নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
অামি অসহায় তাই অাঁকি ছবি।
অন্যায় জুলুম অার অনাচার।
দুর্বল সমাজ মাঝে লিখি তাই।
অাঁড় চোঁখে দেখি শুধু চুপিচুপি।
দীর্ঘশ্বাস ফেলি অামি বহুরুপি।
প্রভুর কাছে প্রার্থনা যে সদায়।
প্রতিবাদী হাতিয়ার রঙতুলি।
গোপনে মনের কোনে ছবি তুলি।
২৫ শে মে, ২০১৭ রাত ১০:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলে মনের কোনে ছবি না অাঁকলে কবিতা লিখা যায়না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
হাতেম গাজী বলেছেন: দীর্ঘশ্বাস ফেলি অামি বহুরুপি।
প্রভুর কাছে প্রার্থনা যে সদায়।
২৫ শে মে, ২০১৭ রাত ১০:৪০
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভকামনা নিরন্তর।
৩| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৫৪
ধ্রুবক আলো বলেছেন: দারুন কবিতা ++
এঁকে যান লিখে যান ।
২৫ শে মে, ২০১৭ রাত ১০:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ কবি।
ভালোলেগেছে জেনে ভালো লাগলো।
শুভকামনা নিরন্তর।
৪| ২৬ শে মে, ২০১৭ রাত ১:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ কবিতা গড়েছেন ভাই।
ভালো লাগলো +++++
২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।
অনেক অনেক শুভেচ্ছা জানবেন ভাই।
অাপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
৫| ২৬ শে মে, ২০১৭ ভোর ৬:৪১
সাদা মনের মানুষ বলেছেন: মনে ছবি আকেন আর ব্লগে কবি হয়ে যান, প্রতিবাদ দুর্বল হলেও প্রতিবাদ।
২৬ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
হা হা হা...
না ভাই, তেমন কিছু নয়। ভালোলাগে তাই একটু লেখি অারকি।
অাপনার সাথে অনেকদিন দেখা হয়না। কোথায় ছিলেন জানতে পারি???
৬| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:৩৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
২৬ শে মে, ২০১৭ রাত ৮:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।
শুভেচ্ছা জানবেন।
৭| ২৬ শে মে, ২০১৭ রাত ১১:৫৫
জুনিয়ার ব্লগার বলেছেন:
খুব সুন্দর লিখেছেন +
২৭ শে মে, ২০১৭ রাত ৯:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৫৩
নীলপরি বলেছেন: প্রতিবাদী হাতিয়ার রঙতুলি।
গোপনে মনের কোনে ছবি তুলি।
খুব ভালো লাগলো ।
০৩ রা জুন, ২০১৭ রাত ৯:২৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ নীলপরি।
অাপনার ভালোলেগেছে জেনে ভালোলাগলো।
শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০১
চাঁদগাজী বলেছেন:
ছবি আঁকেন, সেটাই ভালো; ৯ কোটী বাংগালী পড়তে জানে না, ছবি দেখলে বুঝে। ছবি দিয়ে কবিতা লেখা যায় না?