নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মা বাবা

২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৭

বাবা মা

মা


ছোট্ট বেলাই যখন অামি এলাম মায়ের কোলে,
খোকা পেয়ে সব কষ্ট মন থেকে গেলো চলে।
ভালোবেসে তুমি পাশা পাশি চলতে শেখালে।
ভুল করলেই কড়া শাসন সৎপথ দেখালে।

তোমার মতো নাইতো কেও এই দুনিয়ার মাঝে।
তোমার কথা মন বীনণায় মধুর সুরে অাজ বাজে।
মাগো তোমায় দিয়েছি কষ্ট ভুল করে কত।
রাগ হওনি বেসেছোভাল কষ্ট লুকিয়েছো শত।

তোমার মতো নেইতো অামার ভালোবাসার।
মাগো তোমার মনে পড়ে হয় যখন অবসর।
ভালো থেকো অনন্তকাল মাগো তুমি কামনা করি।
অাল্লাহ যেনো রাখেন ভালো এই দোয়াটি করি।






বাবা


হাড় ভাঙ্গা পরিশ্রম দিনে রাতে
রোদে পুড়ে ঝড় বৃষ্টিতে ভিজে
খোকার জন্য একটু সুখ খুজেছো
শত যন্ত্রণা অার কষ্ট করেছো নিজে

মনের কোনে বহুদিনের স্বপ্ন বুনে
ছুটে চলেছো রাত্রি কিবা দিনে
কষ্ট চাওনি চেয়েছো খোকার সুখ
বুঝতে দাওনি তোমার বুকের দুঃখ

বাবা তুমি যে অনেক মহান মানুষ,
বুঝিনা এসব অামি যে বড় বেহুস।
সকল সময় তার জন্য করি মোনাজাত,
মালিক, দুনিয়া অাখেরাতে দাও নাজাত।



মন্তব্য ৪৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: মা-বাবাকে নিয়ে সুন্দর কবিতা।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
সোহেল ভাই পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১১

খায়রুল আহসান বলেছেন: মা বাবার প্রতি এ গভীর শ্রদ্ধাবোধ আমাকে স্পর্শ করে গেল! আল্লাহ যেন আপনার প্রার্থনা এবং মনের নেক বাসনা পূরণ করেন!
কবিতাটিতে কয়েকটা বানান ভুল রয়েছে, যেমনঃ
দুনিয়াই (২ জায়গায়) < দুনিয়ায় হবে। তেমনি, তুলোনাই < তুলনায়, স্বাদ (৩য় স্তবকের চতুর্থ লাইনে, তবে ২য় লাইনেরটা ঠিক আছে) < সাধ, ইত্যাদি।
"মা" এর প্রথম স্তবকের চতুর্থ লাইনটা অন্যান্যগুলোর তুলনায় অনেক বড় হয়ে গেছে। এটাকে নিম্নরূপে সম্পাদনা করা যায় কিনা ভেবে দেখতে পারেনঃ
মনের মতো সাজিয়ে গুছিয়ে কাপড় দিয়েছেন গায়ে < মনের মতো সাজিয়ে কাপড় পরিয়েছেন গায়ে
কবিতায় ভাল লাগা + +

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভাই পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

অান্তরিক শুভেচ্ছা জানবেন।

ঠিক করে দিচ্ছি।

৩| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:২৫

নাইম রাজ বলেছেন: মা বাবাকে নিয়ে কাব্য ভালো লাগল।

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

৪| ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া
ভালবাসা অনেক অনেক

২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোবাসায় সিক্ত হলাম।

পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

৫| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++++++

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ধ্রুবক অালো পাঠ ও মন্তব্যের জন্য।

শুভেচ্ছা জানবেন।

৬| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৮

ধ্রুবক আলো বলেছেন: মা বাবার ভালোবাসাই অকৃত্রিম।
শুধু সন্তানদের বুঝতে সময় লাগে।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধ্রুবক আলো বলেছেন: মা বাবার ভালোবাসাই অকৃত্রিম।
শুধু সন্তানদের বুঝতে সময় লাগে।


