নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
এক স্বপ্নবাজ নেতা আনিসুল হক। কদিনেই আ লড়ন সৃষ্টি করেন। স্বপ্ন দেখান এবং দেখতে শেখান।
আজকের এই দিনে ৩০ নভেম্বর মেয়র আনিসুল হক পাড়ি জমান পরপারে।
সেদিন এক কাজে ছিলাম। তারপর আনিসুল হকের কবর দেখে আসলাম বনানী..
তোমার সাহসিকতা ও দক্ষতা মনেরাখবে জাতি।
২| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪
সমালোচক মন্তব্যকারী বলেছেন:
৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আনিসুল হক, আমাদের স্বপ্ন দেখান এবং আলোড়ন সৃষ্টি করেন।
........................................................... কেন তিনি চলে গেলেন, তাৎক্ষনিক কিছু
রহস্যময়তা সৃষ্টি হয়েছিল ।তার রূহের মাগফিরাত কামনা করছি ।
৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পরম শ্রদ্ধাভাজন একজন মানুষ।
৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
রাজীব নুর বলেছেন: বালক জানে না তো কতটা পথ গেলে, ফেরার পথ আর থাকে না কোনো কালে...
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
এস এম ইসমাঈল বলেছেন: মহান আল্লাহ্ পাকের দরবারে তার রূহের মাগফিরাতের ফরিয়াদ করছি।