নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

সেই স্মৃতিময় দিনগুলি

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

বন্ধু তোকে পড়ে মনে
জীবন চলার ক্ষনে
অতীত স্মৃতি হৃদয় মাঝে
ঘন্টার নয় বাজে

বাবা মার পরেই
সবচেয়ে কাছে পাই
সে যে অামার খেলার সাখী
ছোট্ট বেলার ভাই

কি হয়েছে মন খারাপ
হাজার প্রশ্ন করে
ছায়ার মতো পাশে থেকে
বিপথ থোকে ধরে

সোনালি সময় পার হয়েছে
অাড্ডা গল্প গানে
দুষ্টুমিতেও ছিলোনা জুড়ি
একটু হলেই মনে

বন্ধু অামার ছিলে তুমি
বটবৃক্ষোর মতো
ঝড় বৃষ্টি আগলে রেখেছ
কষ্ট সহেছো শত

তোদের কথা ভাবতে গেলেই
বুক ভেঙ্গে যায় ব্যাথায়
প্রিয় মুখটি কতদিন হলো
অার হয়নি কথায়

এই দুনিয়ায় নিষ্ঠুর নিয়ম
একসাথে হয়না থাকা
নিরবে বুক ভেসে যায়
পড়লে মনে সেই কথা



(কাছের ও দুরের সকল আত্মার-আত্মীয় বন্ধুদের স্মরনে)




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৯

টাইম টিউনার বলেছেন: ভালো লাগলো ......

১৩ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: thanks

২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৯

গিরি গোহা বলেছেন: nice

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: tnx

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.