নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
মন্ত্রী মহোদয় যেখানে সভাপতি, সেখানে বিভিন্ন ধরনের ক্যালমা থাকতেই পারে।
অনেক সুন্দর হচ্ছে। চালিয়ে যান মশাই
আর, আন্দোলন না করতে পারলে কিন্তু দাবি মানা হবেনা..।
২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
ফেনা বলেছেন: ডি এন এ চেক করা দরকার।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫
বিজন রয় বলেছেন: কি খবর বাবু? কেমন আছেন?
২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: ১৪/১৫ কি,মি, হাটার পর যদি বলা হয় কেমন আছেন? কি উত্তর দেওয়া যায়!
যাহোক সমস্যা নাই, আনন্দে আছি। সবাই গল্পে গল্পে সময় পার করছি।
আর, সবমিলায়ে একটু ব্যস্ততার মধ্যে আছি ...
৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬
রাজীব নুর বলেছেন: এই কাজ যারা করেছে তাদের শাস্তি হুয়া উচিত।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭
পদ্মপুকুর বলেছেন: কি করবেন আর বলেন, আজকের ব্লগে ম্যাক্সিমাম পোস্টেই এই বিষয়ের বিপক্ষে। কিন্তু কি লাভ তাতে? দায়িত্বশীলরাই যখন রাবণ হিসেেবে দাড়িয়ে যায়, তখন কে কি করবে?
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের কুয়ার এবাবেই নিজে পড়ে!
নিজেদের নোংরা চেহারা কতদিন আর মুখোশের আড়ালে রাখা যায়!
বেরিয়ে পড়ছে স্বৈরাচারী সরকার আর তার মন্ত্রী, তার ষংগঠনের নোংরা কাল রুপ!
ছি:
পুলীশ বিরোধী দলে বিরুদ্ধে গায়েবী মামলা দিতে পারে- তথাকথিত আইন আর বিধানের দোহাই দিয়ে।
প্রকাশ্যে এম্বুলৈন্স আটকে শিশু হত্যার জন্য কোন মামলা হয়েছে কি???