নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

আমার দ্বিতীয় উপন্যাস "নমানুষ" নিয়ে কিছু অপ্রকাশিত কথা-

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:১১



ব্লগে অনেকের অনেক রকম প্রাপ্তি। তবে আমার প্রাপ্ত খুব সহজ সরল, একদম নির্ভেজাল।
আমি আপনাদের ভালোবাসা, স্নেহ, সান্নিধ্য পেয়েছি। বই কেনার সময়ে আপ্নাদের পছন্দের লেখক হতে পেরেছি।
ব্লগে ৮ বছর ১০ মাস ব্লগীং করে পিছু ফেলে আসা দিনগুলির দিকে তাকালে আমি তাই খুব তৃপ্তি পাই।
.
আমি যখন লিখতে বসি এই ব্লগের প্রিয় কিছু মানুষের কথা খুব করে মনে পড়ে যায়।
বারবার তাই উনাদের টানেই এখানে ফিরে আসি। লেখালিখি শুরু করার পর থেকে আজ পর্যন্ত আপনারা যেভাবে আমাকে ক্রমাগত উৎসাহ দিয়ে গেছেন সেটা প্রকাশের জন্য আসলে বাংলায় কোন শব্দই উপযুক্ত না।
.
শবনম প্রকাশের পর আমি অবাক হয়ে দেখলাম, সবাই কতটা আগ্রহ নিয়ে এটা পড়েছে।
আমার প্রথম উপন্যাস শবনমের প্রথম সংস্করণ প্রায় শেষ হয়ে গেছে।
নতুন একজন লেখকের জন্য এরচেয়ে বেশি আর কী বা চাওয়ার থাকে?
.
আমার একান্ত নিজস্ব কিছু পাঠক আছেন যাদের পছন্দের ধরণ একদম অন্যরকম।
আমি সব সময় গতানুগতিক ধারার লেখা বাইরে যেয়ে সামাজিক সমস্যাগুলি নিয়ে লিখি।
তবুও অবাক হয়ে দেখি সবাই কত পছন্দ করে আমার লেখা।
.
নমানুষ লেখার সময়ে তাই লেখার দায়িত্ববোধ অনেকগূন বেড়ে গিয়েছিল।
নমানূষ উপন্যাসে পুরোপুরি প্রথাগত লেখার বাইরে যেয়ে, আমাদের চারপাশের সমাজে এখন আধুনিকতার নামে, বিত্তশালীদের ভোগ বিলাসের নামে যা ঘটে চলছে সেটাই কলমের খোঁচায় তুলে দেয়া হয়েছে।
পড়তে বসলেই মনে হবে এইসব ঘটনাগুলি তো খুব পরিচিত, প্রায়ই তো পত্র পত্রিকাতে পড়ি।
.
কারন আমি নমানুষের ভূমিকাতেই লিখে দিয়েছিঃ
সাহিত্য হচ্ছে দর্পনের মতো, যেখানে দেশ এবং সমাজের সুস্পষ্ট বাস্তব প্রতিফলন ফুটে উঠে। এই প্রতিফলন যতটা সম্ভব পরিষ্কারভাবে ফুটিয়ে তোলার দায়িত্ব হচ্ছে লেখকের। কৃত্রিম অবয়ব দিয়ে আবৃত কোন লেখা পাঠক’কে সমাজের নিদারুন বাস্তবতার কাছে কখনই নিয়ে যেতে পারে না, বরং নিয়ে যায় অলীক কল্পনার এক রাজ্যে! অথচ দৈনিক পত্রিকাগুলিতে প্রতিদিন যেইসব ভয়ংকর কাহিনীগুলি ছাপা হয়, তার কোনটাই অবাস্তব স্বপ্নরাজ্য থেকে আসেনি। লেখালিখি শুরু থেকেই সামাজিক বিভিন্ন অসংগতি আর অবক্ষয়গুলি তুলে ধরার আপ্রাণ চেষ্টা করে গেছি সবসময়।
.
ব্লগার মুক্তা নীল আমার খুব পছন্দের একজন প্রিয় মানুষ। আমি উনাকে শ্রদ্ধা করি।
কয়েকদিন আগে সকালবেলা তার কাছ থেকে নিচের এই লাইনগুলি পেয়ে আমার মন অন্যরকম ভালোলাগায় ভরে উঠলো।
শুভ সকাল। কেমন আছেন?
নমানুষ বইটা রকমারি থেকে যখন দিয়ে গেল, হাতে পেয়ে কি যে ভালো লাগছিলো বলে বুঝাতে পারব না ...
সর্বোপরি আমার ভাইয়ের লেখা বই বলে কথা তো?


