নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, নিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্য কোথাও প্রকাশ করা যাবে না।এই ব্লগের সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

পাঠ প্রতিক্রিয়া ৫ - মেঘ ছুঁয়েছে মনের আকাশ

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৯



কাব্যগ্রন্থের নাম: মেঘ ছুঁয়েছে মনের আকাশ
লেখার ধরণঃ কবিতা সমগ্র
লেখক / কবিঃ রফিকুল ইসলাম ইসিয়াক
প্রকাশনীঃ এক রঙ্গা এক ঘুড়ি
প্রচ্ছদঃ নবী হোসেন
প্রকাশঃ বইমেলা ২০২১
পৃষ্ঠা সংখ্যাঃ ৬৪
মলাট মূল্যঃ ১৬৫/=

কবি রফিকুল ইসলাম ইসিয়াকের এটাই প্রথম কাব্যগ্রন্থ। অনেকদিন ধরে সামহোয়্যারইন ব্লগে লেখালেখির সাথে সম্পর্কিত হলেও এই প্রথম উনি উনার কবিতাগুলো মলাট বন্দি করেছেন 'এক রঙ্গা এক ঘুড়ি' প্রকাশনী থেকে প্রকাশিত 'মেঘ ছুঁয়েছে মনের আকাশ' নামের এই বইটিতে। এছাড়াও উনার কবিতা ব্লগ এর বাইরেও অনেকগুলো সাহিত্য গ্রুপে নিয়মিত প্রকাশিত হয়। ব্লগের বাইরেও বিভিন্ন সাহিত্যগুলিতে যুক্ত থাকার কারণে উনার কবিতা প্রায় নিয়মিতই বিভিন্ন জায়গায় পড়া হয় আমার। সেই সুবাদে উনার লেখনীর স্টাইল এবং আকর্ষণগুলোর প্রায় সবটুকু সাথেই মোটামুটি পরিচিত আমি। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের শুভ লগনের সাথে আমিও কিছুটা জড়িত ছিলাম। উনাকে প্রথম কাব্যগ্রন্থ বের করার সদুপদেশটা সম্ভবত আমিও দিয়েছিলাম উনাকে। একজন লেখক বা কবির প্রথম প্রকাশিত কোন বই প্রায় সন্তানতুল্য হয়। বিশেষ এই অনুভূতিটা আসলে ভাষার কোন শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব না। উনি কবি ইসিয়াক নামেই সবার কাছে বেশি পরিচিত। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দুজন দেশের দুই প্রান্তে থাকার কারণে উনার হাত থেকে অটোগ্রাফসহ বইটা নেওয়া আমার সম্ভবপর হয়ে উঠেনি। রকমারী থেকে অর্ডার দিয়ে শেষমেষ বইটা কিনতে হয়েছে আমাকে।

কবিতার সামান্য একজন পাঠক হিসাবে একটা কাব্যগ্রন্থের 'পাঠ প্রতিক্রিয়া' লিখতে চাওয়ার ধৃষ্টতা দেখানোর সাহস যোগাড় করতে আমার অনেকদিন লেগেছে। গত বছর বইমেলায় প্রকাশিত এই বইটা কেনার পর থেকেই ইচ্ছে ছিল এটা ভালোভাবে পড়ে একটা পাঠ প্রতিক্রিয়া লিখবো। অনেকগুলো বই জমে গেছে পড়ার জন্য। ক্রমানুসারে আমার পড়া সবগুলো বইয়ের পাঠ প্রতিক্রিয়া লেখা হবে।

বইয়ের ভূমিকায় কৃতজ্ঞতায় আমার ব্লগ নিক নাম "নীল আকাশ" এর কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যস্ততম জীবনের ফাঁকে ফাঁকে ব্লগে যার কবিতাগুলো চেষ্টা করতাম মিস না করার তিনি হচ্ছেন কবি ইসিয়াক। তবে বই প্রকাশের সময়ে কারো ব্লগনিকের জায়গায় তার পূর্ণনাম ব্যবহার করাই শ্রেয়, কারন ব্লগের বাইরে এই ব্লগ নিক অনেকেই চিনবে না।

