নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

পথ চলতে মোবাইল বন্ধি মূহুর্ত টুকু

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

বিভিন্ন জায়গাই মোবাইল ক্যামেরা বন্ধি কিছু ফটো।



একটু সুযোগ হলো তাই একটু বেরিয়ে পড়া।



যে ছেলেটির অাজ স্কুলে থাকার কথা, অাজ সে পথে পথে ফোরি করে বেড়াচ্ছে।



শিশু ও তরুনরা অাজ দেশের সর্বত্রই ক্রিকেট নিয়ে ব্যস্ত। তাই টাকা দিয়ে টিকেট কেটে বোটানিক্যাল গার্ডেনে খেলাাই মেতেছে।


কাটাতারের ওপারের জনগণের সাথে দেখা। এসে ছিলো সিমান্তো ফসল মাড়াই করতে। করে নিলাম একটু মোবাইল বন্ধি



সারাদিন পথে পথে। শরিরটা একটু ক্লান্ত। গ্যালারীতে। BPL 2016 অাসলে উনাকে সারা দিন ঘুরা শেষে রাত জেগে খেলা দেখতে নিয়ে এসে কষ্ট দিয়ে ফেলেছিলাম।



নগর জীবনে অাজ বড় ক্লান্ত।প্রকৃতির মাঝে তাই ফিরে অাসা ।



বৃদ্ধ তবুও অাছে তারুণ্যর ছোয়া।বিপিএল-এর মাঠ একজন মুক্তিযোদ্ধার হাসিমাখা মুখ।



শুধু খেলা ধুলাই বিনিয়োগ করলেই চলবেনা। দেশকে এগিয়ে নিতে হলে এই সব শিশুদের ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।



বেড়ানোর পথে।



শীতের সময় তাই খেজুর গাছ প্রস্তুতে ব্যস্ত এক গাছি(যে গাছ কাটে ও রস,গুড় প্রস্তুত করে)।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭

ধ্রুবক আলো বলেছেন: বাহ! ভালো লাগলো, ছবি গুলো সুন্দর হইছে....

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

শুভেচ্ছা জানবেন

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। +++

০৬ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.