নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

উপন্যাসঃ নমানুষ এর ডিজিটাল ভার্শন রিলিজ দেয়া হয়েছে

০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৪



আস সালামু আলাইকুম,

ব্লগের অনেকেই দেশের ভিতরে থাকা সত্ত্বেও নমানুষ পড়তে চেয়েও জোগাড় করতে পারেননি কিংবা দেশের বাইরে থাকার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও জোগাড় পারেননি।

আপনাদের জন্য নমানুষ এর ডিজিটাল ভার্সন রিলিজ করা হয়েছে। এটা আপনার মোবাইলেও পড়তে পারবেন। ট্যাবে পড়তে পারবেন।
এনড্রয়েড যে কোন ডিভাইসে এটা পড়া সম্ভব।

নিচে এটার লিংক দেয়া হলোঃ
নমানুষ - ডিজিটাল কপি

সবাইকে মাহে রামাদানের শুভেচ্ছা এবং শুভ কামনা।

মন্তব্য ১৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২০

একজন নিষ্ঠাবান বলেছেন: থ্যাঙ্কস। পড়বো।

০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬

নীল আকাশ বলেছেন: অসংখ্যা ধন্যবাদ আপনাকে। পড়ার পর আপনার মূল্যবান মতামত জানা অপেক্ষায় থাকলাম।
শুভ কামনা নিরন্তর।

২| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অ্যাপ ডাউনলোড করতে হবে এটাতো ঝামেলা।

০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৫

নীল আকাশ বলেছেন: নতুন বই। পিডিএফ ফাইল বানিয়ে দিয়ে মাস্যাকার হয়ে যাবে পাইরেসি দিয়ে। সেকুইরিটির জন্যই এটাতে দেয়া।
এটা রিদ্মিক এর এপস। খুবই সিকুউরড।

৩| ০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ পড়বো।

০৭ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৪| ০৮ ই এপ্রিল, ২০২২ রাত ২:৫৮

জটিল ভাই বলেছেন:
উত্তম উদ্যোগ।
তা এবার সৌজন্য সংখ্যাপ্রেমীদের লিংক পাঠিয়ে দিন =p~

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১২

নীল আকাশ বলেছেন: সৌজন্য সংখ্যা দেয় এইরকম এপস আগে খুঁজে বের করি।

৫| ০৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১

নীল আকাশ বলেছেন: আপ্নিও।

৬| ০৯ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:০২

সোহানী বলেছেন: দারুন একটা কাজ করেছেন এবং অনেককে এ পথ দেখিয়েছেন।

আপনার দেখানো পথে আমিও পথে হাটবো শীঘ্রই। একটু ব্যাস্ত আছি বেশ কিছু কাজ নিয়ে তার উপর রোজার কারনেও সময় দিতে পারছি না কোথাও। ঝামেলা শেষ করেই শুরু করবো।

আপনার বইটা এখনো ডাউনলোড করতে পারছি না, এরর ম্যাসেজ দিচ্ছে। আবার ট্রাই করে পড়ে রিভিউ দিবো নিশ্চয়।

অনেক অনেক ভালো থাকুন।

০৯ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:০৩

নীল আকাশ বলেছেন: আমি ইচ্ছে করেই এই কাজটা করেছি যেন বাকি সব ব্লগার এইভাবে বই রিলিজ দেয়া শিখে ফেলে।
জী আপ্নার রিভিউ এর অপেক্ষায় থাকলাম। আপনার গল্প গ্রন্থ এইপর্যন্ত বেশ কয়েকবার পড়া শেষে। রিভিঊও অর্ধেক লিখে ফেলেছি। শিঘ্রই পাবেন।
মাহে রামাদানের শুভেচ্ছা।

৭| ১৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৩

বলেছেন: Good luck bro

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১

নীল আকাশ বলেছেন: welcome back brother

৮| ২০ শে মে, ২০২২ রাত ৮:৪৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ নীল আকাশ ভাই। বইটি কুমিল্লা থেকে কিভাবে সংগ্রহ করবো ?

২০ শে মে, ২০২২ রাত ৮:৫৫

নীল আকাশ বলেছেন: অনলাইনে সংগ্রহ করতে পারেন। এই নিন লিংকঃ
https://boitoi.com.bd/book/3360/
এছাড়াও রকমারী থেকে এটা পাবেন।
তাও যদি না পান তাহলে আমাকে জানাবেন, আমার কাছে কিছু কপি আছে। ঠিকানা দিলে পাঠিয়ে দেব।

৯| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন, আন্তরিক অভিনন্দন!

০৪ ঠা জুলাই, ২০২২ সকাল ১০:৪৭

নীল আকাশ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩

সোনালি কাবিন বলেছেন: লিংক এর জন্য অনেক ধন্যবাদ । সময় করে পড়ব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.