নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

পথ চলতি ভাবনা

২৬ শে মে, ২০২০ সকাল ১০:৫৩

আসসালামুআলাইকুম। প্রিয় ব্লগার গণ কেমন কাটলো ঈদ। ঘুরলেন কেমন এবার?
যাহোকঃএবার ঈদের নামাজ বাসায় পড়েছি। অাল্লাহ তায়ালা ক্ষমা করবেন কিনা জানিনা(তবে অাল্লার কাছেই ক্ষমা প্রার্থনা করছি।)

কিছু তথ্য জানার পর শেয়ার করতে ইচ্ছে হলোঃ
১)করোনা ভাইরাস সহজেই বিদায় নিচ্ছেনা
২) করোনার প্রভাব অর্থনৈতিক, সমাজিক রাজনৈতিক এবং অান্্তর্যাতিক পরিমন্ডলে ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন।
৩)স্থানীয়ভাবে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারেঃ
★চুরি ডাকাতি তথা সামাজিক অপরাধ অনেক গুনে বৃদ্ধি পেতে পারে
★খাদ্য সংকোট দেখা দিতে পারে
★ সামাজিক সংঘাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবণা রয়েছে।
★ বেকারত্ব বৃদ্ধি পেতে পারে
★কল কারখানাবন্ধ হওয়ার সম্ভাবনা অাছে

অাসলে অনেক গুলো সমস্যা সংঘটিত হতেপারে

এছাড়াও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে খাদ্য সমস্যা। কারণ পঙ্গপাল অলরেডি অনেক দেশে অাক্রমণ শুরু করেছে। অামাদের বন্ধুরাষ্ট্রে ইতোমধ্যে চলে এসেছে।

শেষ জামানা সংক্রান্ত একটা হাদিস অাছে এমন, " শেষ জামা নাতে অাল্লাহর গজব একের পর এক অাসতে থাকবে" ঠিক জেনো তাসবি ছিড়ে গেলে তাসবি দানা যেমন একের পর এক পড়তে থাকে। "

অাজ থেকে ১৫/১৬ বছর অাগে অাহসান হাবিব ইমরোজের লেখা একটা বইয়ের ভিতর অামেরিকার একজন জনপ্রিয় টিভি উপস্থাপকের একটা ব্যক্তব্যের
অংশ এমন ছিলোঅামেরিকা একদিন ধ্বংস হবে। যে অপরাধে কওমে লূতা ধ্বংস হয়েছিলো এখানে বলে রাখি লূতা অাঃ এর জনপদ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সমকামিতা


যাহোক, বর্তমান পরিস্থিতিতে অামাদেরকে অনেক হিসাব করে চলা দরকার। কারণ অামরা স্বিকার করি অার না করি। অামার তথা সমগ্র মানব জাতি অাজ এক কঠিন চ্যালেজ্ঞের মধ্যে সময় পার করছে। এবং সামনে অারো বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে...

অাসার বাণী হলোঃ অাল্লাহ তায়ালা বলছেন" ওলা তাহিনু ওয়া লা তাহযানু- তোমার হতাশ হইয়োনা, তোমরা নিরাস হইয়ো না"
এখন অামাদেরকে বেশি বেশি অাল্লার ক্ষমা এবং সাহায্য চাওয়া ছাড়া অার কোন উপায় নেই।

অামরা সকলে সকলের জন্য দোয়া করি।
অাল্লাহ তায়ালা অামাদের সকলকে হেফাজত করুণ, অামাদের দেশকে হেফাজত করুণ সারা বিশ্বের সকলকে হেফাজতকরু। অামিন

সুম্মা অামিন।
সমাজে গজব অাসার কারণঅাল কোরানে মহামারির যতো বর্ণনাকওমের লূতা ধ্বংসের ইতিহাস আসসালামুআলাইকুম। প্রিয় ব্লগার গণ কেমন কাটলো ঈদ। ঘুরলেন কেমন এবার?
যাহোকঃএবার ঈদের নামাজ বাসায় পড়েছি। অাল্লাহ তায়ালা ক্ষমা করবেন কিনা জানিনা(তবে অাল্লার কাছেই ক্ষমা প্রার্থনা করছি।)

কিছু তথ্য জানার পর শেয়ার করতে ইচ্ছে হলোঃ
১)করোনা ভাইরাস সহজেই বিদায় নিচ্ছেনা
২) করোনার প্রভাব অর্থনৈতিক, সমাজিক রাজনৈতিক এবং অান্্তর্যাতিক পরিমন্ডলে ব্যাপক প্রভাব বিস্তার করবে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন।
৩)স্থানীয়ভাবে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারেঃ
★চুরি ডাকাতি তথা সামাজিক অপরাধ অনেক গুনে বৃদ্ধি পেতে পারে
★খাদ্য সংকোট দেখা দিতে পারে
★ সামাজিক সংঘাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবণা রয়েছে।
★ বেকারত্ব বৃদ্ধি পেতে পারে
★কল কারখানাবন্ধ হওয়ার সম্ভাবনা অাছে

অাসলে অনেক গুলো সমস্যা সংঘটিত হতেপারে

এছাড়াও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে খাদ্য সমস্যা। কারণ পঙ্গপাল অলরেডি অনেক দেশে অাক্রমণ শুরু করেছে। অামাদের বন্ধুরাষ্ট্রে ইতোমধ্যে চলে এসেছে।

শেষ জামানা সংক্রান্ত একটা হাদিস অাছে এমন, " শেষ জামা নাতে অাল্লাহর গজব একের পর এক অাসতে থাকবে" ঠিক জেনো তাসবি ছিড়ে গেলে তাসবি দানা যেমন একের পর এক পড়তে থাকে। "

অাজ থেকে ১৫/১৬ বছর অাগে অাহসান হাবিব ইমরোজের লেখা একটা বইয়ের ভিতর অামেরিকার একজন জনপ্রিয় টিভি উপস্থাপকের একটা ব্যক্তব্যের
অংশ এমন ছিলোঅামেরিকা একদিন ধ্বংস হবে। যে অপরাধে কওমে লূতা ধ্বংস হয়েছিলো এখানে বলে রাখি লূতা অাঃ এর জনপদ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সমকামিতা


যাহোক, বর্তমান পরিস্থিতিতে অামাদেরকে অনেক হিসাব করে চলা দরকার। কারণ অামরা স্বিকার করি অার না করি। অামার তথা সমগ্র মানব জাতি অাজ এক কঠিন চ্যালেজ্ঞের মধ্যে সময় পার করছে। এবং সামনে অারো বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে...

অাসার বাণী হলোঃ অাল্লাহ তায়ালা বলছেন" ওলা তাহিনু ওয়া লা তাহযানু- তোমার হতাশ হইয়োনা, তোমরা নিরাস হইয়ো না"
এখন অামাদেরকে বেশি বেশি অাল্লার ক্ষমা এবং সাহায্য চাওয়া ছাড়া অার কোন উপায় নেই।

অামরা সকলে সকলের জন্য দোয়া করি।
অাল্লাহ তায়ালা অামাদের সকলকে হেফাজত করুণ, অামাদের দেশকে হেফাজত করুণ সারা বিশ্বের সকলকে হেফাজতকরু। অামিন

সুম্মা অামিন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.