নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
কোন পথে আজ চলেছ তুমি
আকাশ পথে না সমতল ভুমি
আগুন জ্বেলে যদি দাও চুমি
ছাই ভস্ম হবে অবশেষে ।।
মিথ্যায় করছো যে বড়াই
সুপার পাওয়ার কে তাড়াই
ঘুম চোখে বলো কে দাঁড়াই
তাসের ঘর ভাঙ্গে স্রোত হাসে।।
বন্ধুর পথে বলো কেমনে চলি
মুখ বাধা সবকথা কেমনে বলি
কবির বিবেক আজ গিয়েছে চলি
ক্লান্ত চোখে আজ স্বপ্ন ভাসে।।
অলস পথিক আজ হয়ে উদ্ভ্রান্ত
পথে পথে ঘুরে আজ বড্ড ক্লান্ত
মরিচীকা বারে বারে করে যায় ভ্রান্ত
কাঙ্খিত মন্জিল বলো কেমনে আসে।।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: পরবর্তীতে বিষয়টা দেখবো ইনশাল্লাহ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৫
হাবিব বলেছেন: ছবিটা দেখে হাসি পেয়েছিলো.......
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
হা হা হা...
হাসাতে পেরে ভালো লাগলো
অনেক অনেক শুভকামনা রইলো
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পরবর্তীতে বিষয়টা দেখবো ইনশাল্লাহ।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ সকাল। ভালো থাকুন।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, আপনি এতো আসেন কিন্তু আপনাকে মন্তব্য করতে পারিনাবলে লজ্জা লাগে।
আপনার ও ভাবির জন্য অনেক শুভকামনা।
শুভসকাল
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: লাইন গুলো খুব বেশি চিকন হয়ে গেছে।