নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু
সোশ্যাল মিডিয়াতে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে অনেকেই গরুর ছবি সহ কত টাকা দিয়ে কিনেছেন সেটা গর্ব ভরে পোস্ট দিচ্ছেন। আপনারা কী জানেন, আপনার পরিচিতদের মধ্যে অনেকেই আছেন যারা এবার ঈদুল আযহাতে শত ইচ্ছে থাকা সত্ত্বেও কুরবানী দিতে পারবেন না।
গত প্রায় কয়েক বছর ধরে করোনাকালীন দুর্যোগের কারণে অনেকেই আজ চাকরিহারা বা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল পর্যায়ে চলে গিয়েছে। হয়তো আজ থেকে কয়েক বছর আগে এরা নিয়মিত কুরবানী দিতেন। কিন্তু আজ তারা কুরবানী দিতে পারছেন না। তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন। সামাজিক, পারিবারিক এবং নিজের সন্তানদের কাছে তারা কীভাবে মুখ দেখাচ্ছেন, একবার সেটা ভেবে দেখুন। আপনার দর্প ভরা পোস্ট তারা কতটা কষ্ট নিয়ে দেখছেন সেটা একবার চিন্তা করুন। তাদের মনের এই তীব্র ব্যথার কারণ কিন্তু আপনি নিজেই।
আল্লাহপাক আজ আপনাকে সামর্থ্য দিয়েছেন মাশআল্লাহ, সেজন্য আপনি আজ অনেক বড় গরু কুরবানী দিতে পারছেন। রিজিকের মালিক তো আল্লাহ। তিনি মানুষকে সামর্থ্য দেন এবং প্রয়োজন মনে করলে সে সামর্থ্য তার কাছ থেকে তুলে নেন। এতে মানুষের কোন কৃতিত্ব নেই। ব্যাপারটা হচ্ছে রিজিকের। যার যেটা দেয়া হয়েছে।
আজকে আপনি অনেক বড় গরু কুরবানী দিতে পারছেন। কিন্তু আপনি কি নিশ্চিত আগামী বছরে কিংবা তার পরের বছরগুলোতে আপনার এই সামর্থ্য থাকবে। এতটা নিশ্চিত কীভাবে হলেন আপনি?
সহি হাদিসে বলা আছে যিনি গর্ব ভরে একটা পদক্ষেপ ফেলবেন তিনি বেহেশতে প্রবেশ করবেন না। আপনার এই গর্বভরে গরুর ছবি দেয়া পোস্ট আপনার কতটুকু ক্ষতি করতে পারে সে সম্বন্ধে আপনার কোনো ধারনাই নেই।
আমাদের চারপাশে এমন অনেকেই আছেন যারা কুরবানী দিতে পারবেন না। কুরবানীর দিন তারা আমাদের সাথে ঈদুল আযহার আনন্দে শরিক হতে পারবেন না। আল্লাহ তাদের সেই সামর্থ্য দেয়নি। কিন্তু এটা কোনোভাবেই তাদের অপরাধ নয়।
আমাদের ঈদ উল আযহার খুশি এবং আনন্দের ভীড়ে যেন এদের নিতান্ত প্রয়োজনগুলি হারিয়ে না যায়!
যদি এদের মুখে হাসি না ফুটানো যায় তাহলে আমাদের কুরবানীর সার্থকতা কোথায়?
আপনি কি জানেন, আমাদের গরু, ছাগল, মহিষ, গোশত, টাকা, পয়সার কোনো কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে পৌঁছাবে না। শুধু তার কাছে পৌঁছাবে আমাদের সহী নিয়ত। আর এই নিয়তের পুরষ্কারই রোজ হাশরের ময়দানে কিয়ামতের দিন বান্দার কাছে ফিরিয়ে দেয়া হবে।
আসুন আমরা কুরবানীর আসল তাৎপর্য উপলব্ধি করি এবং আমাদের চারপাশের অভাবী মানুষজনের মুখে হাসি ফুটিয়ে তুলি।
সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা!