নমানুষের ছবিটা উনি নিজের হাতে তুলে পাঠিয়েছেন। বোনের তোলা ছবি তাই পোস্টে দিয়ে দিলাম।

.
লেখালিখি অনেকেই করে, আমার মতো এত ভালোবাসা কয়জন পায়?
.
অনেকেই জানতে চাইছেন নমানুষ কোথায় কোন স্টলে পাওয়া যাবে?
নমানুষ পাওয়া যাবেঃ শব্দশিল্প বইমেলার স্টল নাম্বার ৩৪২,৩৪৩
চিনতে সুবিধার জন্য স্টলের ছবি দিয়ে দিলামঃ

.
এই মাসের ২৫ তারিখ বিকেলবেলা আল্লাহ হায়াত রাখলে ইনশা আল্লাহ আমি থাকবো স্টলে।
আসুন দেখা হবে ইনশা আল্লাহ।

সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, ফেব্রুয়ারী ২০২২
আমার ফেসবুক ঠিকানাঃমহিউদ্দিন মোহাম্মাদ যুনাইদ


মন্তব্য ৪৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে আপনার গল্প পড়েছি। উপন্যাসও যে দারুণ লেখেন 'নমানুষ' পড়তে পড়তে বুঝতে পারছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

নীল আকাশ বলেছেন: শুকরিয়া ভাই।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫৭

অপু তানভীর বলেছেন: নমানুষ পড়ে শেষ করেছি কয়েকদিন আগেই । ন মানুষ পড়ার পরেই এখন আমার শবনম পড়ার ইচ্ছে জেগেছে । সংগ্রহ করে পড়ে ফেলবো আশা করি ! নমানুষ পড়ার অনুভূতি এখানে লিখেছি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৫

নীল আকাশ বলেছেন: পড়ে মন্তব্য করে এসেছি। ধন্যবাদ আপনাকে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

নীল আকাশ বলেছেন: শবনম নয়, অপেক্ষা করুন। এই বইমেলাতেই কুহক প্রকাশনী থেকে আমার ৩য় উপন্যাস 'কলুষ' প্রকাশিত হতে যাচ্ছে।
গতবছর কুহক প্রকাশনীর আয়োজিত পান্ডূলিপি প্রতিযোগিতায় এটা নির্বাচিত ভৌতিক উপন্যাস হিসেবে সিলেক্ট হয়েছে। এরাই এটা ছাপাচ্ছে। ফাইনাল ড্রাফট কিছুদিন আগে জমা দিয়েছি। এটা পড়ার দাওয়াত দিলাম।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সফলতা কামনা করছি

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:১১

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই আপনার উপন্যাসের সাফল্য কামনা করছি ।

ভাইয়ের লেখা বই তবে ইচছা থাকলেও এখন কিনতে পারছিনা (কারন, কামলা দেয়ার জন্য দেশের বাইরে) তবে আশা করছি কোন একসময় অবশ্যই কিনব।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৫

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।
পড়ার পর জানাতে ভুলবেন না কেমন লেগেছে।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৮

নীল আকাশ বলেছেন: আপনারা যারা দেশের বাইরে থাকেন, তাদের জন্য আমি এই উপন্যাসের ডিজিটাল কপি বের করার চেষ্টা করছি।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি মানুষ ভালো, লেখেন ও ভালো।
শুভকামনা জানবেন।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:১১

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:




আপনার বই পড়া হয়নি, ব্লগে আপনার লেখা থেকে আমার ধারণা, জীবন সম্পর্কে আপনার ধারণা সঠিক নয়।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:২৬

নীল আকাশ বলেছেন: লেখা না পড়ে মন্তব্য করা আপনার চিরায়িত অভ্যাস। এর আর নতুন কী?

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,



দেশের বাইরে ছিলুম বলে ব্লগে পদচারণা কম ছিলো। অনেকের লেখাই পড়া হয়নি দীর্ঘদিন। দেশে ফেরার পরে আপনার এই লেখাটি চোখে পড়লো। বইয়ের "নমানুষ" নামটিতেই বোঝা যায় মানুষের অসংগতি, মানসিক অবক্ষয়, অযাচার, অহমিকা নিয়ে সমাজ নামক একটি বেআব্রু ব্যবস্থার ছবি এঁকেছেন।
ভোগশক্তি, ক্ষমতার লিপ্সা, স্বার্থপরতা এই নামের যে অভিশপ্ত , কুখ্যাত এবং অপশব্দের শব্দাবর্জনা আছে , কৌটা থেকে নিঃশব্দ উচ্চারনে গল্পাকারে বের করে এনেছেন নিশ্চয়ই! বোঝা যায় বইয়ের ভূমিকার লেখায়।

"শবনম" এর মতোই পাঠকের মন জয় করুক এই বইটি। সফলতার মুখ দেখুক আপনার প্রয়াস।
ভালো থাকুন। শুভেচ্ছান্তে.................

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৬

নীল আকাশ বলেছেন: গুরুজী,
ব্যস্ততার জন্য এখন আমি নিজেও খুব বেশি ব্লগে সচল থাকতে পারছি না।
আমি সাধারনত এই সব বিষয় নিয়েই বেশি লিখি। নমানুষ উপন্যাসে তাই এইসব অসংগতি তুলে নিয়ে এসেছি।
যদি সম্ভব হয় এই উপন্যাসটা পড়ে দেখবেন।
নমানুষের জন্য এত সুন্দর করে শুভ কামনা জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
যত বার লিখি, যাই লিখি, আপ্নার উপদেশগুলির কথা সব সময়ে মাথায় থাকে।
আপনার কাছে আমার কৃতজ্ঞতার কোন শেষ নেই।
ধন্যবাদ এবং শুভ কামনা।


১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪০

নীল আকাশ বলেছেন: নমানুষ কি পড়া শেষ গুরুজী? কেমন লেগেছে?