এই কাব্যগ্রন্থে সর্বমোট ৫৪টা কবিতা দেয়া হলেও সবগুলি কবিতাই আমার মারাত্মক পছন্দ হয়েছে, কবিতার বই সেরকম ফাটাফাটি হয়েছে, এইসব উদ্ভট দাবি আমি করবো না। কোন কবি একজন পাঠকেরই সব কবিতা পছন্দ হবে এভাবে একটা কাব্যগ্রন্থ প্রকাশও করেন না। সবগুলো কবিতা নিয়ে আলাদা আলাদা করে পাঠ প্রতিক্রিয়া লেখাও সম্ভব না। আমি বেছে বেছে যে কবিতাগুলো আমার ভালো লেগেছে সেগুলো নিয়েই সংক্ষেপে আলোচনা করবো।

যে কোন বইয়ের পাঠ প্রতিক্রিয়া লেখার সময় আমি সবসময় নিরপেক্ষ থাকার চেষ্টা করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাঠ প্রতিক্রিয়া বা রিভিউ লেখার সময় নিরপেক্ষ থাকাটা খুব জরুরি। কেননা বই প্রকাশের পর একজন লেখক বা কবির অবশ্যই জানা উচিত, তিনি এখানে কী ধরনের ভুলগুলো করেছেন বা পরবর্তীতে উনার কোথায় এবং কী ধরনের সংশোধন করার দিকে মনোযোগ দিতে হবে।

আমার পাঠ প্রতিক্রিয়াঃ
এই বইয়ের সবগুলো কবিতাকে নিম্নোক্ত ক্যাটাগরিতে ভাগ করে ফেলা যায়ঃ
-প্রেমের কবিতা
-নিঃসর্গ বা প্রকৃতিকে নিয়ে কবিতা
-পারিবারিক বিষয়ক কবিতা
-কথোপকথন বিষয়ক কবিতা
-ছন্দের কবিতা

এই কবিতাগুলোর মধ্যে তুলনামূলকভাবে পারিবারিক কবিতাগুলোর মাঝে বেশ কয়েকটা আমার বেশি ভালো লেগেছে। বিশেষ করে মা এবং বাবাকে নিয়ে লেখা কবিতা। মা: মান অভিমান পর্ব, বাবা।

নিঃসর্গ বা প্রকৃতিকে নিয়ে লেখা কবিতাগুলির মাঝে মৃত্তিকার মায়া, শীতের আগমনে কার্তিকের বন্দনা, অন্যরকম সকাল (প্রথম অংশ), লজ্জাবতী লতা, বৃষ্টি নিয়ে দুটি কবিতা, নবান্ন, জল ও জোছনা, ঊড়ে যেতে চায় মন (এটার শেষের দিকে কবি লাইন অতিরিক্ত বড় করেছে যার কোন দরকার ছিল না), গলির ধারের ছেলেটা, সৌরভ।

প্রেমের কবিতাগুলির মাঝে সাপুড়ে, গীতি কবিতা – ১, এসো ডুবি, জলে পড়েছে চাঁদের ছায়া, ছলনাময়ী ভাল লেগেছে।

কিছু কিছু লেখা পড়ে কনফিউজ হয়েছি যে এটা আদতে কবিতা নাকি অন্যকিছু।
যেমনঃ প্রথম দেখা, আকাশ মেঘের মান অভিমান। এইগুলি কবিতা বইয়ে দেয়ার কী দরকার ছিল লেখকই সেটা বলতে পারবেন।

এই বইয়ের সেরা কবিতা দুইটা হচ্ছে মা এবং বাবাকে নিয়ে লেখা কবিতা।

সমালোচনাঃ
১) কিছু জায়গায় সাধারণ বানান ভুল চোখে পড়েছে। ভবিষ্যতে ফাইনাল প্রুফের পরেও লেখককে আরেকবার পাণ্ডুলিপি চেক করে দেখার সাজেশন রেখে গেলাম।

২) অনেক পৃষ্ঠায় এক চতুর্থাংশ জায়গা নিয়ে কবিতা এবং বাকি জায়গা পুরোপুরি খালি। অযথা এভাবে বইয়ের জায়গা নষ্ট করা আমার ভালো লাগেনি। এখানে দুইটা কবিতা দিলে কী এমন ক্ষতি হতো? বইয়ের পৃষ্ঠা বাড়ানোর এই অশুভ কাজ পাঠকরা নিশ্চয় ভালো দৃষ্টিতে দেখবেন না। ভবিষ্যতে এই বিষয়ে সজাগ থাকবেন লেখক আশা করছি। পাঠক আপনার, প্রকাশকের না। পাঠক আপনার উপর বিরক্ত হলে যা ক্ষতি হবার তা শুধুই আপনার হবে।

