নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

রমজানের ভাবনা

২৭ শে মে, ২০১৭ রাত ৮:৪৮

কবিতাএ রমজানে অবহেলা করো না মন,
বাকি সময় চলবে এমন করো এ পন।
কোরানের এই মাসে কোরান পাঠ এবাদাত,
সকল কাজে অধিক সওয়াব অাছে সওগাত।
বেশি করে কোরঅান পড়ি অামরা সবাই,
সেই অালোককে জীবনটাকে এসো সাজাই।
ফজিলতের এই মাসেতে নতুন করে,
এবাদাত অার বন্দেগীতে সব পাপ ঝরে।
এমন সুযোগ সব সময়কি অার পাওয়া যায়,
পাপি তাপি চলো তবে এক সুরে গায়।
প্রভুর কাছে এ রমজানে অাজ ফরিয়াদ,
ওগো প্রভু তোমার যেনো পাই মাগফিরাত।

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:০২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ।

২৭ শে মে, ২০১৭ রাত ৯:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:১৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন-আমিন।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাল্লাহ অাপনাকেও মঙ্গল দান করুন, শ্রদ্ধেয়।

অনেক শুভকামনা জানবেন।

৩| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:২০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
প্রতিউত্তরে ধন্যবাদ ।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকে স্বাগতম ভাই।

৪| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনুক সুন্দর হয়েছে।

মাহে রমজান এঁর শুভেচ্ছা রইল।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

০৪ ঠা এপ্রিল, ২০২২ সকাল ৯:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: নয়ন ভাই এভাবে বিদায় নিবেন, বুঝতে পারিনি।

আল্লাহ তায়ালা ওনার ওপর রহমত করুন। সমস্ত ভুল মাফ করে দিন। আমিন।

৫| ২৭ শে মে, ২০১৭ রাত ৯:৪৮

ধ্রুবক আলো বলেছেন: রমাদান মুবারাক।
দ্বিতীয় লাইন খানি +++

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

৬| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:০০

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

শুভেচ্ছা নিরন্তর দাদা।

৭| ২৭ শে মে, ২০১৭ রাত ১০:২৭

হাতেম গাজী বলেছেন: +++

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ হাতেম গাজী।

অনেক শুভেচ্ছা রইলো।

৮| ২৮ শে মে, ২০১৭ সকাল ৯:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন+++

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:

৯| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯

মোস্তফা সোহেল বলেছেন: পবিত্র রমজানের মহাত্ব উপলবদ্ধি করে আমরা যেন ভাল হয়ে চলতে পারি আমিন।

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামিন।


ধন্যবাদ জানবেন ভাইয়া।

১০| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৫১

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনার পদধুলির জন্য ধন্যবাদ অাপুনি।

রমজানের শুভেচ্ছা জানবেন।

১১| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: প্রভুর কাছে এ রমজানে অাজ ফরিয়াদ,
ওগো প্রভু তোমার যেনো পাই মাগফিরাত।
আমিন

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামিন।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন কবি।

১২| ২৮ শে মে, ২০১৭ দুপুর ১:২৫

ওমেরা বলেছেন: এই রমাদানে ঈমান ও এহতেসাবের সাথে সিয়াম সাধনা করে আমরা যেন রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পরি। হে রব! তুমি আমাদের সেই তাওফিক দাও।আমীন

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামিন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৩| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: এ তো দেখছি রমজানের রঙিন পোস্ট!!

রমজানুল মোবারক।

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: হা হা হা ...


তেমনই অারকি একটু প্রয়াস।

অাপনার সাথে অনেক দিন সাক্ষাত হয়না কেনো?

অাপনি কি খোজ নেওয়া বাদ দিয়ে দিয়েছেন অামাকে?

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন:

১৪| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:২১

মোঃ মুসা ইসলাম বলেছেন: রমজানের
শুভেচ্ছা

২৯ শে মে, ২০১৭ রাত ১:১২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও রমজানের শুভেচ্ছা মুসা ভাই।

ধন্যবাদ ভাই।

১৫| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মহান আল্লাহ রাব্বুল আ’লামীন আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করুন।

মাহে রমজানের শুভেচ্ছা রইল।

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৫৪

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অামিন।

অাপনাকেও শুভেচ্ছা কবি।

ভালোথাকবেন।

১৬| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

উম্মে সায়মা বলেছেন: মাহে রমজানের শুভেচ্ছা বাবু ভাই।

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপু অাপনাকেও শুভেচ্ছা।

১৭| ২৮ শে মে, ২০১৭ রাত ৯:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

রমজান নিয়ে চমৎকার কবিতা।

২৮ শে মে, ২০১৭ রাত ৯:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ কবি।

অাপনাকেও মাহে রমজানের শুভেচ্ছা ও দোয়া

১৮| ৩০ শে মে, ২০১৭ বিকাল ৩:২৪

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো।
শুভকামনা।

৩০ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ কবি।

শুভেচ্ছা জানবেন।

১৯| ২৮ শে জুন, ২০১৭ বিকাল ৪:০৬

মক্ষীরাজা বলেছেন: ভাইয়ুমণিতা!!!!!!!!!

বাহ!!!!!!!!

মুগ্ধ মুগ্ধ মুগ্ধ!!!!!!!!

ঠিক পরীর দেশের রাজণ্যদের লেখা !!!!!!!!

উলে জাদুরে। উম্মা :>

২১ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫৮

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২০| ২২ শে মার্চ, ২০২২ সকাল ৮:১০

সামিউল ইসলাম বাবু বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.