নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

পুরাতন বাংলাদেশকে দেখছি যেনো...!!!

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩



এটা কেমন খেলা হচ্ছে।।
এ যেনো সেই অাগের অাত্মবিশ্বাসহীন বাংলাদেশ ক্রিকেট দল।

দেখা যাক শেষ পর্যন্ত কতদূর গড়াই...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: :( :(( :-/ X((

কয় ট্যাকা খাইছে কে জানে????
X(

২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন:

সবখেলাই জুয়া খেলামতো। সঠিক হতেও পারে অাপনার ধারণটা।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: খুবই দু:খজনক, আগের বাংলাদেশকে দেখতে চাই না

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: এই জন্য বাংলাদেশ না জেতা পর্যন্ত আমি খেলাই দেখি না।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই কষ্ট দিল আজ!!
তবুও আমি বাংলাদেশ, জিতবে হয় তো আগামীকাল।

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: মন টাই খারাপ হয়ে গেল।

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩২

সামিউল ইসলাম বাবু বলেছেন: কিছু বলার নেই

বাংলাদেশ বাজে খেললে অনেকেই অাপনার মতো হয়ে পড়ে।

অামিও...

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

হাঙ্গামা বলেছেন: একটা ম্যাচ জিতলে আমরা যে রি-একশান দেখাই তার বিপরীতে উপরওয়ালা তার নিজের রি-একশান দেখাইছে।
অত অহমিকা ভালো না। আন্তর্জাতিক ক্রিকেটে কয় পার্সেন্ট ম্যাচ জিতসি আমরা।
একটা ম্যাচ জিতলে আমাদের পত্রিকা আর মুখের ভাষা হয় দেখার মত, যেন আর কোনদিন আমরা হারবো না।

৩০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন।

কিছু অার বলছি না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.