(ছবিটা সোশাল মিডিয়া থেকে যোগাড় করা হয়েছে। এবং সিম্বোলিক অর্থে ব্যবহার করা হয়েছে।)
০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২১
নীল আকাশ বলেছেন: আপ্নাকেও ঈদ মোবারক।
২| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৬
সোনাগাজী বলেছেন:
আল্লাহ সবাইকে গরু/ছাগল কেনার সামর্থ দিচ্ছেন না কেন, উনার কি সামর্থের অভাব হয়ে গেছে?
ইহা আল্লাহের ব্যাপার নয়, ইহা জাতির অর্থনীতি। আমেরিকায় ১ ভাগ গরু কোরবাণী দেয়ার সামর্থ যেকোন হোমলেসেরও আছে, ১ সপ্তাহে ১ জন হোমলেস সেই টাকা আয় করতে পারবে।
আল্লাহ নয়, অর্থনৈতিক কারণে অনেক বাংগালী পরিবার কোরবাণী দিতে পারছে না।
০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২০
নীল আকাশ বলেছেন: সবার রিযিক সারা জীবন এক রকম থাকে না। উত্থান পতন মানুষের জীবনের স্বাভাবিক দৃশ্য।
অর্থনৈতিক কারণেই মানুষ অনেক সময় কুরবানী দিতে পারে না।
ঈদ মোবারক।
৩| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কুরবানী ঈদ আসলে আমার একটা কথা মাথায় আসে, যে পরিমাণ টাকা দিয়ে কুরবানী দেয়া হয়ে; যাকাত, ফিতরা, সদকা, দাণে তার এক দশমাংশ খরচ করে না মানুষ। তাই বাকীটুকু আর বললাম না, বুঝে নিয়ে ভাইজান।
অনেক দিন পর আপনার ব্লগে ঢুঁ মারা হলো। ঈদুল আজহার শুভেচ্ছা জানবেন। আনন্দময় কাটুক উৎসবের সময়টুকু।
২১ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৪৮
নীল আকাশ বলেছেন: এর দেরি করে প্রতি উত্তর দেওয়ার জন্য স্যরি বলতেও সাহস পেলাম না। নিজ গূণে ক্ষমা করে দেবেন।
আমার অবস্থা আসলেও কেরাসিন। ব্লগে আসার সুযোগ এত কমে গিয়েছে অফিসের কাজের চাপে যে অনেকদিন ব্লগেই আসা হয় না। কবে যে আগের মতো ব্লগিং কর্যে পারবো?
এই দেশের মানুষের ঈমানের জোর অনেক কম। ধর্মীয় আচার যেমন কুরবানী নিয়ে যা করা হয় তার সবই হচ্ছে লোক দেখানো যা রিয়ার পর্যায়ে পড়ে। চিটাগাং এর লোকজন এমন কি সুদে টাকা লোন নিয়ে কুরবানীতে আস্ত গরু দেয়। এদের এইসব কুরবানী আদৌ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাকি আল্লাহই জানে!
