নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

হিসাবের খাতাই বন্দি সবাই

০২ রা মে, ২০১৭ দুপুর ১২:৫০


অামরা কি কখনো ভেবে দেখেছি? অামরা কি করছি। অার কি হচ্ছে।

অাসলে অামরা যা করছি। যেমনঃ ফেসবুক, ব্লগ, সাহিত্য কবিতা, গল্পো, সিনেমা নাটক এমনকি মোবাইলের কথা। কোথাও না কোথাও তা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে।

অার এসব কাজের ফলে, এর একটি প্রভাব অামাদের সমাজ ও ব্যক্তিগত বা পারিবারিক জীবনে পড়ছে।

কাজ যায় হোক তার একটা প্রভাব পড়ছে। ভালো অথবা মন্দো। অামরা ফেসবুক বা ব্লগে যা করছি, তার প্রভাব কিন্তু থেকে যচ্ছে। ভালো বা মন্দো।

যারা শিক্ষিত তারাই জ্ঞানী। যারা জ্ঞানী তারাই সুচিন্তুক বা সুবিবেচক।

তাই জ্ঞানী সমাজের উচিৎ অামরা যা করি তা দ্বারা যেনো সমাজ জীবনে বা ব্যক্তি জীবনে মানুষের উপকারে অাসে। হোকনা তা গান,কবিতা, সিনেমা নাটক, ফেসবুকের পোষ্ট বা কথা বলা।

অামাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সেই অনুযায়ী যেনো চলতে পারি সেই কামনায়। অাজ এ পর্যন্তয়ই...

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৭ দুপুর ১:২৫

মহিউদ্দিন হায়দার বলেছেন: আমাদের ভাবনাগুলু চারপাশের পরিবেশ দ্বারাই প্রভাবিত। চিন্তা ভাবনাকে পজেটিব করার জন্য পরিবেশের পরিবর্তন জরুরী। তবেই মানুষ মানুষ কে নিয়ে ভাববে, চিন্তা করবে। ধন্যবাদ।

০৭ ই মে, ২০১৭ দুপুর ১:১১

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

২| ০২ রা মে, ২০১৭ বিকাল ৪:১৯

শাহরিয়ার কবীর বলেছেন:
যারা শিক্ষিত তারাই জ্ঞানী। যারা জ্ঞানী তারাই সুচিন্তুক বা সুবিবেচক।


তাহলে, চুরি করে কারা !!!! B-)

০৭ ই মে, ২০১৭ দুপুর ১:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ ভাই।

চোরের কাজ চোরে করে।

চোর চোরই, শিক্ষিত বা মূর্খ যাই হোক। একটা একই।

শুভকামনা।

৩| ০২ রা মে, ২০১৭ রাত ৯:২৪

সুমন কর বলেছেন: আরো একটু গুছিয়ে লেখার দরকার ছিল।

০৭ ই মে, ২০১৭ দুপুর ১:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় সুমন কর।

অাসলে মাথা অাসা মাত্রই লিখতে শুরু করেছিতো তাই।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: পোষ্টের কথা গুলো খুব ভালো লাগলো +

০৭ ই মে, ২০১৭ দুপুর ১:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধ্রুবক অালো পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৫| ০২ রা মে, ২০১৭ রাত ১১:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পোষ্টের কথাগুলো অনেক সুন্দর। দূরদর্শিতার প্রকাশ। ভালো চিন্তা।

শুভকামনা রইল আপনার জন্য।

০৭ ই মে, ২০১৭ দুপুর ১:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।

শুভকামনা জানবেন।

৬| ০৬ ই মে, ২০১৭ সকাল ৮:১১

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর পোস্ট
সুন্দর শিরোনাম

০৭ ই মে, ২০১৭ দুপুর ১:১৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সিনবাদ পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.