নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
আজকের নির্বাচনে হিরো আলম হিরো রুপে আবির্ভূত হয়ে অনেক বড় ভূমিকা রেখেছেন। সরকার আজ হিরো আলমের প্রতিপক্ষ বানিয়েছে। যা হিরো আলমের এক বিশাল প্রাপ্তি। আর সরকারের জন্য এটা লজ্জার বিষয়, যে একটি অসহায়ের সাথে স্ট্রাগল করেছে। ভোট... করেছে ( নাইবা বল্লাম) ছি ছি ছি
হিরো আলমকে অনেকে অনেক কথা বলছেন। মজা করছেন, হাসছেন।
কিন্তু দেখুন এই অশিক্ষিত ছেলেটিই অন্যায়ের প্রতিবাদ করলো। আর আমরা এই অন্যায়ের নিরব সাক্ষি হলাম।
ধন্যবাদ রিয়েল হিরো আলম। ভিডিও টি দেখুনঃ
ওই সব শিক্ষিত বলদদের ধিক্কার জানায়, যারা বুক ফুলিয়ে সত্য কথা বলতে ভয় পায়, চাকরি হারানোর ভয়ে।
সাবাস হিরো আলম তুমি অনেক করেছ।
তুমি বাংলাদেশ এর প্রতিচ্ছবি।
অশিক্ষিত, গরিব একটি ছেলে সকলের মুখে থুথু দিয়ে গেলো ...
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলো...
কবির ভাষায়ঃ
সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী
রেখেছ বাঙালি করে মানুষ করনি
-রবীন্দ্রনাথ ঠাকুর
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: (:হাসু মামা বলেছেন: কিছু বলার নাই। এই দেশে এসব কোনো ঘটনা না।
যথার্ত বলেছেন
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮
রানার ব্লগ বলেছেন: শুধু এটাই বলবো হিরো আলম আমি দুঃখিত !! আমি লজ্জিত !!
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
কাঁদো বাংঙ্গালী কাঁদো
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭
সামিউল ইসলাম বাবু বলেছেন:
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
ঢাবিয়ান বলেছেন: মানুষ হিসেবে একজন অশিক্ষিত হিরো আলমের অবস্থান হাজারো শিক্ষিত নষ্ট মানুষের চাইতে অনেক অনেক উপড়ে। সে যে সাহসিকতা দেখিয়েছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তা এক শব্দে '' commendable''।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ঢাবিয়ান বলেছেন: মানুষ হিসেবে একজন অশিক্ষিত হিরো আলমের অবস্থান হাজারো শিক্ষিত নষ্ট মানুষের চাইতে অনেক অনেক উপড়ে। সে যে সাহসিকতা দেখিয়েছে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তা এক শব্দে '' commendable''।
সহমত ভাইয়া
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
বাংলার মেলা বলেছেন: আওয়ামী ক্যাডাররা মারামারি প্রিয়। মাইর দেওয়ার জন্য হাত নিশপিশ করে। বিএনপির এজেন্টরা সব বাসাবাড়িতে কম্বল গায়ে শুয়ে ছিল, সামনে পেয়েছে হিরো আলমকে তাই পিটিয়ে হাতের শান্তি করেছে।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০
সামিউল ইসলাম বাবু বলেছেন: বাংলার মেলা বলেছেন: আওয়ামী ক্যাডাররা মারামারি প্রিয়। মাইর দেওয়ার জন্য হাত নিশপিশ করে। বিএনপির এজেন্টরা সব বাসাবাড়িতে কম্বল গায়ে শুয়ে ছিল, সামনে পেয়েছে হিরো আলমকে তাই পিটিয়ে হাতের শান্তি করেছে।
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: এই হিরো আলমকে অযোগ্য ঘোষণা করেছিল দালাল চক্র। অল্প শিক্ষিত একজন মানুষ সরকারি দলের প্রধানের চেয়ে বেশি সেই ।কারণ সে মাথা মোটা না!!! সে অন্যায়ের প্রতিবাদ করেছে।।। এরশাদও তা পারছে না।
০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১
সামিউল ইসলাম বাবু বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: এই হিরো আলমকে অযোগ্য ঘোষণা করেছিল দালাল চক্র। অল্প শিক্ষিত একজন মানুষ সরকারি দলের প্রধানের চেয়ে বেশি সেই ।কারণ সে মাথা মোটা না!!! সে অন্যায়ের প্রতিবাদ করেছে।।। এরশাদও তা পারছে না।
সহমত জনাব
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৪৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু বলার নাই। এই দেশে এসব কোনো ঘটনা না।