নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

হঠ্যাৎ এলো বৃষ্টি

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:০২



হঠ্যাৎ এলো বৃষ্টি
ভিজলো মাঠ ক্ষেত
নতুন হাওয়ার সৃষ্টি।

ভাবছো বুঝি তুমি
কার ইশারায় হলো
ভাবুক চোখের দৃষ্টি।

মরা প্রান্তর মাঠ ঘাট
ফিরে যে পেলো প্রাণ
চাষির মুখে হাসি।

দিনের পরে রাত্রি
জীবন শেষে মৃত্যু
মিছে ভালোবাসি।

এসব কিছু বুঝো
স্রষ্টাকে অাজ খোজ
সবই যে তার সৃষ্টি।

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্রভু, ক্ষমা করো, ক্ষামার্হ হতে চাই।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:১৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়া কাম্য।
আপনার মঙ্গল হোক।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ফি অামানিল্লাহ।

অাপনিও দোয়া করবেন অামার জন্য।

অাপনার জন্যেও অনেক অনেক শুভকামনা।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২১

হেলাল ইবনে ইসহাক বলেছেন: ভালো লেগেছে, শুভ কামনা কবি।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ইসহাক ভাই ভালোলেগেছে জেনে ভালোলাগলো।


পাশে থাকার জন্য এবং পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কৃতজ্ঞতা।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: বড় ভাই অাপনি অামার মুরব্বী এভাবে বললে একটু কেমন হয়ে যায়না।

অামি অাপনার ছোট ভাই। কৃতজ্ঞতা নয় দো'য়া করবেন।

ধন্যবাদ ভাই।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সফল করবেন। আমিন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামিন

৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

তানজিয়া হাসান বলেছেন: অসাধারন লিখেছেন,,,,

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ তানজিয়া অাহসান।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: সব মিলিয়ে মোটামুটি।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: বিশেষ কোন পরামর্শ থাকলে দিলে উপকৃত হতাম।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩

খায়রুল আহসান বলেছেন: এসব কিছু বুঝো
স্রষ্টাকে অাজ খোজ
সবই যে তার সৃষ্টি
- ভাল বলেছেন।
বৃষ্টি স্রষ্টার এক অপার করুণা হয়ে এ ধরায় নেমে আসে।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা নিরন্তর

৯| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দিনের পরে রাত্রি
জীবন শেষে মৃত্যু
মিছে ভালোবাসি।

বেশ অর্থবহ! দারুণ লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ সাইফুল্লাহ শামীম ভাই।

শুভেচ্ছা জানবেন।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ! দারুনতো!

ভাললাগা একরাশ :)

++++

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ কবি।

ভাল থাকবেন এই কামনা করি।

১১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ধ্রুবক অালো।

ভালোবাসায় সিক্তো হলাম।

শুভেচ্ছা জানবেন।
পাশে থেকে ভুলগুলাে দেখিয়েদিবেন, এই কামনা করি।

১২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৫

ইন্দ্রনীলা বলেছেন: এখনাে বৃষ্টি হচ্ছে না।

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন: কোথাই?

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সবজায়গাতো অার এক না

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:
বৃষ্টি নিয়ে অসাধারণ কবিতা +++++

২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবির ভাই।
পাঠ করেছেন জেনে ভালোলাগলো।

শুভেচ্ছা জানবেন। পরামর্শ দিবেন।

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: আহ্বান সুন্দর । ভাল লেগেছে ।

২৮ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা নিরন্তর

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝতেই হবে হয়, আগে না হয় পরে সবাই বুঝে সবকিছুর মালিক একজন আছেন। তিনি সব দেখছেন, সবসময়।

ভালো বলেছেন কবিতায়, ভালো লাগলো পড়ে।
শুভকামনা রইল ভাই।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।
অামার ব্লগ বাড়িতে এসে ধন্য করেছেন।

শুভেচ্ছা নিরন্তর।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৬

সিনবাদ জাহাজি বলেছেন: কবিতা ভালো লেগেছে।

+++

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো।

সিন্দাবাদ জাহাজি শুভেচ্ছা জানবেন।

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা । খুব ভাল লাগল বাবু ভাই।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা নিরন্তর

১৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে প্রিয় কবি।

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

ভালোগলো অাপনার কথাটা। অাপনার জন্য অনেক অনেক শুভকামনা।

১৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:

"দিনের পরে রাত্রি
জীবন শেষে মৃত্যু
মিছে ভালোবাসি। "

-আজরাইলের প্রচার সম্পাদক?

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

হা হা হা :D :D :D

যতোই পালিয়ে বেড়ান মৃত্যু অাসবেই। অতো ভয় পাওয়ার কি অাছে।

২০| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩০

বিলিয়ার রহমান বলেছেন: সামিউল ইসলাম বাবু


আমি চাইলেই ভালো হয়েছে বলে যেতে পারতাম!!! তবুও বলছিনা কারন আমি বিশ্বাস করি চেষ্টা করলে আপনি আরো ভালো লিখতে পারবেন!!

আজকের লেখা অ্যাভারেজ!:)

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার পরামর্শ প্রত্যাশা করছি।
অাশা করি বিষয়টি দেখবেন।

২১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.