৩) পৃষ্ঠার তুলনায় বইয়ের দাম কিছুটা বেশি মনে হয়েছে।

পরিশেষঃ
প্রথম কবিতার বই হিসেবে কিছু ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টি দেখলে, এই বইটাতে অসাধারণ কবিতা আছে যা যে কোন কবিতা প্রেমিককেই মুগ্ধ করবে।

যদিও তার প্রেমের কবিতাগুলিতে আবেগ অনেক বেশি থাকে, কবি ইসিয়াক প্রেমের কবিতার তুলনায় নিঃসর্গ বা প্রকৃতিকে নিয়ে লেখা বেশি ভালো লিখেন।

ভবিষ্যতে বই প্রকাশের সময়ে শুধু ভালো ভালো কবিতাগুলি ছাপার কাগজে মলাটবন্দী করলে নিঃসন্দেহে উত্তম কাজ হবে।


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইলো
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, মার্চ ২০২২




মন্তব্য ২৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা ইসিয়াক ভাইয়ের জন্য

আপনারা আমার প্রিয় লেখক।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৫

নীল আকাশ বলেছেন: শুভ কামনা আপনার জন্যও।

২| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:১২

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর রিভিউ! ইসিয়াকের জন্য শুভ কামনা।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৬

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
শুভ কামনা।

৩| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ,




গত বছরের বই নিয়ে লিখেছেন। দেরীতে হলেও এই দুঃসাধ্য কাজটি যে করেছেন এবং চুলচেরা রিভিউ যে নিরপেক্ষতার সাথে করেছেন করেছেন তা প্রশংসার যোগ্য। ধন্যবাদ আপনাকে।
শুভকামনা ইসিয়াক এর জন্যে।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৭

নীল আকাশ বলেছেন: আমি রিভিউ লিখতে অনেক সময় নেই। কারন আমি এই কাজে সব সময়ে নিরপেক্ষ থাকি।
গুরুজী এটা পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

৪| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর রিভিও। ওনার কবিতাগুলো ভালই লাগে।

১৪ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৮

নীল আকাশ বলেছেন: উনার কবিতা আমিও পছন্দ করি। আমি সহজে কোন কবিতার বই কিনি না।
শুভ কামনা।

৫| ১৪ ই মার্চ, ২০২২ দুপুর ২:৪৩

জগতারন বলেছেন:
সুন্দর রিভিও।

কবি ইসিয়াক আমার প্রিয় কবিদের মধ্যে বিশেষ একজন ও বন্ধু মানুষ।

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫০

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ১৪ ই মার্চ, ২০২২ রাত ১০:০১

সোবুজ বলেছেন: আমি ভাবতাম উনি একজন লেখক।

১৫ ই মার্চ, ২০২২ সকাল ৮:০৬

নীল আকাশ বলেছেন: লেখক বলতে কী বুঝেন আপনি? কাকে লেখক বলে?

৭| ১৫ ই মার্চ, ২০২২ দুপুর ২:২০

ইসিয়াক বলেছেন: প্রথমে অশেষ কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্লগার।
চমৎকার রিভিউ লিখেছেন । আরও একটা তথ্য শেয়ার করি এটা আমার বইয়ের প্রথম রিভিউ।
আমি আসলে এতদিন মনে করতাম আমার কবিতার বইয়ের কবিতাগুলো হয়তো তেমন ভালো হয়নি।আসলে আমি তো সেই অর্থে লেখক নই তাই দ্বিধা দ্বন্দ ছিলো বেশি।কিন্তু গতকাল রিভিউ পড়ে নিজের আত্নবিশ্বাস অনেক বেড়ে গেছে। ভালো লাগছে যে কি বলবো বুঝতে পারছি না।আসলে কৃতজ্ঞতা জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার উপকার আন্তরিকতা ব্লগে হাতে কলমে গল্প লেখা শেখানো।লেখালিখির ব্যপারে সবরকম প্রয়োজনীয় পরামর্শ কোনটা রেখে যে কোনটার কথা বলি। আসলে নিজের রক্তের সম্পর্কের মানুষও এতটা করে নি কখনও।অনেক অনেক দোয়া রইলো প্রিয় ভাই।

