নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
স্বাধীনতার এ মাসে হয়না শেখা
একটি কবিতা আর ছন্দ লেখা
আজকে এসে দেখো দাড়িয়েগেছি
শূন্য হাতে তার সব হারিয়েছি
মুক্তিকামরি দল চেয়েছিল যারে
জড়ো হয়েছিল খুজতে তারে
সেই স্বাধীনতা কি এই স্বাধীনতা
কালের খেয়ায় খুজেছি যারে
আঁধার দেখে যে থোমকে দাঁড়ায়
তাদের জীবনে আসে না'তো জয়
কষ্টের শত প্রহর নির্ঘুম রাত
এনেদেয় বিজয় সোনালী প্রভাত
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: সামুপাগলা০৭ বলেছেন: আঁধারে থমকে না গিয়ে আজ আমাদের উপায় নেই কারণ আজ আমরা সবাই যার যার মত স্বার্থপর, নেই কোন একতা, তাই জোঁক লেগেছে আমাদের সবার দেহে, চুষে নিচ্ছে আমাদের সকলের মানবতা!
সুন্দর মন্তবের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর...
২| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: মন্তবের জন্য ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা নিরন্তর...
৩| ১৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৪
চাঁদগাজী বলেছেন:
স্বাধীনতার চারা গাছটা দখল করে নিয়েছে ফালু, বসুন্ধরা, সালমান খান, ওরিয়ন, আলম ব্রাদারস, শিকদার গ্রুপেরা; একটা স্বাধীন জাতিকে কি করে পরিচালনা করবে শামীম ওসমান, পিন্টু, ফালু, বদি'র স্ত্রীরা?
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তবের জন্য ধন্যবাদ।
১০০% সহমত।
শুভেচ্ছা নিরন্তর...
৪| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:৪০
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার।
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তবের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর...
৫| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ২:৪৭
মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২০
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তবের জন্য ধন্যবাদ।
শুভেচ্ছা নিরন্তর...
৬| ১৭ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫২
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল ! টাইপে সচেতন হতে হবে।
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৪
সামিউল ইসলাম বাবু বলেছেন: একটু যদি দেখিয়ে দিতেন...
০৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২১
সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও সুন্দর মন্তবের জন্য ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা নিরন্তর...
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৯
ম্যাড ফর সামু বলেছেন: আঁধারে থমকে না গিয়ে আজ আমাদের উপায় নেই কারণ আজ আমরা সবাই যার যার মত স্বার্থপর, নেই কোন একতা, তাই জোঁক লেগেছে আমাদের সবার দেহে, চুষে নিচ্ছে আমাদের সকলের মানবতা!