নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
একটি বছর হারিয়েগেলো ব্লগ জীবনে। পেয়েছি অনেক তবে তেমন কিছুই দিতে পারিনি।
অনেক ধন্যবাদ সামু মডু টিমকে। কারণ সামু না থাকলে হয়তো এতো বড় একটা পরিবার পেতামনা। পেতামনা অনেক জ্ঞানী মানুষের সহচার্জ ও পরামর্শ।
প্রথমে সামুতে এসেছিলাম অনেকটা অপ্রত্যাশিত ভাবে। জানতাম সামহোয়্যার ইন ব্লগ নামে একটা ব্লগ অাছে। কিন্তু কিভাবে লগইন করতে হয় লেখার নিয়মই বা কি? কিছুই জানতাম না। একটু চেষ্টা করারার পর নিবন্ধন করলাম।তারপর দেখি প্রথম পাতায় স্থান পাওয়ার জন্য ৩দিন অপেক্ষা করা লাগবে। ঘুম কি অাসে। কবে হবে সেই ৩দিন। তার প্রতিক্ষায় থাকা। তারপর দেখি অবশেষে প্রথম পাতায় লেখা এলো। যাক, সে এক অন্যরকম অনুভুতি। ব্লগে অামার প্রথম পদচারনা ছিলো অসচেতন ভাবে। বিগত ১বছরে অনেক কিছু শিখা হলো। জানা হলো নতুন অনেক নিয়োম।
এক কথায় বেশ উপভোগ করেছি। পেয়েছি অনেক প্রিয় মানুষকে।
যে সকল কবি, সাহিত্যিক, ব্লগার, কলামিস্ট মন্তব্য করে, পরামর্শ দিয়ে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি রইলো অাআন্তরিক কৃতজ্ঞতা।
সকলের জন্য অনেক অনেক অান্তরিক শুভেচ্ছা ও দোয়া কামনা করছি।
২য় বর্ষ পূর্তি ব্লগে ৫ বছর
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যস্ততার কারণে রিপ্লাই করতে পারিনাই।
অাপু অাপনি অামার ব্লগে এসেছেন তাই খুব ভালোলাগলো। অনেক খুশি হয়েছি।
অাপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
ইচ্ছে ছিলো সকল প্রিয় ব্লগারদের নাম উল্লেখ করবো পোষ্টে। কিন্তু একটা বিবাহের অনুষ্ঠানে ও কাজে ব্যস্ত ধাকার কারণে ব্লগে সময় দিতে পারিনি।
অান্তরিক ভালোবাসা জানবেন সকলে।
২| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ১ বছর পুর্তি, এসো করি ফুর্তি................এগিয়ে যান, আছি সাথে।
২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যস্ততার কারণে রিপ্লাই করতে পারিনাই এজন্য দুঃখ প্রকাশ করছি।
ভাইয়া অাপনি অামার ব্লগে এসেছেন তাই খুব ভালোলাগলো।
জি একটু ফুর্তি করা দরকার কিভাবে করা যায়???
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:২৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।শুভেচ্ছা নিরন্তর।
৩| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৩
ধ্রুবক আলো বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করবেন। সাথেই থাকুন। ব্লগিং চলুক অবিরত...
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা গ্রহণ করলাম।
ভালো থাকবেন এই কামনা করি।
সাথেই থাকুন।
৪| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন ভাই,
থেকে যান সামুতে অনন্তকাল, এমনি প্রিয় হয়ে।
শুভকামনা আপনার জন্য সবসময়।
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৩৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয় ভাই অাপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগলো। অান্তরিকতার সাথে শুভেচ্ছা গ্রহণ করলাম।
শুভকামনা জানবেন।
৫| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন সামিউল ইসলাম বাবু
এগিয়ে যান দৃপ্তপদে এক দশ করে শতকের পথে
শুভেচ্ছা অনন্ত....
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও অভিন্দন ভাইয়া।
সাথেই থাকুন। ভালো থাকুন।
৬| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭
ওমেরা বলেছেন: বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া ।
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৪৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: অামার ব্লগ বাড়িতে এসেছেন অনেক ভালো লাগলো।
৭| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
মানুষের জীবন নিয়ে লিখুন।
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনুপ্রাণিত হলাম।
সাথে থাকার জন্য ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৮| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিনন্দন,
আগামী দিনের পথচলা শুভ হউক।
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৬:১৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও অভিনন্দন।
অামার ব্লগে এসেছেন এ জন্য অনেক খুশি হয়েছি।
শুভকামনা জানবেন।
৯| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২১
ইউনিয়ন বলেছেন: লিখে চলুন অবিরত।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যস্ততার কারণে রিপ্লাই করতে পারিনাই এজন্য দুঃখ প্রকাশ করছি।
ভাইয়া অাপনি অামার ব্লগে এসেছেন তাই খুব ভালোলাগলো।
সাথে অাছেন এবং থাকবেন এই কামনা করছি।
অনেক শুভেকামনা জানবেন।
অামার জন্য দোয়া করবেন।
১০| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা রইলো ।
ব্লগ লিখতে থাকুন .....