আপনিও ভালো থাকবেন। ভাবছি এখন থেকে সামান্য সময় হলেও ব্লগে ঢু মেরে যাবো।
শুভ কামনা নিরন্তর।
৪| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৮
খায়রুল আহসান বলেছেন: আপনাকেও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছিঃ ঈদ মুবারক।
আপনি যে কথাগুলো বলেছেন তা (অর্থাৎ যারা এসব করে, তারা) 'রিয়া'র পর্যায়ে পড়ে। এই 'রিয়া' নিয়ে আজ ব্লগার মরুভূমির জলদস্যুও একটি পোস্ট দিয়েছেন।
০৯ ই জুলাই, ২০২২ রাত ৯:৪০
নীল আকাশ বলেছেন: জি আমি সেটা পড়ে মন্তব্য করে এসেছি। আজকাল মানুষের মাঝে এইসব প্রচলন বেড়ে যাচ্ছে।
উপযুক্ত ইসলামী জ্ঞানের স্বল্পতাই এটার মূল কারণ।
ঈদ মোবারক।
৫| ০৯ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: ঈদ মুবারক। কুরবানি নিয়ে বাড়াবাড়ি না করি আমরা। পোস্টের বক্তব্যের সাথে একমত। ভালো থাকবেন।
০৯ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৮
নীল আকাশ বলেছেন: জি, আমি সেটাই বুঝানোর চেষ্টা করেছি।
ঈদ মোবারক।
৬| ০৯ ই জুলাই, ২০২২ রাত ৯:০৫
ঢাবিয়ান বলেছেন: লোক দেখানো ধর্ম পালনের ্কালচার দিনকে দিন বাড়ছে ।
০৯ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৮
নীল আকাশ বলেছেন: উপযুক্ত ধর্মীয় শিক্ষার অভাব হলে এইসব বেড়ে যায়।
৭| ০৯ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৬
কামাল৮০ বলেছেন: একটা গরু যদি ৫০ জনে কোরবানী দেয়া যেতো,তবে আরো অনেক লোক কোরবানী দিতে পারতো। ৭ জনে পারলে ৫০ জনে সমস্যা কোথায়।প্রয়োজনে নিয়ম পাল্টায়।
১২ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৫
নীল আকাশ বলেছেন: সমস্যা কুরবানীর সংখ্যাতে না। আসল সমস্যা হচ্ছে মানসিক। এবং এটা ব্লগে আপনার মতো বেশ কিছু মানুষের আছে। অনেকটাই খাউজানি বা চুলকানির মতো স্বভাব। ইসলামের কোনো রুলস বা ফতোয়া বা ধর্মীয় কোনো বিষয় আসলেই তার বিরুদ্ধে কিছু বলতেই হবে । না বললে পেটের ভিতরে ভুস ভুস করতে থাকে।
যিনি এই রুলস বানিয়েছেন তার জ্ঞান কি আপনার চেয়ে কম বলে মনে করেন? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে পাবনায় যাবার প্রস্তুতি নিন।
৮| ১০ ই জুলাই, ২০২২ রাত ৩:১০
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১০
নীল আকাশ বলেছেন: ঈদ মোবারক
৯| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪০
জুনায়েদ বি রাহমান বলেছেন: কেমন আছেন মিতা?
১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১২
নীল আকাশ বলেছেন: আমি ভালো আছি। আশা করছি আপ্নিও ভালো আছেন। ব্লগে আসা প্রায় ছেড়েই দিয়েছি এখানকার নোংরা পরিবেশের কারণে।
অল্প কিছু নোংরা মানুষের জন্য পুরো ব্লগ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।
১০| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০২
জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: আমি ভালো আছি। আশা করছি আপ্নিও ভালো আছেন। ব্লগে আসা প্রায় ছেড়েই দিয়েছি এখানকার নোংরা পরিবেশের কারণে।
অল্প কিছু নোংরা মানুষের জন্য পুরো ব্লগ ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে।
আমি ভালো আছি। পরিবেশ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
২১ শে মার্চ, ২০২৩ দুপুর ১:৫২
নীল আকাশ বলেছেন: ব্লগে আগে খুব সুন্দর একটা পরিবেশ ছিল। আমরা সবাই মিলে অনেক মজা করতাম। কিন্তু মুষ্টিমেয় কিছু দুষ্ট মানুষের জন্য, এরা ব্লগার না, ব্লগের পরিবেশ দিন দিন নোংরা হয়ে যাচ্ছ ভালো ভালো ব্লগাররা ব্লগ ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে।
পুরো বিষয় ভাবলেই মন খারাপ হয়ে যায়। ব্লগ কৃর্তপক্ষ ইচ্ছা করলেই এইসব আগাছা ছাটাই করে দিতে পারে। কেন যে করে না সেটা?
শুভ কামনা আপনার জন্য মিতা।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২০
জুল ভার্ন বলেছেন: ঈদ মুবারক ❤️