নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

হিজড়াদের উৎপাত কি নিয়ন্ত্রণের বাহিরে

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৩

আজ যে বিষয়ে ২টি কথা বলতে চাচ্ছি তা ঢাকা বাসি কারও অগোচরে নয়। যদি আপনি ভি.আই.পি না হন। কারণ দেশে এখন ভি.আই.পি নামে কিছু অতি মানবিয় থাকেন, যারা জনগণের কষ্ট কখনও বোঝেন না। আর ভবিষ্যতে বোঝবেন ও না।

যাক, আসল কথায় আসি...

আপনি যদি সংসদ ভবনের মতো ভি.ভি.আই.পি এলাকাতে আসেন তবে আপনাকে প্রথমে যে চাদাবাজির শিকার হতে হবে তা হলো হিজড়াদের চাদা। অথচ এটা সবথেকে VVIP এলাকা।

সর্বোচ্চ নিরাপত্তা আছে কিন্তু এটআ কেও দেখবে না। কেনো দেখবেনা এটার উত্তর আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন ...

যদি সমস্যার সমাধান না হয়, তবে ধরেনিন এদের হাত আমার আপনার চেয়ে অনেক শক্তি শালি। আসলেই কি তাই...

এছাড়াও পুরা ঢাকার একই চিত্র।

এছাড়াও, নতুন করে বৃদ্ধি পেয়েছে পকেট মার, মলম পার্টি, ছিনতাই তৎপরতা।

এরকি কোন সমাধান হবে কোনদিন? জানিনা। কারও হয়তো জানাহবে না। হবেকি???

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

করুণাধারা বলেছেন: :((

কিছু বলার নেই আর!
পোস্টে +++

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠও মন্তব্যের জন্য ধন্যবাদ।

দেরিতে দেখা হলো, দুঃখিত । আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন?
আন্তরিক শুভেচ্ছা জানবেন।

২| ২৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

জুন বলেছেন: অসহনীয় অবস্থা। এদের উৎপাত কেউ দেখার নেই মনে হয়।

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত

অনেক দেরিতে দেখা হলো। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন?
আন্তরিক শুভেচ্ছা জানবেন।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

পবিত্র হোসাইন বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করুন

২০ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক দেরিতে দেখা হলো। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন?
আন্তরিক শুভেচ্ছা জানবেন।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: আমিও একবার দূরপাল্লার ট্রেনে এদের খপ্পরে পড়ে ছিলাম। তারপর থেকে আর ঝুঁকি নেই না। এখন হিজরা দেখলে আগেভাগেই 10 টাকা বার করে দিই।


শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.