নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

খন্ড খন্ড কষ্টের টুকরো

১৮ ই মে, ২০১৯ সকাল ৯:৩১

১) কয়দিন আগে ফেসবুকে দেখলাম ধানের কেজি ১২ /- টাকা।
ফেসবুকে দেখেছি তো, ভাবছিলাম সংবাদ ভুয়া। বাস্তবে দেখি কথা সত্য।
এটা কি ভাবে সম্ভব !!!
বৃটিশ সরকার এদেশে নিলচাষ করিয়েছে শুনেছি, আর আমরা সৌভাগ্যবান ধানচাষ দেখলাম। ইতিহাসের সাক্ষী হলাম।
হ্যাঁ, সম্ভব যদি দেশের বৃহৎ জনগোষ্ঠীর সমর্থন প্রয়োজন না হয়...

২) গত আট বছরে ধর্ষণ হয়েছে চারহাজার।
বেশ হোক।
আমরা উন্নত হচ্ছি।
কারণ, বন্ধু দেশ আমাদের থেকে উন্নত দেশ। আমরা সেদিকেই যাচ্ছি।

সিরিয়াল দেখার ফল পাচ্ছেন তো। না পাইলেন অপেক্ষা করেন পেয়ে যাবেন।

ক্রাইম পেট্রোল, আহাট, আদালত, CID, স্টার জলসা জি বাংলার নামে, কি শিখছেন? কিভাবে ধর্ষণ করতে হয়, তারপর খুন করতে হয়, কিভাবে বান্ধবী কে নিয়ে ভাগতে হয় ইত্যাদি...

সমস্যা নাই, সিরিয়াল দেখে যা, শিখছেন, এখন তার প্রাক্টিক্যাল চলছে ...

৩) অত্যান্ত দুঃখের বিষয়, রমজানে জিনিসের দাম না বাড়ালে আমাদের ব্যাবসা হয়না। হিসাবে, কমলাভ বেশি বিক্রি, দাম কম -এমন হয়ার দরকার ছিলো। উল্টো টা হয়েচলেছে



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৯ সকাল ১০:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পরিসংখ্যান :(

২| ১৮ ই মে, ২০১৯ সকাল ১১:০১

আহমেদ জী এস বলেছেন: সামিউল ইসলাম বাবু,




এসব কষ্ট এখন গা সওয়া হয়ে গেছে। নতুন কষ্ট চাই... B:-)

৩| ১৮ ই মে, ২০১৯ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: সহমত।

৪| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৪:৫২

পথিক প্রত্যয় বলেছেন: সহ্য ক্ষমতা বাড়িয়ে নিন সামনে আরো বৃহৎ কষ্ট আসছে

৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১০:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: পুরো সিস্টেমটাই নষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.