শুভ কামনা রইলো ।
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনিও শুভেচ্ছা জানবেন।
অামার ব্লগে এসেছেন অনেক ভালো লাগলো।
শুভকামনা জানবেন।
১১| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১২
আমি চির-দুরন্ত বলেছেন: শুভকামনা রইল। সবসময় সামুর সাথেই থাকুন।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: ব্যস্ততার কারণে রিপ্লাই করতে পারিনাই এজন্য দুঃখ প্রকাশ করছি।
সামুর সাথেইতো অাছি।
অাপনিও সাথে অাছেন এবং থাকবেন এই কামনা করছি।
অনেক শুভেকামনা জানবেন।
অামার জন্য দোয়া করবেন।
১২| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪১
নীলপরি বলেছেন: অনেক শুভকামনা রইলো ।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: নীলপরি অাপনাকেও অনেক অনেক শুভেকামনা।
ভালো থাকুন সাথেই থাকুন।
১৩| ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৭
সনেট কবি বলেছেন: অভিনন্দন সামিউল ইসলাম বাবু
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: কবি অাপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৪| ২১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৬
ব্লগ মাস্টার বলেছেন: বর্ষপুর্তির অভিনন্দন এবং শুভেচ্ছা ।
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন:
ভালো থাকবেন ভাইয়া।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৫| ২১ শে জুলাই, ২০১৭ রাত ৮:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বর্ষপুর্তির জন্য অান্তরিক শুভেচ্ছা ও দোয়া।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
১৬| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৪
সুমন কর বলেছেন: প্রথম বর্ষপূর্তি জন্য শুভেচ্ছা রইলো।
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: দাদা অাপনার উপস্থিতি অামাকে অনুপ্রাণিত করে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা জানবেন।
১৭| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:১৬
পবন সরকার বলেছেন: অভিনন্দন
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
১৮| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৩৮
এপিস বলেছেন: অভিনন্দন
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ।
১৯| ২১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪৩
আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু ,
বর্ষপুর্তির অভিনন্দন নিন।
একটি বছর যেন গড়িয়ে যায় শত বছরের পানে .....................
২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৬:০৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: অভিনন্দন গ্রহণ করলাম।
ভালোলাগলো।
শুভেচ্ছা নিরন্তর।
২০| ২২ শে জুলাই, ২০১৭ রাত ১২:১০
সচেতনহ্যাপী বলেছেন: অভিনন্দদ, বর্ষপুর্তির।। এমনি করেই আরো অনেক, অনেক বর্ষ পূরন হোক, এই কামনায়।।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন: ধন্যবাদ
ভালোবাসায় সিক্তো হলাম।
শুভেচ্ছা নিরন্তর।
২১| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৮
জনতার আদালত বলেছেন: বর্ষপুর্তির শুভেচ্ছা ।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন সব সময়।
শুভকামনা জানবেন
২২| ২২ শে জুলাই, ২০১৭ ভোর ৪:৫১
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: শুভকামনা রইল। সবসময় সামুর সাথেই থাকুন।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
শুভকামনা জানবেন
২৩| ২২ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৩৬
বাঁকখালির বাঁকে বলেছেন: শুভেচ্ছা.............
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: অাপনাকেও শুভেচ্ছা।
ভালো থাকুন সাথেই থাকুন।
২৪| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সনেট কবি বলেছেন:
সামিউল ইসলাম বাবু
মনে জাগে কত কথা দিতে তারে ভাষা
রাত দির এক করে ভাবে এক কবি
সামিউল ইসলাম বাবু মহাশয়
কবিতার আলয়েতে তিনি দীপ্তিমাণ।
মানবের যন্ত্রণায় কাঁদে কবি মন
ভারাক্রান্ত হৃদয়েতে ঘুরে চতুর্দিক
অনাচার দেখে পদ্যে করে প্রতিবাদ
প্রকৃতির রূপ কভু বর্ণে বিস্তারিত।
কবি মনে খেলা করে কত ভাবনার
ফুল দল রাশি রশি, হাসি প্রেমিকার
সে সবের ইয়ত্তা কি আছে কোন কালে?
আমাদের এ কবিও থাকে বিলক্ষণ
সুন্দরের নিরীক্ষণে নিজ ভাবনায়
অন্তরের অলিগলি সদা কায়মনে।
২৪ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০২
সামিউল ইসলাম বাবু বলেছেন: কবি অাপনি অামার জন্য সনেট লিখেছেন অনেক ভালো লেগেছে।
অাসলে কি বলবো বুঝতে পারছিনা।
তবে এতটুকু বলতে পারি, অামি একটা অযোগ্য ।
সাথে থাকার জন্য মন্তব্য লেখার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর।
অান্তরিক দোয়া রইলো।
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫১
জুন বলেছেন: বর্ষপুর্তির জন্য অান্তরিক শুভেচ্ছা ও দোয়া আপনার জন্যও সামিউল ইসলাম বাবু ।