নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//
কালের কন্ঠের রিপোর্টে বলা হচ্ছে, আবরারের পুরু পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত!
কিন্তু জালেম হত্যাকারীরা বলছে আবরার শিবির করতো!
আচ্ছা বুঝলাম তিনি শিবির করতো, শিবির করলেই কি কাউকে হত্যা করতে হবে? এই পার্মিশন আপনাদের কে দিয়েছে...???
আচ্ছা, শিবির ছাড়া কেউ কি দেশ বিরূধী চুক্তির বিরূধীতা করতে পারবে না? তাহলে কি আওয়ামী লীগে একজনও দেশ প্রেমিক নেই...???
আমার মনে হচ্ছে, ভারতের উলঙ্গ আগ্রাসন বিরূধী আন্দোলনের তিনি ই প্রথম শহীদ ।
দেশের মানুষ সবাই জানে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেকে নিয়ে অনেকটা রাজনৈতিক চাপে ফেলে ভারত অনৈতিক চুক্তি করেছে, তাই দেশে যেন কেউ চুক্তি বিরূদ্ধে কোন কথা বলতে না পারে, ভারত সেই ব্যবস্থা নেবে । এবং এরই ধারাবাহিকতায় এই নিরিহ ও মেধাবী ছাত্রটিকে হত্যা করা হয়েছে।
আবরার ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দিও।
২| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৫৭
বিবেকহীন জ্ঞানি বলেছেন: নির্মম জঘন্য এই কাজ।
একজন বুয়েটিয়ান কে এভাবে?
৩| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৩
মোহামমদ কামরুজজামান বলেছেন:
অসম প্রেম এবং এর বিষময় ফলাফল ।।।
চেতনা --
দীর্ঘজীবী হও ।।
©somewhere in net ltd.
১| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৪
রাজীব নুর বলেছেন: শিবির হোক, রিকশাওয়ালার পোলা হোক, ডাক্তার হোক বা সবজি বিক্রেতা হোক, এভাবে কাউকে হত্যা করা যায় না।