নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"যুদ্ধ ছাড়া কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও, তবে ঐ জাতির তরুণদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দাও।\" সুলতান সালাউদ্দিন আইয়ুবী (রহ:)

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

নব্য নীলচাষী

১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩১

ইতিহাস পাঠের মাধ্যমে নীল চাষ সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করেছি। সেই কথা মনে পড়লে এখনো শরিরে শিহরপ ওঠে। এখনকার নীল চাষ সম্পর্কে আমরা কে কতটুকু খোঁজ রাখি!

হ্যাঁ, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। তবে বাস্তবতা হচ্ছে বর্তমানে বাংলাদেশের মার্কেটিং জব অধিকাংশ নীল চাষ এবং নীলচাষীদের জীবনের ঘটনার সাথে মিলে যায়। সেক্ষেত্রে বর্তমান মার্কেটিং জবকে নব্য নীলচাষের সাথে তুলনা করলেও ভুল হয়না।

আপনি আর আপনার ছোট্ট পরিবার ভালোভাবে চলে যাবে। না পারবেন সেভিংস করতে। আর না পরবেন বাবা-মা, পরিবার বা আত্মীয় সজনদের হেল্প করতে।

মানসিক বা শারীরিক উভয় দিক থেকেই পরিশ্রমের কোন শেষ নেই। কিন্তু এর কোন ফিউচারও নেই।

আপনি একটু অসুস্থ, চাকরি নেই। কম্পানির কাজে দুর্ঘটনায় পড়লে সময়িক হেল্প করবে, বাট বড় কোন হেল্প করবেনা।

এসব কথা শেয়ার করে লাভ কি?
এর কি কোন সমাধান হবে?
না, সমাধান নেই।
তবে আশা করি এর একটা সমাধন একদিন হবে। সেই প্রত্যাশাই...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: হ্যাঁ শেষমেষ আমাদের প্রত্যাশা করা ছাড়া আর কিছু নেই।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।

আপনি যদি বলেন, তবে প্রত্যাশা করা বাদদিয়ে দিবো

২| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:

বাঙালীদের কনভিন্স করা দুনিয়ার কঠিন কাজগুলোর একটি।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: সেটাই মনে হচ্ছে। তবে মানুষ খুব কষ্টে আছে।

ধন্যবাদ জানবেন।

শুভেচ্ছা নিরন্তর

৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

ফাহিম যুল বাজাদাইন বলেছেন: এটাকে শিক্ষিতদের নীলচাষ বলতে পারেন। নিম্নআয়ের প্রত্যেক কর্মচারীই নীলচাষী।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: সহমত।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.