নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বিড়াম্বনা

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৯

অামার বর্তমান ফেসবুক অাইডিটা অাজ ৬ বছর (প্রায়) নিয়মিত ব্যবহার করছি। একবার ভেরিফাই ও করেছিলাম।

অাজ সকালে ঘুম থেকে উঠে লগইন করতে যাচ্ছি, তখন দেখি এই অবস্থা...

কেনো এমন হচ্ছে তা বুঝতে পারছিনা। কেওকি জানেন বিষয়টা।




ট্রাই ট্রাই ট্রাই..।

অাবার হ্যাংগিং করে রাখছে...

এমন হচ্ছে কেনো অাসলে???

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৫

অসমাপ্ত অধ্যায় বলেছেন: ফেইক আইডি বন্ধে উদ্দ্যোগ নিয়েছে ফেসবুক । অনেকের আইডিতেই লগইন করতে সমস্যা হচ্ছে । সন্দেহজনক আইডিগুলোকে তাই ভেরিফিকেশনের আওতায় নিয়েছে

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটাকি সরকার করছে নাকি ফেসবুক কর্তৃপক্ষ?

ওটাতো অামার রিয়েল অাইডি।

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৪

ধ্রুবক আলো বলেছেন: জানি না ভাই, কত কি দেখেতে হবে??!!

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম দেখতেছিতো।

অামার অাইডিটা অনেক গুরুত্ত্বপূর্ণ, অনেকের সাথে যযোগাযোগ।

শিট...

৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩১

অতঃপর হৃদয় বলেছেন: আমার আইডি যেন ওমন না হয় :( হলে আমি শেষ।

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম।

সেই কামনা করি।

৪| ১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

হাতুড়ে লেখক বলেছেন: এক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে।

১৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ও, তাই বুঝি?

|-) |-) |-)

৫| ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০

শাহরিয়ার কবীর বলেছেন:
ফেক আইডি ভেবে ফেসবুক আপনাকে বাদ করে দিয়েছে ! B-)

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২০

সামিউল ইসলাম বাবু বলেছেন: :-< :-< :-<

৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রথম অালোতে এ ব্যাপারে ...


http://www.prothom-alo.com/technology/article/1146101/&#xE0;&#xA6;&#xB9;&#xE0;&#xA6;&#xA0;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA7;&#x8E;-&#xE0;&#xA6;&#xAC;&#xE0;&#xA6;&#xA8;&#xE0;&#xA7;&#x8D;&#xE0;&#xA6;&#xA7;-&#xE0;&#xA6;&#xAB;&#xE0;&#xA7;&#x87;&#xE0;&#xA6;&#xB8;&#xE0;&#xA6;&#xAC;&#xE0;&#xA7;&#x81;&#xE0;&#xA6;&#x95;-&#xE0;&#xA6;&#x85;&#xE0;&#xA7;&#x8D;&#xE0;&#xA6;&#xAF;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA6;&#x95;&#xE0;&#xA6;&#xBE;&#xE0;&#xA6;&#x89;&#xE0;&#xA6;&#xA8;&#xE0;&#xA7;&#x8D;&#xE0;&#xA6;&#x9F;

৭| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: Click This Link

৮| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:২৬

বিলিয়ার রহমান বলেছেন: হাতুড়ে লেখক বলেছেন: এক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে।



:):):)

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোতো! ভালোনা???

৯| ১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৬

সিনবাদ জাহাজি বলেছেন: B:-)
আমারটাউ হয় নাকি আল্লাহ জানে

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:

লিলা খেলা
বুঝা বড় জালা
অামি শুধু লিখি কবিতা
অার যখন মনে অাসে তা

১০| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৪

ওমেরা বলেছেন: আমার ফেসবুক ও নেই তাই কোন সমস্যা ও নেই ।

১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: এটা কিভাবে সম্ভব???

ফেসবুক ছাড়াকি চলে!!!

১১| ২০ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৫

ওমেরা বলেছেন: কেন ভাইয়া ফেসবুক কি অক্সিজেন নাকি যে না থাকলে মারা যাব ??? অবশ্য এটা শুনে অনেকেই আশ্চর্য হয় আবার অনেকে আমাকে সেকেলে বলে তাতে আমি কিছু মনে করি না ।

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ওমেরা বলেছেন: কেন ভাইয়া ফেসবুক কি অক্সিজেন নাকি যে না থাকলে মারা যাব ??? অবশ্য এটা শুনে অনেকেই আশ্চর্য হয় আবার অনেকে আমাকে সেকেলে বলে তাতে আমি কিছু মনে করি না ।

১২| ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

ওমেরা বলেছেন: এটা আবার কেমন হল !!! আমার মন্তব্য দিয়েই আমার জবাব ।

২২ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: লিখতে চেয়েছিলাম। কিন্তু একটু বস্ততার কারণে পারিনি। ফোন অাসছিলো তাই বেশ কটি।

এবার উত্তর দেওয়ার চেষ্টা করছিঃ

১) না ফেসবুক কোন অক্সিজেন নয়। তবে এটা অক্সিজেনের মতো মাঝে মাঝে কাজ করে। অনেক ক্ষেত্রে ফেসবুক চালাতে না পারলে অনেক দুঃচিন্তা বেড়ে যায়। ক্ষেত্র বিশেষ হার্ট বিটও বেড়ে যায়। তবে কথা থেকে যায়।(বিঃদ্রঃ এটা সকলের জন্য প্রযজ্য নয় :-B :-B :-B)

২) তবে অাপনার বিষয়ে অামার সন্দেহ হচ্ছে অাসলেই অাপনি সেকেলে কিনা? জাতি =p~ =p~ =p~ এই প্রশ্নের যথাযথ উত্তর জানতে চাচ্ছে। :-B !:#P :-B

★ বিঃদ্রঃ অাপনি অাপনার জন্ম সনদ ও স্কুল সার্টিফিকেটটা দেখে নিবেন(অামার সন্দেহ লাকছে)। অাপনার জন্ম কি খ্রিষ্টাব্দে না খ্রষ্ট পূর্বাব্দে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.