সেই সাথে ব্লগের সকলের এতো এতো ভালোবাসা আমি অস্বীকার করি কি করে। আর-ও কৃতজ্ঞতা জানাই সামহোয়্যারইন ব্লগের প্রতি।
সামহোয়্যারইন ব্লগ না থাকলে কেউ আমাকে চিনতোই না।অনেক সময় ভাবলে অবাক হই। সবকিছু কেমন যেন স্বপ্নের মত মনে হয়।
আমার জন্য সবাই দোয়া করবেন ও ভালোবাসায় রাখবেন একটুকু ই কামনা।
শুভকামনা।

১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০০

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আশা করছি পরবর্তি বই প্রকাশের সময়ে আমি যা যা বলেছি সেইগুলি নিয়ে সর্তক থাকবেন।
শুভ কামনা আপনার জন্য। সুস্থ হয়ে উঠুন দ্রুতই।

৮| ১৫ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: রিভু ভালো হয়েছে। নির্মোহ চিত্তের এমন রিভিউ নিঃসন্দেহে প্রশংসনীয়।ইসিয়াক ভাইয়ের কমেন্টটি দেখলাম। ভালো লেগেছে। আশাকরি আগামীতে ওনাকে আরও সমৃদ্ধ হতে সাহায্য করবে। শুভেচ্ছা ইসিয়াক ভাইকে। শুভেচ্ছা আপনাকেও।।

১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

নীল আকাশ বলেছেন: স্বতন্ত্র রিভিউ যেকোনো লেখক এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক বালতি তেল দিয়ে রিভিউ সবাই লিখতে পারে কিন্তু সত্য প্রকাশের সবাই দ্বিধাহীন হতে পারে না। ‌
যেহেতু ইসিয়াক ভাইয়ের এটাই প্রথম বই, আমার মনে হয়েছে উনি পরবর্তীতে যদি আবার বই বের করতে চান, তাহলে যে সমস্ত ভুল উনি প্রথমবার করেছেন তা যেন পরেরবার উনি না করেন, সেটা কাউকে না কাউকে উনাকে ধরিয়ে দিতে হবে।
এই রিভিউটাতে আমি সেই চেষ্টাই করেছি যতটুক আমার পক্ষে সম্ভব।

৯| ১৬ ই মার্চ, ২০২২ রাত ১২:২৫

মনিরা সুলতানা বলেছেন: বাহ চমৎকার , আমি তো লিখি লিখি করেই সময় চলে গেল।

১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১১

নীল আকাশ বলেছেন: ব্লগে আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি। নাইমুল ইসলাম ভাইয়ের বইয়ের পর আপনারটা ধরবো।

১০| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:২৫

ফয়সাল রকি বলেছেন: গতানুগতিক রিভিউ।

২১ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৬

নীল আকাশ বলেছেন: আজ পর্যন্ত উনার এই বই নিয়ে আর কেউ রিভিউ লিখেনি। এতাই প্রথম এবং একমাত্র রিভিউ।
কবিতার বই নিয়ে রিভিউ একবার লিখে দেখুন!

১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৬

নীল আকাশ বলেছেন: এসে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

১১| ২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৪১

ফয়সাল রকি বলেছেন: ভাই, কবিতা এমনিতেই খুব একটা বুঝি না। রিভিউ লেখার সাহস আপাতত নেই। ভালো থাকবেন। ন মানুষ অনলাইনে সংগ্রহ করবো আশা করি। মেলায় তো এবারো দেখা হলো না আপনার সাথে।

২১ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৮

নীল আকাশ বলেছেন: উনি এই বইটা নিয়ে সিনিয়র কারো সাথে আলাপ করে নিয়ে প্রকাশ করলে আর ভালো হতো।
প্রকাশকের আচরণ ভালো লাগেনি আমার।
ভাল থাকুন।

