নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ঝড় বৃষ্টির দিনে

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬




হঠ্যাৎ এলো বৃষ্টি গাঁয়ের বনে
দারুন দোলা লাগলো খোকার মনে।

টাপুর টুপুর বৃষ্টি পড়ে অাজ
পল্লী বালা সাজছে নতুন সাজ।

একটু পরে ঝড় উঠবে যখন
গাছের তলে অাম কুঁড়াবে তখন।

ঝড়ের দিনে অাম কুঁড়ানোর মজা
বই পড়েতা যাইকি বলো বোঝা।

তোমরা যারা মজা করতে চাও
অামার বাড়ি দাওয়াত নিয়ে নাও।

অাম কাঁঠালে ভরিয়ে দেবো মণ
অারো অাছে দক্ষিণা পবন।

মন্তব্য ৪০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাই। ভালো লাগা রইল।


শুভেচ্ছা রেখে গেলাম।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ কবি।

অাপনার ভায়ের কি অবস্থা?

অাপনার সাথে অনেক দিন সাক্ষাৎ হয়না...

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ কবি।

শুভেচ্ছা জানবেন।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

জুন বলেছেন: তোমরা যারা মজা করতে চাও
অামার বাড়ি দাওয়াত নিয়ে নাও।

কোথায় আপনার বাড়ী ঠিকানাটি বলেন তাড়াতাড়ি ।
আম কুড়িয়ে বানাই আচার ভরে হাড়ি হাড়ি :)
খুব সুন্দর ছড়া সামিউল ইসলাম বাবু ,
+

২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:০০

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপু অামার ঠিকানা লালন ভূমি।

চলে অাসুন।

শুভকামনা জানবেন।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫

ধ্রুবক আলো বলেছেন: শৈশব কালের কবিতা, আহ।!! দিনগুলো আর ফিরবেন।
আর এখন আমি কুড়াবে বা কই?! আম গাছই তো নেই। গ্রামে যদি পাওয়া যায়।

কবিতায় +

২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ধ্রুবক অালো।

জি গ্রামে চলে অাসুন।

অাসলে ফল না খেলে বাঙালী কথাটাই অামরা ভুলে যায়।

অনেক শুভকামনা জানবেন।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,




পিচ্চিকালের ছড়া ।
ঠিকানা নাই কেন ? কোথায় গিয়ে দাওয়াত খাবো ?

২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ করেছেন জেনে ভালোলাগলো।
চলে অাসুন অামাদের ছোট্ট গায়ে...

অামার ঠিকানা লালন ভূমি।

শুভকামনা চিরন্তন।

শুভকামনা জানবেন।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো ভাই
শুভেচ্ছা জানবেন।

২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: শূন্যনীড় পাঠ করেছেন জেনে ভালো লাগলো।

অনেক অনেক শুভকামনা জানবেন।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৫

বিলিয়ার রহমান বলেছেন: ৪ নম্বর আর শেশের দুই লাইন নিয়ে আর একটু কাজ করেন!:)


ওভার অল ভালো হয়েছে! :)

২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।

শুভেচ্ছা জানবেন।

পাঠ করেছেন জেনে অনেক ভালোলাগলো। পথচলাই পাশেপাবো এই কামনা করছি।

ঠিক করে নিয়েছি।

অাশা রাখছি সময় করে দেখে দিবেন।

শুভ সকাল।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

ডার্ক ম্যান বলেছেন: আপনার বাড়ির দাওয়াত নিলাম ।
এবার ঠিকানা দিন

২৬ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
কবিতা পাঠ করেছেন জেনে ভালোলাগলো। সাথে থাকবেন এই কামনা করছি।

ডার্ক ম্যান অামার ঠিকানা লালন ভূমি।

চলে অাসুন।

শুভকামনা জানবেন।

৯| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪০

চাঁদগাজী বলেছেন:



দাওয়াত তো পেলাম, ঠিকানা কোথায়? আমগাছ আছে তো?

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

অাসতে চাইলেই ঠিকানা দিবো।

অারা জি হা,৭ টি অামগাছ অাছে। অামগুলো কলমের হওয়াই খুব মিষ্টি।

১০| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৩

হুমায়ূন কবির ৯৩ বলেছেন: কবিতা ভাল, কবি ভাল, এখন স্বীকৃতি প্রয়োজন!

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: জি দোয়া করেন ভাই,

পাঠ করেছেন জেনে ভালোগলো।

শুভেচ্ছা জানবেন

১১| ২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৭

মোস্তফা সোহেল বলেছেন: শুধু দাওয়াত দিলেই হবে
বললেন নাতো আসব কবে।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: এখন অাসলে কাঁচা অাম।
কদিন পরে অাসলে পাবেন পাকা অাম।
সবসময় রইলো এ গরিবের দরজা খোলা
এই কথাটাই কবিতাই রয়েছে বলা।

১২| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫

মানবী বলেছেন: স্নিগ্ধ ছড়া পড়ার পুরোটা সময় "আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই" কবিতাটি মনে বেজে গেছে!!

খুব ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ সামিউল ইসলাম বাবু।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:
ধন্যবাদ মানবী, অাপনি ব্লগে এসে ধন্য করেছেন অামাকে।
ভালোলেগেছে জেনে ভালোলাগলো অনেক।
শুভকামনা জানবেন।

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: বৃষ্টিতে কিছু মানূষ খুব রোমান্টিক হয়। কিন্তু সহজ সরল সত্য কথা হলো আমাদের মতো দরিদ্র দেশ গুলোতে- বৃষ্টি আসে অভিশাপ হয়ে।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:

গরিবের বাস্তচিত্র ফুটিয়ে তুলেছেন কমেন্টে।

পাঠ মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:১৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! বেশ সুন্দর মিষ্টি ছড়া।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনা রইলে শামীম ভাই।

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ ! সুন্দর ছড়া অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।


ভালো আছেন নিশ্চয় ?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

অালহামদুলিল্লাহ ভালো, একটু শরিরটা খারাপর অারকি। দোয়া করবেন।

অার অাপনি কেমন অাছেন?

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো আছেন জেনে ভালো লাগলো । আমি ভালো আছি !

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অালহামদুলিল্লাহ ভালোঅাছেন জেনে ভালোলাগলো।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬

ওমেরা বলেছেন: কখনো গ্রামে যাই নাই ,আম কুরানো হয় নি কখনো ভাইয়া আপনার কবিতা পড়ে খুব আম কুরানো দেখতে ইচ্ছা করছে ।সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।

২৭ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:
জীবনের একটা বড় মিস করেছেন।

সময় করে জ্যোষ্ঠ্য মাসে একবার দেশে এসে গ্রাম বেড়িয়ে যেয়েন।

ভালোথাকুন এই কামনা রইলো।

শুভকামনা নিরন্তন।

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দক্ষিণ থেকে যে বাতাস আসে তাতে এত সুবাস থাকে কেন?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: তাতো ভাইয়া বলতে পারবোনা।
তবে গরম কালে দখিনা বাতাস অাসে। যেটা ঠান্ডা ও অারাম দায়োক।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: উত্তরে হাওয়া হলো ঠাণ্ডা, দক্ষিনের বাতাস হলো বসন্ত হাওয়া। :)

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: হুম। সহমত।

তবে উত্তরের হাওয়া শুষ্ক। দক্ষিনের হাওয়া অাদ্রো। তাই ভালোলাগে।

ধন্যবাদ ভাইয়া।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জুতসই শব্দে কবিতার ভাবার্থ আপসে বিশ্লেষিত হয়।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই সহজ ভাষায় লিখতে অামার ভালোলাগে।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.