নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

কোন পথে চলেছো পথিক!!!

৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৩

একটা কবিতার লাইন মনে পড়েগেলো

কি সুখে ঘুমাও তুমি
কেটে যায় দিন,
খাতায় রয়েছে জমা
কত শত ঋণ।



১) অাজ পত্রিকার হেডলাইন দেখার জন্য অনলাইন পত্রিকা পোর্টালে ঢুকলাম। ইচ্ছে ছিলো খেলার হেড লাইন কোন পত্রিকায় কেমন দেখবো। কিন্তু দেখলাম অন্য কিছু...

বাসের ৫ ড্রাইভার হেলপার মিলে ধর্ষণ করেছে। পত্রিকার নিউজটা হয়েছে অসহায় মতো।

২) কেনো জানি ইদানিং ধর্ষণের নিউজ ছাড়া পত্রিকায় সোভাপায়না!
বিশেষ করে অনলাইন নিউজ পোর্টালগুলো সুন্দরভাবে ধর্ষণের নিউজ গুলো প্রচার করছে। UC ব্রাউজার যদি সেটে থাকে তবে ধর্ষণের নিউজ পড়াই লাগবে। কেনো পড়বেন না বারবার অাসবে।

যাহোক যেকোন সমস্যা সমাধানে প্রয়োজন অাইনের যথাযথ প্রয়োগ।বাংলাদেশে কেও যদি কোন সরকারি দলের কর্মী হয় তবে তো অার কোন কথাই নেই।
যথাযথো অাইনের প্রয়োগ না থাকলে অামি অথবা অাপনি এমনকি যারা অাজকে এসব অনৈতিক ককাজকে প্রশ্রয় দিচ্ছেন তারাো একসময় বিপদে পড়বেন না তার কি নিশ্চয়তা অাছে!

এটাই কি অামাদের স্বাধীনতার সুফল! যারা ঘরে বসে এখন প্রতিদিনই পত্রিকায় পাচ্ছি!

৩)অামরা অার কোন অপরাধ দেখতে চাইনা। অপরাধী যেই হোক দৃষ্টান্ত মূলক শাস্তি চাই


৪)অামাদের পুলিশ বাহিনী কতটা সিনসিয়ার এই ছবি দেখলেই বোঝা যায়। সুযোগ পেলে এরা দেশকে অবশ্যই সাইজ করে রাখতে পারে...

দরকার সুযোগ...




সুন্দর ও সুস্থ সমাজ ও রাষ্ট্র সকলেরই কাম্য। কিছু অপরাধী সেটা নষ্ট করেছে প্রতিনিয়ত।

অপরাধী যদি প্রভাবশালী হয় তবে অাইন ঘুমিয়ে যায়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঈদ মোবারক।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

ঈদ মোবারক অাপনকেও

২| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

ব্লগ মাস্টার বলেছেন: ভালো এবং সত্য কথা বলছেন ঈদমুবারক।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

অনুপ্রাণিত হলাম ভাই

ঈদ মোবারক।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০

এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামার ব্লগবাড়িতে স্বাগতম।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

ঈদ মোবারক।

৪| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর ও সুস্থ সমাজ ও রাষ্ট্র সকলেরই কাম্য।

সুন্দর রাষ্ট্র বোধহয় আমি মরার আগে দেখতে পারবো না!!

ঈদের শুভেচ্ছা রইলো।

৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ

ঈদ মোবারক।

অামারও তেমনই মনে হয়। কোন অাশার অালো নেই।

তবুও অাশা করি একটু।

ঈদ মোবারক।

৫| ৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সুমন কর বলেছেন: বাংলাদেশে ধর্ষণ অনেক বেড়ে গেছে........ X(( X(

৩১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অাসলে অনেক খারাপ লাগে।
এজন্য অাইনের দুর্বলতাকেই মুল বিষয় বলে মনে হয়।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.