১২| ৩১ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: বই এর নামটা খুব সুন্দর!
মেঘ তো আমারও মনের আকাশ খুব সহজে ছুঁয়ে যায়! এজন্য প্রায়ই মেঘের ছবি তুলি। ব্লগে আমার শেষ পোস্টটাও মেঘকে নিয়ে। মেঘ খুব সহজেই মানুষের মনের সঙ্গী হয়ে যায় বলে আমি মনে করি।

প্রশংসা ও সমালোচনা, দুটোই রিভিউতে রয়েছে, এজন্য রিভিউটি অতি সহজেই পাঠকের গ্রহণযোগ্যতা অর্জন করেছে (মন্তব্যগুলো থেকে উপলব্ধ), এমন কি স্বয়ং কবিরও। একজন তীক্ষ্ণ পাঠক এবং স্পষ্ট সমালোচক হিসেবে আপনার এই নিরপেক্ষ রিভিউ সহব্লগারদেরকে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে, কারণ যে কোন লেখকই তার বই প্রকাশের পর (প্রথম হলে তো কথাই নেই) ফীডব্যাক পেতে উদগ্রীব থাকেন।

প্রথম বই প্রকাশ উপলক্ষ্যে কবি ইসিয়াক কে আন্তরিক অভিনন্দন, রিভিউ প্রকাশের জন্য আপনাকে ধন্যবাদ। ৭ নং মন্তব্যে কবি'র বিনয় ও বদান্যতা আমাকে মুগ্ধ করেছে।

১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬

নীল আকাশ বলেছেন: প্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এত দেরি করে আপনার মন্তব্যের প্রতি মন্তব্য দেয়ার জন্য। ব্লগে নোটিফিকেশনের অবস্থা একেবারে যাচ্ছেতাই। ‌ এখানে না আসলে আমি জানতামই না যে আপনি এখানে মন্তব্য করেছেন। ‌আজকে সোহানী আপার মন্তব্যের নোটিফিকেশন এসেছিল, এসে দেখি আপনি সহ অনেকেই মন্তব্য করেছেন, যার উত্তর আমি তখন দিতে পারিনি।

যেহেতু ইসিয়াক ভাইয়ের এটাই প্রথম বই, আমার মনে হয়েছে উনি পরবর্তীতে যদি আবার বই বের করতে চান, তাহলে যে সমস্ত ভুল উনি প্রথমবার করেছেন তা যেন পরেরবার উনি না করেন, সেটা কাউকে না কাউকে উনাকে ধরিয়ে দিতে হবে।
এই রিভিউটাতে আমি সেই চেষ্টাই করেছি যতটুক আমার পক্ষে সম্ভব।
ধন্যবাদ ও শুভকামনা।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:২০

বলেছেন: খুব সুন্দর রিভি................।

১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৩

নীল আকাশ বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? লেখালেখি কি আবার শুরু করেছেন?

১৪| ১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৪

সোহানী বলেছেন: ইসিয়াক একজন আপাদমস্তক লেখক চরিত্র। এরকম চরিত্র অল্পক'জন ব্লগে আছে। এবং আমার কাছে উনাকে একজন সংবেদনশীল লেখক বলেও মনে হয়। যদিও উনার বইটি কেন কারো বই ই পড়া বা জোগাড় করা সম্ভব হয়নি তারপরও খুব ইচ্ছে, হয়তো একদিন কালেকশানে আনতে পারবো।

রিভিউ দূর্দান্ত হয়েছে।

১৩ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

নীল আকাশ বলেছেন: রিভিউ ভালো করে লিখতে গিয়ে আমার অনেক সময় লেগে যায়। ‌ একটা বই পড়ার সাথে সাথেই রিভিউ লেখাটা ঠিক না। কারণ প্রথমবার পড়তে গেলে ভুলসহ ভালো অনেক দিকগুলো প্রথমবার চোখে পড়ে না।‌ তাছাড়া আমি কোন বই পড়ার সময় পেন্সিল ব্যবহার করি আন্ডারলাইন করে পড়ার জন্য। উনার এই বইটার কলেবর হয়তো বড় করা হয়েছে। ‌ইচ্ছে করলে আরো অনেক ছোট করতে পারত। ‌বইয়ের নামকরণটা আমার সাথে আলাপ করেই উনি দিয়েছিল। ‌
এসে পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.