।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২২ রাত ২:০৯

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,




হা...হা...হা... !!!!
শিরোনামের সাথে মিল রেখে দারুন স্যাটায়ার।

২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৩

নীল আকাশ বলেছেন: গুরুজী শুভ সকাল,
কিছুটা স্যাটায়ার করেলিখলেও আমি চেয়েছি সমাজের একটা নোংরা দিক তুলে ধরতে। এইসব রহমত সাহেব টাইপের লোকজন খুব ইরিটেটিং টাইপের। এরা নিজের বেলায় সাড়ে ষোলআনা কিন্তুই অপরকে উপদেশ দেয়ার বেলায় একবিন্দু দ্বিধা করে না।
পড়ার জন্য ধন্যবাদ আপ্নাকে।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজার ছিলো গল্পটি। কাজের বুয়ার পজেটিভ অংশটা আঁচ করতে পারছিলাম।

হায়রে করোনা, কত মানুষের কত কথা। আমার এক মুরুব্বী আত্মীয় ২০২০ এর ফেব্রুয়ারির দিকে বলেছিলেন যাদের ঈমান নাই, তাদের করোনা হয়। পরিচিত আত্মীয়র মধ্যে উনারই প্রথম করোনা হয়।

আচ্ছা আপনার কি করোনা হয়েছে এখনো? আমি গত আগস্টে সাফার করেছি। মহারাণী সিরিজের নেক্সট গল্প "করোনাকালীন মহারাণী" :P

৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৫১

নীল আকাশ বলেছেন: এইসব ঘটনা যে, আমার কিছু হবে না কিন্তু কিছুদিন পরে তাকেই করোনা এট্যাক করেছে - খুব কমন কেস।
আশেপাশে অহরহ দেখেছি। বরং যাদের অহংকার বেশি থাকে তাদেরকেই আগে ধরতে দেখেছি।
ঈমান এর সাথে অসুখ হবার কোন সর্ম্পক নেই। নিয়ম না মেনে চললে করোনা হবেই।
শুরু থেকেই নিজে এবং আমার পরিবারকে খুব নিয়মতান্ত্রিক জীবন যাপন করছি। আল্লাহর বিশেষ রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি।
ভালো থাকুন। সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।
শুভ কামনা।

১৫| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৩৭

জটিল ভাই বলেছেন:
হা হা হা......

৩০ শে জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪০

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
বুঝাই যাচ্ছে পড়ে মজা পেয়েছেন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.