নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

ধর্ম + ঘট : ফেবু গ্রাফি

২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১











মন্ত্রী মহোদয় যেখা‌নে সভাপতি, সেখানে বিভিন্ন ধরনের ক্যালমা থাকতেই পারে।

অনেক সুন্দর হচ্ছে। চালিয়ে যান মশাই

আর, আন্দোলন না করতে পারলে কিন্তু দাবি মানা হবেনা..।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজের কুয়ার এবাবেই নিজে পড়ে!

নিজেদের নোংরা চেহারা কতদিন আর মুখোশের আড়ালে রাখা যায়!
বেরিয়ে পড়ছে স্বৈরাচারী সরকার আর তার মন্ত্রী, তার ষংগঠনের নোংরা কাল রুপ!
ছি:

পুলীশ বিরোধী দলে বিরুদ্ধে গায়েবী মামলা দিতে পারে- তথাকথিত আইন আর বিধানের দোহাই দিয়ে।
প্রকাশ্যে এম্বুলৈন্স আটকে শিশু হত্যার জন্য কোন মামলা হয়েছে কি???

২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

ফেনা বলেছেন: ডি এন এ চেক করা দরকার।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

বিজন রয় বলেছেন: কি খবর বাবু? কেমন আছেন?

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ১৪/১৫ কি,মি, হাটার পর যদি বলা হয় কেমন আছেন? কি উত্তর দেওয়া যায়!

যাহোক সমস্যা নাই, আনন্দে আছি। সবাই গল্পে গল্পে সময় পার করছি।


আর, সবমিলায়ে একটু ব্যস্ততার মধ্যে আছি ...

৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: এই কাজ যারা করেছে তাদের শাস্তি হুয়া উচিত।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

পদ্মপুকুর বলেছেন: কি করবেন আর বলেন, আজকের ব্লগে ম্যাক্সিমাম পোস্টেই এই বিষয়ের বিপক্ষে। কিন্তু কি লাভ তাতে? দায়িত্বশীলরাই যখন রাবণ হিসেেবে দাড়িয়ে যায়, তখন কে কি করবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.