নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
বিগত দিনের কিছু পোষ্ট
বাংলাদেশ ও তুলোনামুলক প্রতিবেশি দেশ
ইতিহাসের পাতায় স্বাধীন বাংলা
স্বাধীনতা বিক্রয়ের গল্পো
অাসুন সুন্দর দেশ গড়ি
স্বাধীনতা(কবিতা)
আমাদের মাঝে আবার এলো ১৬ ডিসেম্বর।
আমরা কে কি ভাবছি?
আমরা যারা চাকরিজীবি তারা একটু বিশ্রাম নিবো। অথবা পরিবার পরিজন নিয়ে ঘুরবো। আর আমার মতো যারা অলস তারা লেপ জড়িয়ে ঘুমাবো।
এখন আমরা ৪৭ বছর শেষ করে ৪৮ বছরে পা দিবো। এই দীর্ঘ সময়ে আমরা দেশের জন্য কি করতে পেরেছি। কি কি বাকি আছে। এটা আমাদের ভাবতে হবে। এবং সকলকেই দেশের জন্যে কাজ করতে হবে। এই চিন্তা যদি আমাদের মধ্যে না থাকে তবে এই শুধু শুধু দিবস পালনে কোন লাভ নেই। লাভ নেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে।
আমারা বিজয় দিবস পালন করছি আবার সরকারি চেয়ারে বসে ঘুষের টাকা ও নিচ্ছি। অথচ অনেকে আছে অনাহারে অর্ধহারে। কাঙ্খিত চাকুরি না পেয়ে অনেক মেধাবী বেছে নিচ্ছে আত্মহত্যার পথ।
আমরা যদি পরিবর্তন না হয় তবে এই আনুষ্ঠানিকতার কি প্রয়োজন। তাই আগে আমাদের দেশ প্রেম নৈতিকতা মানবতা এবং সততার শিক্ষা প্রয়োজন।
তাই আসুন আমরা এই বিজয় দিবসে নতুন করে দেশ প্রেমের শপথ নিই। তাহলেই স্বর্থক হবে ১৬ ডিসেম্বর।
*রক্ত দিয়ে কেনা আমার স্বাধীনতা
তবে কেন গোলামির শৃঙ্খলতা
স্বাধীন হয়েও সুখ পাখিটা পায়না খুঁজে
কষ্ট বুকে রইযে তবু মুখটা বুজে
স্বাধীনতার সুখ পাখিটা আসুক নেমে
অত্যাচারীর হাতটা আবার যাকনা থেমে
ফল ফসলে উঠুক ভরে এই বাংলা
এই দেশটা হয়ে যাক সোনার বাংলা
*আমাদের কাজগুলো ভালো করে দাও
ভুল থেকে আমাদের দুরে ঠেলে নাও
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
বিজয় দিবসের শুভেচ্ছা
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার। ধন্যবাদ।
১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ
বিজয় দিবসের শুভেচ্ছা
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২
মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাইয়া
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
৫| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।