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৬

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:০২

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ন মানুষের জন্য। :)

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৮

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:২৪

মলাসইলমুইনা বলেছেন: নীল আকাশ,
শুভ কামনা বইয়ের জন্য অনেক অনেক।

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪১

নীল আকাশ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫৮

নেওয়াজ আলি বলেছেন: নিতে চেষ্টা করবো

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪১

নীল আকাশ বলেছেন: সম্ভবত আপনি নমানুষ কিনেছিলেন। কেমন লেগেছে? জানাবেন কিন্তু?

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২৬

জ্যাকেল বলেছেন: পড়তে হইবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭

নীল আকাশ বলেছেন: আলহামুদুল্লিল্লাহ।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৯

রাজীব নুর বলেছেন: নমানুষ এঁর জন্য আপনাকে অভিনন্দন।
আপনি যখন লিখবেন তখন গুটিকয়েক ব্লগারের কথা মাথায় রাখলে হবে না। আপনাকে সমস্ত পাঠকের কথা মাথায় রেখেই লিখতে হবে।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪০

নীল আকাশ বলেছেন: আমি লিখি আমার নিজের মনের তাগিদে। গুটি কয়েক মানুষের জন্য আমি কখনোই লিখি না।
আমি যাদের কথা বলেছি তারা আমাকে সর্বদা লেখালিখির সময়ে উৎসাহ দিয়ে যান।
ধন্যবাদ।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্পের পর উপন্যাসেও আপনার দক্ষতা বাড়ছে। আশা করি সফল হবেন।

শুভ কামনা নিরন্তর।

+++++

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৩

নীল আকাশ বলেছেন: সম্ভব হলে বইটা পড়ে দেখবেন।
ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১৫

জটিল ভাই বলেছেন:
নমানুষের সফলতার পাশাপাশি অমানুষদেরও হিদায়াত কাম্য।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৮

নীল আকাশ বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন।
ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৪

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
বার বার আপনি আমাকে কৃতজ্ঞতায় বাঁধছেন এবং আপনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা । ভাই , আপনার প্রতিটি লেখার মধ্যে সামাজিক সমস্যা এবং গল্পের লিড চরিত্রের মানুষগুলো জীবনের নানান ঘটে যাওয়া ঘটনা চেন আমাদেরই সমাজের প্রতিচ্ছবি । তারমধ্যে মিথিলা, শবনম আমার ভীষণ প্রিয় ।
আপনার বই এর সফলতা কামনা করছি এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন।

আমি অত্যন্ত দুঃখিত ও লজ্জিত এমন একটি লেখায় দেরিতে আসার জন্য । কিছু অসুস্থতার কারণে মন্তব্য করা হয় নাই ।
সে জন্য ভাই আমি ক্ষমাপ্রার্থী ।

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:৫৮

মুক্তা নীল বলেছেন:
ভাই ,
সকালের মিষ্টি রোদে প্রিয় একটি বইয়ের ছবি তুলেছিলাম এবং সেই ছবিটি আপনার পোস্টে দেখে আমি খুবই খুশি হয়েছি । ভাইয়াকে আবারো ধন্যবাদ । আর হ্যাঁ নতুন উপন্যাস সেটা তো অবশ্যই সংগ্রহ করতে হবে আমার ।
নতুন বইটা কি রকমারিতে আসছে?

১৮| ০৮ ই মার্চ, ২০২২ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



আপনি আমাকে যেই পরিমাণ বস্তির গালি দিয়েছেন, একদিন লেখক হিসেবে আপনার অনেক নাম করার কথা।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:১০

নীল আকাশ বলেছেন: আমি আপনাকে কোন 'বস্তির গালি' দিয়েছি সেটা উল্লেখ করুন। অযথা মিথ্যাচার করবেন না।

১৯| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪৩

মিরোরডডল বলেছেন:

অভিনন্দন নীল !


১৫ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৭

নীল আকাশ বলেছেন: আপনারা যারা দেশের বাইরে থাকেন, তাদের জন্য আমি এই উপন্যাসের ডিজিটাল কপি বের করার চেষ্টা করছি।
ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।

২০| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১২:৩০

মনিরা সুলতানা বলেছেন: ব্লগার মুক্তা নীল এর মন্তব্য নিঃসন্দেহে আনন্দের এবং অনুপ্রেরণা যোগায়।
শুভ কামনা :)

২১| ১৮ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০৪

খায়রুল আহসান বলেছেন: "নমানুষ" নামটা চমৎকার হয়েছে।
মুক্তা নীল এর তোলা ফাগুন সকালের 'মিষ্টি রোদে' আলোকিত বইটির ছবিটাও সুন্দর হয়েছে।

১৮ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৯

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ । বইয়ের ঘটনার সাথে মিল রেখে এই নাম রেখেছি। বইটা কি পড়ে ফেলেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.