সহমত

৭| ২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৫

অতঃপর হৃদয় বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২২ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৮| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বাবা মায়ের সাথে কোন কিছুর তুলনা হয় না পৃথিবীতে ।

খুব সুন্দর লিখেছেন ।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা চিরন্তন।

৯| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৯

করুণাধারা বলেছেন: মন ছুঁয়ে যাওয়া কথা, যদিও কিছু বানান ভুল ছিল কিন্তু কবিতা ও ছবি এত ভাল লাগল যে বানান ভুলটা ভুলেই গেলাম।

বাবা মায়ের প্রতি আপনার শ্রদ্ধা আর ভালবাসা যেন আল্লাহ চিরকাল অক্ষুন্ন রাখেন।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: বানানগুলো একটু উল্লেখ করলে ভালোহতো।

দোয়া করবেন।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা চিরন্তন।

১০| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগা রইল ।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

১১| ২২ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই ভালো অাছেন? অনেক দিন দেখা হয়না।

পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা চিরন্তন।

১২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল আপনার কবিতা। খুব সুন্দর অনুভূতি মিশিয়েছেন।

শুভকামনা রইল।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোবাসায় সিক্ত হলাম।

কবি নয়ন ভাই পাঠ করেছেন জেনে ভালোলাগলো।


শুভেচ্ছা জানবেন

অাপনাকেও শুভকামনা।

১৩| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: ১০ম +।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবিতাই+ পেয়ে ভালো লাগলো।

সুমন কর দাদা পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন

১৪| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৬

ওমেরা বলেছেন: খুব ভাল লেগেছে মা,বাবাকে নিয়ে লিখা কবিতা ধন্যবাদ ভাইয়া ।

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপু তোমারে খুজে পাইনা। কোথাই থাকো কি করো!!! :-P :P :P

পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা চিরন্তন।

১৫| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৮

কাল্পনিক কামিনী বলেছেন: দারুণ ++++

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৮:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ

১৬| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১:৩০

মিঃ আতিক বলেছেন: অফুরন্ত ভালবাসায় সিক্ত হোক আমাদের সবার বাবা মা, সারাজীবন এবং মৃত্যুর পরেও।

২৩ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: হৃদয় ছোঁয়া মন্তব্যের জন্য ধন্যবাদ অাতিক ভাই।

পাশে থাকাই শুভেচ্ছা নিরন্তন।

শুভকামনা জানবেন।

১৭| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৪

শেয়াল বলেছেন: ভালো লেগিছেহ B-)

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভালো লেগিছেহ জানিয়া

অামারও ভাললেগেছে

২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পন্ডিত মশায়কে অামার ব্লগ বাড়ীতে স্বাগতম।

১৮| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে মায়েদের আলাদা ভাবে বানায়েছে প্রকৃতি, যা মানুষের কাছে চির-রহস্য

২৪ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

অাসলে মায়ের কোন তুলোনা হয়না।

১৯| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৯

বিলিয়ার রহমান বলেছেন: মায়ের ভালোবাসা কোমন, প্রণবন্ত, অনিঃশেষ!:)

বাবা সে লেকটাতো কেবল বিনিময় ফেরত না পাওয়ার কথা চিন্তা করেই দিয়ে যান!:)


মা ও বাবাকে নিয়ে সুন্দর একটা লেখা লিখেছেন!:)

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ কবি বিলিয়ার রহমান।

অনুপ্রাণিত হলাম।

২০| ২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫২

টমাটু খান বলেছেন: মায়ের ভালোবাসা কখনো শেষ হয় না ।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ খান সাহেব।

২১| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
এ ভাবেই কবির কবিতা জোছনা ছড়াক।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।

শুভেচ্ছা জানবেন।

২২| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০০

নুসরাত জাহানি ইলা বলেছেন: ভালো লাগলো কবিতা

০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

ব্লগ বাড়িতে স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.