নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
মধু মাসে অামার গাঁয়ে
রইলো অামন্ত্রণ ।
সব বন্ধুদের এমন দিনে
ঘটুক অাগমন।
নানান রকম ফল ফলাদি
কেড়ে নিলো ঘুম।
অাম কুঁড়ানো অার খাওয়াতে
পড়ে গেছে ধুম।
মিষ্টি মধুর অামের মুখে
এঁকে দিলাম চুম।
অামের সময় অাম খেয়ে অাজ
বেজায় এলো ঘুম।
মধু মাসে মধুর লগ্নে
রইলো নিমন্ত্রণ।
অাজ এখনই করছি বন্ধু
তোমায় অামন্ত্রণ।
ছবিঃ ইন্টারনেট।
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:২৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলাগলো।
দুরে থেকেও কাছে থাকার প্রয়াস।
শুভকামনা জানবেন।
২| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:২১
সত্যের ছায়া বলেছেন: আমন্ত্রণ গ্রহণ করলাম বাট যাইতে পারবনা।
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:২৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালোলাগলো অাপনার মন্তব্যটা ভাইয়া।
ভালো থাকবেন সবসময় এই কামনা করছি।
৩| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬
মোস্তফা সোহেল বলেছেন: আমের ছবি দেখে তো লোভ লাগে বাবু ভাই।
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা
চলে অাসেন তবে
৪| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:৩৭
ধ্রুবক আলো বলেছেন: ঠিক আছে নিমন্ত্রণ গ্রহণ করলাম
০৭ ই মে, ২০১৭ দুপুর ১:৪০
সামিউল ইসলাম বাবু বলেছেন: শুকরিয়া ভাই।
ভালোলাগলো।
ভালো থাকবেন এই কামনা রইলো।
৫| ০৭ ই মে, ২০১৭ দুপুর ২:১৯
শাহরিয়ার কবীর বলেছেন:
কবে কোথায়, আসবো বলেন !!
লেখা সুন্দর হয়েছে +
০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
বলেতো দিয়েছি হৃদয়ের কথা,
জায়গার কথাও বলে দিয়েছি ভাই।
ধন্যবাদা, শুভেচ্ছা নিরন্তর ।
৬| ০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
আচ্ছা যাবো ................
ভালো থাকুন।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অালহামদুলিল্লাহ
৭| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:০৬
সেলিম আনোয়ার বলেছেন: নিমন্ত্রন পেয়ে বেশ ভাল লাগছে । আম আমার অতি প্রিয় ফল ।
০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ০৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমের নিমন্ত্রন পেয়ে খুশি হলাম।
১৩ ই মে, ২০১৭ ভোর ৫:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন:
খুশি হয়েছেন জেনে ভালোলাগলো।
ভাই, অনেক দিন অামার ব্লগ বাড়িতে অাপনার পদধুলি করনে নাই।
জাতি জানতে চাই।
অনেক অনেক শুভকামনা জানবেন।
৯| ০৭ ই মে, ২০১৭ রাত ৮:৪৭
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৩ ই মে, ২০১৭ ভোর ৫:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলেগেছে জেনে ভালোলাগলো কবি।
শুভেচ্ছা নিরন্তর।
১০| ১১ ই মে, ২০১৭ সকাল ৮:৪১
সিনবাদ জাহাজি বলেছেন:
আজকাল কেউ আর তেমন নিমন্ত্রন জানায় না।
নিমন্ত্রন পেয়ে অনেক ভালো লাগল
১৩ ই মে, ২০১৭ ভোর ৫:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: এইতো অামি নিমন্ত্রণ জানায়ে দিলাম ভাই সিন্দাবাদ।
অাসলে এখন মানুষ বেশি যান্ত্রিক হয়েগেছে।
কমে গেছে ভালোবাসা, স্নেহের বন্ধন।
শুভেচ্ছা জানবেন।
১১| ১১ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৯
হাফিজ রাহমান বলেছেন: বাবু ভাই ! আম্র ফলের যে রসালো ছবি দিয়েছেন তাতে লোভ সংবরণ করা বড় মুশকিল হয়ে যাবে। আর খোলামেলা কাব্য নিমন্ত্রণ তো আছেই। এমনি ছাই তার উপর বাতাস- যাকে বলে ! কখন যে আপনার গায়ে গিয়ে উঠবো তা কিন্তু বলতে পারছি না। তখন কিন্তু রাগ করতে পারবেন না ! ভাই ! অসংখ্য ধন্যবাদ সুন্দর কবিতা ও সুন্দর পিকচারের জন্য। ভাল থাকুন।
১৩ ই মে, ২০১৭ ভোর ৬:০২
সামিউল ইসলাম বাবু বলেছেন: এমনি ছাই তার উপর বাতাস
হা হা হা...
সুন্দর মন্তব্যে প্রিত হলাম।
ভাই, গরীব হলেও মনটা ভালো অাছে।
অবশ্যয়, যখন তখন চলে অাসবেন।
শুভেচ্ছা জানবেন।
১২| ১৩ ই মে, ২০১৭ ভোর ৫:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: এমনি ছাই তার উপর বাতাস
হা হা হা...
সুন্দর মন্তব্যে প্রিত হলাম।
ভাই, গরীব হলেও মনটা ভালো অাছে।
অবশ্যয়, যখন তখন চলে অাসবেন।
শুভেচ্ছা জানবেন।
১৩| ১৪ ই মে, ২০১৭ দুপুর ১২:১২
বিলিয়ার রহমান বলেছেন: মধু মাসে নিমন্ত্রণ!!!
সারা না দিয়ে কি উপায় আছে!!!
সুন্দর হয়েছে!
২১ শে মে, ২০১৭ ভোর ৫:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: স্বাগতম বিলিয়ার ভাই।
ভালোলাগলো।
শুভকামনা জানবেন।
১৪| ১৬ ই মে, ২০১৭ রাত ১২:২১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লাগল।
১৫| ১৭ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরীর চাকুরী (পর্ব-২) পোষ্ট করেছি যদি পড়েন। দুঃখিত, আমার লেখা প্রথম পাতায় যায়না বলে দাওয়াত দিতে হলো।
২০ শে মে, ২০১৭ রাত ১০:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ওকে ভাই।
সমস্যা নাই। মাঝে একটু ব্যস্ত ছিলামতো।
শুভকামনা জানবেন
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৭ দুপুর ১:১৬
ওমেরা বলেছেন: আমন্ত্রণ গ্রহন করলাম ভাইয়া ।