নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মেয়র আনিসুল হক

০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩




আনিসুল হক কি আওয়ামি লিগ নেতা ছিলেন??? |-) |-) |-)
নাকি উনি Others party কোরতেন!!!

এমন একজন গুনি লেডার এর কোন কুল খানি হলোনা :( :( :(

চোখে দেখার মতো বেশ কিছু কাজ করলেন,কদিনেই আ লড়ন সৃষ্টি করলেন। স্বপ্ন দেখালেন পাড়ি জমালেন পরপারে।

সাহসিকতা ও দক্ষতার কারনে মনেরাখবে জাতি।

কিনতু আওয়ামি লিগ কি কিরলো

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৮

পদ্মপুকুর বলেছেন: অনেক আগে বইমেলার সময়ে ক্যাম্পাস এলাকায় একটা ব্যানার দেখেছিলাম 'যারা পুরুষ কিংবা নারী নয়, তাদের জন্য হ্যাঁ বলুন' এই রকমের। ঠিক একইভাবে, এ দেশে যারা আম্লীগ বা বিম্পি নয়, তাদের জন্য আলাদা করে হ্যাঁ বলতে হয়, না হলে তারা টিকে থাকতে পারেন না, বা টিকতে দেওয়া হয় না।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: সব কিছুর মধ্যে রাজনীতি আনবেন না।
একটা লোক মরে গেছে, তাকে নিয়ে ত্যানা প্যাচানোর কিছু নেই।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

সামিউল ইসলাম বাবু বলেছেন:
রাজনীতি মনে করলে রাজনীতি

আর রাজনীতি করে আমার লাভটাই বা কি?

বলতেই পারেন এক কতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.